নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

পরপর ২ বার পরাজিত হলে, বিএনপি না\'থাকার কথা ছিলো

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৮



ধারণা করা হয়েছিলো যে, বিএনপি পরপর ২ বার পরাজিত হলে, পার্টির অস্তিত্ব থাকবে না; পরপর ৩ বার পরাজিত হওয়ার পরও বিএনপি রয়ে গেছে; ইহা কিভাবে সম্ভব হলো?

বিএনপি'র টিকে থাকাটা প্রমাণ করছে যে, আওয়ামী লীগ সঠিকভাবে দেশ চালায়নি; তারা নিজেরা ভালো থাকার চেষ্টা করেছে, সাধারণ মানুষের সাথে তাদের রাজনৈতিক সম্পর্ক ও কোন প্রকার বাঁধন নেই, মানুষকে রাজনীতি থেকে দুরে সরায়ে দিয়েছে; সাধারণ মানুষের কষ্টের কথা না'শুনে নিজেদের মনগড়া উন্নয়নের কথা বলে শোরগোল করে বেড়াচ্ছে।

বিএনপি'কে সবচেয়ে বেশী মনোবল যোগায়েছে, এরশাদের দলের টিকে থাকাটা; বিএনপি ও এরশাদের দল, উভয়টা মিলিটারীর দল; এরশাদের দল যখন টিকে আছে আওয়ামী লীগের মেহমান হিসেবে, আওয়ামী লীগ বিএনপি'কে কখনো উৎখাত করতে যাবে না।

বিএনপি'র সভাপতির জেল হওয়ার পর, আরেক পলাতক কয়েদীকে বিএনপি'র সভাপতি করার পরও আওয়ামী লীগ বিএনপি'র বিপক্ষে কোন আইনী ব্যবস্হা নেয়নি। আওয়ামী লীগ মনে করেছিলো যে, বিএনপি'র সভাপতি বিদেশে লুকায়ে থাকার ফলে, বিএনপি নিস্ক্রিয় হয়ে যাবে; কিন্তু তারা ভাবেনি যে, তারা সরকারে থাকার ফলে, অসফলতার কারণে তাদের জনপ্রিয়তা কমবে।

আজকের শেখহীন আওয়ামী লীগের নেতাদের সাথে বিএনপি কিংবা জাপার নেতাদের তেমন কোন পার্থক্য নেই; এদের বেশীরভাগই অপরাজনীতিতে পক্ক। সামান্য পার্থক্য ছিলো অতীতে, স্বাধীনতা যুদ্ধের পরপরই: বিএনপি'তে যারা গিয়েছিলো, তারা সবাই ছিলো ততকালীন সময়ের পতিত রাজনিতিবিদ, এরাই পরে জাপাতে গেছে।

গত কিছু বছর, শেখ হাসিনা নিজ দলের জন্য কিছু করছেন বলে মনে হয় না, তিনি নিজ দলের চেয়ে ব্যুরোক্রেটদের ও সরকারী কর্মচারীদের উপর নির্ভরশীল হয়ে গেছেন; দুষ্ট ব্যুরোক্রেটরা উনাকে কুবুদ্ধি দিচ্ছে। দলের ভুমিকা কমে যাওয়ায় ও দলের সঠিক অরগেনাইজার না'থাকাতে, আওয়ামী লীগ রাজনৈতিক দল থেকে লাঠিয়ালেদের দলে পরিনত হয়েছে; অর্থাৎ, দল বিএনপি'র লেভেলে নেমে এসেছে। ফলে, বিএনপি'র অক্সিজেনের অভাব হচ্ছে না।


মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৮

রানার ব্লগ বলেছেন: যদি নিরেপক্ষ নির্বাচন হয় আওয়ামীলিগের অনেক হিসাব পাল্টে যাবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৫

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগের আশা, নেত্রী কিছু একটা করবেন।
মিলিটারীর দলের জন্য আবার নিরপেক্ষ ভোট কোনটা?

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০১

জ্যাক স্মিথ বলেছেন: এত বড় একটা রাজনৈতিক দল কখনো বিলুপ্ত হতে পারে না। বিএনপির বর্তমান অবস্থান যা-ই থাক তাদের বিশাল জনস্বমর্থন তাদের সবচেয়ে বড় শক্তি, আম-জনতা সব বিএনপি ভক্ত । তাই আমি মনে করি আজ হোক আর কাল হোক বিএনপি ফিরে আসবে, যদিও আমি তা চাই না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৮

সোনাগাজী বলেছেন:



আমজনতা নিজ পায়ে কুড়াল মেরে, দেশে বউ ফেলে আরব গিয়ে উট চরাতে ভালোবাসে।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০৫

জ্যাক স্মিথ বলেছেন: আর আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপট হচ্ছে; আপনার যদি লাঠিয়াল, পেটুয়া বাহীনি না থাকে তাহলে আপনি রাজনীতিতে বেশিদিন টিকে থাকতে পারবেন না বা বেশিদুর অগ্রসর হতে পারবেন না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৯

সোনাগাজী বলেছেন:



সেইজন্য আমাদের দেশে হাজারী, শামীম ওসমান, ফালু, লানু, পিন্টু, রিজভীও রাজনীতি করেছে।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা নিজ দলের জন্য অনেক কিছু করেছেন।
তাদের পার্টি অফিস পুরোনোটা ভেঙ্গে নতুন করে আধুনিক বিল্ডিং করা হয়েছে।
বহু লোকজন শেখ হাসিনার জন্য নব্য ধনী হতে পেরেছেন। গাড়ি বাড়ী করেছেন। বহু লোক বউ নিয়ে ইউরোপ ট্যুরে গেছে। দৈনিক পত্রিকা করেছেন, টিভি চ্যানেল খুলেছেন।

হাসিনা সুযোগ দিয়েছেন বলেই আজ গ্রামে গ্রামে চ্যাংড়া পোলাপান দেড় লাখ টাকা দামের বাইকে করে বাজার করতে যায়।
আর কি করলে আপনি বলবেন হাসিনা আসলেই কিছু করেছে?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫১

সোনাগাজী বলেছেন:




যদি সে ৬০ ভাগ পরিবারের মানুষের শিক্ষা ফ্রি করে দেয়, চাকুরী সৃষ্টির জন্য ১টা মিনিষ্ট্রি করে, তাতে ২ জন সাদা আমেরিকানকে চাকুরী দেয়, ও প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে কেড়ে নেয়।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৩

কামাল১৮ বলেছেন: বিএনপি কি আছে?আওয়ামী বিরেধী একটা প্লাটফর্ম আছে।এটা কোন রারনৈতিক দল না।কিছু লোক তাদের টাকা পয়সা রক্ষা করার জন্য এই প্লাটফর্ম চালিয়ে যাচ্ছে।তারা বিচ্ছিন্ন হয়ে গেলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫২

সোনাগাজী বলেছেন:



তা'হলে, "কৌশলে" ভোট কেন হচ্ছে?

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৪

নেওয়াজ আলি বলেছেন: বিএনপি শীতল চোর আওয়ামিলীগ মহা ডাকাত। জামাত রাজাকার তাই রাজনীতি গুড বাই।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৩

সোনাগাজী বলেছেন:



রাজনীতি ফিরে আসতে পারবে না সহসা; আওয়ামী লীগ রাজনীতি থেকে সরে গেছে।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: ফালুর যে পরিমান সম্পদ আছে, তার আগামী ৫০ প্রজন্ম খেয়ে শেষ করতে পারবে না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫০

সোনাগাজী বলেছেন:



ফালু, লালু, বসুন্ধরা, বেক্সিমকোদের জন্য মানুষ ১৯৭১ সালে প্রাণ দিয়েছিলেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫১

সোনাগাজী বলেছেন:



ফালু, ড: কামাল হোসেন, তোফায়েল আহমেদদের ঘরে কাজ করার জন্য গরীবের মেয়েরা জন্ম নেয়।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০২

হাসান কালবৈশাখী বলেছেন:

বিএনপি বলে বর্তমানে কিছু নেই।

সম্পূর্ণভাবে জামাতের ফান্ডে বিএনপি চলছে। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল জামাত তারেক কে দিয়ে বিএনপি চালাচ্ছে। লন্ডনে মিটিং এর তারেকর আশেপাশে কারা বসে থাকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৯

সোনাগাজী বলেছেন:



আপনার মতে বিএনপি নেই, আমার মতে মানুষ আওয়ামী লীগের সাথে নেই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২১

সোনাগাজী বলেছেন:



পলাতক কয়েদী কিভাবে রাজনৈতিক দলের সভাপতি হয়? আওয়ামী লীগ কি কারণে কিছু করেনি?

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০৫

কামাল১৮ বলেছেন: মানুষ আওয়ামী লীগের সাথেও নাই বিএনপির সাথেও নাই।মানুষ নিজের মতো করে নিজে নিজে আছে।কে ভোট করলো, কে কৌশল করলো এতে মানুষের কোন মাথা ব্যাাথা নাই।একজনও যদি ভোট কেন্দ্রে না যায় সংবিধান মতে ভোট গ্রহন যোগ্য হবে না তাই কৌশল করতে হয়।মানুষ এখন রাজনীতি বিমুখ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:০১

সোনাগাজী বলেছেন:



মানুষ যদি রাজনীতি বিমুখ হয়, সেই জাতির অবস্হা কেম হওয়ার কথা? সেই জাতির সরকার কাহাদের নিয়ে গঠন হচ্ছে?

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৪৮

কামাল১৮ বলেছেন: সরকার গঠন করতে জনগনের প্রয়োজন নাই।কৌশল করে কয়েকজন এমপি বানানো।আইনগত বৈধতাও পায়।সারাবিশ্ব সমর্থন দেয়।জাতিসংঘ মেনে নেয়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩১

সোনাগাজী বলেছেন:



বৈধতা পাবার জন্যই কি বিএনপি-জামাতকে পোষা হচ্ছে?

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:০৭

হাসান জামাল গোলাপ বলেছেন: থানার ওসি এখন সভাপতির আসন দখল করে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৯

সোনাগাজী বলেছেন:




এগুলো দল হিসেবে আওয়ামী লীগের পতনের পুর্বাবাস

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮

রেজাউল৬৮ বলেছেন: স্যার এর আগের মডারেটর গলুকে পিছনে লাথ মেরে ৫-৬ বার বের করে দেওয়ার পরও গলু ফিরে এসেছে। আমার তো মনে হয় গলুর কাছ থেকেই বিএনপি অনুপ্রেরণা নিয়েছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৭

সোনাগাজী বলেছেন:



আপনার মতো ক্রিমিনাল যেভাবে ২২টি নিক সৃষ্টি করতে পেরেছে সামুতে, মনে হচ্ছে, সামুটিম সমস্যার মাঝ দিয়ে যাচ্ছে।

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৯

রেজাউল৬৮ বলেছেন: স্যার আপনি এক জায়গায় বলেছেন পশ্চিমের মানুষ অধিকাংশ ক্ষেত্রেই উদার পশু প্রেমি। সামান্য কিছু সংখ্যক লোক হাঁসের কলিজা খায়।
স্যার বাংলাদেশে তো গলুকে শুধু পিছনে লাথ দেয়, পশ্চিমে তো শুনি কুকুরকে এরা নপুংশ করে দেয়। এত নিষ্ঠুর কেন? গলু জিংজিং খেলবে কি করে?

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৬

রেজাউল৬৮ বলেছেন:


আপনি কবে দেশে আসবেন ? বিড়ালের মত একটা কুকুর শো করার চিন্তা করছি।

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৭

রেজাউল৬৮ বলেছেন: না না আপনি অন্যভাবে নিয়েন না। আপনাকে আমরা বিচারক করব ভাবছি।

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৯

রেজাউল৬৮ বলেছেন:
খবরটা দেখেছেন ? বিড়ালের মালিক পুরস্কার পাবে। অর্থাৎ রাস্তার লাওয়ারিস বিরাল-কুকুরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেয়া যাবে না :((

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৪

গেঁয়ো ভূত বলেছেন: দেশে অন্ততঃ পক্ষে আরো একটা দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির উত্থান খুবই জরুরি, যতদিন পর্যন্ত সেই শক্তির আবির্ভাব না হবে ততদিন একশ্রেণীর মানুষ আলো ভেবে আলেয়ার পেছনেই পথ চলবে, অন্ধকারের চোরাবালিতে ঘোরপাক খাবে দেশ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:



বিএনপি'কে বিলুপ্ত না'করায়,নতুন দল গড়ে উঠেনি

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

বিষাদ সময় বলেছেন: বিএনপি কোন দিনই বিলুপ্ত হবে না তারা যে শ্রেণি এবং মতাদর্শের প্রতিনিধিত্ব করে তাদের অবস্থান এ দেশে অত্যন্ত দৃঢ়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩৭

সোনাগাজী বলেছেন:



ঐ শ্রেণীর জন্য মুসলিম লীগের মতো দল দরকার; বিএনপি'র গুলো মগজহীন।

১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৭

নিমো বলেছেন: @বিষাদ সময়, বিএনপি হচ্ছে সংঘবদ্ধ অপরাধীদের আশ্রয় ও পরশয় কেন্দ্র। সুতরাং তারা ঠিকে থাকবেই, কারণ দেশের পরিবারত্ন্ত্রের মালিকদের অপদার্থ গর্ভস্রাবগুলোর পদায়নের খাতিতে এসব অপরাধী চক্রের টিকে থাকাটা জরুরি। ব্লগের দিকে তাকালেই বুঝতে পারবেন অপ্রয়োজনীয় জঞ্জাল কিছু নিক বেশ সদর্পেই টিকে আছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩৮

সোনাগাজী বলেছেন:



শেখ হত্যার পর, অপরাধীরা সুযোগ পেয়েছিলো।

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৪

বিষাদ সময় বলেছেন: @ নিমো-বাংলাদেশের মানুষ মূলতঃ দু ধরনের মতাদর্শে বিভ্ক্ত এবং এই দুই অংশের প্রতিনিধিত্ব করে দেশের বড় দুটি রাজনৈতিক দল। অদূর ভবিষৎতেও এ দুটি ধারার একত্রিত হওয়ার কোন সম্ভাবনা দেখি না। কাজেই যতদিন পর্যন্ত দেশের মানুষ দু-ধারায় বিভক্ত থাকবে ততদিন পর্যন্ত কোন দলেরই বিলুপ্তির কোন সম্ভাবনা নাই......

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১৬

সোনাগাজী বলেছেন:



সামনের দিনগুলোতে ৩য় বড় দল (ধর্মের নামে ) আসবে।

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৭

রেজাউল৬৭ বলেছেন: স্যার, আপনি যদি মন্তব্যের জবাব না দেন তবে আমার মত অশিক্ষিত লোকেরা শিখিবে কোথা থেকে? :((

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০১

সোনাগাজী বলেছেন:



আপনার মতো ক্রিমিনাল কেন ব্লগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.