নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মরুভুমির জলদস্যুর কুকুরের বাচ্ছাগুলোর কি হলো? (সার্ভের জন্য সাময়িক পোষ্ট )

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৩৯



ব্লগার মরুভুমির জলদস্যুর কুকুরের বাচ্ছাগুলোকে উনি ও উনার মেয়েরা অনেক অনেক পছন্দ করতেন; ১টা বাচ্চা হারিয়ে গেছে, অন্যটার অকাল মৃত্যু হয়েছে; উনার ও মেয়েগুলোর মন খারাপ ছিলো; অনেক ব্লগারও মনে কষ্ট পেয়েছেন। আশাকরি এতদিনে উনারা নিশ্চয় ইহাকে মেনে নিয়েছেন। আমি যদি ইহা নিয়ে কিছু লিখি, ইহা কি সঠিক হবে? নাকি, এই বিষয়ের উপর না লিখাই সঠিক হবে? আপনারা হয়তো খেয়াল করেছেন যে, আমি মাঝে মাঝে ছোটখাট হিউমার করার চেষ্টা করি; কিন্তু সোনাগাজী তো সোনাগাজী, সোনাগাজীর হিউমারকে অনেকই তেমন পছন্দ করেন না।

১ জন ব্লগার চেয়েছেন, আমি এই ব্যাপারে আরেকটু ডিটেইলস বলতে; কুকুরের বাচ্ছা ২টির এই রকম অস্বাভাবিক পরিণতির ব্যাপারটা নিয়ে আমি একটুখানি তদন্ত করার চেষ্টা করতে চাই।



মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৪৯

হাসান জামাল গোলাপ বলেছেন: আপনি লিখুন, আপনার হিউমার এনজয় করি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৫

সোনাগাজী বলেছেন:



পক্ষে

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- যেকোনো বিষয়েই লেখার অধিকার আপনার আছে। তবে তা যেনো অন্যের মনোকষ্টের কারণ না হয় সেদিকে লেখকের দৃষ্টি থাকা দরকার।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৬

সোনাগাজী বলেছেন:



সামান্য বিপক্ষে

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪১

রানার ব্লগ বলেছেন: এই লেখাটা ফেসবুকের স্ট্যাটাস দেয়া টাইপ হয়ে গেছে !! আর একটু বিস্তারিত হলে ভালো হতো ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৬

সোনাগাজী বলেছেন:



অনিশ্চিত

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৬

বিটপি বলেছেন: তদন্ত করতে চাইলে করবেন, কিন্তু এজন্য কোন টাকা পাবেন না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১১

সোনাগাজী বলেছেন:




পক্ষে

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৬

এম ডি মুসা বলেছেন: কুত্তার বাচ্ছার জন্য সিইআডি হতে চান তদন্ত করতে চান যাই হোক আপনার আর কিছু পোষ্ট আজ ছিলো না

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:৩৭

সোনাগাজী বলেছেন:




আমার ইচ্ছা ছিলো একটা রম্য ধরণের কিছু লেখার।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৮

রেজাউল৬৭ বলেছেন: লিখার টপিক না পাইলে অপব্লগার অপু বা জুলভার্ন কি বালছাল লিখছে তার উপ্রে লিখতে পারেন।
তবে লিখার অভ্যাস ত্যাগ করা যাবে না। আপ্নি না লিখলে ব্লগাররা আলকিত হবে কি ভাবে?

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: গ্রাম দেশে ডাকাতির নিয়ম হলো- ডাকাতরা সবার আগে যে বড়িতে ডাকাতি করবে। তাঁরা কুকুরকে আগে এসে আহত করে যায়। যেন কুকুর চলাচল করতে না পারে। ঘেউ ঘেউ করতে না পারে। অথবা কুকুরকে তাঁরা একেবারে মেরে ফেলে।
কুকুর নেই এটা নিশ্চিত হয়ে তাঁরা ডাকাতি করে।

জলদস্যুর আশ্রমে কুকুরছানা দুটাকে পরিকল্পিত করে হত্যা করা হয়েছে। এর সাথে জড়িত আছে তাদের কেয়ার টেকার।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬

রেজাউল৬৭ বলেছেন: দেশের সবচাইতে বুদ্দিমান ইয়ে রাজিব নূরকে সিআইডির হেড বানায়ে দেয়া দর্কার।
(আপ্নি যেহেতু আমেরিকা সামলাইতেছেন কাজেই দেশের সবচাইতে বুদ্দিমান আপ্নাকে আর ব্ললাম না। আপ্নি পিথিবির সবচাইতে বড় ইয়ে। )

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮

রেজাউল৬৭ বলেছেন: স্যার , এই গরিবের পাতায় পদধূলি দেয়াার জন্য আবার অনুরোদ করে গেলাম

https://www.somewhereinblog.net/blog/rejaul88

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪০

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা এখনো ক্ষমতায়, উনি ক্রিমিনাল পছন্দ করেন না; সাকা চৌধুরীর কথা মনে আছে?

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৮

নীল আকাশ বলেছেন: আপনি সেই পোস্টগুলো পড়েছেন? মাইরি!

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:৩৮

সোনাগাজী বলেছেন:


কোন পোষ্টগুলো?

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪২

রেজাউল৬৬ বলেছেন: আপনি যে ধমক দিয়েছেন তাতে আমার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৩

রেজাউল৬৬ বলেছেন: এত পাতলা এত পাতলা এত পাতলা যে আপনি ঐটা দিয়ে কুলি করতে পারবেন।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৩

রেজাউল৬৬ বলেছেন:
বিশ্বাস হচ্ছে না? আপনার জন্য এক বোতল রেখে দিচ্ছি । আপনি কবে দেশে আসবেন?

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৪

রেজাউল৬৬ বলেছেন: পিলিচ স্যার আর ধমক দিয়েন না। আমি বুধধিহীন মগজহীন লোক। আপনার লেখা পরে গ্যান আরোহন করতে আসি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:৩৮

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, সামুর কোন মালিক নেই।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এই পোস্ট অন্য কেউ দিলে আপনি কেমন মন্তব্য করতেন ?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:



অন্য কেহ আমার মতো অবস্হানে নেই সামুতে।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৪

রেজাউল৬৬ বলেছেন: ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:৩৮

লেখক বলেছেন:
মনে হচ্ছে, সামুর কোন মালিক নেই।


কি বল্সেন স্যার? আমার তো ধারণা ছিল আপ্নিই সামুর মালিক

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০১

সোনাগাজী বলেছেন:



আমার ধারণা, ব্লগার জানা ( ব্লগের মাকিদের ১ জন ) জানেন না যে, আপনার মতো ক্রমিমিনাল দিব্যি সামুতে ব্লগিং করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.