নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আফগানদের সকল দু;খ, কষ্ট ও বর্বরতার সাক্ষী, আফগানী মোনালিসা

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫১



উপরে ছবির এই কিশোরীকে সারাবিশ্ব চেনে, আপনি তাকে চেনার কথা; এই ১২ বছর বয়সী (ছবি তোলার সময়ে ) আফগান কিশোরীর নাম সরবত গুলা, অনেকে তাকে নতুন নাম দিয়েছে, 'আফগানী মোনালিসা' । আফগান গৃহযুদ্ধর কোন এক সময় অসুস্হ হয়ে গুলার মায়ের মৃত্যু হয়, বাবার অনুপস্হিতিতে অসহায় কিশোরী দাদীর সাথে পালিয়ে পাকিস্তানর পেশোয়ারে চলে যায়; ১৯৬৪ সালে, পেশোয়ারের রিফিউজী ক্যাম্পে ছবিটি তুলেছিলো আমেরিকান ফটোগ্রাফার ষ্টিভ ম্যাককারী।

১৯৮৫ সালের জুন সংখ্যা National Geographic'এর কভারে শরবত গুলার ছবিটি ছাপানো হয়েছিলো; National Geographic থেকে এই ছবিটি সারা বিশ্ব ছড়িয়ে পড়ে; '৮০ ও '৯০ দশকে পশ্চিমের প্রায় মানুষ তাকে জানতো, সে আফগানিস্তানের মানুষের সকল কষ্টের, সকল দু:খের ও দৈন্যতার প্রতীক হয়ে উঠেছিলো, আজও এই ছবিটি আফগানিস্তানের কথা মানুষকে মনে করিয়ে দেয়।

আফগানিস্তানের যুদ্ধ এখনো থামেনি, ইহা একটি চলমান প্রক্রিয়া; কোটী মানুষ পাকিস্তান থেকে আফগানে ফিরে গেছে; কিন্তু শরবত গুলার জীনটাই রিফিউজী জীবন, নিজ দেশে স্হায়ীভাবে ফেরা হয়নি।

পাকিস্তানে থাকাকালীন সময়ে, ১৩ বছর বয়সেই শরবতের বিয়ে হয়; স্বামীর নাম ছিলো রহমত গুল। ১৯৯২ সালে সে স্বামীর সাথে আফগানিস্তানে ফিরে আসে। গুলার মোট ৪জন মেয়ে ও ১ জন ছেলে হয়েছিলো; ৪র্থ মেয়ের মৃত্যু হয় ছোটকালেই। ২০১২ সালে শরবতের স্বামীর মৃত্যু হয়।

২০০২ সালে National Geographic পক্ষ থেকে ফটোগ্রাফার ষ্টিভ ম্যাককারী গুলাকে খুঁজতে আফগানিস্তান আসে; অনেক চেষ্টা করে তাকে খুঁজে পায়; National Geographic গুলার চিকিৎসার খরচ দেয় ও হজ্বের খরচ বহন করে।

আমেরিকান আক্রমণে ( ২০০১) তালেবান সরকারের পতনের হলে, কোন এক সময় গুলা তার ছেলেমেয়েদের নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলো। ২০১৬ সালে পাকিস্তানী পুলিশ তাকে বেআইনীভাবে পাকিস্তানে বসবাসের জন্য আটক করে। এই সময় আফগান সরকার এগিয়ে আসে, তাকে দেশে নিয়ে যায়, থাকার ব্যবস্হা করে ও মাসিক ভাতা দেয়।

কিন্তু সেই সুখ তার সহেনি, ২০২০ সালে তালেবানরা ফেরত আসার পর, সে ভয়ে দেশ থেকে পালানোর প্ল্যান করে; সে এখন ইতালীতে আছে।


মন্তব্য ৪১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৩

কামাল১৮ বলেছেন: এই ছবিটি প্রসিদ্ধ হয়েছিল চোখের রংয়ের জন্য।চোখের এমন রং বিরল।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৭

সোনাগাজী বলেছেন:



এই রকম চোখের অভাব নেই পশ্চিমে; এই ছবিতে চোখের থেকে আরো বেশী কিছু আছে।

২| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৪

হাসান জামাল গোলাপ বলেছেন: আমি জানি না কি দৃষ্টিতে তাঁকে মোনালিসা বলা হলো। মায়ার পরিবর্তে তাঁর চেহারায় পাহাড় সমান ক্ষোভ দেখতে পাই আমি। IMO.

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৮

সোনাগাজী বলেছেন:



মেয়েটিক বলা হয়েছে, "আফগানী মোনালিসা"।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি একজন আফগানী মোনালিসার কথা লিখেছেন । এরকম শত শত মোনালিসা জঙীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের আমরা চিনিনা। একজন নগণ্য ফটোগ্রাফার হিসেবে ফটোগ্রাফার "স্টিভ ম্যাককারীকে" বিনম্র শ্রদ্ধা জানাই। বাংলাদেশের জঙ্গিদের দোসররা দাপট দেখায়। বুক ফুলিয়ে দেশপ্রেমীদের গালাগালি করে। এদের রুখতেই হবে।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২১

সোনাগাজী বলেছেন:



ওরা বাংলাদেশে ছিলো, আজীবন থাকবে; বাংগালীরা ওদেরকে পোষে, মেজাজ খারাপ হলে, দেশ থেকে বের করে দেয়।

৪| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৬

তানভির জুমার বলেছেন: আফগানরা আমার -আপনার থেকে অনেক বেশী সাহসী, সৎ আর বীরের জাতি। বিনা কারণে রুশ- পশ্চিমারা গিয়ে এদের দেশ আর জাতি কে ধ্বংস করেছে। এখন এরা আগের চেয়ে ভালো আছে সামনে আরো ভালো করবে যদি ইউরোপ-পশ্চিমাদের থেকে দূরে থাকতে পারে। আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক মিলে এদের পাওনা টাকা না দিয়ে এদের কষ্ট দিয়েছে এইসব বাধা অতিক্রম করে এদের অর্থনীতি এখন ভালো আছে।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৯

সোনাগাজী বলেছেন:




আপনার সাথে আমাকে যোগ করবেন না। আফগানরা অবশ্যই আপনার থেকে ভালো হওয়ার কথা।

৫| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৬

চারাগাছ বলেছেন:
চোখের ভাষাতে বিপন্নতা, অসহায়ত্ব, উদ্বেগ। সবুজ চোখে বিপন্ন মানুষের কথা বলা শরবত গুলা ইতালিতে আশ্রয় নিয়েছেন।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪১

সোনাগাজী বলেছেন:



ওখানে মানুষ সহজে টিকবে না।

৬| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৭

কামাল১৮ বলেছেন: তার চোখের রং সবুজ।এটা ছাড়া এই ছবি অন্য কোন কারনে প্রসিদ্ধ হয় নাই।সেই সময়েই এটা নিয়ে বিস্তারিত লিখা হয়।অনেক পত্রিকা থেকে পড়েছি।কলকাতার নিউমার্কেটা মূল পত্রিকাটাও দেখেছি।আমার আগ্রহের পড়ার কিছু থাকলে আমি কিনে আনতাম।দুই মাসের পুরনো দামি পত্রিকা ওখানে ৫/১০ টাকায় পাওয়া যায়।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪২

সোনাগাজী বলেছেন:




বিশ্বে কি সবুজ চোখের মেয়ে ১ টিই ছিলো? দেখেন, বাকীরা কি বলেন, কি দেখেন!

৭| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৮

চারাগাছ বলেছেন:
@কামাল১৮

সবুজ চোখের মেয়ে পৃথিবীতে অগণিত কিন্তু শরবত গুলা চোখের ভাষা ছিল অগণিতদের মধ্যে আলাদা। চোখ আর চোখের ভাষা এক জিনিস নয়।

শরবত গুলা চোখের রঙে বিখ্যাত নন।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫০

সোনাগাজী বলেছেন:



উনি মুলটাই মিস করে আসছিলেন।

৮| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৫

চারাগাছ বলেছেন:

সবুজ চোখের মেয়ে রাজশাহীর তুলি।
সে সবুজ চোখের জন্য ডেভিড লেজারের আলোকচিত্রে চিত্রিত হয়েছিল।

লেখক বলেছেন:
উনি মুলটাই মিস করে আসছিলেন।


৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০০

সোনাগাজী বলেছেন:



এখানে আছে সৌন্দয্য, সৌম্য, মায়া ও স্বপ্ন; আফগানী মোনালিসার চোখে আছে একটি জাতির চলমান ইতিহাস।

৯| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০০

নাহল তরকারি বলেছেন: মধ্যপ্রচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার।

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৫

সোনাগাজী বলেছেন:




ফিলিস্তিনে ও সিয়ায়ায়? আল্লাহ'তায়ালা হাল ছেড়ে দিয়েছেন, মনে হয়!

১০| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০০

শেরজা তপন বলেছেন: আতঙ্ক, অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা, চরম মানবেতর জীবন যাপনের চিত্র ফুটে উঠেছে তার ছবিতে।

আসলে সঠিক সময়ে সঠিক মানুষের আঙ্গুলের একটা ক্লিক সারাবিশ্বে আলোড়ন তোলার ক্ষমতা রাখে।

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৮

সোনাগাজী বলেছেন:



সেটাই ঘটেছে, একটি জাতির প্রতীক তৈরি হয়েছিলো সেদিন।

১১| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: ফটোগ্রাফার স্টিভ ম্যাকক্যারী একজন দক্ষ ফোটোগ্রাফার।
তিনি অনেক গুলো পুরস্কার পেয়েছেন। তিনি মানুষের মুখের ছবি এমন ভাবে তুলেন যে- ছবিটা দেখে পুরো সমাজ ব্যবস্থা বুঝা যায়। এটাই তার ছবির গুণ।

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪০

সোনাগাজী বলেছেন:



স্টিভ ম্যাকক্যারী ইতিহাস সৃষ্টি করেছে।


১২| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:



আফগানে জন্মনেয়া কন্যাশিশুদের চোখের রং ব্যাতিক্রমী হলে, জীবন বদলে যাবে,এমন ভেবে বাবা-মা প্রার্থনা করে?

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪২

সোনাগাজী বলেছেন:



সবাই নিজের সন্তানের জন্য সুকামনা করে।

১৩| ৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:



আফগানে জন্মনেয়া কন্যাশিশুদের চোখের রং ব্যাতিক্রমী হলে, জীবন বদলে যাবে,এমন ভেবে বাবা-মা প্রার্থনা করে?

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৭

সোনাগাজী বলেছেন:



সব সন্তানই সুন্দর, দোয়ার দরকার হয় না।

১৪| ৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৩

গেঁয়ো ভূত বলেছেন: অদূর ভবিষ্যতে আপনার দেশটির অবস্থা আফগানিস্তানের মতো হওয়ার সম্ভাবনা কতটুকু??

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৩

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ সেই অবস্হায় যাবে না; তবে, জাতির বড় অংশ কষ্টে থাকবে সব সময়।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৫

অনামিকাসুলতানা বলেছেন: আফগানিস্তানের মেয়েরা প্রতিবাদী ।
পিঠ তাদের দেয়ালে ঠেকে গেছে ।
তারা বুঝে গেছে কেঊ তাদের জন্য কিছূই করবেনা।
তারা এগিয়ে যেতে চায়।

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৬

সোনাগাজী বলেছেন:



ধর্মের নামে তাদেরকে জীবন থেকে বন্চিত করছে মগজহীন কাবুলীওয়ালারা। সব মুসলিম দেশেই নারীরা সব সময় অধিকারহীন

১৬| ৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৬

কামাল১৮ বলেছেন: একটা ছবির হাজারটা দিক থাকে।তার মধ্যে একটা দিক থাকে প্রধান।চোখ দুটিকে অন্য রং করে তার পর ছবিটা দেখুন,তখন বুঝতে পারবেন রংঙ্গের কি ব্যবহার আছে ছবিটিতে।জীবনযুদ্ধে বিধ্বস্ত একজন নারী।মধ্যপ্রাচ্যে আয়নাল কুর্দির ছবি এম সাড়া জাগিয়ে ছিল।সেই ছবির কোন অভিব্যক্তিই ছিল না।একটি মৃত শিশু সমুদ্রের পাড়ে পরে ছিল।স্বীকার করছি,ছবিটির হাজরা দিক আছে কিন্তু চোখের রংটি প্রধান।অমন নারী ও্খানে হাজার হাজার ছিলো,তাদের ছবিতো হিট হলো না।

৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৭

সোনাগাজী বলেছেন:


যাক, আমি বলতে চেয়েছিলাম যে, সে আজীবন রিফিউজী।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:২৩

সোনাগাজী বলেছেন:



একটা অসহায় রিফিউজী মেয়ের অভিব্যক্তি বিশ্বকে অভিভুত করেছিলো।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:০৩

জ্যাক স্মিথ বলেছেন: ছবিটা আমার খুব চেনা, বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন মাধ্যমে আমি ছবিটা দেখেছি। তালেবানরা আরও ২০ বছর ক্ষমতায় থাক, দেখি ওরা কি করে আর ওদের দেখে বাঙালীদের শিক্ষা হউক।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:১৯

সোনাগাজী বলেছেন:



আফগানরা এক সময় গর্ববোধ করতো যে, কেহ তাদেরকে পরাধীন করতে পারেনি; এখন তাদের নিজস্ব মগজহীনরা তাদেরকে গরু ছাগলের মতোলালন পালন করছে।

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৩

রানার ব্লগ বলেছেন: মেয়েটার চোখ একটা কথাই বলে তা হলো চরম নিরাপত্তা হীনতা!!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৯

সোনাগাজী বলেছেন:




সেটাই ঘটেছে জীবনে, বারবার রিফিউজী হয়েছে, এখনো রিফিউজী।

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিটি অনেক কথা বলে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০০

সোনাগাজী বলেছেন:



এখন যারা এই ছবি দেখে, তারা জানে আফগানতিস্তানে কি হচ্ছে!

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

মিরোরডডল বলেছেন:




মেয়েটার চোখে জ্বলন্ত আগুনের ফুলকি!!
মনে হচ্ছে ওই চোখ বলছে, একবার শুধু কাছে আয়, খুন করে ফেলবো X((
তার আর কোন কিছু হারাবার ভয় নেই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

সোনাগাজী বলেছেন:



একজন কিশোরীর চোখের চাহনী ( ভাষা ) একটা জাতির ইতিহাস হয়ে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.