নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

নিজে জোক করে নিজেই হাসলাম কিছুক্ষণ

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৫



আগামী সংসদ নির্বাচনে আমাদের এলাকা থেকে এক নতুন মুখ আওয়ামী লীগ থেকে নমিনেশন পেতে পারেন। তিনি বিদেশে পড়ালেখা করেছেন: ফাইন্যান্স ও টেকনোলোজীতে ভালো, রাজনীতিতে ভালো করার সম্ভাবনা আছে। তিনি নিজের ব্যবসায়িক কাজে কালিফোর্নিয়া এসেছিলেন; আমরা কয়েকজন অনুরোধ করলাম, নিউইয়র্ক আসতে; এসেছেন। গত শনিবার, আমাদের এলাকার শ'খানেক লোকজন একত্রিত হয়ে উনার আইডিয়া, চিন্তাভাবনার কথা শুনলাম।

ডিনারের সময়, আমাকে অনেকটা জোর করে উনার টেবিলে বসানো হলো; আমি সাধারণত: রাজনীতিবিদদের সাথে পাশাপাশি বসতে পছন্দ করি না; কারণ, আমি নিজের অজান্তেই বিবিধ ধরণের প্রশ্ন করতে থাকি, এতে অনেকেই বিবিধ সময়ে বিব্রত হয়েছেন। এবার ঠিক করলাম, চুপচাপ আলাপ আলোচনা শুনবো।

টেবিলে যারা বসেছে, এদের কয়েকজনের সাথে আমার বন্ধুত্ব আছে; নোয়াখালীর ১ জন ব্যবসায়ী, সুযোগ পেলে আমি যার সাথে প্রায়ই জোক করি, তিনি নীচু গলায় আমাকে বললেন যে, তিনি এই রাজনীতিবিদের বক্তব্য খুবই পছন্দ করেছেন। আমি উনাকে বললাম যে, উনি যেন বক্তাকে সেটা জানান। তিনি বক্তাকে বললেন,
-আপনার বক্তব্য খুবই ভালো লেগেছে, আপনি অনেক দরকারী বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন।
রাজনীতিবিদ খুশী হয়ে বললেন,
-ধন্যবাদ, আপনার সাথে তো পরিচয় নেই; আপনি কোন গ্রামের বাসিন্দা?
আমার ব্যবসায়ী বন্ধু উত্তর করলেন,
-আমার বাড়ী নোয়াখালী, আপনার এলাকায় নয়।
রাজনীতিবিদ হেসে বললেন,
-আপনি আমাদের এলাকার হলে, আমি কমপক্ষে আপনার ভোটটা পেতাম!

আমি অনেকটা নিজের অজান্তেই বলে ফেললাম,
-অসুবিধা নেই, উনি জালভোট দিতে জানেন।

এই কথা বলার পর আমার খুবই হাসি পেলো, আমি বিনা ভাবনায়, ১ সেকেন্ডেই উহা বলে ফেলেছিলাম, আমার অনেক হাসি পেয়েছিলো; টেবিলের প্রায় সবাই হাসছিলো; কিন্তু দেখি, রাজনীতিবিদ গম্ভীর হয়ে গেছেন।


মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

শাওন আহমাদ বলেছেন: অসুবিধা নেই, উনি জাল ভোত দিতে পারেন। :D

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

সোনাগাজী বলেছেন:



আমি ভেবেচিন্তে বললে, ওটা বলার সম্ভাবনা ছিলো না।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: দারুণ একটা কাজের কথা বলেছেন, পড়ে আমিও হাসছি।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

সোনাগাজী বলেছেন:



আমি জানি না, চুপ করে থাকার চেষ্টা করেও চুপ থাকা হলো না। ব্লগেও মানে হয়, আমার এই অবস্হা! গতকাল ১ জন আমার নামে পুঁথি লিখেছেন; অনেক কষ্টে, উহাতে মন্তব্য করা থেকে বিরত আছি এখনো।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

নাহল তরকারি বলেছেন: আপনারা বাড়ি নোয়াখালী?

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

সোনাগাজী বলেছেন:



না, চট্টগ্রামে।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: .হক কথা ফক করে বলে ফালাইছেন আরকি :#) :#) :#)

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৪

সোনাগাজী বলেছেন:



বেরিয়ে গেলো, আটকানো হলো না

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২০

নজসু বলেছেন:


শ্রদ্ধেয়, আপনি তাহলে বাস্তব জীবনেও ঠোঁট কাটা। কাউকে কোনো কিছু বলতে দ্বিধাবোধ করেন না। :-B

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৯

সোনাগাজী বলেছেন:



এখন কন্ট্রোল করার চেষ্টা করছি।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২১

শেরজা তপন বলেছেন: সেই রাজনীতিবিদ পরে কি স্বাভাবিক হয়েছিলেন?

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৯

সোনাগাজী বলেছেন:



গতকাল সেজন্য বাহিরে ডিনারে গিয়েছিলাম, কিছুটা হালকা হয়েছে।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৩

শাহিন-৯৯ বলেছেন:

হাসির মানসিক প্রশান্তি দেয়, এই জন্য সবার উচিত শালীন বিনোদন উপভোগ করা।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৫

সোনাগাজী বলেছেন:



আমারটা একটু পলিটিক্যাল ( বাংলাদেশী ) হয়ে গিয়েছিলো

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


রাজনীতিবিদকে হাসাতে পারলেন না।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:



না, বেচারা এই ধরণের জোকের জন্য প্রস্তুত ছিলো না

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৭

দারাশিকো বলেছেন: রাজনীতিবিদের রি-্অ্যাকশনটা আরও স্পষ্টভাবে জানা গেলে ভালো হতো। আপনার পোস্ট থেকেই বুঝতে পারছি - তিনি যথেষ্ট যোগ্য কিন্তু জাল ভোটের বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারেন নাই। এইটুকু সৎসাহস থাকা উচিত, নাহয় তিনিও বাকীদের মতো 'দেশের চেয়ে দল বড়' নীতিতে আসন গাড়বেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৮

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের সরকারী দলের রাজনীতিবিদরা জাল ভোটের কথা স্বীকার করে না।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৪

বিষাদ সময় বলেছেন: কথাটি বলার আগে কি আপনি ফ্রুটিকা খেয়েছিলেন? :D

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৯

সোনাগাজী বলেছেন:



না, রেগুলার ডিনার।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০৮

কামাল১৮ বলেছেন: গত দুই ইলেকশনে ভোট ঠিক হয় নাই পৃথিবীর কোন আদালতে কেউ প্রমান করতে পারবে না।পারলে করতো।আমাদের আমলারা পাকাপোক্ত কাজ করেন।আগামি ইলেকশনে আওয়ামী লীগ পাশ করবে ,ভোট ঠিক হয় নাই কেউ প্রমান করতে পারবে না।

নোয়াখালির লোক চাটগায়ে গিয়ে ভোট দিলেও প্রমান করা যাবে না।সবাই জানবে দেখবে কিন্তু প্রমান থাকবে না।বিএনপির অনেকে পাশ করবে কিন্তু সরকার গঠন করবে আওয়ামী লীগ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৯

সোনাগাজী বলেছেন:



বর্তমানে যারা ব্যুরোক্রেট আছে, এদের সিনিয়রেরাই শেখ হত্যায় জড়িত ছিলো; বর্তমানেরগুলো আমাদেরকে আদি আফ্রিকার দাসে পরিণত করেছে।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫৪

নেওয়াজ আলি বলেছেন: আসল হয় কিনা তাও সন্দেহ জাল ভোট রাতে হয় না

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৮

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা যদি নিজ দলকে সুষ্ঠু রাজনীতির ভেতর রাখতেন; তিনি ইতিহাস রচনা করতে সমর্থ হতেন।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৪৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ,

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:০৩

সোনাগাজী বলেছেন:


ভালো আছেন?

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫১

জ্যাক স্মিথ বলেছেন: কোন রাজনীতিবিদই সৎ হতে পারে না, এটা তাদের পক্ষে সম্ভবই না। চুরি, দুর্ণীতি, মিথ্যা বুলি এই তিনটি ভিত্তির উপর দাড়িয়ে আছে দেশের রাজনীতি। রাজনীতি বিষয়টা কি সেটাই আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:০৫

সোনাগাজী বলেছেন:



রাজনীতি হলো সরকার/দেশ চালনার বিজ্ঞান; আপনাকে পলিটিক্যাল সায়েন্স, পলিট ইকোনোমী, ইকোনিমি, ফাইন্যান্স, সোস্যাল ষ্টাডিজ, ফিলোসফি, অংক, সায়েন্স ও টেকনোলোজী জানতে হবে।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০০

রানার ব্লগ বলেছেন: উনি অসংখ্য জাল ভোট পাবেন আগামীতে !

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

সোনাগাজী বলেছেন:



আগামী ভোট কিভাবে হবে, সেটা ভোটের পর উহা জানা যাবে

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি (নেতা) যদি আধিপত্যের জন্য সন্ত্রাসী পালেন, নমিনেশেনের জন্য কোটি টাকা খরচ করেন, ছাত্রলীগের কাজ কে সমর্থন করেন, (মনে মনে) রাতের ভোটে নির্বাচিত হতে চান - তাহলে উনাকে ভাল লোক না বলে লোভী বলাই ঠিক হবে...

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

সোনাগাজী বলেছেন:



উনার ক্যাডার ছিলো না, ওখানে আওয়ামী লীগ ২ ভাগে বিভক্ত, উনি ১ ভাগের ক্যাডার পাবেন।

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: আজকাল জাল ভোটেরও প্রয়োজন নেই।
সব সেটিং করা আছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



জাল ভোটারদের অবমুল্যায়ন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.