নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে ভোটের আগে "ইলেকশান পোল" (জরীপ ) কি হয়?

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৭



সব উন্নত দেশে ভোটের আগে, বিভিন্ন রাজনৈতিক দল, গণতান্ত্রিক সংস্হা, মিডিয়া ও অনেক ইউনিভার্সিটি থেকে 'ইলেকশান পোল' করা হয়ে থাকে; এগুলো মোটামুটি সায়েন্টিফিক অনুমান, এবং বেশ নির্ভুল। ভোটে অংশ গ্রহনকারী দলগুলোও নিজদের অবস্হা বুঝে দরকারী পদক্ষেপ নেয়ার জন্য 'ইলেকশান পোল'এর ব্যবস্হা করে।

বাংলাদেশে 'ইলেকশান পোল'এর সংস্কৃতি নেই, মানুষ কিভাবে অনুমান করে, কারা ইলেকশানে ভালো করবে? দল কিসের ভিত্তিতে্ নিজেদের ষ্ট্রেটেজী ঠিক করে, কিসের ভিত্তিতে ষ্ট্রেটেজী বদলায়? ২০০৮ সালে বেগম জিয়া কিংবা শেখ হাসিনা কি জানতেন, তাঁদের দল আনুমানিক কি পরিমাণ সীট পাবে? মানুষ কি ধারণা পেয়েছিলেন যে, শেখ হাসিনার দল জিতবে?

২০১৮ সালে বিএনপি কত সীট পাবে বলে আপনি ধারণা করেছিলেন? ভোটের আগে শেখ হাসিনা কি বলেছিলেন, তাঁর দল কত সীট পাবে? এখন কি শেখ হাসিনা জানেন, আজকে ভোট হলে, উনার দল কি পরিমাণ সীট পাবে?

বেগম জিয়া কি করেন, আমি কখনো বুঝতে পারবো না, উনার জন্য 'ইলেকশান পোল' মোল ইত্যাদি খুবই কঠিন ব্যাপার হওয়ার কথা; উনি হয়তো রিজভী সাহেব কিংবা প্রফেসর এমাজুদ্দিন সাহবের অনুমান, কিংবা 'হাওয়া ভবনের' অনুমানের উপর নির্ভর করতেন। কিন্তু শেখ হাসিনার জন্য 'ইলেকশান পোল' খুবই দরকারী।

মনে হয়, শেখ হাসিনা কোন ধরণের সরকারী সংস্হার মাধ্যমে "পোলিং" করায়ে থাকেন। সরকারী সংস্হাগুলোর "পোলিং" সঠিক হওয়ার সম্ভাবনা নেই, সরকারী সংস্হায় যারা চাকুরী করেন, এদের মাঝে দক্ষ লোকজন কম ও এদের সততা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। দেশে অনেক এনজিও আছে, যেগুলোতে বিদেশী স্পেশালিষ্ট আছে, এদের সাহায্য নিয়ে, বিদেশী সফটওয়ার ব্যবহার করে "পোল" করানো সম্ভব।

ইউনমিভার্সিটিগুলো এই কাজটি করতে পারে; তবে, তাদের সেই ধরণের বাকস্বাধীনতা আছে কিনা বলা মুশকিল। যদি সরকারের জনপ্রিয়তা কম আছে বলে কোন ইউনিভার্সিটি থেকে বলা হয়, তাদের বিরুদ্ধে পুলিশ ও সরকারী দল লেগে যেতে পারে। পোল'এর মাধ্যমে সরকারের কোন ধরণের দুর্বলতা যদি প্রকাশ করতে তারা ভয় পায়, তাদের পোল চলমান পরিস্হিতির সাথে মিলবে না।


মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪২

এম ডি মুসা বলেছেন: িইলেকশন হবে ভাই গাজী ভাই আপনি আরো সুন্দর পোস্ট দেন এই সব ইলেকশন নিয়ে না গরিব দুখী অবেহলিত মানুষের নানা দুখ মসিবত তুলে ধরেন

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৭

সোনাগাজী বলেছেন:




আমি চেষ্টা করবো; বাংলাদেশের মানুষ ইলেকশান থেকে উপকৃত হয় না, ক্ষতিগ্রস্ত হয় মাত্র।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২১

বাকপ্রবাস বলেছেন: আমরাকী আদৌ গণতান্ত্রিক দেশ? আমরা চালাচ্ছি রাজতান্ত্রিক গণতন্ত্র। আমাদের মন মানসিকতা এখনো গর্তে পড়ে আছে, গণতন্ত্র বলতে যা বুঝায় আমরা সেটা না বুঝার চাইতে উল্টো বুঝি ঢের বেশী।
এসব পোল টোল খালেদা যেমন বুঝবেনা হাসিনাকে দিল্লি বুঝিয়ে দিবে এবং সেটা ভারতে কেন্দ্রিক বোঝাপড়া হবে

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

সোনাগাজী বলেছেন:



মিলিটারীর অফিসারেরা শেখ সাহেবকে হত্যা করার পর, ইন্দিরা গান্ধী উনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের রাজনীতি শিখায়েছেন; বুঝতে পারেন, ইন্দিরা গান্ধী কি ধরণের মানুষ ছিলেন। সেই কারণে শেখ হাসিনার সাথে কেহ পেরে উঠেনি। আমরা উনার অনেক ভুল দেখছি; কিন্তু আমরা উনার রাজনীতিকে কনট্রোল করতে পারবো না; উনার এজেন্ডা হচ্ছে, মিলিটারীর দলগুলোকে বিনাশ করে নিজে টিকে থাকা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

সোনাগাজী বলেছেন:



ভারতের লোকেরা কেন ঢাকায় চাকুরী পাচ্ছে, আর বাংগালীরা কেন নিজ দেশে চাকুরী না'পেয়ে আরব যাচ্ছে?

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪৯

কামাল১৮ বলেছেন: ২০১৮তে বিএনপি আরো আসন পেতো।কিন্তু তারেখ জিয়া টাকা খেয়ে প্রতি আসনে ১০/১২ জনকে নমিনেশন দিয়ে ইলেকশনে বিতর্কিত করতে চেয়েছিলো।সরকার আবার কয়েক জনকে পাশ করিয়ে আনে ইলেকশন ঠিক হয়েছে প্রমান করার জন্য।বাঘা বাঘা নেতারা যেখানে পরাজিত হয়েছে এই কয় জনের পাশ করার কথা না।সবটাই ছিল সাজানো।তার পরও সরকার সফল।বিএনপি ব্যর্থ।
এবার বিএনপিকে যদি সরকার ইলেকশনের বাইরে রাখতে পারে তবে সরকার সফল।আর বিএনপি যদি আন্তরিকতার সাথে ইলেকশন করে ১০০+ – আসন পাবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০১

সোনাগাজী বলেছেন:



উনার উচিত ছিলো বিএনপি'কে বিলুপ্ত করে দেয়া; কিন্তু উনি ভয় পেয়েছেন যে, বিএনপি না'থাকলে মুসলিম লীগ ধরণের দল জম্ম নিতে পারে, এবং আওয়ামী লীগে পেরে উঠবে না; তাই তিনি বিএনপি'কে স্যালাইন দিয়ে লালন পালন করছেন।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি পুরো বদলে দিয়েছেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০২

সোনাগাজী বলেছেন:



রাজনীতি নামের কিছু উনি রাখেনি, যা আছে, ইহা ব্যুরোক্রেটদের কলোনিয়েলিজম।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইলেকশন বিষয়ে বাংলাদেশী জনগণের মনে অনিহা জন্মেছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৪

সোনাগাজী বলেছেন:



সম্ভব; তবে, কমশিক্ষিত জনতার অভিমান, অনীহা, বেকুবী, ইত্যাদি বেশী থাকে; এবং ব্যুরোক্রেটরা এসব গুণকে ক্যাপিটেল হিসেবে কাজে লাগায়।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪২

বিষাদ সময় বলেছেন: এসব প্রিপোল , ট্রিপোল বাংলাদেশের জন্য নয়। বাংলাদশে এ ধরনের যা জরিপ হয় সবই কোন এজেন্ডা সামনে রেখে। আর বংলাদেশের ভোটারাও অনেক চালাক। বলবে বামে তারপর ভোট দিবে ডানে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৬

সোনাগাজী বলেছেন:



এখন রাজনৈতিক যেই পরিবেশ বিরাজ করছে, মানুষ যেকোন অবস্হায় হেরে যাবে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৭

সোনাগাজী বলেছেন:



পুরোদেশে এমপি হওয়ার মতো দক্ষ কোন লোকজন নেই।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫৫

বিষাদ সময় বলেছেন: দক্ষতা বলতে আপনি কি বুঝেন? ১৯৯১ সালের ইলেকশনে ডঃ কামাল হোসেন হারলেন বিপূল ব্যাবধানে তার প্রতিদ্বন্দ্বি
প্রর্থির নাম আর বললাম না। এ দেশের বেশিরভাগ মানুষ বোঝে মার্কা। যে মাার্কার যখন জোয়ার তখন সেই মার্কায় কলাগাছ দাড় করালেও জিতে যাবে।

০১ লা মার্চ, ২০২৩ রাত ১২:২২

সোনাগাজী বলেছেন:



কলাগাছের বাগান করা হয়েছে ড: কামালদের উপস্হিতিতে। দক্ষতা হলো, এমপি হিসেবে মানুষের জন্য আইন প্রনয়ন করা ও তাদেরকে সরকারের কার্যক্রম সম্পর্কে অবগত রাখা ও তাদের নাগরিক অধিকার রক্ষা করা।

৮| ০১ লা মার্চ, ২০২৩ রাত ১২:৩৩

বিষাদ সময় বলেছেন: সংসদে আইন প্রনয়ন হয় নাকি। আমাদের বেশিভাগ আইনই তো বৃটিশদের থেকে প্রাপ্ত , না হলে অরডিন্যান্স আর না হয়তো সংসদকে বাইপাস সার্জারী করে করা......

০১ লা মার্চ, ২০২৩ রাত ১২:৪৮

সোনাগাজী বলেছেন:



সেই বৃটিশের আইনকে পাকিস্তান ব্যবহার করেছে, এখন বাংলাদেশ ব্যবহার করছে; দেশ স্বাধীন হওয়ার ৫২ বছরের মাঝে কোন গর্দভ ১টা সঠিক বিল এনে, পাশ করাতে পারেনি; এই জন্যই আমি বলছি ৩০০ জন গর্দভ জড়ো হয় আমাদের সংসদ কক্ষে।

৯| ০১ লা মার্চ, ২০২৩ রাত ১২:৫৭

বিষাদ সময় বলেছেন: এদেশে বাম দলের আদর্শ বলে প্রচার করে কোন দল বলতে পারবেন? তাদের সাথে কিছুদিন ওঠাবসা করে দুর্গন্ধে পালিয়ে এসেছি। সংসদ ইলেকশনে আমাদের আসনে ২,৫ লক্ষ টাকা খরচ করে পেয়েছে ১৫০ ভোট। সেই প্রার্থি যেখানে সেখানে বিজয়ী প্রার্ধির বিরুদ্ধ ২-৩ কোটি টাকা খরচের অভিযোগ তুলে জ্বালাময়ী বক্তৃতা করছিলেন । একদিন ঘরোয়া পরিবেশে তাকে পেয়ে বললাম আমরা আড়াই লক্ষ টাকা খরচ করে পেয়েছি ১৫০ ভোট আর বিজয়ী প্রার্থী ৩ কোটি টাকা খরচ করে পেয়েছে সাড়ে তিন লাখ ভোট তাহলে কস্ট পার ভোট কাদের বেশী? এরপর থেকে আমি খারাপ।

০১ লা মার্চ, ২০২৩ রাত ১:২০

সোনাগাজী বলেছেন:




পাকিস্তানী আমল থেকে মানুষ সোস্যালিজম বিরোধী; সোস্যালিজমের দিকে নিতে হলে, তাদেরকে সমবায়ের মাধ্যমে সোস্যালিষ্ট অর্থনীতির উদাহরণ দেখানোর দরকার ছিলো; তা'হলে টিকার সম্ভাবনা ছিলো; টাকা দিয়ে ভোট কিনে জয়ী হওয়া সম্ভব নয়।

১০| ০১ লা মার্চ, ২০২৩ সকাল ১০:৪২

বিটপি বলেছেন: ২০১৮ সালে বিএনপি যতটা সীট পাবে ভেবেছিলাম, তার চেয়ে বেশি পেয়েছে। আমি ভেবে পাইনা, কারা আওয়ামী লীগের সেই হাতেম তাঈ, যারা বিএনপির কয়েকজনকে সংসদে নেয়ার জন্য নিজেদের লাইফটাইম অপরচুনিটি নষ্ট করল!

০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৫:৩৮

সোনাগাজী বলেছেন:



বিএনপি, জাপা ও জামাতকে বিলুপ্ত না'করাটা মানে জাতিকে বিপদের মাঝে রাখা

১১| ০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৫:০১

শূন্য সারমর্ম বলেছেন:


পুরস্কার ঘোষণা করে নিরপেক্ষ পোলিং আয়োজন করতে পারে,বিভিন্ন ভার্সিটিতে।

০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৫:৪০

সোনাগাজী বলেছেন:




ইউনিভার্সিটিগুলোতে এসব প্রোগ্রাম যে চালু করার দরকার সেটা বগি প্রফেসারদের ধারণার বাহিরে।

১২| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জনকন্ঠ জরিপ করলে দেখা যায় আওয়ামী লীগ জিতবে, আর ইনকিলাব জরিপ করলে দেখা যায় বিএনপি জিতবে। তবে শেখ হাসিনা বাস্তবতা টিকই বুঝেন। তাই তো তত্ত্বাবধায়ক এর অধীনে নির্বাচন দিতে ভয় পান। বাংলাদেশের বেশীর ভাগ রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা যেহেতু অসৎ তাই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সঠিক নির্বাচনী ফলাফল বোঝা যাবে না...

০১ লা মার্চ, ২০২৩ রাত ১১:৫১

সোনাগাজী বলেছেন:



তত্বাবধায়ক সরকার যেহেতু বিএনপি'র, উনি কন অবস্হায় দেবেন না।

১৩| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

নতুন বলেছেন: ইলেকশান পোল'

ইলেকশান পোলে আয়ামীলীগকে ভোট না দিয়ে প্রান হারাতে চাইবে না অনেকেই।

অবশ্য আমার ধারনা সংসদে ইলেকশান পোল কি জিনিস জিঙ্গাসা করলে করলে ৫% সাংসদই এটা কি বলতে পারবেনা।

০১ লা মার্চ, ২০২৩ রাত ১১:৫১

সোনাগাজী বলেছেন:



বেশীর ভাগ সাংসদের এই ব্যাপারে সঠিক ধারণা নেই।

১৪| ০২ রা মার্চ, ২০২৩ রাত ১:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: স্যার কেমন আছেন?

আমি একটু ব্যাস্ততার মধ্যে আছি। তাই ব্লগে সময় দিতে পারছিনা। সামুর ফেসবুক গ্রুপে জাদিদ ভাই এর স্ট্যাটাস দেখলাম। রেজাউল একাই নাকি ৫৫ টা নিক রেজিষ্ট্রেশন করেছে আপনাকে হেনেস্তা করার জন্য। আমি পোস্টটা দেখে লগইন করলাম আপনার পোস্টে মন্তব্য করার জন্য।

ও মানসিক রোগী মনে হচ্ছে। আপনি তাকে ইগনোর করুন। কোন সমস্যা হলে আমাকে মেইলে জানাবেন।

০২ রা মার্চ, ২০২৩ রাত ২:৩৮

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, ভালো আছি। আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকলে ভালোই।

রেজাউল একাই ২৫'টা নিক রেজিষ্ট্রেশন করেছে; সামুর লোকজন উহাকে জানেন মনে হয়; এটা কি ব্লগ?

০২ রা মার্চ, ২০২৩ রাত ২:৩৯

সোনাগাজী বলেছেন:



সামুর লোকজন কোন কিছুই সঠিকভাবে করছেন না, এদের সমস্যা আছে।

১৫| ০২ রা মার্চ, ২০২৩ রাত ১:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগটিম :

একটু অফটপিকে মন্তব্য করার জন্য দু:খিত। আপনারা চাইলে মন্তব্যটি মুছে দিতে পারেন।

১৬| ০২ রা মার্চ, ২০২৩ সকাল ১১:০৯

রানার ব্লগ বলেছেন: সুষ্ঠ ভোট হলে আওমী বিরোধী ভোট বেশি পরবে ।

** আপনার গোনায় সামান্য ভুল আছে রেজাউল সাহেব ৫৫ টি মাল্টি নিক খুলেছেন ।

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৬

সোনাগাজী বলেছেন:



আমার মতেও, আোয়ামী লীগ সহজে জয়ী হবে।

কি জঘন্য, ৫৫ টি নিক; সামুটিম কিছুই করেনি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.