নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জেনারেল জিয়া কি জেনারেল আইয়ুব খানের পরণতি দেখেনি?

১০ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৫২



জেনারেল জিয়া পাকিস্তানী মিলিটারীর ইনটেলিজেন্স, আইএসআই'র সদস্য ছিলেন, তিনি আইয়ুব খানের রাজনৈতিক পুত্র; আইয়ুবের সুদিন দেখেছিলেন, আইয়ুবের পতনও দেখেছিলেন। তিনি জানতেন, বাংগালীরাই আইয়ুবের পতন ঘটায়েছিলো; পশ্চিম পাকিস্তানের মানুষের কাছে আইয়ুব খুবই জনপ্রিয় ছিলো। সব দেখেও ভুল পথে গিয়েছিলেন কেন?

আইয়ুব খানকে ক্ষমতায় এনেছিলো সিআইএ, জিয়া সেটা জানতেন কিনা? অবশ্যই জানতেন। আইয়ুব খানের ও ইয়াহিয়া খানের পরিণতি দেখার পর, কোন সাহসে তিনি বাংলাদেশের ক্ষমতা দখল করলেন? তিনি মিলিটারী অফিসার, তিনি শক্তিতে বিশ্বাস করতেন, রাজনীতি জানার কথাও নয়, বুঝার কথাও নয়; তাই সাহসের অভাব হয়নি। সাহসী মানুষ যতদিন বাঁচেন, শক্তির উপর আস্হা রাখেন, তারা রাজনীতি বুঝতে চান না।

জেনারেল জিয়া যুদ্ধের সময় মেজর ছিলেন; শেখ সাহেব হত্যার বেশ আগেই তিনি জেনারেল হয়ে গিয়েছিলেন, যুদ্ধে অবদানের জন্য সন্মান করে দ্রুত জেনারেল করা হয়েছিলো। আইয়ুব ছিলেন বৃটিশের অফিসার, সময় লেগেছিলো জেনারেল হতে; অনেক ঘটনাবলী দেখেছিলেন, পাকিস্তান ও ভারতের জন্ম দেখেছেন, কাশ্মীর সমস্যা দেখেছেন, মুসলিম লীগের অবস্হা দেখেছেন, কিছু অভিজ্ঞতা ছিলো, সেইজন্য পাকিস্তানের ক্ষমতা দখলের সময়, রক্তপাত ঘটায়নি, নিজেও প্রান নিয়ে সরে গেছেন। জেনারেল জিয়া ভয়ংকর রক্তপাত ঘটায়ে ক্ষমটা দখল করেছিলো, নিজেও অকালে, বিনা প্রয়োজনে প্রাণ হারায়েছে; উনার প্রাণ যাওয়াতে জাতি কিছুটা রাহুমুক্ত হয়েছিলো।

বাংগালী সাধারণ মানুষ কেন বাংলাদেশে চেয়েছিলেন, তাদের কি স্বপ্ন ছিলো, সেটা তিনি অনুধাবন করেননি; তিনি সেটা অনুধাবন করলে, কোন অবস্হায় দেশের ক্ষমতা দখল করতেন না; জাতি কোন পথে গেলে সাধারণ মানুষের স্বপ্ন পুরণ হবে, সেটা তিনি জানতেন না। সাধারণ মানুষ যেই জন্য ১৯৭১ সালে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, সেটার রাজনৈৈক কারণগুলো তিনি না'বুঝাতে জাতিকে কক্ষচ্যুত করতে উনার কোন কষ্ট হয়নি।

আজকে আমাদের যেই অবস্হা, বিশ্বে আমাদের যেই প্রোফাইল, ইহার পিতা হলেন জেনারেল জিয়া। স্বাধীনতার ৫২ বছর পর, জাতি যেখানে আছে, ইহা ১৯৭১ সালের জেনারেশনের স্বপ্ন ছিলো না; ১৯৭১ সালের জেনারেশনের স্বপ্নকে জেনারেল জিয়া ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। জেনারেল আইয়ুব ও জেনারেল ইয়াহিয়ার পতনটা উনার কাছে পরিস্কার ছিলো না।


মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২৩ দুপুর ১:২৭

শাহ আজিজ বলেছেন: উত্তম পোস্ট । জেঃ জিয়া আমাদের পারিবারিক অবস্থান ধ্বংস করেছিলেন । একটি ভয়ঙ্কর দানবের যে পরিনতি হবার কথা তার কপালেও তাই জুটেছিল ।

১০ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:




এই লোক ও এরশাদের দল এখনো রয়ে গেছে; এইসব দল কি করছে?

২| ১০ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:

জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন কি না আমার সন্দেহ হয়।
৭১ এর মার্চে জিয়া যখন চট্টগ্রামে, যখন ঘোষনা দেন তখন জিয়া সপরিবারে চট্টগ্রামে থাকতেন।

পাকিদের হুকুমে এরপর অস্ত্র খালাস চেষ্টা, পরে মুক্তিযোদ্ধারা ধরে নিয়ে রেডিও অফিসে। হান্নান সাহেব প্রথমে বাংলায় ঘোষনা দেন, জিয়াকে ইংরেজিতে ঘোষনা দিতে বলা হয়।
পরে নাকি জিয়া চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ঢুকে জানজুয়া কে খুন করেন। তখনো স্ত্রী সহ পরিবার তার সাথে ছিল। (খালেদা জিয়ার পিতার ভাস্য)
এরপর সকল মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে সীমান্ত পাড়ি দিলেন, কিন্তু অজ্ঞাত কারনে পরিবার রেখেই।
আসলে ভুল কথা, জিয়া জানজুয়া কে খুন করেন নি, বরং খালেদাকে দুই বাচ্চা সহ জানজুয়ার হাতে তুলে দেন।
আর কিছুদিন পর দেখা গেল খালেদা জিয়া ঢাকা ক্যান্টনমেন্ট বাসবভনে।
চট্টগ্রাম থেকে ঢাকা যেতে তখন ৩টি ফেরি পার হতে লাগতো, যুদ্ধের কারনে রাস্তা বন্ধ সেতু ভাংগা, বিপদসংকুল রাস্তা ফেরি বন্ধ, খালেদা একা কিভাবে ঢাকা গেল?
আসলে জিয়া খালেদাকে তখন জানজুয়ার হাতে তুলে মুক্তিযুদ্ধে যাওয়ার ভান করেছিল।
পৃথিবীর কোন প্রধনমন্ত্রী ভিনদেশী সেনা কর্তার মৃত্যুতে শোক বার্তা পাঠায় না।
কিন্তু খালেদা জানজুয়ার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়ে ছিলেন।

১০ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

সোনাগাজী বলেছেন:



@হাসান কালবৈশাখী বলেছেন,
" জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন কি না আমার সন্দেহ হয়। "

জেনারেল ওসমানী ও তাজুদ্দিন সাহেব আপনার সন্দেহের দাম দেয়নি, কি ভয়ংকর কথা। যুদ্ধের সময় আপনার বয়স কত ছিলো এবং আপনি যুদ্ধে অংশ নিয়েছিলেন? শেখ সাহেবকে ইন্দিরা কি কোন ফিড দেয়নি, কে কি করেছে? কি করে ২ বার, ২ সেক্টরের কমান্ডার ছিলো? আপনার কোন ধরণের ভাবনা শক্তি নেই।

১ নং সেক্টরে কোন কোন অফিসার যুদ্ধ পরিচালনা করেছেন আপনি জানেন? আপনার মত বেকুবেরা এখন আওয়ামী লীগ করছে।

৩| ১০ ই মার্চ, ২০২৩ দুপুর ২:২৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: বাংলাদেশ সহ ভারতে এখন প্রায়ই মার্ডার হয়, মার্ডারের আসামী ধরা পড়ে, তারা জানায় ভারতীয় কোন গোয়েন্দা সিরিয়াল দেখে এই মার্ডারের প্লানিং করেছে! ঐ সরিয়াল গুলিতে সব সময়ই দেখানো হয় যে আসামী ধরা পড়ে; কিন্তু জনতা কি তা দেখে শিখে? সবাই মনে করে ওরা বলদ, আমি চালাক!

১০ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

সোনাগাজী বলেছেন:




আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীন হওয়া, '৭৫ সালের হত্যাকান্ড, মিলিটারী শাসন, ও আজকের ভয়ংকর অস্হার কারণ খুঁজতে গেলে জিয়াকে বুঝতে পারবেন।

৪| ১০ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৫১

জগতারন বলেছেন:
জাতির বড়ই দূর্ভাগ্য যে,
প্রতিহিংশা পরায়ন নিমকহারাম অশিক্ষিত মূর্খ এক মহিলা খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল।

১০ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:




এরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনার পথ রচনা করে গেছে জেনারেল জিয়া; শেখ ও '৭১'এর জেনারেশন ক্ষমতায় থাকলে, দেশের অবস্হা হাজার গুণে ভালো থাকতো। শেখ প্রথমে কিছু ভুল করেছিলেন, তিনি সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছিলেন।

৫| ১০ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৫৬

জগতারন বলেছেন:
পৃথিবীতে অনেক ধরনের পাপ থাকে।
কিছু পাপের প্রায়চিত্ব সম্ভব।
আর কিছু পাপ আছে যে পাপের কোন প্রায়চিত্ব হয়না।
পৃথিবীর শেষদিন পর্যন্ত এই পাপের ফল ভোগ করতে হয়।
১৫ই আগষ্ট ঠিক তেমনই পৃথিবীর সবথেকে জঘন্য পাপ সংঘটিত হয়েছিল।
এই পৃথিবী কিন্তু এই জঘন্য হত্যাকারীদের ঠিকই মনে রাখবে ঘৃণা প্রকাশের জন্য।
যতদিন যাবে এই পাপ আরো উজ্জল থেকে উজ্জলতর হবে।
এই পাপ থেকে খালেদা জিয়া মুক্তির চেষ্টাতো করেনই নাই বরঞ্চ পাপকে আরও
পাপাকার করে ছেড়েছে ২১শে আগষ্ট,
এবং ১৫ই আগষ্টয়ে নিজের ভুয়া জন্মদিন পালন করার মাধ্যমে।

১০ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

সোনাগাজী বলেছেন:


জিয়া ভাবেনি যে, উনাকে উনাকে এভাবে নিহত হতে হবে, এখানেই সৈনিকদের ভুল থাকে, প্রত্যেক সৈনিক ভাবে, সে বেঁচে থাকবে।
জিয়া ভাবেনি যে, উনার বেকুব লোভী বউ ৩ বার প্রাইম মিনিষ্টার হবে,৪০ বছর উনার ডাকাত দলের সভাপতি হবে।

৬| ১০ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:০৫

জগতারন বলেছেন:
১৯৭৫ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত জিয়া নিজে প্রধান সামরিক আইন
প্রশাসক হিসাবে দায়িত্ত্ব পালনকালে কর্নেল তাহের, এবং সেনাবাহিনির প্রায় দেড় হাজার অফিসার-জোয়ান হত্যা করা,
জেলখানায় জাতীয় ৪ নেতা হত্যাকান্ডসহ অসংখ্য হত্যাকান্ডের প্রত্যক্ষ এবং নেপত্যের নায়ক হিসাবে জড়িত ছিলেন জিয়া।

১০ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:




এর বাহিরে, ৩০০ জন মুক্তিযোদ্ধা সৈনিককে ফাঁসী দিয়ে গেছে এই ভয়ংকর লোক; আজকে তার দল "গণতন্ত্র" চাচ্ছে,ক্ষমতায় যেতে চায়।

৭| ১০ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


কথা হলো, জিয়া নিয়ে প্রোপাগান্ডার বীজ মানুষের মগজ থেকে কীভাবে সরাবেন?

১০ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

সোনাগাজী বলেছেন:


সরানোর দায়িত্বটা শেখ হাসিনার হাতে চলে গিয়েছিলো, উনি ফেল করেছেন, জিয়ার দল, এরশাদের দল ও রাজাকাদের দল থেকেই যাচ্ছে।

৮| ১০ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

বিষাদ সময় বলেছেন: আনেক কিছুই বলতে ইচ্ছে করে....তবে আপাতত নো কমেন্ট!

১০ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

সোনাগাজী বলেছেন:



উনি জাতিকে যাযাবর জাতিতে পরিণত করে গেছেন। দেশের মানুষকে বেকুব বানায়ে গেছেন।

৯| ১০ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

কামাল১৮ বলেছেন: পরিনাম থেকে কেউ শিক্ষা গ্রহন করে না।শিক্ষা গ্রহন করে নিজের অর্জিত জ্ঞান থেকে।
অনেক মুক্তি যোদ্ধাই মুক্তি যুদ্ধের চেতনাকে ধারন করে না।জিয়া তাদের একজন।অনেকে মুক্তি যুদ্ধের চেতনা কি সেটাই জানে না।মানুষের মনে স্বপ্ন ছিন শোষণহীন সমাজ। কে সেই স্বপ্ন শেষ করে দেয়?

১০ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

সোনাগাজী বলেছেন:




দেশের সাধারণ মানুষ আশা করেছিলেন, যা করতে হয় শেখ করবেন; জিয়া সেই আশাবৃক্ষকে কেটে ফেলে, সেখানে আবর্জনার চাষ করে, নিজেও নিহত হয়েছে।

১০| ১১ ই মার্চ, ২০২৩ রাত ১:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:

আচ্ছা মানলাম জিয়া আপনার সেক্টরে কমান্ডার ছিল।
মুক্তিযোদ্ধায় মেনে নিলাম।
এখন বলেন খালেদা জিয়া কি মুক্তিযোদ্ধা, নাকি বন্দী মুক্তিযোদ্ধা?

১১ ই মার্চ, ২০২৩ রাত ২:৩৪

সোনাগাজী বলেছেন:



বেগম জিয়া বিশ্বাস করতেন না যে, আমাদের দেশ স্বাধীন হবে; সেইজন্য তিনি ভারতে যেতে চাননি।

১ টা অপরেশনের মাধ্যমে মেজর মীর শওকত আলী, ক্যা: হামিদ, ক্যা: মাহফুজের পরিবারকে ভারতে নিয়ে যাওয়া হয়, ও অনেক বেংগল রেজিমেন্টের সৈনিকদের পরিবারকে দেশের ভেতরে রিলোকেশান করা হয়েছিলো; সেই সময় বেগম জিয়া ৩ বারই ভারতে না যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

১১| ১১ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:১৮

বিটপি বলেছেন: আমি মনে করি, মুক্তিযুদ্ধের শুরুটাই হয়েছে ১ নম্বর সেক্টর থেকেই। স্ট্র্যাটেজিক নানা কারণেই ১ নম্বর ছিল সবথেকে গুরুত্বপূর্ণ সেক্টর। আমি কোনভাবেই মনে করিনা জেনারেল ওসমানী এরকম গুরুত্বপূর্ণ কোন সেক্টরের দায়িত্ব অবিশ্বস্ত কোন অফিসারের হাতে দেবেন। তারপরেও দেশের স্বাধীনতা বলে কথা। মেজর জিয়াকে দায়িত্ব দেওয়ার ঝুঁকি নেওয়ার আগে জেনারেল ওসমানীর অবশ্যই উচিৎ ছিল হাসান কালবৈশাখির সাথে আলোচনা করা।

আচ্ছা বলুন তো দেখি ৭৫ এর আগস্ট পরবর্তী তিন মাস বাংলাদেশের রাজনীতিতে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল, তাতে বাংলাদেশের ক্ষমতা দখল করা করা ছাড়া জেনারেল জিয়ার আর কি কি করার ছিল যাতে মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পায়?

১১ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

সোনাগাজী বলেছেন:



আপনারা পড়াগ্লেখা না করায়, আপনাদের রাজনৈতিক জ্ঞান গ্রামের একজন অশিক্ষিত মানুষের সমান। সেনাবাহিনীর ৪০০০ অফিসারের মাঝে, ২১/২২ জন,৩৫০ জন জোয়ানকে নিয়ে দেশের বৃহত্তম হত্যাকান্ড ঘটায়েছে; সেনাপ্রধানে শফি উল্লাহ ওদেরকে আটকায়ে বিচার করার কথা ও ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্ব পালনের কথা।

সেখানে ক্রিমিনাল জিয়া কি করেছে, উহা আপনি বুঝার পজিশনে নেই।

১২| ১১ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:১০

অক্পটে বলেছেন: জিয়াকে মানুষ ভালবেসেছিল, আজো ভালবাসে। তিনি সৎ এবং সাহসী ছিলেন। বাংলার মানুষের দুর্দিনে তিনি পাশে দাঁড়িয়ে ছিলেন। তার শাসনামনে মানুষের মুখে পেটভরে খানা জুটেছিল।

আজ যারা তাঁর নির্লজ্জ বিরোধিরা করছে তারা কারা?
ব্যাংক লুন্ঠনকারী, ক্ষমতালোভী, জনগনের ক্ষমতা হরণকারী। ভোটচোর।
আগে একসময় ছিল নেতা কর্মিরা মানুষের বাড়িবাড়ি গিয়ে বলতো আপনারা আমাকে ভোট দেবেন। আর এখন বাড়িবাড়ি গিয়ে বলে আসে খবরদার ভোট দিতে যাবেননা। আপনারা ভোট দিতে না গেলেই আমরা বুঝব আপনাদের ভোট আমরা পেয়ে গেছি! আপনি যখন জে. জিয়ার নাম নিয়েছেন তখনই বোঝা গেছে আপনি কি বলবেন। কাউয়ার মুখে কা-কা ই তো শোন যাবে। এই ক্যাসিনো সরকারের সমর্থন কারীদের কাছে আর কি আশা করা যায়। আপনার লেখায় আর কি আশা করা যায়!!!

১১ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:




উনি ছিলেন মুক্তিযোদ্ধা; শেখ হত্যা করে রাজাকারদের নে্তা হয়ে, চট্টগ্রাম থেকে নরক যাত্রা করেছেন।

১৩| ১২ ই মার্চ, ২০২৩ সকাল ৯:১৫

বিটপি বলেছেন: আপনি তো মাশাল্লাহ অনেক জ্ঞানী। আমাএ এত জ্ঞান নাই তো এইজন্যে আপনাকে খোঁচাখুঁচি করি। সেনাপ্রধান শফিউল্লার যা করার কথা, উনি কি তা করতে পেরেছিলেন? এর সুযোগ কি কোন চৌকস অফিসারের নেয়ার কথা না? জেনারেল জিয়া সেই সময়ে ক্ষমতা দখল করায় বাংলাদেশের জন্য কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? খারাপ হয়ে থাকলে কেন হয়েছে?

১২ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:



ষড়যন্ত্র করে জেনারেল জিয়া ও কয়েকন েনারেল মিলে শফি উল্লাহকে আটকায়ে ভয় দেখায়ে ক্ষমতা থেকে সরায়ে দিয়ে, উহা মোস্তাকের নামে চালিয়ে দিয়েছে। আপনাদের মগ এত কম যে, মনে হয়, আপনারা কোনদিন স্কুল কলেজে প্রশ্নফাঁস করে পাশ করেছেন।

সংবিধান অনুযায়ী সৈয়দ নজরুল ইসলাম প্রেসিডেন্ট হয়ে দেশ চালানোর কথা ছিলো; কিন্তু জিয়া মিলিটারীর হয়ে দেশে সামরিক আইন জারী করে, সরকারকে উৎখাত করে দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.