নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

৩৬ জনের জগতটা বেশী ছোট হয়ে গেছে।

১৫ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৪:২৩



এখন ব্লগে যেই কয়জন ব্লগার একটিভ আছেন ( গড়ে ৩৬ জন ), আমরা সবাই সবাইকে জানি, লেখার দিক থেকে খুবই ঘনিষ্টভাবে জানি; কে কি লিখবেন, কি কমেন্ট করবেন, কার পোষ্ট কমেন্ট করবেন, সেটা অবধিও অনুমান করা সম্ভব। নতুন নিক দেখলে, আমার উৎসাহ খুবই বেড়ে যায়: কে এলেন: ছাত্র, নাকি চাকুরীজীবি প্রফেশানেল, নাকি শিক্ষক, নাকি বেকার, নাকি কবি, বয়স কেমন, পড়ালেখা কি? অন্যরাওও পুলকিত হয়ে থাকেন নিশ্চয়।

কিন্তু সম্প্রতি যেসব নতুন নিক দেখেছি, এদের বেশীর ভাগকেই কেন যেন "মালটি মালটি" মনে হয়; এখন নতুন নিক এলে, অভিনন্দন দেয়ার জন্য আমি ঝাপিয়ে পড়ি না; বরং অপেক্ষা করে দেখি, আমার পোষ্টে কমেন্ট করে কিনা। আমার পোষ্টে কমেন্ট করলে, এবং উহা মালটি হলে আমার বুঝতে আর কোন অসুবিধা হয় না।

গত ২/৩ মাসে যেসব নতুন নিক এসেছে, তাদের থেকে ১৫ জনের বেশী আমার পোষ্ট এসে আমাকে অপদস্হ করার চেষ্টা করেছে; এরা এখনো ব্লগে আছে; তবে, এরা মোটামুটি পোষ্ট লিখে না, শুধু কমেন্ট করে। যাকগে, পাঠক বেড়েছে। যারা এসব নিকের সৃষ্টিকর্তা, তারা এগুলোকে মিলিটারী ড্রোনের মতো করে সৃষ্টি করেন, আক্রমণ চালাবে, হয় বেঁচে থাকবে, না'হয় শহীদ হবে, ব্লগার হবে না।

ব্লগটিম থেকে বলা হয়েছিলো যে, আমার আগের নিকটা ব্যানে পড়ার আগ অবধি, আমার নিকটাকে অপদস্হকারী ৪৭০ টি নিককে টিম নিজেই ব্যান করেছে; আরো অনেক অনেক নতুন নিক কিন্তু অপদস্হ করার পরও ব্যান খায়নি। ফলে, নতুন নিক নিয়ে আমার উৎসাহ না'কমলেও অভিজ্ঞতা অনেক।

আমি পোষ্ট পড়ি, একই ধরণের পোষ্ট পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি; নতুন নিক এলে ভালো হতো, নতুন লেখা পড়া যেতো। যদিও মরুভুমির দলদস্যু প্রায় আমাকে বলেন যে, আমি নাকি না'পড়েই কমেন্ট করে থাকি; ব্যাপারটা আসলে তা'নয়, অনেক পোষ্ট পুরোটা পড়তে হয় না, এটা লেখার গুণ।

নতুন নিক আসুক, নতুন ধরণের লেখা পড়ি, ৩৬ জনের জগতটা বেশী ছোট হয়ে গেছে।

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৪:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: নতুনদের মাঝে মেধার স্ফুরণ দেখি না।

১৫ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৪:৩৭

সোনাগাজী বলেছেন:



নতুন যারা আসে, তাদের বড় অংশ, কোন কারণে আমাকে অপদস্হ করার চেষ্টা করে; তারা আমার পোষ্টে কি দেখে কে জানে!

২| ১৫ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৫৫

কামাল১৮ বলেছেন: প্রত্যেকের দেখার দৃষ্টি ভঙ্গি আলাদা।তাই আলাদা আলাদা ভাবে দেখে।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:০৯

সোনাগাজী বলেছেন:



সেটা সঠিক, আমরা একই বৃত্তের মাঝে ঘুরছি, কিন্তু সবার নিজস্ব ভাবনা, ধারণা ও জগৎ আছে।

৩| ১৫ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৬:২৭

অধীতি বলেছেন: আপনি গালিগালাজ করে ও খেয়ে মোটামুটি ব্লগটাকে সচল রাখছেন। আপনাকে গালি দেয়ার জন্যও অনেকে ব্লগে আসে। আপনাকে পুরস্কৃত করা প্রয়োজন।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:১২

সোনাগাজী বলেছেন:



আপনি ভালো কথা বলেছেন, আমাকে সামান্য গালি দেয়ার জন্যই শতশত নিককে জন্ম নিতে হয়েছে, বাংলা ব্লগিং আসলেই উপভোগ্য মিলনমেলা!

৪| ১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৩৯

রানার ব্লগ বলেছেন: শীতের ছুটিতে সব ব্লগার বেড়াতে গেছে।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৪৫

সোনাগাজী বলেছেন:



শীঘ্রই বসন্ত আসছে

৫| ১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৬

শেরজা তপন বলেছেন: আপনিতো একাই ছত্রিশের সমান।
বহু নতুন ব্লগার ও পুরনো ব্লগার আপনার তীর্যক মন্তব্যে ভেগেছে এটাও নিশ্চয়ই স্বীকার করবেন?

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৮

সোনাগাজী বলেছেন:



কেহ আমার জন্য ব্লগ ছাড়েনি; যারা ঝরে গেছে, তারা ছিলো কোন না কোন ব্লগারের মালটি-নিক ; ব্লগটিম ওসব নিককে ব্যান করেছিলো।

আমার পোষ্টে মন্তব্য করার জনত অনেকে লগিন করতেন।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৪

বাকপ্রবাস বলেছেন: হা হা হা বিনোদিত হলাম

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৯

সোনাগাজী বলেছেন:



ফানি পোষ্ট?

৭| ১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্লগ ঝিমিয়ে আছে। কাল ফরিদপুর পিকনিক করে আসছি। এসব অভিজ্ঞতা শেয়ার করতে চাই কিন্তু সময় নাই। পিসি নাই। ফটোশপ নাই । একটু সময় পেলে মানুষ এসে সামনে বসে থাকে। দুনিয়ার ঝামেলায় আছি ।

শুভ ব্লগিং

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১২

সোনাগাজী বলেছেন:



একই লেখকের একই বিষয়ে পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাচ্ছি, নতুন ব্লগার আসছে না কিছুেই।

৮| ১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৮

মিরোরডডল বলেছেন:



কথা সত্যি, ম্যাক্সিমাম নতুন নিকগুলো মাল্টি।
অন্ পারপাস অন্যকে প্যারা দেবার জন্য যদি না আসে, তাহলে মাল্টি নিক সমস্যা না।

যারা এসব নিকের সৃষ্টিকর্তা, তারা এগুলোকে মিলিটারী ড্রোনের মতো করে সৃষ্টি করেন, আক্রমণ চালাবে, হয় বেঁচে থাকবে, না'হয় শহীদ হবে, ব্লগার হবে না।

তাই নাকি, খেয়াল করতে হবেতো :)

নো ওয়ে!! ৪৭০ বলেনি, আমার সঠিক সংখ্যা মনে নেই কিন্তু ১৭৪ এরকম কিছু একটা বলেছিলো যেগুলো ব্লগ টিম ব্যান করেছে।

সময় সবসময় একরকম যায়না।
সামনেই হয়তো অনেক ব্লগার অনেক লেখা আসবে।
হোপ ফর দ্যা বেস্ট।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৫

সোনাগাজী বলেছেন:



আশাকরে বসে আছি, নতুন ব্লগার আসবে, আসে মালটি মুলটি!

৯| ১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৯

গেঁয়ো ভূত বলেছেন: সবিনয়ে জানতে চাই, আপনার কয়টি মাল্টি ছিল বা আছে? সেগুলো কি কি?

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২০

সোনাগাজী বলেছেন:



কোন ব্লগে, আমার কোন মালটি নিক ( একই ষময়ে একাধিক নিক ) ছিলো না; একটা নিক ব্যান খেলে, ২/১ মাস পরে অন্যটা খুলেছি; এভাবে, সামুতে বর্তমান নিকটি হচ্ছে ৭ম নিক।

১০| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: হারধনের ৩৬ছেলের ঘুরে পাড়াময় ধরণের অভাব ।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

সোনাগাজী বলেছেন:



লেখাগুলো গন্ডির মাঝে আটকা পড়ে গেছে।

১১| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৪

জ্যাক স্মিথ বলেছেন: ব্লগিং মানে সময় নষ্ট + মাথা নষ্ট, কে আছে সময় নষ্ট করে সারাদিন ব্লগে বসে মাথা নষ্ট করবে, তাই ব্লগে এখন আগের মত ব্লগার নেই।
সামুতে বর্তমান নিকটি হচ্ছে ৭ম নিক। :-< আপনাকে এতবার ব্যান করা হয়েছিল কেন?

মাল্টি নিক দিয়ে যারা আক্রমণ করে তাদের সবাইকে ব্লক মারেন।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

সোনাগাজী বলেছেন:



আমাকে ব্যান করা হয়েছিলো, কারণ বেশীরভাগ ব্লগারের সাথে আমার ধারণার মিল কম।

১২| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলে বাস্তবতা হচ্ছে, মানুষের রুচি বদল হয়ে গিয়েছে। ফেসবুক, ইউটিউব এত প্রভাব ফেলে দিয়েছে মানুষের মননে যে, পত্রিকা, ম্যাগাজিন, সাহিত্য, উপন্যাস, ব্লগ ইত্যাদিতে মানুষের আগ্রহ কমে গিয়েছে। তার উপর বিবাহিত জীবনে প্রবেশের সাথে সাথেই বিশাল একটা পরিবর্তন চলে আসে জীবনে। বয়স বাড়ার সাথে সাথে আরো পরিবর্তন হয়। সব মিলিয়েই ব্লগে সবার অংশগ্রহণ কমে গিয়েছে...

১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

সোনাগাজী বলেছেন:



নতুনরা কোথায় লিখছে?

১৩| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সবাই যেকোনো আপনার পিছনে লেগে থাকে....! :P

১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২১

সোনাগাজী বলেছেন:



অনেকেরই লেখা ভুল ধারণাকে সম্প্রাসারিত করে, সেটা নিয়ে আমি মন্তব্য করে থাকি

১৪| ১৫ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: মূলত ব্লগে ক্যাচাল করে মাল্টি নিক গুলো। সম্ভবত ব্লগটিম সেটা অনুভব করেছে। মাল্টি গুলোকে ব্যান করে রাখা হয়েছে। এজন্য নতুন নতুন মাল্টি নিকের আগমন হয়েছে।
মাল্টি গুলোর বিষয়ে খুব সাবধান থাকতে হবে। এদের উদ্দেশ্য মন্দ।

অন্তত পাঁচ জন ক্যাচালবাজ ব্লগার এখন সামুতে নেই। সামু কি সুন্দর চলছে। নতুন যারা ক্যাচাল করতে আসছে, তাঁরা জায়গা পাচ্ছে না।

১৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

সোনাগাজী বলেছেন:



দেশের শিক্ষিতদের মাঝে অনেকেই যে দুষ্ট, মাল্টি নিক সেটারই একটি প্রমাণ

১৫| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:



ম্যাক্সিমাম নতুন নিকগুলো মাল্টি
আমারো তাই মনে হয়, তবে সেগুলি
যেন মিলিটারী ড্রোনের মতো করে সৃষ্টি করে
কাওকে অহেতুক আক্রমণ না চালায় সে দিকে
সামু কতৃপক্ষ দৃষ্টি রাখলে ভাল হয় ।

১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৯

সোনাগাজী বলেছেন:



সামু হয়তো জানে, কারা এসব কাজ করে।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১১

গেঁয়ো ভূত বলেছেন: যে সব নিক দীর্ঘ দিন ধরে জীবিত থেকে একটা সাধারণ পোস্টও করে না, কিন্তু কমেন্ট করে বিব্রত করতে চায় লোকজনকে, ধরেই নেয়া যায় এধরনের নিক মাল্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি।

১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৮

সোনাগাজী বলেছেন:




যারা মাল্টি নিক বানাচ্ছে, আমরা তাদের সাথে নিয়মিতভাবে ব্লগিং করছি

১৭| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০০

ঢাবিয়ান বলেছেন: আপনার কারনেই ব্লগে এত মালটি নিক। আপনি অন্যকে অহেতুক আক্রমন করা বাদ দেন , তাহলেই সব মাল্টি অফ হয়ে যাবে। তবে আপনাকে অপদস্ত করতে চাওয়া মালটি নিকগুলোর কমেন্ট কিন্ত খুবই ধারালো এবং উপভোগ্য। :D নিকের পেছনে মুল লেখকরা যে ব্লগের শক্তিশালী ব্লগার , তা বলার অপেক্ষা রাখে না। B-)

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:৪২

সোনাগাজী বলেছেন:



আপনি শক্তিশালী ব্লগার; আপনার উচিত আমাকে আক্রমণ করা।
আমাকে আক্রমণ করে কেহ আনন্দ পায়নি, আক্রমণকারীরা অচলদের সাপোর্ট পেয়ে আসচিলো, এটাই তাদের উৎসাহ ছিলো।

১৮| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০১

কালো যাদুকর বলেছেন: আপন ৩৬ টি নিককে কিভাবে কাউন্ট করলেন ৷ এটা আমারও কৌতুহল ছিল ৷ আসলে কতজন এখানে ব্লগ করেন ? যাহোক , মার্কেটিং যারা বোঝেন তারা কি বলেন । কোন প্রডাক্টের ভোক্তা যদি ৩৬ হয়, তাহলে তার ভবিষ্যৎ কি? গুগোল, আমাজন, মাইক্রোসফ্ট, ফেসবুক, অ্যাপেল এরা এমন প্রোডাক্ট হলে অনেক আগেই বন্ধ করে দিন ৷
সেই অর্থে ধন্যবাদ টি ব্লগের মালিকের প্রাপ্য ৷

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:৪৫

সোনাগাজী বলেছেন:



ব্লগের মালিককে ধন্যবাদ।
৩৬ সংখ্যাটা কোন সঠিক সংখ্যা নয়; আমি সাম্প্রতিক সময়ে গড়ে সর্বাধিক ৩৬ জন ব্লগারকে লগিন করতে দেখেছি। অবশ্যই এর চেয়ে অনেক বেশী ব্লগার ব্লগে আছেন।

১৯| ১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৮

নেওয়াজ আলি বলেছেন: আপনার কথা অনেকের বদহজম হয়। তাই ক্ষেপে যায় কারণ নতুন প্রজন্ম সহনশীল নয়। আপনার লেখা পড়ি এবং জানি তেমনি নতুন নিকও সমৃদ্ধ লেখা পড়বো

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:৪৮

সোনাগাজী বলেছেন:



আমি ইচ্ছা করে, কিংবা সাজিয়ে গুজিয়ে মন্তব্য করি না; পড়ার সাথে সাথে যা মনে আসে, উহাই লিখি।

২০| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:২১

নূর আলম হিরণ বলেছেন: নতুন ব্লগারের সংখ্যা কম। কারণ এখনকার ছেলেমেয়েদের ধৈর্য কম, এরা দুই তিন লাইনে সবকিছু বুঝিয়ে ফেলতে চায়। ব্লগ দুই তিন লাইনে লেখার জায়গা নয় তাই এদিকে অনেকেই পা মাড়াতে চায় না।

১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:৪৯

সোনাগাজী বলেছেন:



নতুন জেনারেশনের উপর প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ও প্রশ্নফাঁসের প্রভাব পড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.