নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

শি জিনপিং\'এর ১২ দফা শান্তি-প্রস্তাব ( পড়েন, ইহার উপর পরীক্ষা নেয়া হবে )

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৩



ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য, চীনের প্রেসিডেন্ট, শি জিনপিং ১২ দফার ১টি শান্তি-্প্রস্তাব করেছেন; এখনো পুরো ডেটেইলস তৈরি হয়নি, মুল কাঠামো প্রকাশ করেছে চীন।

****শেখ সাহবের ৬ দফা শতকরা ৯৫ জন আওয়ামী লীগার জানে না, বুঝে না; শিং জিংপিং'এর ১২ দফা কয়জন ব্লগার মনে রাখতে পারবেন? আমি পরীক্ষা নিতে চাই।

১) সব দেশের সার্বভৌমত্ব যেন ঠিক থাকে; এখনো দখলকৃত ইউক্রেনের ভুমির ব্যাপারে কিছু পরিস্কার করা হয়নি।
২) কোল্ড-ওয়ার মনোভাব ত্যাগ করতে হবে; ন্যাটো এই মনোভাবেকে লালনপালন করে আসছে।
৩) একতরফাভাবে 'সেংশান' করার মনোভাব ত্যাগ করতে হবে।
৪) কারো সিকিউরিটির জন্য কোন মিলিটারী ব্লকে যাওয়ার মনোভাব ত্যাগ করতে হবে; একা শক্তি দিয়ে সিকিউরিটি হয় না, ইহার জন্য শান্তির প্রয়োজন আছে।
৫) যুদ্ধের অংশ হিসেবে সিভিলিয়ান এলাকাতে আক্রমণ বন্ধ করতে হবে, যুদ্ধবন্দী ও আটকে পড়া মানুষের অধিকার যেন রক্ষা করা হয়।
৬) এটমিক যুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে হবে।
৭) খাদ্য ও মানুষের জীবন রক্ষাকারী দ্রব্য বহনে বাধা দেয়া বন্ধ করতে হবে। নিউক্লিয়ার প্ল্যান্ট দখলের চেষ্টা বন্ধ করার দরকার।
৮) বিনাশর্তে যুদ্ধ স্হগিত করতে হবে উভয় পক্ষকে।
৯) শান্তির জন্য ও যুদ্ধ থামানোর জন্য ২ পক্ষকে বিনাশর্তে টেবিলে বসতে হবে।
১০) সিকিউরিটির নামে ন্যাটোর সম্প্রসারণ বন্ধ করতে হবে।
১১) মুল সমস্যা সমাধানের জন্য উভয় জাতিকে টেবিলে বসতে হবে।
১২) ন্যাটো ও অন্য দেশগুলো অস্ত্র দিয়ে বা কোনভাবে যুদ্ধকে সম্প্রসারণ করা থেকে বিরত থাকতে হবে।



মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০৭

কামাল১৮ বলেছেন: প্রতিটা দাবি ভালো হবে আলোচনা হতে পারে।ন্যাটো প্রত্যাখান করেছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৬

সোনাগাজী বলেছেন:



চীন নিরপেক্ষ নয়, ইহা বড় সমস্যা। কানাডা এগিয়ে আসলে ভালো হতো।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:২৯

শাহ আজিজ বলেছেন: চীন মাঝখান দিয়ে একটু মুরুব্বিগিরি করল যা কাজে দেবে না । পাগলা পুতিনের পতন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থামবে না বলে মনে হয় । চীন এগিয়েছে তার ব্রিক্স চালু রাখতে যেখানে বিলিয়ন ডলার ইনভেসট হয়ে আছে । আমেরিকা ইউরোপে ঢুকছে এটাই আমেরিকা চাইছিল অনেকদিন ধরে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৭

সোনাগাজী বলেছেন:


বাইডেনের পঁচা মগজ কাজ করছে না; এই সমস্যাকে ভয়ংকর লেভেলে নিয়ে গিয়েছে ন্যাটো; ন্যটো চীনের প্রস্তাব মানলে ভালো হবে, তাইওয়ান দখল করতে লজ্জা পেতো।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪২

শাহ আজিজ বলেছেন:

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫২

সোনাগাজী বলেছেন:



তারা যুদ্ধ করুক, আমেরিকা কেন ডলার ও অস্ত্র দিচ্ছে?

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১১

জগতারন বলেছেন:
ইউরোপ আমেরিকার বাইরে বিশ্ব নেতৃত্ব খুবই জরুরি।
আর ইউরোপ আমেরিকার বাইরে শক্তিশালী অর্থনীতি দরকার।
খাদ্য নিরাপত্তা সহ অর্থনৈতিক সামরিক সহযোগিতা বাড়িয়ে
একটি শক্তিশালী অবস্থানে যাওয়া সম্ভব।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:১৬

সোনাগাজী বলেছেন:



আমেরিকা, রাশিয়া, ন্যাটো ও চীন মিলে বিশ্বকে জিম্মি করে ফেলেছে।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: শিরোনামে লিখেছেন- শি জিনপিং'এর ১২ দফা শান্তি-প্রস্তাব (পড়েন, ইহার উপর পরীক্ষা নেয়া হবে)
প্রশ্ন তো আগেই দিয়ে দিলেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:২০

সোনাগাজী বলেছেন:



এই পোষ্ট দেয়ার পর কোন মন্তব্য আসছিলো না, তাই "কপিরাইটিং" যোগ করে দেখলাম। আমি অবশ্য অপু, জুল ভার্ন, সাড়ে চুয়াত্তর, ই্ত্যাদি থেকে পরীক্ষা নেবো; এবং এরা ৩৩% নম্বর পাবেন না।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫৩

নিমো বলেছেন: জগতারন বলেছেন:ইউরোপ আমেরিকার বাইরে বিশ্ব নেতৃত্ব খুবই জরুরি। ইউরোপ আমেরিকার বাইরে শক্তিশালী অর্থনীতি দরকার।
সেই দিবা স্বপ্নই দেখতে থাকুন। আগামী হাজার বছরেও সম্ভব না। আর যদি ঘটেও সেটা কারা ? বাংলাদেশ! যদি না হয় তবে অন্যরা ইউরোপ আমেরিকার থেকে ভিন্ন কী হবে একটু ব্যাখ্যা করবেন ?

জগতারন বলেছেন:খাদ্য নিরাপত্তা সহ অর্থনৈতিক সামরিক সহযোগিতা বাড়িয়ে একটি শক্তিশালী অবস্থানে যাওয়া সম্ভব।
পুরা মানবজাতিই একটা রাষ্ট্রের বা শাসন ব্যবস্থার অধীন না হওয়া পর্যন্ত সেটা কার্যত অসম্ভব। এছাড়াও সারা বিশ্বজুড়ে যে সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র তাতে করেও এটা খুবই কঠিন হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:২৩

সোনাগাজী বলেছেন:



মানব জাতির কিছুটা টনক নড়বে, যখন জলবায়ু সমস্যা ভয়ংকর হবে। মানব জাতি এক হতে পারবে না, কারণ কিছু জাতির লোকজন কাজকর্ম করে না ও এদের সঠিক কোন সংস্কৃতি নেই।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩২

কামাল১৮ বলেছেন: কানাডাও নিরপেক্ষ নয়।ন্যাটোর সদস্য।এই যুদ্ধে কেউ নিরেপক্ষ নেই।তার পরও আলোচনা করতে হবে।রাশান ভাষাভাষীরের অংশ রাশিয়ার অংশ হবে।এভাবেই মিমাংশা করতে হবে।নয়তো যুদ্ধের মাধ্যমেই হবে বলে মনে হয় ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:২৫

সোনাগাজী বলেছেন:



ন্যাটোর সদস্যদের মাঝে কানাডা সবচেয়ে কম উগ্রপন্হী।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:৩৮

নেওয়াজ আলি বলেছেন: সালিশ মানি তালগাছ আমার

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৯

সোনাগাজী বলেছেন:



ইউক্রেনের প্রেসিডেন্ট ইহাকে পুরোপুরিভাবে নাকচ করেনি এখনো

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২২

কামাল১৮ বলেছেন: যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অনেক দেশই নিরপেক্ষ থাকতে চায় কিন্তু আমেরিকার জন্য পারে না।তারা সামরিক ব্যয় অনেক কমিয়ে এনেছিলো কিন্তু এই যুদ্ধে আবার বেড়ে গেছে।এই ভাবে বাড়তে থাকলে জনগন অনেক সমস্যায় পড়বে।এখন অনেক কিছুই তাদের কম কম কিনতে হয়।যুদ্ধ আরো একবছর চললে ইউরোপে বিসৃঙ্খলা দেখা দিবে।তারা চীনের দিকে হাত বাড়াচ্ছে অর্থনৈতিক সাহায্যের জন্য।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০০

সোনাগাজী বলেছেন:



ইউরোপ যদি ইহার উপর কথা বলতে চায়, এখনি সময় আছে।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: তারা যুদ্ধ করুক, আমেরিকা কেন ডলার ও অস্ত্র দিচ্ছে?


আমেরিকার একটি উদ্ভট ডিজিজ আছে - নাম খাউজানি । রক্তপাতে অংশ নেওয়া বা সাহায্য দান তার অতিআবশ্যিক কর্ম । তবে এবার তার স্বপ্ন পুরন হতে চলেছে ইউরোপে প্রবেশ । আগামি এক দশকে ইউরোপে অনেক কিছুই ঘটবে ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০২

সোনাগাজী বলেছেন:


ইউরোপ মনেপ্রানে আমেরিকার সাথে সব সময় ছিলো।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৪

রানার ব্লগ বলেছেন: চীনের সমস্ত চিন্তা ন্যাট কেন্দ্রিক !!! এই দফাগুলার পুরাটা জুড়ে ন্যাট ন্যাট আর ন্যাট !!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৪

সোনাগাজী বলেছেন:



চীন যদি তাইওয়ান দখল করতে যায়,ন্যাটোর সাথে চীনেরও কনফ্লিক্ট হবে ভবিষ্যতে

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এই পোষ্ট দেয়ার পর কোন মন্তব্য আসছিলো না, তাই "কপিরাইটিং" যোগ করে দেখলাম। আমি অবশ্য অপু, জুল ভার্ন, সাড়ে চুয়াত্তর, ই্ত্যাদি থেকে পরীক্ষা নেবো; এবং এরা ৩৩% নম্বর পাবেন না।

আপনি উনাদের পরীক্ষা নেবেন বলেই তো, ওরা আপনাকে ভয় করে। এমনকি আপনাকে তাদের পোষ্ট থেকে দূরে রাখে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৪

সোনাগাজী বলেছেন:



এদের লেখা আমিসব সময় পড়ি, বিরক্তিকর।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৪

রেজাউল৬৭ বলেছেন: স্যার, আপনি মহা বিনয়ি লোক। শি জিংজিং এর ১২ দফা যে আসলে আপনিই মুসাবিদা করে দিয়েছেন তা কি আর আম্রা জানি না।
অসাধারন শান্তি পস্তাব করেছেন স্যার। ইহা ম্যাগনাকারটার চাইতেও অনেক ব্যাপক হয়েছে। শান্তিতে নোবেলের জন্য আপনার নাম জোর পস্তাব কর্লাম।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৭

সোনাগাজী বলেছেন:




ভাবছি, শান্তিতে নোবেল দেয়ার শুরু করবো।

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৪

শিশির খান ১৪ বলেছেন: লাভ নাই এই যুদ্ধ আরো বছর খানেক চলবে যে যতই লাফাক ইউক্রেন আমেরিকার কথা মতো চলবে আমেরিকা চাইলে কালকেই যুদ্ধ শেষ। কিন্তু তাতে আমেরিকার লাভ কি ?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৮

সোনাগাজী বলেছেন:



যুদ্ধে আমেরিকার কি লাভ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.