নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী নিক

০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০৭



১৪ মাস আগে চাঁদগাজী নিকটিকে ব্যান করা হয়েছিলো; মনে হয়, বেশ সময় বয়ে গেছে, নিকটির উপর থেকে ব্যান তুলে নেওয়া উচিত। আমি ব্লগিং ভালোবাসি, আমি আমার আসল নিকে ব্লগিং করতে চাই।

চাঁদগাজী নিকটিকে ব্যান করার পর, আমি সোনাগাজী নিকে লিখছি, ব্লগারদের বুঝাতে, আমি ব্লগিং ভালোবাসি ও ব্লগিং করতে জানি, আমি কোন অপরাধী নই, আমি দেশের ভালো নাগরিকদের মাঝে ১ জন, আমাকে ব্যান করাটা সঠিক হয়নি।

আমি কাজ উপলক্ষে পশ্চিমে থাকার কারণে, বাংলা ব্লগে মোটামুটি প্রবাসী ব্লগার হিসেবে লিখেছি; আমার পোষ্টে আমি পশ্চিমের চলমান ভাবনাচিন্তা, ধারণা, কালচার, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি নিয়ে লিখেছি। যাঁরা আজীবন দেশে ছিলেন, তাঁদের বেশীরভাগের সাথে আমার লেখার ধারণার মিল ছিলো না; ইহা কিছুটা সমস্যার সৃষ্টি করেছিলো। আরেকটা ব্যাপার, বাংগালীরা ব্লগিংকে অনেকটা আড্ডার মতো করে নিয়েছেন: তাঁরা এখানে 'ভাই', 'আপুনি'দের খুঁজে পেয়েছেন, দল বেঁধে নিজেদের সুখদু:খের কথা বলেছেন, অনেকটা ফেইসবুকের মতো; আমি ব্লগিংকে ঠিক সেভাবে নেইনি।

আমি ব্লগে বন্ধু খুঁজতে আসিনি, আমি চলমান বিশ্ব নিয়ে আলাপ করেছি সব সময়; এতে কিছু ব্লগারের সাথে আমার মতের মিল হয়েছে, অনেকের লেখার ধারণার সাথে আমার মতের মিল ছিলো না; বাংগালীদের সাথে মতের মিল না'হলে, তারা জ্বিহাদ ঘোষণা করে বসেন। বেশীরভাগ বাংগালীর লেখার 'সমালোচনা' করা যাবে না; যা' লিখেন না কেন, কমেন্টে বলতে হবে,"চমৎকার লিখেছেন"; সমালোচনা করলেই "ব্যক্তি আক্রমণ" হয়ে যায়।

বাংলা ব্লগের লেখার বিষয় ও ধারণার পরিবর্তন সহজে হবে না; কারণ, উহার সাথে যেসব ফ্যাক্টর যুক্ত, সেগুলোর পরিবর্তন হচ্ছে না শীঘ্রই। ফলে, আমি ও যাঁরা পশ্চিমের সমাজে আছি, তাঁদের সাথে খাস বাংলাদেশী ব্লগারদের লেখার ধারণা, ভাবনাচিন্তার পুরোপুরি মিল হবে না।

আমার সাথে চিন্তাভাবনার ও ধারণার মিল না'হওয়াতে আমাকে ব্যান করা হয়েছিলো, চাপ দেয়া হয়েছে সব সময়, আমি যেন প্রবাহের সাথে মিলে যাই। আসলে, উহা ঘটে না, এবং উহার দরকারও নেই; বিশ্বের সব অন্চলের মানুষ একইভাবে ভাবেন না।

আমার নিকটাকে মুক্ত করে দেয়া হোক।


মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সোনাগাজী-তে সমস্যা কী? স্বাদ তো আগের টাই আছে...

০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:



সমস্যা নেই, চাঁদগাজী নিকটাকে ব্যান করা সঠিক হয়নি।

২| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনি ব্লগকে ভাল বাসেন এটাতে সন্ধেহ নেই।তবে অন্যদের অভিযোগ আমলে নিয়ে আরও মার্জিত ভাবে ব্লগিং করবেন এটাই সবার কাম্য।
আপনাকে বেশিরভাগ ব্লগারই পছন্দ করেন।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

৩| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

সাহাদাত উদরাজী বলেছেন: হ্যাঁ, তুলে দেয়া হউক।

০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, এই ব্যানটা খারাপ উদাহরণ হয়ে আছে।

৪| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

কামাল১৮ বলেছেন: আপনি যে নামেই লেখেন আপনার বক্তব্যই আপনি।বাংলায় একটা প্রবাদ আছে কানা———।শেক্সপিয়ার বলেছে,নামে কিবা আসে যায়।

০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

সোনাগাজী বলেছেন:



সামুর জন্য ইহা একটি খারাপ উদাহরণ হয়ে আছে।

৫| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০০

এম ডি মুসা বলেছেন: আপনি আগের মত আছেন সমস্যা কী এই নাম দেখে আমি প্রথম দিন চেনে ফেলছি তবে আপনি ব্যান হওয়ার পর আপনার পক্ষ বিপেক্ষ বহু মানুষ ছিলো আমি নিরব দর্শক হয়েছিলাম কী জানি নাই তখন কী হয়েছিল তখন

০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২০

সোনাগাজী বলেছেন:


আমাকে যারা এক সময় পছন্দ করেন, তাঁরা যদি লেখেন, অন্য এক সময় আমাকে পছন্দ না'করার সম্ভাবনা আছে।

৬| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০১

এম ডি মুসা বলেছেন: আমার মনেহয় আপনি এখানে সব সময় থাকেন ফেজবুক এর চেয়ে বেশি তবে রাজীব নুর ও সব সময় থাকে ,,

০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২০

সোনাগাজী বলেছেন:



আমি ব্লগে অনেক সময় দিই।

৭| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১২

নতুন বলেছেন: লেখক বলেছেন: সমস্যা নেই, চাঁদগাজী নিকটাকে ব্যান করা সঠিক হয়নি।

কি কারনে আপনার চাঁদগাজী নিক ব্যান করা হয়েছিলো?

সেটা কি যৌক্তিক কারন? যদি কারন ঠিক থাকে তবে ব্যান ঠিকই আছে। আর যদি অযৌক্তিক ভাবে নিক ব্যান করে তবে সেটা অন্যায় করা হয়েছে। !!!

তবে আমার মনে হয় যেহেতু কতৃিপক্ষ ব্যান করেছে তাই তারা যৌক্তিক ভাবেই করেছে।

তাই নতুন নিকেই লিখুন,

০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

সোনাগাজী বলেছেন:




আমাকে ব্যান করার মতো সঠিক কোন কারণ আমি আজো দেখছি না।

৮| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

নতুন বলেছেন: লেখক বলেছেন: যাঁরা আমাকে ব্যান করেছিলেন, তাঁরা বেঠিক কাজ করেছিলেন।

তাহলে আপিল করার ব্যবস্থা থাকা উচিত।

০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

সোনাগাজী বলেছেন:



সামুতে ঐ ধরণের কিছু নেই।

( আপনার ১ম মন্তব্যের উত্তরটা পরে বদলায়ে দিয়েছি, উহা বেশী শক্ত ছিলো। )

৯| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: বলেন কি?আপনার ঐ নিকের ব্যান এখনও তুলে নেয়নি? সাঙ্ঘাতিক অন্যায় হচ্ছে। অবিলম্বে জেল থেকে মুক্তির দাবি জানাচ্ছি। প্রয়োজনে আমরা আপনার শুভাকাঙ্ক্ষীরা ব্লগ অফিসের সামনে আন্দোলন করবো, অনশনে বসবো। তাতেও যদি না করে তাহলে আপনাকে বরং রূপোগাজী তামাগাজী লোহাগাজী নামের একাধিক আইডি খুলে ষোলোআনা উসল করতে পরামর্শ দেবো। আপনার স্বদেশ প্রেমের ফ্লেভার ঐ নিকে যতোটা মম করতো এখনকার নিকে কেমন যেন পানশা হয়ে গেছে।

০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

সোনাগাজী বলেছেন:




আপনার ব্লগিং ষ্টাইলটা আমি কখনো পছন্দ করিনি।

১০| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

বিষাদ সময় বলেছেন: মডারেটর বিভিন্ন স্থানে একধিক বার বলেছেন যে চাঁদগাজীর উপর থেকে ব্যান উঠানো হবে না । কাজেই অরণ্যে রোদন করে কি লাভ!!!! কেউই ব্লগের অপরিহার্য অংশ নয়, তবে আপনি ব্লগে যে পরিমাণ সময় দিয়েছেন তার একটা মূল্য অবশ্যই থাকা উচিত। আপনি থাকলে ইতিবাচক এবং নেতিবাচক উভয় ভাবেই ব্লগে ভিজিটর বাড়ে। কিন্তু আপনি অযাচিত ভাবে অনেকের সাথে বিরোধে জড়ান যা দিন শেষে আপনার জন্যই অবমাননাকর হয় এবং অহেতুক কেচালের শাস্তি পান আপনি। উভয়দিকেই আপনার লস। আপনার শুভাকাঙ্খিরা এ ব্যাপারে আপনাকে অনেক অনুরোধ করেছে। কিন্তু আপনি আপনার জাগায় অনড়.......একজন শুভাকাঙ্খি হিসাবে কথা গুলো বললাম আসা করি কিছু মনে করবেন না। ভাল থাকবেন।

০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

সোনাগাজী বলেছেন:



আমাদের অনেক লেখকের অনেক বিষয়ের উপর ধারণা অনেক সময় সঠিক থাকে না; কেহ একজন তো ওদেরকে তা জানাতে হবে।

১১| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

এম ডি মুসা বলেছেন: আমার একটি পোস্টে আপনি মন্তব্য করেছিলেন আগার ঘু পাছায় উঠছে !! প্রথম কমেনট আপনার প্রতি মনো ক্ষুন্ন ছিলাম কিন্তু আবার যখন ভালো কমেন্ট করেছেন তখন আগের কথা ভুলে গেছি আপনি ব্লগে মাতিয়ে রেখেছেন েএটা সবচেয়ে বড় বিষয়

০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

১২| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


নতুন নিক নেন : রেজাউল গাজী।

০১ লা মার্চ, ২০২৩ রাত ৮:০০

সোনাগাজী বলেছেন:



"রেজাউল৯০" থেকেশুরু করে "রেজাউল৬৬" (২৪'টা নিক) সামুর জন্য একটা খারাপ উদাহরণ।

১৩| ০১ লা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার দিক থেকে ঠিকই বলেছেন।তাই বাংলার পরিবেশ আপনি ভালো না পেয়ে উড়াল দিয়েছেন।

০১ লা মার্চ, ২০২৩ রাত ৮:০১

সোনাগাজী বলেছেন:



আমি উড়াল দিয়েছি, কারণ আমি উড়তে জানি। আপনার লেখা আমাকে টানেনি কোনদিন।

১৪| ০১ লা মার্চ, ২০২৩ রাত ৮:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- পুরানা কাসুন্দি ঘেটে কোনো লাভ হবে বলে মনে হয় না।

০১ লা মার্চ, ২০২৩ রাত ১১:৪৫

সোনাগাজী বলেছেন:



সামুতে আমরা সারা বিশ্বের অনিয়ম/বেনিয়ম নিয়ে আলোচনা করি, প্রতিবাদ করি।

১৫| ০১ লা মার্চ, ২০২৩ রাত ১০:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগারদের অনুষ্ঠানটা আপনি স্পন্সর করেন। তারপর না হয় মডুকে অনুরোধ করব চাঁদগাজী নিকের ব্যান তুলে নিতে। এরপর আমার অনুরোধ রাখা না রাখা মডুর ব্যাপার।

০১ লা মার্চ, ২০২৩ রাত ১১:৪৭

সোনাগাজী বলেছেন:




এটা তেমন কোন ব্যাপার নয়; তবে, এখন সেই পরিবেশ নেই , মনে হয়।

১৬| ০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৫:৫৬

চারাগাছ বলেছেন:
কি কি কারণে চাঁদগাজী ব্যান আছেন ?

০৪ ঠা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

সোনাগাজী বলেছেন:



আমার ধারণা, আমি কোন বিষয়কে যেভাবে দেখি, কোন বিষয় নিয়ে যেই ধরণের ধারণা পোষণ করি, সেসব বিষয়ে বেশ পরিমাণ ব্লগারের ধারণা পুরাতন ও অপধারণা আছে; এরা ৭ বছর চেষ্টা করে আসছিলো আমার ব্লগিং বন্ধ করতে; সক্ষম হয়নি, এক সময় তারা এই ব্যাপারে সামুর সাপোর্ট পেয়েছে। তদুপরি, এসব ব্লগারের লেখা পপুলার না'হওয়ায় ওরা আমার প্রতি রুষ্ট ছিলো; আমি ব্লগের পোষ্ট পড়লে উহার সমালোচনা করেছি সব সময়।

১৭| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১০:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলা ব্লগের লেখার বিষয় ও ধারণার পরিবর্তন সহজে হবে না; কারণ, উহার সাথে যেসব ফ্যাক্টর যুক্ত,
সেগুলোর পরিবর্তন হচ্ছে না শীঘ্রই। ফলে, আমি ও যাঁরা পশ্চিমের সমাজে আছি, তাঁদের সাথে খাস বাংলাদেশী
ব্লগারদের লেখার ধারণা, ভাবনাচিন্তার পুরোপুরি মিল হবে না।

......................................................................................................................................
আপনার এই বক্ত্ব্যর সহিত সহমত প্রকাশ করি ।
তবে চাঁদগাজী ব্যান করার এটাই একমাত্র কারন নয় ।
সবচেয়ে বেশী আপত্তি ছিলো অন্যর ব্লগে আপনার অশোভন মন্তব্যগুলো ।
আমি আপনার মুক্ত চিন্তার লেখার পরিপূর্ণ সমর্থক ।
কিন্ত অশোভন মন্তব্যর পক্ষে নই ।
সামু রিভিউ ট্রায়াল করতে পারে, বিবেচনা একমাত্র সামুর !

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১১:২৫

সোনাগাজী বলেছেন:



আমার মন্তব্য কি কখনো অশোভন ছিলো?

১৮| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:৫৯

শুভ্রর দিনলিপি TheWhiteDiary বলেছেন: চাঁদগাজী নিক মুক্ত হোক।

০৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:২০

সোনাগাজী বলেছেন:



নিকটাকে ব্যান করাটা ১টা খারাপ উদাহরণ হয়ে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.