নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাকে কমেন্ট ব্যান করার ১টি ঘটনা।

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:২৮



একজন ব্লগার ব্যাচেলর ডিগ্রি করার পর চাকুরী পাননি দীর্ঘ সময়, আমি উনাকে অনুসরণ করছিলাম, এটাসেটা উপদেশ দিচ্ছিলাম। তিনি টিউশনি করে কোনভাবে চলছিলেন; মাসে গড়ে, ৫০০০ টাকা আয় করছিলেন; ইহা উনার প্রয়োজনের তুলনায় কম ছিলো। তিনি সব সময় ঢাকার বাইরে ছিলেন। অনেক চেষ্টা করে ঢাকায় "প্রোপার্টি ম্যানেজার" হিসেবে ১টি চাকুরী পেলেন, ১৪/১৫ হাজার টাকা বেতন। যথাসম্ভব, ৭/৮ মাস পরে উনি চাকুরীটি হারায়ে ফেলেন। আবারো আগের মতো টিউশনিতে ফিরে যান; তবে ঢাকায় অবস্হান করছিলেন; এবং অবশেষে ১টি ভালো চাকুরী পেয়েছেন; আশাকরি, উহা এখনো আছে।

"প্রোপার্টি ম্যানেজার"এর চাকুরী হারানোর পর, তিনি নিজের মালিক, চাকুরীর পরিবেশ, কাজের সময়, উনার সাথে খারাপ ব্যবহার ইত্যাদি নিয়ে ৫/৬টি পোষ্ট দিয়েছেন; পোষ্টগুলোতে অনেকেই উনার প্রতি সহানুভুতি দেখায়ে মন্তব্য করেছেন। আমি উনার পোষ্ট পড়ে, সরগুলোকে মোটামুটি বুঝতে চেষ্টা করেছি, ও উনার কিছু দোষ দেখেছি; উনি নিজের দোষগুলো শোধরায়ে ভবিষ্যতে যেন ভালো করতে পারেন, সেই অনুযায়ী উনাকে উপদেশ দিয়ে মন্তব্য করেছি।

উনি আমাকে "কেমন্ট ব্যান" করে দিয়েছিলেন। এতে, আমি সিওর হলাম যে, উনি নিজের ভুল ভ্রান্তি বুঝেন না।

উনি মালিকের দোষ দিয়ে ১টা ঘটনা উল্লেখ করেছিলেন: তিনি মালিকের অফিসে গেছেন; তিনি ,মালিক ও মালিকের স্ত্রী একই টেবিলে বসে কথা বলছিলেন; তিনি মালিকের অফিসে প্রবেশ করার আগেই, অফিসের নারী পিয়নকে অনুরোধ করেছিলেন উনাকে চা দেয়ার জন্য। উনি যখন মালিকের সাথে কথা বলছিলেন, নারী পিয়নটি উনাকে চা এনে দেন। উনি চা খেতে শুরু করেন। উনার মালিক পিয়নটিকে উনার চা'টি নিয়ে যেতে বলেন, যাতে উনি চা খেতে না'পারেন; বিষয়টি অবশ্যই প্রীতিকর ছিলো না।

এখানে আমি উনার ১টি বড় ভুল দেখেছি; আপনারা দেখছেন কিনা, আমি জানি না। আমি মন্তব্যে উনাকে ডিটেইলস না'বলে, উনাকে বলেছিলাম যে, আপনার সামাজিক আচরণে সমস্যা আছে, আপনি সেগুলো দেখছেন না; এগুলো না'বুঝলে , আপনার সমস্যা থেকে যাবে; উনি আমাকে ব্যান করেছিলেন।





মন্তব্য ৪৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি আপনাকে শুভাকাংখির বদলে শত্রুভেবেছেন।

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৭

সোনাগাজী বলেছেন:



কারণ, উনার মগজের পরিমাণ প্রয়োজনের চেয়ে কম ছিলো।

২| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর যে মগজের পরিমাণ কম ছিল সেইটা তিনি বুঝতে পারেননি।

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:৪৩

সোনাগাজী বলেছেন:




এই ব্লগে আমাকে যারা যারা কমেন্ট ব্লক করেছিলেন, সবাই একই ধরণের সমস্যায় ভুগছিলেন, ভুগছেন।

৩| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: https://www.somewhereinblog.net/blog/rupakbidhoutsadhu/30342194 এই পোস্টে অহেতুক অপ্রয়োজনীয় মন্তব্য করার জন্য কমেন্টব্যান করেছিলাম। আপনি হয়তো খেয়াল করেননি।

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৩

সোনাগাজী বলেছেন:



আমি আপনার ১টি পোষ্টের কারণে কঠিন কথা বলিনি, বলেছি আপনার অনেক ভুল আচরণ দেখার পর, যাতে আপনি নিজকে শোধরাতে পারেন। আমি অন্যদের মতো আপনার জন্য সহানুভুতি প্রকাশ করে "মহান" হতে পার‌তাম, সেটা আমি করতে চাইনি।

আপনার চা খাওয়াটাতে "একটা বড় ভুল আচরণ আছে", উহা আপনি টের পেয়েছেন?

৪| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: পদে পদে প্রতারণা এই পোস্টে অহেতুক অপ্রয়োজনীয় মন্তব্যের জন্য ব্লক করেছিলাম। কী কী কমেন্ট করেছিলেন সেসব নিশ্চয়ই বলতে হবে না? ওপরের মন্তব্যটা মুছে দিন।

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:৫১

সোনাগাজী বলেছেন:



প্রপার্টি ম্যানেজারের চাকুরী হারানোর পর, আপনার সব কয়টি পোষ্ট আমি পড়েছি, সব যায়গায়, আপনার ভুল আমার চোখে পড়েছে, সেজন্য আমার মন্তব্যগুলো আপনার বিপক্ষে গেছে, যাতে আপনি নিজকে বুঝতে পারেন; আমি আপনার জন্য উহ: আহ: করার মতো মানুষ নই।

৫| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৪

চারাগাছ বলেছেন:
আপনার অনেক সদয় পরামর্শ অনেকেই সঠিক চোখে দেখে না।

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৬

সোনাগাজী বলেছেন:



কারণ, এদের অনেকেই আসলেই লিলিপুটিয়ান।

৬| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: মন্তব্য বিপক্ষে যাওয়ার কারণে কখনো কাউকে কমেন্টব্যান করিনি। দরকারি আলাপের সময় কোথায় পড়ালেখা করেছেন, কোন সাবজেক্টে পড়ালেখা করেছেন- এসব বিরক্তিকর প্রশ্ন এড়াতে করেছিলাম। আপনি আরও অনেকের পোস্টে গিয়ে অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করেন। যা বলার পোস্ট রিলেটেড হওয়াই ভালো। এটা আপনাকে কেউ বোঝাতে পারেনি, আমিও পারব না।

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:০০

সোনাগাজী বলেছেন:



আপনার পড়ালেখা ও পড়ালেখার স্কুলের কথা বলেছি, আপনাকে বুঝার জন্য।

চা খেতে গিয়ে আপনি ভুল আচরণ করেছিলেন, উহা আপনি এখন বুঝেন কিনা?

৭| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: রুপক সাহেব আপনি চাঁদগাজীকে কমেন্ট ব্যান করে গর্হিত কাজ করেছেন।
উনি আপনার প্রতি যে ভালোবাসা ও আন্তরিকতা দেখিয়েছেন সেটা এই সামুতে আপনাকে আর কেউ দেখাবে না।

আমি জানি, আমি সাক্ষী- আপনার একটা চাকরী যেন হয় এজন্য সে অনেক কে অনুরোধ করেছেন।

আপনি একজন মানুষের আন্তরিকতা ও ভালোবাসার এই মূল্য দিলেন?

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:০৬

সোনাগাজী বলেছেন:



উনি ভুল আচরণের জন্য চাকুরী হারায়েছেন; কিন্তু নিজের ভুলটা বোঝার ক্ষমতা নেই।

৮| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: ওস্তাদ আপনার ভালোবাসা ও আন্তরিকতা অপাত্রে পড়েছে। ভুল মানুষকে আপনি সহযোগিতা করতে চেয়েছিলেন।
তার একটা চাকরি হোক আপনি মনে প্রানে চেয়েছিলেন। অনেক কে অনুরোধ করেছেন তার চাকরীর জন্য। দেখলেন তার ফল কি হলো?

যাক বাদ দিন। মনে কষ্ট নেবেন না।

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:০৫

সোনাগাজী বলেছেন:




আমি মনে কষ্ট নিইনি; আজকে দেখলাম, উনি "ব্যান তুলে নিয়েছেন", এতে মনে কষ্ট পেলাম।

৯| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:০৩

সোনাগাজী বলেছেন:


@রূপক বিধৌত সাধু,

আপনার চা খাওয়াটাতে "একটা বড় ভুল আচরণ আছে", উহা আপনি টের পেয়েছেন?
এটার উত্তর দেন।

১০| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: রাজীব নুর, একটা পোস্টে বারবার অপ্রাসঙ্গিক মন্তব্য করার কারণে সাময়িক ব্যান করেছিলাম। ওনি আমার পোস্টে মন্তব্য করতে পারছেন।

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ২:৪১

সোনাগাজী বলেছেন:




আপনি ব্যান তুলে নেয়াতে আমার মন খারাপ হয়েছে।

১১| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: সোনাগাজী, আমি আমার পোস্টে আপনার মন্তব্যেের রিপ্লাইতে একটা প্রশ্ন রেখেছি। পড়েননি মনে হয়।

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:১৪

সোনাগাজী বলেছেন:



আপনার পোষ্ট পড়ার ১ পয়সার ইচ্ছাও আমার নেই; আমি আজকে "টেষ্ট" করে দেখছিলাম, আপনি কি আমাকে এখনো ব্যানে রেখেছেন কিনা; আপনি ব্যান তুলে নেয়ায় মনে কষ্ট পেলাম।

১২| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি ওদিনই ব্যান তুলে নিয়েছিলাম মনে হয়। আপনার অপ্রাসঙ্গিক মন্তব্যে বিরক্ত হচ্ছি এটা বোঝার মতো অবস্থা আপনার ছিল না। আরেকটা কথা বলা দরকার। আপনি আমার জন্য চেষ্টা করেছেন এটা কিন্তু কখনো ভুলিনি। '১৮ সালে যখন চাকরি গেল, তখনও হেল্প করেছেন। এর মানে কি এই আমি সবসময় তোষামোদি মন্তব্য করব? মগজ বর্গা দিয়ে দেব? মতের অমিল হলেও জ্বি হুজুর করব? এমন অনেকের সঙ্গে আমার সম্পর্ক আছে যাদের সঙ্গে মতের মিল নেই। তাই বলে আমরা শত্রু? আপনার মতো অনেকের এমন সমস্যা আছে, যারা চায় সবসময় তোষামোদি করুক। আপনারা এটা বুঝেন না তোষামোদি লোকের চেয়ে স্পষ্টভাষী লোক শ্রেয়। এরাই মন থেকে মানুষের মূল্যায়ন করে।

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:২৪

সোনাগাজী বলেছেন:




আপনার এই মন্তব্য থেকে বুঝলাম, আপনার সমস্যার সমাধান হবে না। আপনি আসলেই "১ জন স্পষ্টবাদী", ইহাতে ভুল নেই।

যাক, চা খাওয়ার সময় আপনার ভুলটা নিয়ে একটা মন্তব্য করেন।

১৩| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:২২

চারাগাছ বলেছেন:


লেখক বলেছেন:
কারণ, এদের অনেকেই আসলেই লিলিপুটিয়ান।




' লিলিপুটিয়ান' শব্দটা আমি সঠিক মনে করছি না। যাহারা আপনার পরামর্শ গ্রহণ করবে না তাদের লিলিপুটিয়ান বলে বিরূপ প্রতিক্রিয়া তৈরির দরুন ধীরে ধীরে আজ আপনি চাঁদগাজী হারিয়েছেন। সম্ভবত সেটা আপনি আজও বুঝতে পারেননি।

জনৈক ব্লগার কে যেমন আপনি - মালিকের আগে চা খাওয়ার ব্যাপারটা বোঝাতে পারছেন না। (সঠিক ব্যাপারটায় আমি অবগত নাই , কোন পোস্টে সূত্রপাত সেটাও জানি না।






০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:২৯

সোনাগাজী বলেছেন:



লিলিপুটিয়ান একটা কল্পিত জাতি; আমি উহাকে বাগধারায় পরিণত করেছি; ইহা স্বাস্হকর ও জোরালো বাগধারা।

পোষ্টে চা খাওয়ার ঘটনাটা লিখেছি সংক্ষেপে; সেখানে যিনি চা খেয়েছেন, তিনি ভুল আচরণ করেছেন, ইহা বুঝতে পারেননি?

১৪| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:২৫

সোনাগাজী বলেছেন:



@রূপক,

চা খাওয়ার সময় আপনার কিছু ভুল আচরণ ছিলো? সেটা নিয়ে ১টা মন্তব্য করেন।

১৫| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: কখন কী বলতে হয় সেটা বোঝার মতো মগজ কি আপনার আছে? একজনের মা মারা যাওয়ার পোস্টে গিয়ে বানান ভুল ধরলেন। আরও অনেক পোস্টে আপনার মন্তব্য দেখে বোঝা যায় আপনার মানসিক দীনতা। নিজে কি নিজের সীমাবদ্ধতা বুঝতে পারেন? চা খাওয়া উচিত হয়নি কিন্তু আমি কী করে বুঝব ওনি আগেও চা খেয়েছেন, এখনও খাবেন? তাড়াহুড়োয় একটা ভুল হয়ে গেছিল যে ওনার অনুমতি নিয়ে খাওয়া উচিত ছিল। এর শাস্তি কি এমন যে মুখ থেকে চা কেড়ে নিতে হবে? আপনার বিশাল মগজ কী বলে? আপনার বাসায় কেউ গেলে দাঁড় করিয়ে রাখেন? আদৌ চা-নাস্তা দেন কি?

০২ রা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

সোনাগাজী বলেছেন:


আপনাকে চা দেয়ার পর, আপনার উচি্ত ছিলো, আপনার চা'টা মালিকের বউকে অফার করা; ও মালিকের চা আসা অবধি অপেক্ষা করা। আপনি মিনিমাম কার্টিসি না'জানাতে আপনাকে অনেক বেশী ভুগতে হয়েছে।

১৬| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:৩২

চারাগাছ বলেছেন: লেখক বলেছেন:

লিলিপুটিয়ান একটা কল্পিত জাতি; আমি উহাকে বাগধারায় পরিণত করেছি; ইহা স্বাস্হকর ও জোরালো বাগধারা।



আচ্ছা।

১৭| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:৪৫

সোনাগাজী বলেছেন:


@চারাগাছ,

আমার আরো বাগধারা আছে, যা সামুটিম পছন্দ করেন না: ডোডো, মগজহীন, পিগমী, ম্যাঁওপ্যাঁও, জিংজিং,আন্ডুপান্ডু

১৮| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ১:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই ব্যাপারটা নিয়ে আপনি কেন পোস্ট দিলেন। আমি মনে করি আপনার কমেন্ট রূপকদা তখনই বুঝতে পেরেছিলেন যে অনুমতি নেওয়া প্রয়োজন ছিল চা চাওয়ার আগে কিন্তু আপনি সেই ব্যাপরটা এখানে পোস্ট করে আবার খোঁচাচ্ছেন কি অদ্ভুত।

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ২:০৩

সোনাগাজী বলেছেন:





যাতে আপনি শিখতে পারেন। আপনারও আচরণে সমস্যা আছে।

১৯| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ২:১৭

ঢাবিয়ান বলেছেন: @ রূপক বিধৌত সাধু , কমেন্টে যে কোন ব্লগারকে ব্যান করা আপনার মৌ্লিক অধিকার। কাকে আপনি ব্যান করবেন এবং কেন করবেন সেটার ব্যখ্যাও নিষ্প্রয়োজন । অনেকের অখন্ড অবসর আছে , ব্লগে ফালতু পোস্ট দেয়া এবং সেসব নিয়ে ক্যচাল সৃষ্টি করা। এসব অর্থহীণ পোস্টে আপনার মূল্যবান সময় অপচয় করাটা আপনার জন্যই ক্ষতিকর।

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ২:২৪

সোনাগাজী বলেছেন:




আপনার মহামুল্যবান পোষ্টগুলোতে উনার কয়টা মন্তব্য আছে গুণে দেখেন; আমার সব পোষ্টে মিলে হাজার থেকে বেশী মন্তব্য আছে উনার।

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ২:২৫

সোনাগাজী বলেছেন:



আপনি উনার কয়টি কবিতা পড়েছেন? আমি সবগুলো পড়েছি।

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ২:৩০

সোনাগাজী বলেছেন:



আমি সারাদিন ব্লগে থাকার পরও আপনার থেকে বেশী কাজ করি; আপনার লেখা থেকে আপনার দক্ষতা বুঝতে কষ্ট হয়নি আমার।

২০| ০২ রা মার্চ, ২০২৩ দুপুর ২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আহারে!!

০২ রা মার্চ, ২০২৩ দুপুর ২:৩৬

সোনাগাজী বলেছেন:



মানুষ নিজের বড় বড় ভুলগুলো দেখে না; বললে, সোনাজীকে/চাঁদগাজীকে ব্যান করে; তারপর ১ দিন ব্লগিং ছাড়ে।
আমাকে এখন যারা ব্যান করে রেখেছে, এদের কেহই ব্লগিং'এ টিকে থাকবে না।

২১| ০২ রা মার্চ, ২০২৩ বিকাল ৩:১৫

বিষাদ সময় বলেছেন: কাউকে কিছু শেখাতে যাওয়ার আগে তার মানসিকত বুঝুন।
উপদেশ দেয়ার সময় তার মনে যেন আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখুন।
কোন উপদেশ প্রকাশ্যে দিলে যদি তিনি বিব্রত হন তবে আপনি তার শুভাকাঙ্ক্ষী হলে ব্যাক্তিগত মেসেজে তাকে বিষয়টি জানান।
উপদেশ দেয়ার সময় যতটা সম্ভব বিনয়ী থাকুন।
ধন্যবাদ।

০২ রা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০১

সোনাগাজী বলেছেন:



আমিযখন ব্লগিং করি,আমি বিনয়ী নই।

২২| ০২ রা মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: ব্যান খেয়ে এমন ম্যাৎকার করলে হবে? ভালো কথা বললেও মানুষ বাজে কথা বলে, পঁচা কথা বললেও মানুষ বাজে কথা বলে। মানুষের কর্মকান্ড নিয়ে এমন ভাবে পড়ে থাকলে হবে?

০২ রা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০০

সোনাগাজী বলেছেন:



নিউইয়র্কে আমি কমপক্ষে দেড় হাজার বাংগালীকে, কয়েকজন ভারতীয়, কয়েকজন পাকিস্তানী ও ১ জন বার্মিজকে চাকুরী পেতে সাহায্য করেছি; সব ছিলো ফ্রি।

২৩| ০২ রা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: নিউইয়র্কে আমি কমপক্ষে দেড় হাজার বাংগালীকে, কয়েকজন ভারতীয়, কয়েকজন পাকিস্তানী ও ১ জন বার্মিজকে চাকুরী পেতে সাহায্য করেছি; সব ছিলো ফ্রি।

বেশ করেছেন; সেগুলি সম্পর্কে লিখুন। একজন ব্লক করেছে আর আপনার একটা আইডি ব্লক হয়েছে এ নিয়ে কান্নাকাটি করা মানায় না।

০২ রা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



দেশের শিক্ষিতরা কি ধরণের অদক্ষ, সেটার একটা উদাহরণ হিসেবে পোষ্টটা দিলাম।

২৪| ০২ রা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: দেশের শিক্ষিতরা কি ধরণের অদক্ষ, সেটার একটা উদাহরণ হিসেবে পোষ্টটা দিলাম।

দেশের শিক্ষিতদের বিষয়ে কথা বলতে গেলে অবস্থা খারাপ করে দিবে।

আমার দুইটি লেখার একটা পড়েছেন। অন্যটি কি পড়েছেন?

আমাদের শিক্ষিত যুব সমাজ এমন মারকুটে হয়ে থাকে কেন?
তাহাদের টাকায় চুলকায়!

০২ রা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

সোনাগাজী বলেছেন:



২য়টা আজকে পড়লাম; এই সমস্য্যাগুলোকে সমাধানের জন্য সরকারে কোন লোকজন নেই।

২৫| ০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: রূপক বিধৌত সাধু আসলে ছোট মুখে বড় কথা বলে ফেলেছেন।

আমাদের গ্রামে একটা কথা আছে-
কৈ উজায়, চ্যাং উজায়-
ব্যাঙ লাফায়, চ্যাং লাফায়
পুটি কয়, দেখি, আমিও একটু উজাই-
খইলসা কয়, দেখি, আমিও একটু লাফাই

০৩ রা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

সোনাগাজী বলেছেন:



রূপক সামান্য কার্টিসি জ্ঞানের অভাবে অনেক ভুগেছেন, এবং সেটা বুঝতে পারেননি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.