নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

দেশে একটা "স্মার্ট সিটি" গড়ে তোলার ব্যাপারে কথাবার্তা হয়েছিলো নাকি?

০৪ ঠা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬



আমার জানামতে, পৃথিবীতে ১টি মাত্র স্মার্ট সিটি গড়ে উঠছে, এবং উহা বানানো হচ্ছে সৌদী আরবের তাবুক প্রদেশে, শহরের নাম "নেওম"; ইহা হচ্ছে, প্রিন্স সালমানের বেকুরির বিরাট উদাহরণ, সৌদীদের মাথায় উটের মগজ আছে, উহাতে ডোডো ডিম পেড়েছে। সেদিন, আমাদের এলাকার আগামী ভোটের সম্ভাব্য এমপি প্রার্থী আমাকে হতবাক করলেন: তিনি নাকি আরো কয়েকজন তরুণ আওয়ামী লীগারসহ মিলে চট্টগ্রাম শহরের উত্তর সীমানায় '১টি স্মার্ট সিটি গড়ার চিন্তাভাবনা করেছিলেন'; এই তথ্য আমার জন্য একেবারেই নতুন; আমি আবার দেশের সংবাদপত্র ইত্যাদি পড়ি না। আপনারা এই ব্যাপারে কিছু শুনেছিলেন নাকি?

উনি ইহা সম্পর্কে বলতে গিয়ে বললেন যে, কোন এক বিদেশী শক্তি নাকি ইহা করার বিপক্ষে হওয়ায়, ইহা নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি; উনি সেই দেশের নামও বলেছিলেন, আমি উহা নিয়ে উনাকে খুব একটা প্রশ্ন করতে চাইনি; কারণ, উনার কলেজে পড়ুয়া ছেলেও উনার সাথে লান্চে এসেছে; আমি ইহাকে সহজভাবে নিলাম।

আমার মতে, ঢাকা শহরই আমাদের 'স্মার্ট সিটি'; ঢাকাতে বাংলাদেশের সব 'মগজ'রা বাস করে: দেশের সব জালিয়াত, সব মাফিয়া, সব মাদক ডিলার, অস্ত্র ব্যবসায়ী, সব ব্যাংক ডাকাত, সব ঋণ খেলাফি, সব ভেজাল মেশানোর লোকজন, সব ব্যুরোক্রেট, সব এমপি, সব ব্যবসায়ী, সব আদম বেপারী, প্রেসিডেন্ট ও প্রাইম মিনিষ্টার বাস করেন। চট্টগ্রাম শহরের উত্তর প্রান্তে শহরের কসাইখানা ও শিল্পকারখানা আছে; এর মাঝে মানুষের ঘরবাড়ী আছে, বস্তি আছে; ওখানে কিভাবে স্মার্ট শহর হবে? দেশের স্মার্ট লোকেরা ওখানে কেন যাবে?

স্মার্ট সিটির ডেফিনেশন কি উহাও আমার জানা নেই, বিশেষ করে বাংলাদেশের জন্য। নিউইয়র্ককে বলা হয় বিশ্বের ফাইন্যান্সিয়াল ক্যাপিটেল; কিন্তু এর থেকে বেশী ময়লা সিটি আমেরিকায় আরেকটি নেই। সৌদীতে স্মার্টসিটি বলতে আধুনিক বিলাসবহুল সিটিকেই বলা হচ্ছে, মনে হয়। বাংলাদেশের শহরগুলোতে ৪০ ভাগ মানুষ বাস করে বস্তি কিংবা তার কাছাকাছি পরিবেশে, সেখানে বিলাসবহুল সিটি করলে, বস্তিকে সরাবে কোথায়? তা'ছাড়া স্মার্ট সিটি হবে জালিয়াতদের বাসস্হান!


মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৮:৪১

বিষাদ সময় বলেছেন: তাছাড়া স্মার্ট সিটি হবে জালিয়াতদের বাসস্থান
জালিয়াতরা বাস করলে কি সিটি স্মার্ট হতে পারে না?

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৮:৪৫

সোনাগাজী বলেছেন:


বাসিন্দাদের শুধু জালিয়াত হলে হবে, নাকি স্মার্ট জালিয়াত হতে হবে?

২| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৯:০৪

কামাল১৮ বলেছেন: সৌদি একটি ধর্মীয় রক্ষনশীল দেশ।সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।সেই শহরে বার থাকবে,নাইট ক্লাব থাকবে আরো অনককিছু থাকবে যেটা লন্ডন প্যারিসে আছে।এটার বাহারি নাম স্মার্ট সিটি।কিছুটা দুবাইয়ের অনুকরণে হবে।সালমান ইসলামের রিফর্ম করার চেষ্টা করছে।হাদিস বাদ দিয়েছে,কোরানের কিছু সুরা স্থগিত করেছে।পড়ানো হয় না।

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৯:০৮

সোনাগাজী বলেছেন:


সৌদীরা ইউরোপ ও আমেরিকা যায় মেয়ে নিয়ে ঘুরতে, ড্রিংক করতে; সালমান যদি দেশের টাকা দেশে রাখতে চায়, সেটা খারাপ না।

৩| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৯:০৫

বিষাদ সময় বলেছেন: ১০০% স্মার্ট এর্ং ডিজিটাল জালিয়াত হতে হবে =p~

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৯:১০

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের ধনীদের আচরণ দেখলে সেটাই মনে করিয়ে দেয়।

৪| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৯:১২

শাহ আজিজ বলেছেন: ভালই হবে । হজ করতে গিয়ে একঢিলে দুই পাখি মারতে পারবে ।

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১০:০৬

সোনাগাজী বলেছেন:



তা'হলে, প্রথমে ১মাস নেওমে থাকার পর, হজ্ব করে দেশে ফিরতে হবে।

৫| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টে একটা লাইন খুব মনে ধরেছে।
সৌদিদের মগজ উটের মতো।
দারুন বলেছেন।

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১০:০৯

সোনাগাজী বলেছেন:


আমি টাইপ করার সময় কিসব শব্দ যে লিখে ফেলি, উহার ঠিক নেই।

৬| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১০:২৪

শূন্য সারমর্ম বলেছেন:


স্মার্ট সিটি বানাতে স্মার্ট হতে হয় না, এটাই ফ্যাক্ট।

০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১০:২৭

সোনাগাজী বলেছেন:



এসব বাহারী নাম দিয়ে সৌদী আরবের বেকুবদের টাকা ডাকাতী করছে কিছু আমেরিকান ও ইসরায়েলী কোম্পানী।

৭| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ১:৫৯

শাহিন-৯৯ বলেছেন:

দেশে স্মার্ট সিটি দরকার নেই, দরকার কৃষি উন্নয়ন, কৃষিতে আধুনিকায়ন, যে হারে গ্রাম এলাকায় ফসলি জমি ভরাট করে বাড়ি হচ্ছে আগামী দশ বছর পর কৃষি জমি অর্ধেক নেমে যাবে। একটি পরিবার কমপক্ষে দশ কাটা (১৬.৫ শতক) নিচে বাড়ি করতে চায় না আর যার সম্পদ আছে সে তো এক দুই বিঘা নিয়ে বাড়ি করে। খুব দ্রুত নিয়ম কাঠামো না করলে কৃষি জমি আর থাকবে না।

দরকার হলে সরকার নিদিষ্ট এলাকা অধিকরণ করে কৃষি জমি ঘোষনা দিয়ে বাৎসরিক লিজ দিতে পারে।

পোস্ট রিলেটেড মন্তব্য না হওয়ার জন্য দুংখিত। আপনার পোষ্টে লিখলাম যাতে এটা নিয়ে আপনি কিছু লিখেন এই জন্য।

০৫ ই মার্চ, ২০২৩ রাত ২:৪০

সোনাগাজী বলেছেন:



কৃষি জমি সংরক্ষণের জন্য আইন করার দরকার ছিলো ১৯৭২ সালেই; ঢাকাসহ শহরগুলো যেন বাড়তে না'পরে সেটার ব্যবস্হা নেয়ার জন্য আইনের দরকার ছিলো।

৮| ০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১০:১৪

বিটপি বলেছেন: আমার মতে স্মার্ট সিটির কিছু বৈশিষ্ট্য
- সেখানে কেউ পকেটে মোবাইল বা মানি ব্যাগ নিয়ে রাস্তায় বের হবেনা।
- সকলের কর্মকান্ড শহর কর্তৃপক্ষের নজরদারিতে থাকবে।
- যে কোন ধরণের আইনী সহায়তা চাহিবা মাত্র পাওয়া যাবে।
- কমান্ড এন্ড সার্ভের মাধ্যমে সমস্ত কর্মকান্ড চলবে।
- ফিজিক্যাল মবিলাইজেশনের কাজ ইনফরমেশন হাইওয়ের মাধ্যমে হবে।
- বাতাসে দূষণের পরিমাণ নিয়ন্ত্রণ করা যাবে।

০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৩১

সোনাগাজী বলেছেন:




ডেফিনেশনটি ভালো, ইহা করার জন্য কেহ কি চেষ্টা করেছিলো?

৯| ০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরিকল্পনা ও সৎ লোক থাকলে সবই সম্ভব। কিন্তু আমাদের দেশের বেশীর ভাগ মানুষ হল পটেনশিয়াল লোভী তাই সেটা সম্ভব নয়। নতুন কোন একটা শহরকে ঘিরে পরিকল্পনা নেয়া যায়। শুরু থেকেই সব কিছু হতে হবে নিয়মতান্ত্রিক। পূর্বাচলকে নিয়ে এগুনো যায়। কিন্তু দেশের পিগমীদের জন্য অচিরেই তা আরেক ঢাকাতে পরিণত হবে...

০৫ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৩৩

সোনাগাজী বলেছেন:




এই লোকের মুখে ইহা শুনে আমি হতভম্ভ; কোন এক শক্তি নাকি বাধা দিচ্ছে! রূপকথার মতো লাগছে।

১০| ০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১৬

রানার ব্লগ বলেছেন: পুরা বাংলাদেশ স্মার্ট সিটিতে রুপান্তর হোক !!

০৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

সোনাগাজী বলেছেন:



মাদ্রাসা ও মক্তবের সংখ্যা বাড়াতে হবে।

১১| ০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ২:২০

জাহিদ অনিক বলেছেন: ঢাকা সব চেয়ে জঘণ্য শহর।

০৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

সোনাগাজী বলেছেন:





যে রকম মানুষেরা ওখানে থাকে, উহাকে যেভাবে চালায়, উহা সেই রকম শহর।

১২| ০৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৫

রেজাউল৬৪ বলেছেন: স্যার আপনি কি আমার উপর রাগ করেছেন? এর আগে আমার একটা কমেন্ট মুছে দিয়েছেন।
বাজেট ছিল না , কাজ ছিল না , গত এক মাস ঘরে বসে ছিলাম। বরাদ্দ চলে এসেছে এখন জুন পর্যন্ত প্রচন্ড ব্যস্ত থাকবো। মাঝে মাঝেই ব্লগে আসতে পারবো না। প্লিজ সোনা রাগ কর না।

আপনি কমেন্ট মুছে দিলে কোথায় যাব ? কার পোষ্ট থেকে শিখব? ব্লগে আপনি ছাড়া আর তো কোন সমসের নাই।

০৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:০৮

সোনাগাজী বলেছেন:



কোথায়ও যাওয়া লাগবে না; আপনার থাকার যায়গা হচ্ছে সামু; শিক্ষিত ক্রিমিনালদের লালনপালন করে সামু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.