নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিন: প্যালেষ্টাইন অথারিটির নতুন দায়িত্ব।

০৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪



ইসরায়েলের সরকার প্যালেষ্টাইন অথারিটিকে ১টি নতুন দায়িত্ব দিয়েছে: কোন ফিলিস্তিনী নাগরিক যেন কোন ইহুদী নাগরিককে হত্যা করতে না'পারে, আক্রমণ করতে না'পারে; যদি এই ধরণের আক্রমণ অব্যাহত থাকে, পশ্চিম তীরে আরো সেটেলমেন্ট তৈরি হবে।

গত ৪/৫ সপ্তাহে, ইসয়েলের ভেতরে ও অধিকৃত এলাকায় বেশ কিছু ফিলিস্তিনীর মৃত্যু হয়েছে ইসরায়েলী পুলিশ ও সেনাবাহিনীর লোকদের হাতে; এদের একাংশ নিহত হয়েছে ইসরায়েলের সাধারণ মানুষকে আক্রমণ করতে গিয়ে, অন্য অংশের মৃত্যু হয়েছে পুলিশ ও মিলিটারীর সাথে সংঘর্ষে। এই ধরণের আক্রমণ থামানোর জন্য ইসরায়েল সরকার অধিকৃত পশ্চিম তীরে ৭০০০ নতুন বাড়ী ( নতুন সেটেলমেন্ট) নির্মাণের অনুমোদন করেছে। এই বর্ধিত সেটেলমেন্ট ঠেকানোর জন্য প্যালেষ্টাইন অথারিটি ইসরায়েল সরকারের সাথে বসেছিলো; বৈঠকে ইসরােল সরকারের একমাত্র দাবী, ইসরায়েলী নাগরিকদের হত্যা বন্ধ করতে হবে, তাদের উপর আক্রমণ ঠেকেতে হবে, তা'হলে সেটেলমেন্ট প্রসারণ স্হগিত রাখা হবে; প্যালেষ্টাইন অথারিটি উহা মেনে নিয়েছে।

এই ছোট চুক্তির অর্থ হচ্ছে, প্যালেষ্টাইন অথারিটিকে কাজ করতে হবে, যাতে কোন ফিলিস্তিনী কোনভাবে কোন ইহুদীকে হত্যা না'করে, আক্রমণ না করে; ভালো কাজ পেয়েছে প্যালেষ্টাইন অথারিটি। কোথায় সিলিস্তিনের ভুমি মুক্ত করে, দেশকে স্বাধীন করার কথা; আর কোথায় ইসরায়েলী নাগরিকের প্রাণরক্ষার জন্য ব্যস্ত থাকা, ইহা হলো আরবী মাথা!

যেসব ফিলিস্তিনী ইসরায়েলী সাধারণ মানুষকে আক্রমণ করতে যায়, তারা নিজ জাতিকে মুক্ত করার জন্য যায় না; এরা ব্যক্তিগত ক্ষোভ, প্রতিশোধ, ঘৃণা ও হতাশা থেকে এই কাজ করে; এদের ঠেকানো কঠিন কাজ, ইসরায়েলীরা ৭৪/৭৫ বছর চেষ্টা করেও হত্যা থামাতে পারছে না, প্যালেষ্টাইন অথারিটি থামাতে পারবে?

ফিলিস্তিনের মানুষের সামনে কোন আশা নেই, তারা যে মুক্ত হতে পারবে সেই রকম কোন রোডম্যাপ নেই, কোন সঠিক প্রচেষ্টা নেই। ফিলিস্তিনীদের মুক্তি নিয়ে ইহুদীরা যদি ভাবতো, উহা অবশ্যই মুক্ত হয়ে যেতো। ফিলিস্তিনীদের ভুমি মুক্ত করার জন্য কাজ করছে প্যালেষ্টাইন অথারিটি, যার মাঝে আছে পিএলও, হামাস, হেজবোল্লাহ; এরা অনেকভাবে যুদ্ধ করেছে, অনেকভাবে আন্দোলন করেছে, ৭৫ বছরে মাতৃচুমিকে মুক্ত করতে পারেনি। এখন দেশ মুক্ত করার চেয়ে বড় দায়িত্ব পেয়েছে, ইহুদী নাগরিকের উপর আক্রমণ ঠেকেনো।


মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:৫৯

বড় দাদা বলেছেন: ইসরাঈলের সাথে যারা এই চুক্তি করেছে, তারা ফিলিস্তিনি জনগনের চেয়ে ক্ষমতাকেই বেশি পছন্দ করে

০৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:০৩

সোনাগাজী বলেছেন:



হামাস, হেজবোল্লাহ ও পিএলও দেশকে এভাবে রাখাটাকে ব্যবসা হিসেবে নিয়েছে; ওরা কোনদিন ফিলিস্তিনকে মুক্ত করতে পারবে না।

২| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:৩৪

বড় দাদা বলেছেন: তবে হামাস পিএলও থেকে স্বাধীনতা অােন্দোলনে অনেক বেশি একটিভ। অার হিজবুল্লাহ লেবানন ভিত্তিক রাজনৈতিক ও সামরিক সংগঠন।

০৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:০৬

সোনাগাজী বলেছেন:


হিজবোল্লাহ আসলে ইরানের টাকায় চলে, এরা এখন সেই এলাকার সব দেশে আছে। হামাসের যেই ধরণের বিশ্ব-প্রোফাইল আছে, উহা ফিলিস্তিনের জন্য দুভাগ্য ব্যতিত অন্য কিছু আনতে পারবে না; ফিলিস্তিনের জন্য দরকার শান্তিপ্রিয় বুদ্ধিমান নেতৃত্ব।

৩| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার পেঁচা ভালুকেরা রূপ বদলালো কেন?

০৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:০৬

সোনাগাজী বলেছেন:



ভাালুক ব্যবহার করতাম অপু ও জুল ভার্নকে ভয় দেখানোর জন্য; অপুর লেখার পাঠক আর নেই, এবং জুল ভার্ন আমাকে আর অপদস্ত করতে সাহস করবে না, তাই পেঁচাতে এলাম; আমি পেঁচা পছন্দ করি।

০৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:০৮

সোনাগাজী বলেছেন:



প্যালেষ্টাইন অথারিটি নিয়ে তো কিছু বললেন না, ইহা কি বেশী কঠিন বিষয়?

৪| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
লেখক বলেছেন: প্যালেষ্টাইন অথারিটি নিয়ে তো কিছু বললেন না, ইহা কি বেশী কঠিন বিষয়?
এই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই, জানাশোনাও অতি সামান্য। তাই কিছু বলারও নেই।

০৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:



ওকে, অসুবিধা নেই।

৫| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: অসহায় একটা জাতি হলো ফিলিস্তিনিরা।
ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর সেখান থেকে বাড়ী-ঘর ছেড়ে পালিয়ে এসেছিল লাখ লাখ ফিলিস্তিনি।

০৬ ই মার্চ, ২০২৩ রাত ১২:০৭

সোনাগাজী বলেছেন:


১৯৪৮ সালের ১৫ই মে সকালে আরবরা (মিশর, জর্ডান, সিরিয়া ) মিলে ইসরায়েল আক্রমণ করায় যুদ্ধ লেগে যায়; ইহাতে ভীত হয়ে মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে যায়; মিশর, জর্ডান ও সিরিয়া ভুল কাজ করেছিলো; এখন মুল্য দিচ্ছে প্যালেষ্টাইনীরা।

পিএলও, হামাস ও হেজবোল্লার লোকজন মগজহীন ও প্রতিশোধ পরায়ন।

৬| ০৬ ই মার্চ, ২০২৩ রাত ১২:০১

কামাল১৮ বলেছেন: আল্লাহর হুকুম আখেরাতের আগ পর্যন্ত চেষ্টা করতে হবে।সেটাই করছে

০৬ ই মার্চ, ২০২৩ রাত ১২:০৮

সোনাগাজী বলেছেন:



বুদ্ধিমান ও শান্তিপ্রিয় ২/৪ জন ভালো শিক্ষিত মানুষ থাকলে ইহার সমাধান হয়ে যেতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.