নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমার কথা আমি বলেছি, আপনি সিরিয়াসলি নেননি!

০৯ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩



আমাকে "কমেন্ট ব্যান" করলে, আমি কি করি? আমি অভিশাপ দিয়ে থাকি; বলি, "আপনার লেখা বন্ধ হয়ে যাবে, আপনার পাঠক থাকবে না, মন্তব্য কমে যাবে, ব্লা ব্লা"; এজন্য, আমাদের একজন শক্তিশালী ব্লগার, ঢাবিয়ান সাহেব আমাকে "পীর" উপাধি দিয়েছেন। আরো কয়েকজন আমাকে "পীর" ডাকেন।

আপনারা ইতিমধ্যেই নিশ্চয় অভ্যস্ত হয়ে গেছেন যে, ব্লগে আমাকে প্রায়ই কমেন্ট ব্যান করেন, আমি সেটা নিয়ে হাউকাউ করি। তবে, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমাকে যারা কমেন্ট ব্যান করেন, তাদের পাঠক কমে যায়, কমেন্টের সংখ্যা কমে যায়, অপ্রয়োজনীয় কমেন্ট পেয়ে থাকেন। পাঠক কমে গেলে লিখে আনন্দ পাওয়া যায় না।

আমাদের একজন ব্লগার ছিলেন, তিনি দেশের অর্থনীতি ও ফাইন্যান্স নিয়ে পোষ্ট লিখতেন; আমি উনার নিয়মিত পাঠক ছিলাম; লেখা থেকে বুঝলাম, উনি যা নিয়ে লেখেন, সেই বিষয়ের উপর উনার সাধারণ ধারণা আছে মাত্র, সঠিক ধারণা নেই। আমি "ধারণা" নিয়ে কথা বলার শুরু করলাম। তিনি আমাকে "কমেন্ট ব্যান" করলেন। আমি যার নিয়মিত পাঠক হয়ে থাকি, তিনি আমাকে কমেন্ট ব্যান করে দেন, এটা একটা নিয়মে পরিণত হয়েছে।

আমাদের অর্থনীতিবিদ আমাকে কমেন্ট ব্যান করার পর, ব্লগে খুবই কম আসার শুরু করলেন, আমি ধরে নিয়েছি যে, আমার অভিশাপ কাজ করেছে। কিন্তু দেখা যাচ্ছে, উনি আসলে সময় নিয়ে বই লিখে ফেলেছেন। এটা কিন্তু শাপে বর হয়ে গেছে, আমি চাইলাম কি, আর হলো কি!

যাকগে, অভিশাপ একেবারে ফেল করেনি; উনার বই যেই প্রকাশনী প্রকাশ করেছেন, তাদেরকে বাংলা একাডেমী এবারের বই মেলায় ষ্টল দিতে দেয়নি; উনার বই ইহাতে অবদান রেখেছে। সেটা শুনে বুঝলাম, উনার সম্পর্কে আমার ধারণা বরাবরের মতো সঠিক ছিলো।

উনার বই আমি পড়িনি, ব্লগে উনার সব পোষ্ট পড়েছি; উনার পোষ্ট পড়লে আমার স্কুল জীবনের একটা ঘটনা মনে পড়ে যেতো; সেটা হলো হলো, আমার ক্লাশমেট, ব্রজগোপালের সাধারণ বিজ্ঞান'এর পরীক্ষায় শুন্য ( জিরো ) পাবার ঘটনা; সে লিখে পরীক্ষার খাতা ভরায়ে ফেলতো; কিন্তু সে বিজ্ঞানে প্রায়ই ৩৩% নম্বর পেতো না।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

নাহল তরকারি বলেছেন: কমেন্ট ব্যান করবে কেন?

০৯ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

সোনাগাজী বলেছেন:



কিছু ব্লগার চাহে না যে, তাদের ধারণাগত ভুল ধরা পড়ুক, নিজেদের ধারণা নিয়ে এরা সমস্যায় আছে।

২| ০৯ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২২

ঋণাত্মক শূণ্য বলেছেন: ইদানিং আপনার কান্নাকাটি বেড়েছে! এগুলি না করে নিজের কন্টেন্টে মনোযোগ দিন। তাতেই সুফল।

০৯ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

সোনাগাজী বলেছেন:



ব্লগারদের ধারণা এত পিছিয়ে আছে যে, পড়ে সময় নষ্ট হচ্ছে আমার; তাদেরকে জানানো দরকার।

৩| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ৯:২০

এম ডি মুসা বলেছেন: একটি প্রশ্ন আপনার প্রকৃত নাম কী জানা যাবে? আর আপনার পেশা কী? যদি সম্ভব হয়!

০৯ ই মার্চ, ২০২৩ রাত ১০:২৭

সোনাগাজী বলেছেন:


ব্লগে নাম দিতে একটু অসুবিধা আছে।

আমি রিটায়ার্ড মেকানুক্যাল ইন্জিনিয়ার।

৪| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ১০:১৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: ব্লগারদের ধারণা এত পিছিয়ে আছে যে, পড়ে সময় নষ্ট হচ্ছে আমার; তাদেরকে জানানো দরকার।

আমার জানামতে আপনি কোথাও থেকে কিছু পড়ে শিখেন না। তাহলে সময় নষ্টতো আপনিই করছেন। পড়বেন না। নিজের জ্ঞান মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার মহত কাজটি করুন।

০৯ ই মার্চ, ২০২৩ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:




ঠিক আছে।

৫| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩৪

বিষাদ সময় বলেছেন: আপনি হয়তো খেয়াল কারেননি আপনার প্রতিপক্ষ বলয় এখন বেশ শক্তিশালী এবং মানসম্পন্ন। আপনার এ ধরণের পোস্ট শুধু আপনার বলয়কে দুর্বল করবে।

০৯ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪১

সোনাগাজী বলেছেন:




আসলে, আমার পক্ষ নেই, যারা আমার লেখা আজকে পড়ছেন, পরে পড়ার সম্ভাবনা কম। আমার প্রতিপক্ষ বলতেও তেমন কিছু নেই; আছেন কিছু ব্লগার, যাদের লেখা ফেইসনবুকের জন্য যথেষ্ঠ মানসম্পন্ন।

আজকের এই পোষ্টটা শুধু মাত্র ১ জনের জন্য, যাকে আমি বলেছিলাম যে, লেখার মাধ্যমে সরকারের পদক্ষেপের বিরোধীতা করতে হলে, লেখার ধারণা শুদ্ধ থাকতে হবে।

৬| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ১১:৩০

জগতারন বলেছেন:
আমি এই ব্লগে আসিয়াছিলাম এসোনাগাজী সাহেবের আজকের এ পোষ্টটি পড়িয়ছিলাম।
কিন্তু কী আর মন্তব্য করবো বুঝি না।

১০ ই মার্চ, ২০২৩ রাত ১২:৪০

সোনাগাজী বলেছেন:



বড় বড় বিষয়ে: দেশের শিক্ষা ব্যবস্হা, বেকারত্ব, চাকুরী সৃষ্টি, মানব উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, বাজেট, দেশের অর্থনীতি, সরকারী ও বেসরকারী ফাইন্যান্স, দল ও গণতন্ত্র, ইত্যাদির উপর বেশীরভাগ বাংগালী ব্লগারদের ধারণা ভয়ংকরভাবে নীচু মানের। আমি যখন এই ধরণের লেখার উপর "ধারণা" নিয়ে মন্তব্য করি, এঁরা আমাকে "কমেন্ট ব্যান" করেন; ১ জন বইয়ের লেখক এখন ধরা খেয়েছেন।

৭| ১০ ই মার্চ, ২০২৩ রাত ১:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:


নিরুদ্দেশ মানুষ পীর'ব্যবসাটা শিখতে পারলে কাজে দিতো।

১০ ই মার্চ, ২০২৩ রাত ৩:৩০

সোনাগাজী বলেছেন:



আমাকে হেয় করার জন্য 'পীর' ডেকেছে কিছু লোকজন; কিন্তু ওদের লেখার আগামাথা কিছুই নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.