নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ঋষি সুনাকের মোদী-প্রীতি লুকানো সম্ভব হবে না

২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৩



২০০২ সালে গুজরাটের সংগঠিত সাম্প্রদায়িক দাংগায় প্রাইম মিনিষ্টার মোদীর ভুমিকা নিয়ে বিবিসি ২ পার্টের একটি ডকুমেন্টারী ছেড়েছে বাজারে, ইহার নাম, "India: The Modi Question"; এই ডকুমেন্টারী অনুসারে দাংগায় মোদী যুক্ত থাকাতেই বিজেপি'তে সে পপুলার হয়েছিলো, এবং এই পপুলারিটি তাকে ভারতের প্রাইম মিনিষ্টার হতে সাহায্য করেছে।

২০০২ সালে, গুজরাটের দাংগার সময় মোদী সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলো, এবং সে পরোক্ষভাবে দাংগাকে চলতে দিয়েছে, সে ইহাকে থামানোর চেষ্টা করেনি। এই দাংগায় সরকারী হিসেবেই ১০০০'এর বেশী মুসলিম নিহত হয়েছে, মুসলমানদের হাজার হাজার বাড়ীঘর, ব্যবসা পোড়ানো হয়েছে; অবশেষে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে দাংগা থামে।

দাংগার সুচনা ঘটেছিলো, একটা যাত্রীবাহী ট্রেনে কে বা কাহারা বোমা ফেলে আগুন ধরায়ে দেয়; ট্রেনটিতে হিন্দু তির্থযাত্রী ছিলো; পুলিশ হামলাকরীদের খোঁজার আগেই বিজেপি'র উগ্রপন্হিরা স্হানীয় মুসমানদের উপর ভয়ংকর আক্রমণ চালায়; শিশু, নারী, কেহই রক্ষা পায়নি। মোদী দরকারী পরিমাণ পুলিশ না'পাঠিয়ে কৌশলে দাংগা চলতে দেয়।

তখন সারা ভারত স্পষ্টভাবে দেখেছিলো যে, দাংগা চলতে দেয়ার পেছনে মোদীর ভুমিকা ছিলো; কিন্তু আদালত তাকে নির্দোষ ঘোষণা করে। আজ ২০ বছর পর, বিবিসি'র সিরিজ মোদীর প্রতি আংগুল তুলেছে; এবং বিজেপি'তে মোদীর জনপ্রিয়তার পেছনে মুসলিম বিদ্বেষ কাজ করছে বলে ধারণা করছে।

ভারত বিবিসির সিরিজটিকে ভারতে ব্যান করেছে; ইহা স্বাভাবিক, মোদী ক্ষমতায়, বিজেপি ক্ষমতায়, তারা ইহা ব্যান করেছে; কিন্তু বিবিসি যা বলতে চেয়েছে, ভারত ইহা শুনতে পেয়েছে।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে পার্লােমন্টের একজন এমপি ইহার উপর প্রশ্ন করলে, সুনাক ব্রিটিশ সরকারের নীতির কথা বলে আসলে মোদীকে সাপোর্ট করে গেছে। বৃটেনের বর্তমান অবস্হায়, ইহা নিয়ে তেমন তর্ক হয়নি; কিন্তু বৃটিশেরা খেয়াল করেছে যে, ঋষি সুনাক এই প্রশ্নে মোদীকে সাপোর্ট করেছে। বৃটেনের সাধারণ মানুষ কিন্তু বিবিসি'র পক্ষে থাকে; ফলে, আগামীতে সময় মতো ঋষি সুনাকের এই ধরণের আচরণ প্রশ্নের সন্মুখীন হবে: সে কি ব্রিটিশ, নাকি বৃটেনে জন্ম-নেয়া ভারতীয়?


মন্তব্য ৬৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




রোসনের কোয়া সব এক গোড়ায় ........



২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

সোনাগাজী বলেছেন:



বৃটেনে জন্মেও স্বভাব বদলেনি, ধরা খাবে।

২| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

কামাল১৮ বলেছেন: যদিও আমি রিপোর্ট পড়িনি।আপনার লেখা পড়ে মনে হয় রিপোর্ট একপেশে।

২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

সোনাগাজী বলেছেন:



ডকুমেন্টারী, ইউটিউবে আছে।

একপেশে? কিন্তু কোন পেশে?

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

গেঁয়ো ভূত বলেছেন: বিবিসির মোদী তথ্যচিত্রের লিঙ্ক ব্লক করার প্রতিবাদ এমপিদের

২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

সোনাগাজী বলেছেন:




ভারতের মুসলিম রাজনীতিবিদদের ইহা নিয়ে লো-প্রোফাইলে থাকা উচিত; বিবিসি যখন কথা বলছে, ভারতীয়রা ইহা দেখবে।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: আসসালামু আলাইকুম।


যে যারে ভালোবাসে সে তারে নিয়ে সুখে শান্তিতে বসবাস করুক।

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৫

সোনাগাজী বলেছেন:



সালাম, আশাকরি ভালো আছেন।
মোদী দুষ্ট, সে গান্ধীর নীতিকে ধ্বংস করছে।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:১২

সচেতনহ্যাপী বলেছেন: আমি যতটুকু জানি, সেই কম্পার্টমেন্ট গুলোতেই দাহ্য পদার্থ বহন করা হচ্ছিল।।

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৯

সোনাগাজী বলেছেন:



ঐ সময়টাতে কি একটা তীর্থ ছিলো; সেই ট্রেনে কিছু মুসলমানও ছিলো; মুসলমানদের উচিত বিজেপি'কে এড়িয়ে চলা।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: ইদানিং ভারতের লোকজন মোদিকে বলছে ভারতের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী।

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০০

সোনাগাজী বলেছেন:



ভারতের মানুষকে কক্ষচ্যুত করেছে মোদী।

৭| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩২

কামাল১৮ বলেছেন: ১০০০ হাজার মুসলমান মারা পরলো,একজন হিন্দু কি মারা পরে নাই,তার উল্লেখ্য নাই।

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০২

সোনাগাজী বলেছেন:



২/৪ জন হয়তো মরেছিলো; অনলাইন খুঁজলে পাওয়া যাবে। বিবসি'র বক্তব্য হচ্ছে, মোদী উহা থামানোর জন্য সময় মতো পদক্ষেপ নেয়নি।

৮| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪১

ঊণকৌটী বলেছেন: রাজনীতিতে দুষ্ট ভালো হয়না, 75 বছরের দেশের সময়ে বেশির ভাগ সময় কংগ্রেস ছিল কিন্তু সংখ্যালঘু রা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে, মুসলিম রা যে খানে ছিল সেখানেই রয়ে গেছে, প্রায় সময়ই দেশের বিভিন্ন জায়গায় জাতিগত ক্লেশ হত, বিশেষ করে নির্বাচন এর সময়, মোদী 2014 তে এসেছে 2023 অব্দি খুব বিশেষ কিছু ঘটনা ঘটেনি কিন্তু উনার একটা শ্লোগান সব কা সাথ সব কা বিকাশ, মুসলিমদের জন্য বলেছে এক হাতে কোরআন আর অন্য হাতে ল্যাপটপ নিয়ে দেশের প্রগতি এর পথে এগিয়ে যাবার জন্য উনিই দেশের মানুষ কে স্বপ্ন দেখাচ্ছে 2030 এর মধ্যে তৃতীয় বৃহৎ অর্থনীতি হবার সবচেয়ে বড় কথা উত্তরপ্রদেশের এমন কিছু জায়গায় যেখানে বৃহত্তর মুসলিম সমাজের ভোট কিন্তু উনি পেয়েছেন, 2024 শে লোকসভার ভোট সেখানে কিন্তু মোদীর ধারে কাছে কেউই নেই I

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৫

সোনাগাজী বলেছেন:



আপনি ওখানে আছেন, আপনি ভালো জানবেন। ভারতের মুসলমানেরা ভালো করছে বলে মনে হয় না। এখন দাংগা না'হওয়ার পেছনে ১টা কারণ হচ্ছে, মুসলমানেরা দরকারী বিষয়েও মুখ খুলছে না ভয়ে।

৯| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭

ঊণকৌটী বলেছেন: উনি দেশের 80 (আশি)কোটি মানুষের জন্য 2 টাকা কেজি চাল আটা এখনও দিয়ে থাকেন প্রতিটা ভারতীয় যাদের কাচা বাড়ি তাদেরকে পাকা বাড়ি করে দিছেন I

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৬

সোনাগাজী বলেছেন:



চাকুরীতে নিম্নবর্ণ ও মুসলমানদের অবস্হা কি?

১০| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৭

ঊণকৌটী বলেছেন: বিশ্বের প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধান দের (পাকিস্তান) ছাড়া তারপরও ইমরান খান তার স্বাধীন পররাষ্ট্র নীতির প্রশংসা তার দেশবাসীর সামনে করেছেন,আজকের বিশ্বে তার পররাষ্ট্র নীতি সারা বিশ্বে প্রশংসা যোগ্য

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৮

সোনাগাজী বলেছেন:



ভারত এখন জাতিপুন্জে বড় দেশ, অনেক কিছুতে আছে। কিন্তু বিবিসি আভ্যন্তরীণ ব্যাপারে বলছে।

১১| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০২

ঊণকৌটী বলেছেন: রাজীব নুর বলেছেন: ইদানিং ভারতের লোকজন মোদিকে বলছে ভারতের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। একদম সত্যি কথা ওনার জন্য প্রতিটি ভারতীয় বিশ্বের যেখানেই থাকুক না কেন গর্বিত

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৩

সোনাগাজী বলেছেন:



ভারতীয়রা কি আগের থেকে ধর্ম নিয়ে বেশী হাঁখডাক করছে না?
বৃটিশ কিন্তু ভারত বিরোধী নয়; এখনো সরকার ভারতের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছে না, ঘামাচ্ছে বিবিসি; ইহা মোদীর ব্যাপারটা সাধারণ মানুষের কাছে তুলে ধরেছে।

১২| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:১১

ঊণকৌটী বলেছেন: মোদীর সবচেয়ে বড় গুণ দুর্নীতি মুক্ত প্রশাসন, আগে পাছে কেউই নেই,নিজের পয়সায় সাধারণ নিরামিষ খাবার খান তিনি গত আট বছরের মধ্যে সরকারের নামে কিছুই বলতে পারছে না বিরোধী দল গুলি

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৬

সোনাগাজী বলেছেন:



বিবিসি তো ওর টাকা পয়সা নিয়ে কিছু বলছে না; বিবিসি বলছে যে, মুসলমানদের চাপে রেখে সে রাজনৈতিক ফায়দা নিয়েছে।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: কলকাতার আমার এক বন্ধু মোদি সম্পর্কে আমাকে বলেছে-
ভারতের মতো এতো বড় দেশের প্রধান মন্ত্রী মোদি।
তারপর তাঁর ব‍্যক্তিত্ব, কাজ করার মানসিকতা, দক্ষতা, রুচি ও বাচন ভঙ্গি এক কথায় একজন মহাপুরুষের মতো।

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৮

সোনাগাজী বলেছেন:


বিবিসি বলছে, মুসলমানদের চাপে রাখায়, তারা হিনদুদের সমান অধিকার পাচ্ছে না, এবং ভয়ে আছে।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৯

ঊণকৌটী বলেছেন: দেখুন ভারত 140 কোটির দেশ প্রায় আশি কোটি জনসাধারণ গরীব অংশের কিন্তু পরিশ্রমী,গরিব নিম্নবর্ণ ও মুসলমানরা সবই সারাদেশের বিভিন্ন প্রজেক্ট হাইওয়ে কমপ্লেক্স বেসরকারী প্রতিষ্ঠান এর সাথে যুক্ত

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৯

সোনাগাজী বলেছেন:



তা'হলে বিবিসি কেন ২০ বছর আগের ঘটনাকে সামনে আনছে?

১৫| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা, প্রধানমন্ত্রীত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। গত ছয় বছর দায়িত্ব পালন করে তিনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছেন। দেশকে নেতৃত্ব দেবার মতো তার আর যথেষ্ট শক্তি নেই।

অথচ আমাদের শেখ হাসিনার দেবী দূর্গার মতোন। তার বিনাশ নেই। আসলেই তার উপর আল্লাহর খাস রহমত আছে।

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:




দেশ আল্লাহই চালাচ্ছে, ঢাকা ইুনিভার্সিটির মেয়েরা আফগানদের মত প্যাকেট হয়ে ক্লাশে আসেছে।

১৬| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৭

ঊণকৌটী বলেছেন: ভারতের মানুষ ভীষণ বাস্তববাদী ধর্ম নিয়ে মাথা ঘামা বার সময় নেই বেশিরভাগ মানুষের, উত্তরপ্রদেশ ছাড়া বেশির ভাগ মানুষই নিজের পরিবারের জন্য সময় দিচ্ছে আর উত্তরপ্রদেশ ধর্ম টা কে রাজনীতিতে ব্যাবহার করছে

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৪

সোনাগাজী বলেছেন:



কিছু মানুষ চাইবে ধর্মের নামে বেশী সুযোগ নেয়ার, সরকারের দায়িত্ব সেটা যেন না'ঘটতে পারে; বিবিসি বলছে, মোদী মুসলমানদের চাপে রাখে ধর্মীয়দের সাপোর্ট নিচ্ছে।

১৭| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩০

ঊণকৌটী বলেছেন: নিম্নবর্ণ ও মুসলমান শ্রমিক না থাকলে ভারতের উন্নয়ন নিমেষে থমকে যাবে

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৭

সোনাগাজী বলেছেন:



মোদী ধনী ব্যবসায়ীদের জন্য অফুরন্ত সস্তা শ্রমিক সৃষ্টি করছে কিনা?

১৮| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৯

ঊণকৌটী বলেছেন: আমি নিজে হাউসজীঙ্গ প্রজেক্ট এ জড়িত আমার শ্রমিকদের 90% মুসলিম এবং প্রতিটি লোক সৎ

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৯

সোনাগাজী বলেছেন:



দেশে শতকরা ১৪.২ ভাগ মুসলিম; কিন্তু হাউজিং'এর শ্রমিকদের মাঝে যদি ৯০ ভাগ মুসলিম শ্রমিক হয়, ইহা তো বড় ধরণের সমস্যা!

১৯| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভারতের মানুষকে কক্ষচ্যুত করেছে মোদী।

বিট্রিশ পার্লামেন্টে ঋষি সুনাক মোদির সুনাম করেছেন।

২০| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৫

ঊণকৌটী বলেছেন: আর একটা কথা জানেন ভারতের মুসলিম রা কোন ধরণের নেশা করেনা তাই পরিশ্রমী ও সৎ হিসাবে উনাদের কাজের অভাব হয়না

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:২১

সোনাগাজী বলেছেন:



পড়ালেখার হার কেমন?

বড় বড় শহরে ওরা মোটামুটি বস্তিতে থাকে, ইহার কারণ কি?

২১| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০২

ঊণকৌটী বলেছেন: Make in India প্রকল্প শুরু হওয়ার পরে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক কাজের অভাব নেই আজকের ভারতে এবং সবই বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩০

সোনাগাজী বলেছেন:




নতুন গ্রেজুয়েটদের মাঝে বেকারত্বের হার কেমন?

২২| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:২০

কামাল১৮ বলেছেন: বাংলাদেশে কোন শ্বাসকই ব্যবস্থা নেয় নাই।বছরে কয়েকবার হয়।পুলিশ কাজ শেষ হবার পর হাজির হংয।আজ পর্যন্ত কোনটার বিচার হয় নাই।
এসব ঘটনার মূল কারণ ধর্ম।ঘর্ম শেষ না হলে এর শেষ হবে না।জোড়া তালি দিয়ে রাখা যাবে।কিন্তু সময়ে সময়ে মাথাচাড়া দিয়ে উঠবে।

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:২২

সোনাগাজী বলেছেন:



মুসলিম এলাকায় ধর্ম আরো ২/১ শত বছর থাকবে মনে হয়।

২৩| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৩

কামাল১৮ বলেছেন: এই ঘটনাটাকে জাগিয়ে তোলার পিছনে বিবিসির কোন উদ্দেশ্য আছে।পশ্চিমা মিডিয়া উদ্দেশ্য ছাড়া এতো পুরনো ঘটনা তারা কেন তুলে আনবে।

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫১

সোনাগাজী বলেছেন:



বিবিসি লক্ষ্য করছে যে, মোদীর সময় ভারত ধর্মকে আগের যেই কোন সময়ের চেয়ে বেশী আঁকড়ে ধরেছে।

২৪| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৮

ঊণকৌটী বলেছেন: বেসরকারি লেভেলে প্রচুর কাজ, জাস্ট ইচ্ছে দরকার

২৫| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৩

ঊণকৌটী বলেছেন: গ্রেজুয়েট এর নামের দিয়ে কি হবে আসলে যোগ্যতার অনুযায়ী চাকুরী হবে

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:২২

সোনাগাজী বলেছেন:



গ্রেজুয়েটদের তো অভিজ্ঞতা থাকে না।

২৬| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৬

ঊণকৌটী বলেছেন: রাখছি শুভ রাত্রি ভালো থাকবেন গাজী সাহেব

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:২০

সোনাগাজী বলেছেন:



আপনিও ভালো থাকুন; কংগ্রেস কি বলে জানাবেন।

২৭| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৭:১১

হাসান জামাল গোলাপ বলেছেন: সুনাক আসার পরে ব্রিটেনের বৈদেশিক নীতি কি পাল্টাচ্ছে?

২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:২২

সোনাগাজী বলেছেন:



আমার জানা নেই। তবে, সুনিয়াক বিবিসি যা করছে, উহার বিপক্ষে কিছু বলা ঠিক হয়নি।

২৮| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৪১

কামাল১৮ বলেছেন: ধর্ম আরো হাজার বছর থাকবে।উগ্র ধার্মীক থাকবে না।ধর্ম পালনকারী কিছু মানুষ থাকবে।সৌদিতে মাইকে ধর্ম প্রচার করা নিষিধ্য।সেটা কি কম ঠেলায় হয়েছে।বাংলাদেশকে ঠেলা দেয়ারও দরকার নাই,ইশারা করলেই হয়ে যায়।কিন্তু প্রয়োজন মনে করে না।তারা ধরছে মাথা থেকে।গীতা রামায়ন পাঠ্যপুস্তকের অন্তর্ভূক্ত করছে।হাদিস পড়া বাদ।আরো অনেক পরিবর্তন আসছে সৌধিতে।মুমিনরা বলছে সৌদি কি কিরলো সেটা আমাদের দেখার বিষয় না।যখন ঠেলায় পড়বে তখন ঠিকই দেখার বিষয় হবে।

২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:২৬

সোনাগাজী বলেছেন:


আমাদের দেশের মানুষ ধর্মের নামে আরবের সামন্তবাদের দিকে রওয়ানা হয়েছে।

২৯| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৫

বিটপি বলেছেন: ঋষি সুনাকের যে মোদীর প্রতি খুব প্রেম পিরিতি আছে - বিষয়টা এমন নয়। সবার আগে সে ব্রিটেনের স্বার্থ দেখবে। ঋষি না হয়ে প্রধানমন্ত্রীর সিটে যদি অন্য কেউ বসত, কোন সন্দেহ নেই, সেও একই কাজ করত।

২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

সোনাগাজী বলেছেন:



ইংরেজ এমপি'রা ঠিক ওভাবে বলেনি

৩০| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৯

বাকপ্রবাস বলেছেন: মোদির খালা একটা আমগো দেশে খুবই জালাইতাছে

২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

সোনাগাজী বলেছেন:




আপনার মাথায় দেশ সম্পর্কে সঠিক ধারণা নেই

৩১| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৪

শূন্য সারমর্ম বলেছেন:


সুনাকরে ভারতের দায়িত্ব দিলে ভালো করবে??

২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

সোনাগাজী বলেছেন:



মনে হয় না।

৩২| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫১

নীল আকাশ বলেছেন: মোদী একজন চিহ্নিত সন্ত্রাসী। সুনাক যদি এক ক্রমাগত অন্ধ সমর্থন দিয়ে যায় তাহলে এর পতন হবে।

২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

সোনাগাজী বলেছেন:



সুনাক সম্পর্কে বৃটেনের মানুষের মত বদলাবে।

৩৩| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৪

নীল আকাশ বলেছেন: ভারতে তিনশোরও বেশি সাবেক বিচারপতি, আমলা এবং সুপরিচিত নাগরিকও একটি খোলা চিঠি লিখে এই তথ্যচিত্রটি বানানোর জন্য বিবিসির তীব্র সমালোচনা করেছেন
এরাই মোদীকে এতগুলো খুন ও হত্যাকাণ্ড এর কেস থেকে মুক্তি দিয়েছে।

২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

সোনাগাজী বলেছেন:



বিজেপি'তে এই ধরণের আবর্জনার অভাব নেই

৩৪| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৫

নতুন নকিব বলেছেন:



ইহাতে প্রমান হইল, ঢেকি বিলেত গেলেও ধানই ভানে।

২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:



বৃটেনের মানুষ তাই ভাবছে, মনে হয়।

৩৫| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

শিশির খান ১৪ বলেছেন: সোনাগাজী ভাই বিবিসি মোদী র উপর যে ডকুমেন্টারী বানাইছে ওইটার কোনো লিংক আছে?এখন পর্যন্ত দেখতে পারলাম না।

২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

সোনাগাজী বলেছেন:


আমি অনলাইনে পড়েছি:
গুগলে the modi question লিখে সার্চ করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.