নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা টিকটক বন্ধ করছে

০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ৭:১৭



আমেরিকা টিকটক বন্ধ করছে, কংগ্রেস থেকে দেশের প্রেসিডেন্টকে এক্সেকিউটিভ ক্ষমতা ব্যবহার করার জন্য বলা হয়েছে। আমেরিকা, কানাডা ও ইউরোপ ভাবছে, টিকটক কোম্পানীর কাছ থেকে টিকটক ব্যবহারকারীদের ডাটা চীনা সরকারের হাতে চলে যেতে পারে। এইসব ডাটা চীনা সরকারের হাতে গেলে, তারা এই ডাটাকে অনেকভাবে ব্যবহার করার সম্ভাবনা আছে; তবে, মুলত ব্যবহারকারীদের কাছে মিস-ইনফরমরশান পাঠানোর কাজে লাগাতে পারে।

আমার মতে, টিকটকের সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে, শিশু ও কিশোরদের ব্যক্তিত্বের ক্ষতি সাধন। এই ধরণের এ্যাপ ব্যবহারকারীরা নিজকে হিউমারিষ্ট, ভাঁড়, জোকার, ইত্যাদি হিসেবে প্রকাশ করে অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে। ভাঁড়গিরি করা, নিজকে জোকার হিসেবে তুলে ধরা, অস্বাভাবিক অভিনয় করে অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে নিজের স্বাভাবিক আচরণকে ওভার-রাইট করছে; ইহা এক সময় শিশু ও কিশোরদের স্বাভাবিক আচরণে পরিবর্তন আনবে, যা হবে অগ্রহণযোগ্য ও নীচু মানের আচরণের কারণ।

আসলে, বর্তমান চীনা জাতির নতুন জেনরেশনে ব্যক্তিত্বের সমস্যা দেখা দিয়েছে। আমেরিকায় জন্ম-নেয়া চীনা সন্তানেরা তাদের মা-বাবা থেকে লম্বা, সুন্দর, সৎ, সামাজিক ও পড়ালেখায় ভালো। একই বয়সী যেসব তরুণ ও কিশোর চোরাই পথে ও ইমিগ্রেন্ট হিসেবে আমেরিকা আসছে, তাদের ব্যক্তিত্ব সমস্যা আছে।

আমেরিকা চীনা টিকটক বন্ধ করে দিলে, এই মার্কেটকে কব্জা করার চেষ্টা করবে স্হানীয় সোস্যাল মিডিয়া কোম্পানী কিংবা ইসরায়েলের কোম্পানীরা; কিন্তু উহা চীনা টিকটক থেকে কোনভাবে ভালো হবে না।

বাংলাদেশে টিকটকের বাজার কেমন? টিকটক করে যদি আয় করার সুযোগ থাকে, বাংগালীরা ইহার পেছনে ছুটবে। বাংলাদেশের তরুণদের ব্যক্তিত্ব সমস্যা এখনই সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। বাংলাদেশেরও উচিত হবে টিকটক বা এই ধরণের বাঁদরামী এ্যাপ বন্ধ করে দেয়া। শিশু, কিশোরদের ভালো ব্যক্তিত্ব গঠনের জন্য তাদেরকে এসব এ্যাপ থেকে দুরে রাখার দরকার।


মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:০১

অক্পটে বলেছেন: টিকটকের কোন উপকারিতা নেই। একটা মেয়ে টিকটক করছে। বিয়ের ৪ মাসের মাথায় সে তার স্বামীকে ডিভোর্স দিচ্ছে। এই ধরনের ঘটনা বেশির ভাগ মেয়েদের বেলায়। টিকটকে বাধা পেলেই এদের প্রথম কাজ হচ্ছে স্বামীকে তালাক দেয়া। স্থানিয়ভাবে এটাকে মিডিয়ায় যোগদেয়া বলে। বহু বহু মেয়ে আছে যারা রেডি হয়ে আছে মিডিয়ায় যোগ দেয়ার জন্য। স্বামীর সংসার ছেড়ে দিয়ে হলেও এরা মিডিয়ায় চলে যেতে চায়। কিছু মেয়েকে জানি তারা অনেক চাপের মুখে মিডিয়ায় (টিকটক, লাইকি, ভিগো ভিগো) যাওয়া বন্ধ রেখেছে। এরা দু একটা সর্ট ভিডিও ছাড়ে, আর রাত ভর কয়েক' শ ছেলেদের সাথে লাইভে সুরসুরী দেয় টাকা কামায়।
ছেলে টিকটকারদেরও একই অবস্থা। তাদের গার্লফ্রেন্ড থাকে অগুনতি। আসলেই এরা সবাই ভাঁড়ে পরিণত হয়েছে।

আপনার ধারনা ঠিক, এই ধরণের বাঁদরামী এ্যাপ বন্ধ করে দেয়া দেয়া এখন সময়ের দাবী। শক্ত হাতে এটাকে বন্ধ করে দেয়া উচিত।

০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:২৩

সোনাগাজী বলেছেন:



শহরের ছেলেমেয়েদের একাংশ নিজ পরিবারের পরিবারের সাথে বড় হচ্ছে না, পরিবারের কাজে কর্মে তেমন নেই, অনেকটা অথিতির মত বড় হচ্ছে; পরিবার, সমাজ, দেশের পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে অনলাইনে বড় হচ্ছে।

২| ০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: টিকটকের কোন ভালো দিক আমার চোখে পারেনি।
এদিকে আবার টিকটিকে স্ত্রীকে বাঁধা দিলে নারী অধিকার হরণ হয়ে যায়। এই বিষয়ে আপনার মত কি ?

০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:২৮

সোনাগাজী বলেছেন:




স্ত্রীর অধিকার হলো পরিবারের ভালোর জন্য; টিকটক মানুষের স্বাভাবিক আচরণকে বদলাচ্ছে, মানুষ থেকে ভাঁড়, জোকার ও অস্বাভাবিক অভিনেতা তৈরি করছে।

৩| ০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:১৮

বিটপি বলেছেন: পুলিশের পোশাক পড়ে যেসব মেয়েরা টিক্টক করে, তাদেরকে আমার নগদে থাপড়াতে ইচ্ছে করে। তবে আপনার কাছে জানতে চাই, কিশোর তরুণদের আবার ব্যক্তিত্ব কি? তারা হাসিখুশী থাকবে, ফান করবে, জীবনকে উপভোগ করবে - ভোগবাদী দুনিয়া তো সেটাই দেখতে চায়। তাই না? তাহলে টিকটিকি ক্ষতিটা করছে কি?

০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:২৫

সোনাগাজী বলেছেন:



ছোট বাচ্ছা জন্ম নেয়ার পর, মা বুঝতে পারেন, এই বাচ্ছার ব্যক্তিত্ব কেমন; সব শিশুর, সব কিশোরের, সব মানুষের ব্যক্তিত্ব আছে।

৪| ০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:২১

কামাল১৮ বলেছেন: আমাদের ডাটা নিয়ে চীনারা যে কাজে লাগাবে।অন্যেরা আমাদের ডাটা নিয়ে সেই কাজ করতে পারে । কোন দেশই তুলসী পাতায় ধোয়া না।এখন অনেকের কাছেই আমাদের ডাটা আছে।
আমরা টিকটক বন্ধ করবো চীনারা ফেসবুক বন্ধকরবে।এখন এই সব চলতে থাকবে।

০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:৩২

সোনাগাজী বলেছেন:



আপনার ডাটা বাংলাদেশের একজন কৃষকের কাছে গেলে উনি হতবাক হবেন, বিদেশের মানুষের নামও "কামাল" হয়; উহা চীনা বা ইউক্রেনের হ্যাকারের কাছে গেলে, হয়তো আপনার নামে ক্রেডিটে আমাজান থেকে বাজার করে ফেলবে।

৫| ০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:৩৪

শাহ আজিজ বলেছেন: টিক টকে আমরা কেউই যুক্ত নই কিন্তু টিকটকে তোলা কিছু ভিডিও ফেসবুকে দেখেছি , তেমন আহামরি কিছু নয় , উপকারি বা ক্ষতিকর কিছু দেখতে পাইনি ।

০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:৪২

সোনাগাজী বলেছেন:



টিকটকের নিজস্ব একটা সংস্কৃতি গড়ে উঠেছে, এরা মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য নীচুমানের ভাঁড়ামী, জোকারী ইত্যাদি করছে; চেষ্টা করছে ব্যতিক্রম কিছু করতে।

৬| ০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: "আমেরিকা টিকটক বন্ধ করছে" - বন্ধ করলে ভালোই করবে। সমাজে এগুলোর প্রভাব ভালোর চেয়ে মন্দই বেশি। আপনি ঠিকই বলেছেন, "বাংলাদেশেরও উচিত হবে টিকটক বা এই ধরণের বাঁদরামি এ্যাপ বন্ধ করে দেয়া"

১ নং প্রতিমন্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি সঠিক পর্যবেক্ষণ।

০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১০:৫১

সোনাগাজী বলেছেন:



ইহা শিশু, কিশোর ও তরুণদের আচরণ বদলায়ে দিতে সক্ষম হবে; ফলে, দীর্ঘমেয়াদে ব্যবহারকারীদের ব্যক্তিত্বের অধপতন ঘটবে।

৭| ০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১১:০২

হাসান জামাল গোলাপ বলেছেন: তরুণরা tiktok আর বড়রা reel দেখছে। সামুর পাঠক কমে যাবার পিছনে এদের অবদান আছে। youtubeএর উপার্জন কমে যাবার পিছনে এদের অবদান রয়েছে। সারা দুনিয়াতে বই পড়া কমে গেছে, এ নিয়ে অনেক সার্ভে হয়েছে। বই না পড়লে কল্পনার দুয়ার খুলবে না এমনটাই ভাবা হয়, উন্নত দেশের রাজনীতিবিদেরা এটা কখন ভাববেন জানি না, ব্যাপারটা খুব চিন্তার।

০৪ ঠা মার্চ, ২০২৩ সকাল ১১:০৯

সোনাগাজী বলেছেন:


৩য় বিশ্বে পাঠ্য বইও এক সময়ে বিক্রি হবে না; উহার পেছনে কারণ আছে।

ইউরোপ, আমেরিকা তাদের নতুন জেনারেশ নিয়ে চিন্তিত; তারা সমাধান বের করবে অবশ্যই।

৮| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১২:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


পলিটিক্যাল সিদ্ধান্ত।

০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৫:২৮

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের জেনারেশনগুলো কেমন হবে, তার জন্য রোডম্যাপ দরকার। এখন রোডম্যাপ পরিবারের হাতে, সরকার সেটা নিয়ে মাথা ঘামাচ্ছে না।

৯| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১২:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


টিকটক পছন্দ করা মানুষগুলোকে দেখেছি,ইন্টারেস্টিং কিছু নেই,এভোয়েড করাই শ্রেয়।

ডাটা সবার হাতে পড়লে সবাই কাজে লাগাতে পারে না।

০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৫:৩০

সোনাগাজী বলেছেন:



চীন, রাশিয়া, আমেরিকা, ইসরায়েল ও আরো অনেক দেশ হ্যাকার পালন করে।

১০| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: অবিশ্বাস্য হলেও সত্য বাংলাদেশে ফেসবুকের চেয়ে বেশি মানুষ টিকটক ব্যবহার করছে। একজন রিকশাচালক, ডাক্তার, কৃষক, ছাত্র ছাত্রী এমন কেউ বাদ নেই যে টিকটক করছে না।

ইদানিং টিকটক করে অনেক নাকি সেলিব্রেটি হয়ে গেছে। সে রাস্তায় বের হলেই লোকজন তাকে ঘিরে ধরে। তার সাথে ছবি তোলে। টিকটোক করে।

টিকটোক বিনোদনের জন্য কর। কিন্তু আমাদের দেশে টিকটক করতে গিয়ে গ্রুপিং করে। নানান রকম ঝগড়া ফ্যাসাদ চলছে।

০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৫:৩১

সোনাগাজী বলেছেন:



ইহা পংগু জেনারেশন গড়তে সাহায্য করছে।

১১| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: ইন্ডিয়া টিকটক অনেক আগেই নিষিদ্ধ করেছে। এখন তাঁরা অন্য একটা এপ ব্যবহার করে।
বাংলাদেশে এই 'টিকটক' খুবই কুৎসিত ভাবে ব্যবহার করা হচ্ছে।

০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:



কি একজন জাব্বার এসবের জন্য দয়িত্বে আছে, উহা জাতি নিয়ে ভাবতে পারার কথা নয়।

১২| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:৩৩

সেতু আমিন বলেছেন: টিকটকের কোন উপকারিতা নেই।

০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:



অপকারিতা আছে, না'হয় আমেরিকা, কানাডা ও ইউরোপ কেন ইহাকে বন্ধ করলো!

১৩| ০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৫:৫২

চারাগাছ বলেছেন:
সৌদি আরবে টিকটক চলে ?

০৪ ঠা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:



চলে, এবং খুবই পপুলার।

১৪| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে টিকটক ব্যাপক জনপ্রিয়।
কেউ কেউ টিকটক করতে করতে এখন ইউটিউবে নিজেই চ্যানেল খুলে নিজেই নাটক করছে। নিজেই অভিনয় করছে।

যারা টিকটক করে তাঁরা বিভিন্ন দলে বিভক্ত। এরা প্রতিমাসে একটা অনুষ্ঠান করে। এই অনুষ্ঠানকে তাঁরা বলে হ্যাং আউট। সবার কাছ থেকে ১২ শ' টাকা নেয়। তারপর নাচ গান আর খাওয়ার আয়োজন করে। নিজেরাই নিজেদের ক্রেস্ট দেয়। মেডেল দেয়।

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১০:১৪

সোনাগাজী বলেছেন:



এরা বেদরকারী কাজ করছে; তবে, ইউটিউব করলে, নিয়ম মেনে চলতে হবে।

আপনি ইউটিউবে কিছু করার চেষ্টা করেন।

১৫| ০৫ ই মার্চ, ২০২৩ সকাল ৮:২২

রোকসানা লেইস বলেছেন: আমেরিকা কি সর্বস্তরে বন্ধ করেছে নাকি শুধু সরকারি কর্মীদের অফিস ওয়েবে ব্যবহারে বন্ধ করেছে?

০৫ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৩৫

সোনাগাজী বলেছেন:


এখনো এক্সেকিউটিভ অর্ডার দেয়নি হোয়াইট হাউস; ইহা সর্বস্তরে বন্ধ করা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.