নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

তুমি তাড়াহুড়া করে বেশী আগে চলে এসেছ!

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৩



গত গ্রীস্মে কুইন্সের শিখদের পাড়ায় একটি কলেজে পড়ুয়া মেয়ের সাথে কয়েক মিনিটের জন্য পরিচয় হয়েছিলো, কথা হয়েছিলো; সে কেমন রহস্যময় হাসি হাসছিলো সারাক্ষণ। আমি কারণ জানতে চাইলে, সে আমাকে বলে, "তুমি তাড়াহুড়ো করে বেশী আগে চলে এসেছ"।

এলাকাবাসী গত জুলাইমাসে কুইন্সের এক যায়গায় আড্ডা ও খাওয়া-দাওয়ার ব্যবস্হা করেছিলো; কোভিডের কারণে, আমার স্ত্রী যাবে না। আমি হাইওয়ে ধরে যাওয়াতে বেশ আগে গিয়ে পৌঁছে গেছি। ভাবলাম আশপাশটা ঘুরে দেখি; ৩/৪ মাইল যেতে দেখি শিখদের এলাকা, তাদের মন্দির, দোকান দাকান; রবিবার, সবই মোটামুটি বন্ধ, রাস্তায় লোকজন নেই বললেই চলে। ভাবলাম, শিখদের চা খেয়ে দেখি, কিন্তু কোথায়ও চা'দোকান, বেকারী টাইপের কিছু চোখে পড়লো না।

এক মোড়ে ট্রাফিক লাইটে দাঁড়ায়ে আছি, একটি শিখ মেয়ে আমার সামনে দিয়ে রাস্তা ক্রস করে, ১টি বাড়ীতে ঢুকে পড়ছে; আমি ডাকলাম, সে আমার পাশে এসে প্রশ্ন করলো,
-হারায়ে গেছো?
-না, চা খেতে চাচ্ছি।
-সোজা চালাও, ৪ ব্লক পরে ডানকিন ডোনাট পড়বে।
-আমি শিখদের বানানো চা খেতে চাই।
-শিখ পুরুষেরা পাকঘরে যায় না, মেয়েরা চা বানায়; তুমি দেরী করে ফেলেছ।

আমি হাসলাম; সে ডিরেকশান দিলো, পাশের রাস্তা দিয়ে কিলোমিটার'খানেক পেছনে গেলে, একটি মিষ্টির দোকান পড়বে। আমি পেছনে গিয়ে খুঁজে পেলাম; সাধারণ, পাকিস্তানীদের মতো মিষ্টি ও চা। খেয়ে ফেরার সময় মেয়েটার কথা মনে পড়লো, ওকে যেই রাস্তায় দেখেছিলাম, সেই রাস্তা ধরে যাচ্ছিলম; তাকে যেই বাড়ীর সামনে দেখেছিলাম, সেই বাড়ী পার হওয়ার ২/৩ ব্লক পর দেখি, সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, লাইট পার হবে; লোকজন নেই। আমি তার পাশে গিয়ে থামলাম, সে আমাকে দেখে হেসে ফেললো,
-চা খেয়েছ?
-খেয়েছি, ভালো লেগেছে!
-আমার জন্য আনোনি?
-তখন সাহস করে তোমাকে নিমন্ত্রণ করিনি।
-সাহাস রাখতে হয়!
-তুমি এখানে কি করছ?
-আমি বাড়ী ফিরছি, খালাকে কিছু টাকা দিতে খালার বাড়ী গিয়েছিলাম।
-তোমাকে এগিয়ে দিই?
-তোমার সময় থাকলে, আমাকে একটু সাহায্য কর, আমার ১টা কাজ করে দাও; খালা আমাকে একটা ছোট এয়ার কন্ডিশনার দিতে চেয়েছেন, আমি গাড়ীর জন্য নিতে পারছি না; বাবা গাড়ী নিয়ে বাইরে গেছে। বাবাকে বললে, তিনি নিতে চাইবেন না।
-চল।

খুবই ছোট এয়ার কন্ডিশনার, ট্রাংকে রেখেছি। সে খুবই খুশী, আমার খোঁজখবর নিলো; সে কলেজে পড়ে; সামারেও ক্লাশ নিচ্ছে। তার রুমে গরম, বাবা এয়ার কন্ডিশনার কিনে দিচ্ছে না; তাই খালা দিয়েছে, সে খুবই খুশী। সে বললো,
-তুমি তো এই রাস্তায় ফেরার কথা না!
-এই রাস্তাটা কেন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছিলো।

সে সারাক্ষণ হাসছিলো, এবার আরো বেশী করে হাসলো। কয়েক ব্লকের মাঝে তাদের বাড়ী। আমি গাড়ী থামা্য়ে এয়ার কন্ডিশনারটা দরজা অবধি এগিয়ে দিলাম; সে কেমন যেন বেশী হাসছিলো। আমি বললাম,
-তুমি এত বেশী হাসছ কেন?
-তুমি তাড়াহুড়ো করে অনেক আগে পৃথিবীতে চলে এসেছ।
-মনে হয়, আবার আসতে হবে।


মন্তব্য ৫৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:২৪

অনল চৌধুরী বলেছেন: মেয়ে যে শিখ সেটা বুঝলেন কিভাবে ? শিখ মেয়েরা তো পাগড়ি পড়ে নানামফলক লেখা ছিলো যে আমি শিখ মেয়ে!!!

২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:২৮

সোনাগাজী বলেছেন:



দেখলে মানুষ চেনার অভিজ্ঞতা থাকতে হয়; ওদের মেয়েরা লম্বা ও হালকা হয়ে থাকে।

২| ২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শীত কি কিছুটা কমেছে আপনার এলাকায়?

২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪৭

সোনাগাজী বলেছেন:



আজকে কিছুটা কম, ৫ ডিগ্রি সেলসিয়াস।

৩| ২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩৮

চারাগাছ বলেছেন:
আমার একবার এক শিখ মেয়ের সাথে কথা হয়েছিল। বেশ চ্যাটাং চ্যাটাং কথাবার্তা বলেছিল।
আপনারটা অমানবিক, মিশুক বলেই মনে হলো।

২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪৮

সোনাগাজী বলেছেন:



যেগুলো এই দেশে জন্মেছে, তারা অমায়িক। 'অমানবিক' কেন মনে হলো?

৪| ২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:১৫

কামাল১৮ বলেছেন: আমি গত দুই বছর একটা সিনিয়র ক্লাবে যোগ দিয়েছি।সেখানে আমি ছাড়া সবাই পাঞ্জাবি,শিখ আছে আছে কয়েকজন।সবাই,হিন্দু একমাত্র আমি হিন্দু না।কোন অনুষ্ঠান হলে মা,বাবার সাথে ছেলে মেয়েরা আসে।সবাই এতো আনন্দে থাকে যে না দেখলে বিশ্বাস করা যায় না।
পাঞ্জাবি হলেই শিখ না।পাঞ্জাব ভাগ হয়ে ছোট কিছু প্রদেশ হয়েছে।মেয়েটি হয়তো পাঞ্জাবি কিন্তু শিখ নাও হতে পারে আবার হতেও পারে।একমাত্র মেয়েটিই বলতে পারবে সে শিখ নাকি হিন্দু ।

২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:১৮

সোনাগাজী বলেছেন:



এদেশে যেসব বাচ্ছা জন্ম নেয়, তারা ইংরেজীই বলে, মোটামুটি খুবই অমায়িক; শিখদের মেয়েরা বেশ লম্বা হাসিখুশী।

৫| ২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:২০

চারাগাছ বলেছেন: ওটা অমায়িক হবে।
অমানবিক ক্যামনে হলো বুঝতে পারছিনে।

২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:২১

সোনাগাজী বলেছেন:



ওকে, আমার সাথে মিলেছে, আমার মতে এদেশে জন্ম নেয়া বেশীরভাগই অমায়িক।

৬| ২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:৩০

কামাল১৮ বলেছেন: পাঞ্জাবি শিখ আর পঞ্জাবি হিন্দু আলাদা না। যেমন বাংলাদেশি হিন্দু আর বাংলাদেশি মুসলমান আলাদা না কেবল ধর্মটাই আলাদা।তেমনি পঞ্জাবি হিন্দু আর পঞ্জাবি শিখ আলাদা না।কেবল শিখার পাগড়ী পড়ে আর হিন্দুরা পরে না।

২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:৩১

সোনাগাজী বলেছেন:



শিখেরা সবাই হাতে বালা পরে এখানে।

৭| ২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ৩:৫০

কামাল১৮ বলেছেন: শিখ মেয়েরা বালা পরে না যে দেখে আপনি চিনতে পারবেন।ছেলেরা পরে।এখন অনেক বাংগালিও পরে।স্বাধীনতার পর বালা পরার হিড়িক উঠেছিল।আমার অনেক শিখবন্ধু আছে।কেউ পরে কেই পরে না।এখানে এনডিপির প্রধান একজন শিখ।তাদের অবস্থান তৃতীয়।

২০ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:০৫

সোনাগাজী বলেছেন:


আচ্ছা, আমেরিকায় তরুণ শিখরা দাঁড়ি ও লম্বা ছুল রাখে না তেমন, বালা পরে। মেয়েদের চেহারা ও ফিজিক্যাল গঠন ও পোশাক থেকে কিছুটা বুঝা যায়।

৮| ২০ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:১৮

কামাল১৮ বলেছেন: পোশাকে পাঞ্জাবি হিন্দু মেয়েদের সাথে তাদের কি পার্থক্য আছে।আমি একাধিক বার পাঞ্জাব,হরিয়ানা লোধিয়ানা ও জলন্দর গিয়েছি।তাদের পাকের ঘর পর্ন্ত আমার যাতায়াত ছিল।কোন পার্থক্য চোখে পড়ে নাই।

২০ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:৩৪

সোনাগাজী বলেছেন:


এরা অন্য এলাকার ভারতীয় মেয়েদের চেয়ে ঢোলা কাপড় চোপড় পরে।

৯| ২০ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৫:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


দেখা হলো,কথা হলো, সাহায্য করাও হলো।

২০ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৫৫

সোনাগাজী বলেছেন:



এটাই জীবনের অংশ

১০| ২০ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২৪

অনল চৌধুরী বলেছেন: দেখলে মানুষ চেনার অভিজ্ঞতা থাকতে হয়; ওদের মেয়েরা লম্বা ও হালকা হয়ে থাকে। -এর আগেও আপনি চেহাার দেখে জাতি চেনার গায়েবি ক্ষমতা থাকার দাবী কেরিিেলেন্।
পাঠান সবাই এবং পাঞ্জাবীদের বেশীরভাগই লম্বা ও সাদা হয়। সুতরাং চেনা এতো সহজ না।

কামাল১৮ বলেছেন: পাঞ্জাবি হলেই শিখ না -সম্পূর্ণ ভুল তথ্য।
শিখরা ইহুদীদের মতোই একটা জাতিগত ধর্মীয় সম্প্রদায় যেটার উদ্ভব পাঞ্জাবে।
সব পাঞ্জাবী শিখ না কিন্ত সব শিখই পাঞ্জাবী।

২০ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:০১

সোনাগাজী বলেছেন:



১ জন বাংগালী, ১জন সিন্ধি, একজন কাশ্মীরি ও ১জন শিখ মেয়ে একই গ্রুপে দেখলে, আমি ওদেরকে বুঝতে পারবো, আশাকরি।

২০ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:১৮

সোনাগাজী বলেছেন:



আমি রাশিয়ান, জার্মান, ইতালিয়ান ও স্পেনিশ মেয়েদের দেখে বুঝতে পারি।

১১| ২০ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:১৮

অনল চৌধুরী বলেছেন: ১ জন বাংগালী, ১জন সিন্ধি, একজন কাশ্মীরি ও ১জন শিখ মেয়ে একই গ্রুপে দেখলে হয়তো চিনতে পারবেন।
কিন্ত একজন কাশ্মীরি , পাঠান বা পাঞ্জাবী মেয়ে দেখলে আলাদা করে চেনার সম্ভবনা খুবই কম।
বেনজিরের মতো সাদা সিন্ধি মেয়ে দেখলেও তার সাথে পাঞ্জাবী -পাঠানদের আলাদা করতে পারবেন না।
আর রাশিয়ান, জার্মান, ইতালিয়ান ও স্পেনিশ বা এ্যামেরিকান -সবাই ইউরোপীয়।
এদের চেহারা দেখে কোনোভাবেই আলাদা করতে পারবেন না।

আমি করতে পারি তাদের ইংরেজী টান শুনে. কিন্ত চেহারা দেখে না।
এই বয়সে এতো নারী প্রীতি কেনো?
এরশাদের মতো ভীমরতি ধরলো নাকি !!!!!
আরো ৩ বিয়া করার খায়েশ হয়েছে !!!

২০ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৪৯

সোনাগাজী বলেছেন:



আমি জানি না, আপনি জীবনে কত জাতির নারীদের দেখেছেন, বুঝেছেন, চিনেছেন; আমি প্রবাসে থাকার ফলে, এদের সাথে চলেছি।

১২| ২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৩৭

কামাল১৮ বলেছেন: @অচৌ,আমিতো সকাল থেকে এই কথাটাই বলে আসছি।পাঞ্জাবি হলেই শিখ না।হিন্দু আছে মুসলমান আছে ।পাকিস্তানের পাঞ্জাব অংশে প্রায় সবাই মুসলমা।জাতিগত ভাবে তারা একই আকৃতিরন।সবাই আর্য।

২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০০

সোনাগাজী বলেছেন:



আমি আশপাশের মানুষজনকে দেখলে তাদের বুঝার চেষ্টাকরি।

১৩| ২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩০

শেরজা তপন বলেছেন: বাঃ বেশ। পৃথিবীতে আরেকটু পরে আসলেই সম্ভবত ভাল হোত। আপনার কি আফসোস হয়?

২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৩

সোনাগাজী বলেছেন:




আরো পরে এলে কিছুটা ভালো হতো, মনে হয়। নারীরা রহস্যময়ী, ওদের পৃথিবী আলাদা।

১৪| ২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২১

কামাল১৮ বলেছেন: নারী আর পুরুষের মাঝে লিঙ্গগত পার্থক্য ছাড়া আর কোন পার্থক্য নাই।রহস্যময়ী কথাটা পুরুষের দেয়া অপবাদ।

২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৫

সোনাগাজী বলেছেন:



আমার মনে হয়, আপনি নারীদের জগতের অনেক কিছু মিস করেছেন।

২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৮

সোনাগাজী বলেছেন:



আপনি কি সর্বহারা ইত্যাদিদের আশেপাশে ছিলেন?

১৫| ২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৩

কামাল১৮ বলেছেন: মিস করে ভালই করেছি।

২০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৩

সোনাগাজী বলেছেন:



বিশ্বে, মানুষের জন্য সবচেয়ে বড় রহস্য হচ্ছে নারি জাতি।

১৬| ২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৮

কামাল১৮ বলেছেন: সর্বহারাদের সম্পর্কে কি জানতে চান।তাদের সম্পর্কে আমি অনেককিছু জানি।৬৯ থেকে।তখন ছিলো পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন।

২০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৪

সোনাগাজী বলেছেন:




আমি নিজেও চিটাগং পো্র্ট ও রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সাথে কিছুটা যুক্ত ছিলাম।

১৭| ২০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩২

ঢাবিয়ান বলেছেন: চেহারা দেখে জাতি চেনার বিষয়টা আসলে বিদেশে দীর্ঘকাল না থাকলে বোঝা সম্ভব না। আমি যেখানে আছি সেখানে মুলত তিন জাতির বসবাস। চাইনিজ, মালয়েশিয়ান ( লোকালি মালে বলা হয় )এবং ইন্ডিয়ান। পোষাক এখনকার দিনে সবাই একই ধরনের পড়ে থাকে। কিন্ত চেহারা দেখেই বোঝা যায় কে কোন জাতির। চাইনিজদের মধ্যে কারা স্থানীয় চাইনিজ বা কারা চায়না থেকে আগত চাইনিজ সেটাও বোঝা যায়। একইভাবে ইন্ডিয়ান্দের মধ্যে কারা সাউথ ইন্ডিয়ান, কারা শিখ বা কারা নর্থ ইন্ডিয়ান সেটাও বোঝা যায়।

২০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩১

সোনাগাজী বলেছেন:



আমেরিকায় বসবাসকারী অনেক জাতির লোকজনকে সহজেই বুঝা যায়।

১৮| ২০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: আপনি কি 'ওয়েন' শহরে গিয়েছেন? ওয়েন থেকে নিউ ইয়র্ক যেতে সময় লাগে ৫৫ মিনিট।
আচ্ছা, আমেরিকাতে নাকি দৈনিক পত্রিকা গুলো ৪০/৫০ পাতা হয়? এত পাতা?
নিউ ইয়র্ক ছাড়া নাকি অন্যান্য শহরে লোকজন তেমন একটা রাস্তা ঘাটে দেখা যায় না?
আপনাদের আমেরিকাতে নাকি খাবারের মান খুব ভালো। কোনো খাদ্যে ভেজাল নেই।

২০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৮

সোনাগাজী বলেছেন:



চীনারা আমেরিকার খাদ্য এত বেশী ভেজাক দেয় যে, আমেরিকার কিছু এলাকার খাবার বাংলাদেশের খাবারের চেয়েও বিষাক্ত। বাংগালী দোকান গুলোও পুরোপুরি অসৎদের আড্ডা।

ওয়েন যাওয়া হয়নি, উহা নিউইয়র্ক শহরের কাছাকাছি একটি টাউনশীপ।

১৯| ২০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: মূলত আপনি একজন অভিজ্ঞ মানুষ।
অভিজ্ঞতা মূলত 'জ্ঞান'। জ্ঞান জমতে জমতে আপনি এখন মানুষ চিনতে শিখে গেছেন। বুঝতে শিখে গেছেন। আপনার পর্যবেক্ষন ক্ষমতা দূর্দান্ত।

২০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪০

সোনাগাজী বলেছেন:



আমি জীবনে কিছু করিনি, বেশীরভাগ সময় অনেক কিছুর সাক্ষী গোপাল।

২০| ২০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৪

শাহ আজিজ বলেছেন: কি চমৎকার মর্মস্পর্শী ডায়ালগ " তুমি একটু আগেই পৃথিবীতে চলে এসেছ" ।




আহা বালিকা তোমায় ভালবাসা ।

২০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:


সে কি লক্ষ্য করেছিলো কে জানে!

২১| ২০ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

নেওয়াজ আলি বলেছেন: আপনার এইসব লেখা খুব আগ্রহ নিয়ে পড়ি লেখা ভালোই লাগে

২০ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
কাহিনী ভালো লাগে, নাকি লেখার ষ্টাইল?

২২| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪০

অনল চৌধুরী বলেছেন: দেশে ফেসবুক আসার আগে আমি খুব বিদেশ ভ্রমণ করতাম।
তখন আমার জার্মান,ইউক্রেনিয়ান,জাপানী, চীনা ও ও কোরিয়ান মেয়ে বন্ধু ছিলো।
এরপর হয়েছে রাজপুত ও পাঞ্জাবী বন্ধু্ ।
এখনো এক কাশ্মিরী মেয়ের সঙ্গে প্রতিদিন কথা হয়।
সুতরাং বুঝতেই পারছেন আমার অভিজ্ঞতা।
চীনারা আমেরিকার খাদ্যে এত বেশী ভেজাল দেয় যে, আমেরিকার কিছু এলাকার খাবার বাংলাদেশের খাবারের চেয়েও বিষাক্ত- তাহলে এ্যামেরিকার এফ এন্ড ডি কি মশা মারে !!!!

২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:১৭

সোনাগাজী বলেছেন:



চীনা মাফিয়া, ইটালিয়ান মাফিয়া ও ইউক্রেনের মাফিয়াদের সাথে আমেরিকান ফুড-ইনষ্পেকটররা কোনভাবে পেরে উঠে না।

২৩| ২১ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:০৩

অনল চৌধুরী বলেছেন: এটা বিশ্বাসযোগ্য না , যে দেশে অপরাধ করলে রাষ্ট্রপতির বিরুদ্ধেও মামলা হয়।

২১ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:২৮

সোনাগাজী বলেছেন:


রাষ্ট্রপতি তো আমেরিকান; চীনা মীনা, ইউক্রেনিয়ান ইত্যাদি তো পুরোপুরি মানুষ নয়।

২৪| ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: আমেরিকাতে যে প্রতি বছর বঙ্গ সম্মেলন হয়, সেসব অনুষ্টানে যান?
কি হয় এসব বঙ্গ সম্মেলনে?

২১ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

সোনাগাজী বলেছেন:



"বাংলাদেশ সন্মেলন" ও "বংগ সন্মেলন" ২টি আলাদা; ১মটা করে বাংলাদেশীরা, ২য়টা করে ভারতীয় বাংগালীরা; আমি উভয়টাতে যাই।

২৫| ২১ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: নিক বদলে ফেলেছেন দেখছি।। অবশ্য অনেকদিন পরে এখানে আসা।।

২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৮

সোনাগাজী বলেছেন:




আপনার উপস্হিতি মানে ভালো খবর; কোথায় আছেন? যেখানে থাকুন, ভালো থাকুন।

নিক বদলাইনি, সামু আগের নিকটাকে ব্যান করেছে। আগের নিকের লেখাগুলো নাকি স্বাস্হের জন্য ক্ষতিকর ছিলো, এখনকার লেখায় একটু বেশী অক্সিজেন দিচ্ছি।

২৬| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৩

রানার ব্লগ বলেছেন: আহা! শিখ মেয়েরা বেশ আকর্ষণীয় হয়।

২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৯

সোনাগাজী বলেছেন:



আমি এই দেশে জন্ম-নেয়া শিখ মেয়ের সাথে ২য় বার কথা বললাম, এরা অমায়িক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.