নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

রিসেশান কঠিন রূপ নিচ্ছে, আমেরিকা ও ইউরোপের ব্যাংক ফেল করছে

১৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭



এখন সময় সকাল ৭:৪৯ ( নিউইয়র্ক সময় ), আমি ফাইন্যান্সিয়াল চ্যানেল দেখছি, দেশের অন্যতম ষ্টকমার্কেট সুচক, ডাও জোনস ( Dow Jones Industrial Average ) ফিউচার ৫৮৮ পয়েন্ট নীচে নেমে গেছে; মার্কেট সুরু হবে সকাল ৯:৩০ টায়। ডাও জোনস দেশের অর্থনীতি ও ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য থার্মোমিটার; ইহা ১০০ পয়েন্টের নীচে নেমে গেলে সেদিন মার্কেটের অবস্হা বেশ খারাপ হিসেবে নেয়া হয়।

আজকে ডাও'কে নীচের দিকে টেনে নামিয়েছে ব্যাংকিং সেক্টর, বিশেষ করে ইউরোপিয়ান ব্যাংকগুলো; ইউরোপিয়ান ব্যাংকগুলোর মাঝে সবচেয়ে বেশী পড়ে গেছে "ক্রেডিট সুইস", ইহা পড়েছে ২৯%; ইহা ভয়ংকর বিপদের পুর্বাভাস। সবচেয়ে কম পড়েছে স্পেনিশ ব্যাংক "সেনটেনডার" (-৭% ); ইউরোপের অবস্হা ভালো নয়।

গত শুক্রবার আমেরিকার ১টি বড় শিল্পব্যাংক, সিলিকন ভেলী ব্যাংক ফেল করেছে; ইহার সম্পদের পরিমাণ ছিলো ১৯২ বিলিয়ন ডলার; সরকারের একটি সিকিউরিটি সংস্হা, FDIC ইহাকে দখল করে নিয়েছে। ইহা বাংলাদেশের ব্যাংকের মতো নিজের ক্যাপিটেলের বড় অংশ হারায়েছে: ২দিনে ইহার শেয়ারের মুল্য ২৬৮ ডলার থেকে ১০৪ ডলারে এসে যাবার পর, ইহার বেচাকেনা বন্ধ করে দেয় ষ্টক-মার্কেট, এবং ব্যাংকটির মালিকানা আপাতত কেড়ে নেয়া নয়েছে।

সিলিকন ভেলী ব্যাংক'এর এই অবস্হা হয়েছে "ইনফ্লেশান বন্ধ করার জন্য সুদের হার বাড়ানোতে"; দেখা যাচ্ছে যে, ইহার পতনের মুলে সরকারও দায়ী। এই ব্যাংটি নিজের আয়ের সোর্চ হিসেবে সরকারী ও বেসরকারী বন্ড কিনে রেখেছিলো; তারা ৯০ বিলিয়ন ডলারের বন্ড কিনে রেখেছিলো। গত সপ্তাহে তারা ২৬ বিলিয়ন ডলারের বন্ড কমদামে বিক্রয় করার পর, গুজব ছড়িয়ে পড়ে যে, এই র‌্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারবে না; তখন মানুষ টাকা তোলার শুরু করে; কিন্তু ব্যাংকের অনেক টাকা ঋণ হিসেবে দেয়া থাকায় ও বন্ডে বিনিয়োগ থাকায় তারা তারল্য সমস্যায় পড়ে, উহা প্রকাশ হওয়ার পরপরই তাদের শেয়ার মুল্য পড়তে থাকে;২ দিনের মাঝে শেয়ারের মুল্য ১৬৪ ডলার কমে যায়।

সিলিকন ভেলী ব্যাংকের পতনের ফলে, আরো ২০টির মতো ব্যাংকের শেয়ার গড়ে ৪০% ভাগের নীচে পড়ে যায়; একই সাথে, তাদের ব্যাংকে যেসব কর্পোরেশন টাকা আমানত রেখেছিলো, তাদের শেয়ারের মুল্য পড়ে গেছে; ইহাকে "ডোমিনো এফেক্ট" বলা হয়, যা পুরো ফাইন্যান্সিয়াল এলাকায় ছড়ায়ে পড়ার সম্ভাবনা।




মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

স্প্যানকড বলেছেন: সিলিকন ভ্যালি ব্যাংক নাকি ফতুর !

১৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

সোনাগাজী বলেছেন:



ওটার মালিকানা কেড়ে নিয়েছে সরকার; এখন আমেরিকায় মাল মুহিতের মতো লোকজনও বড় চাকুরী করছে।

২| ১৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২১

কামাল১৮ বলেছেন: এখন ব্যাংক দেওলিয়া হচ্ছে,কয়েক দিন পর দেশটিই দেউলিয়া হয়ে যায় কিনা দেখার বিষয়। তাদের নিশেধাক্ষার কারনে ডলার তার বিশ্বস্ততা হারাচ্ছে।রুশ মার্কিন দ্বন্দ্ব চরম আকার ধারন করেছে।

১৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

সোনাগাজী বলেছেন:




আমেরিকা দেউলিয়া হবে না; কিন্তু মানুষ তাদের সেভিংস হারাচ্ছে।

৩| ১৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২২

গেঁয়ো ভূত বলেছেন: জয় কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই।

১৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:০১

সোনাগাজী বলেছেন:



আমেরিকা অমর হয়ে থাকবে।

৪| ১৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:

পুরা capitalist অর্থনীতি হাওয়ার উপর চলছে।
একদল মানুষের মনস্তত্ত্ব, মানুষ কি ভাবছে, এতেই শেয়ারবাজার আপডাউন বিলিয়ন বিলিয়ন ডলার হাওয়া হয়ে যাচ্ছে। রিয়েলস্টেটও অ্যান রিয়েল বাতাস হয়ে যায়।

১৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:



ক্যাপিটেলিজমের সমস্যা বেশ কমপ্লেক্স লেভেলে পৌঁছেছে; আগামী ১৫/২০ বছরের মাঝে ইহার কিছু সংস্কার দরকার হবে।

৫| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:১০

শাহ আজিজ বলেছেন: ব্যাঙ্ক বন্ধের খবর পেয়ে বেশ উদ্বিগ্ন ছিলাম । আপনার পোস্টে কিছুটা পরিস্কার হল ।


সৌদি আর ইরানের দোস্তি নিয়ে কিছু লিখুন ।

১৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫৩

সোনাগাজী বলেছেন:



সৌদী ও ইরানের সমস্যা শিয়া, সুন্নী ও ওহাহাবী সমস্যা, ইহার সমাধান হবে না; তবে, কি ঘটছে বুঝতে একটু সময় লাগবে

৬| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:১৫

রানার ব্লগ বলেছেন: আমেরিকার অবস্থা জেনে লাভ কি? আমাদের অবস্থা খুব খারাপ। সামান্য লবন তাও ৭০ টাকা কেজি যা কিছুদিন আগেও ১৫ টাকা ছিলো।

১৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫৫

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা সবাই মিলে কষ্ট করছে ও অভিযোগ করছে; কিন্তু দ্রবত মুল্যেকে কন্ট্রোলে আনার জন্য পদক্ষেপ নিচ্ছে না।

৭| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: আমরা বাংলাদেশে গজব অবস্থার মধ্যে আছি। রাস্তায় জ্যাম। বাজারে আগুন। কেউ কাউকে বিশ্বাস করে না।

১৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:১২

সোনাগাজী বলেছেন:



আমেরিকা ও ইউরোপ সমস্যার মাঝে গেলে বাংলাদেশের এক্সপোর্ট কমবে।

৮| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:১৯

বিষাদ সময় বলেছেন: "ইনফ্লেশান বন্ধ করার জন্য সুদের হার বাড়ানোতে"
একটা ব্যাংক সুদের হার বাড়িয়ে দিলে একটা দেশের ইনফ্লেশনে এর কতটুকু প্রভাব পড়তে পারে?

যাক আমেরিকা একটা ভাল উদাহরণ সৃষ্টি করলো আমাদের দেশের ব্যাংক চোরদের জন্য।

১৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪৪

সোনাগাজী বলেছেন:



ব্যাংক সুদের হার বাড়িয়ে দিলে, অর্থনৈতিক কর্মকান্ড কমে যায়, মানুষ ক্রেডিট কার্ড কম ব্যব হার করে, মানুষ চাপে পড়ে নিত্য প্রয়োজনীয়ের বাহিরে কম কেনে, মুল্য উপরের দিকে উঠা বন্ধ হয়।

১৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:০০

সোনাগাজী বলেছেন:



আমাদের সরকার তো ওদের ব্যাংক কেড়ে নেয় না; উল্টো "খারাপ ঋণ" কেনে। আমেরিকান সরকার ইনস্যুরেন্সের অধীনে ক্ষতি পুরণ দেবে আমানতকারীদের ও ব্যাংকে বিক্রয় করে দেবে।

৯| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ১০:৫৮

বিষাদ সময় বলেছেন: ব্যাংক সুদের হার বাড়িয়ে দিলে মানুষ ব্যাংকে আমানত রাখতে আগ্রহী হয় ফলে ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ায় ইনফ্লেশন নিম্নগামী হয়। অর্থনীতির এই বেসিক কনসেপ্টটুকু মোটমুট জানা আছে।
কিন্তু আমার প্রশ্নটা অন্য জাগায়--
প্রশ্নটা হলো একটা ব্যাংকের সূদের হার কি একটা সামগ্রীক দেশের ইনফ্লেশন থামাতে পারে কিনা? আমার আপত্তিটা আপনার নিম্নোক্ত কথাতে-
"ইনফ্লেশান বন্ধ করার জন্য সুদের হার বাড়ানোতে"

১৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:০৭

সোনাগাজী বলেছেন:



আপনি যেটাকে "বেসিক বলেছেন" উহা কাজ করে; যদিও উন্নয়ন কাজ কমে আসে, মানুষ কম ব্যয় করে ও মালামাল জমা করে না।

সুদের হার বাড়ানোতে, যেসব ফািন্যান্সিয়াল কোম্পানী মানুষকে কম সুদ দিয়ে আমানত নিয়ে, বন্ড কিনেছিলো, বাজারের তুলনায় তাদের আয় কমে যাবে; মানুষ নতুন করে আমানত রাখবে না, তারা অধিক আয়ের জন্যত্র বিনিয়োগ করবে; একই সময়ে বন্দের বাজার মুল্য কমে যাবে।

১০| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:০১

শূন্য সারমর্ম বলেছেন:


আমেরিকায়ও গুজব ছড়িয়ে ব্যাংক থেকে টাকা তোলার নকশা চালু আছে, দেখছি। বাঙালীর সাথে ব্যাপারটা কেমন মিলে?

১৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:



এটা ঠিক গুজব নয়, এটা অংক! তবে, ছোট আমানতকারী ও ছোট ব্যবসায়ীরা এসব থেকে ভীত হয়। ক্ষতি হয়েছে, যারা ব্যাংকের শেয়ারের মালিক ছিলো তদের।

১১| ১৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:১৩

শেরজা তপন বলেছেন: আপনিতো শেয়ার ব্যাবসার সাথে জড়িত আছেন কিছুটা নাকি? যদি হয় তাহলে পরিস্থিতিতো আপনারও বেশ খারাপ!

১৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:২২

সোনাগাজী বলেছেন:



না, আমি কখনো শেয়ার ক্রয়বিক্রয়ে ছিলাম না; আমি এই ধরণের কোম্পনীতে চাকুরী করেছি।

১২| ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ৯:০২

বিটপি বলেছেন: আমাদের দেশে কোন ব্যাংকের দেউলিয়া হবার চান্সই নেই। ফারমার্স নামের এক ব্যাংক দেউলিয়া হবার কথা ছিল - সরকারের হাতে থাকা চার ব্যাংক মিলে নিজেদের কোষাগার ফাঁকা করে ঐ ব্যাংককে বাঁচিয়েছে। এখন নতুন নাম নিয়ে সেই ব্যাংকও ডুবতে বসেছে। সেই ব্যাংকের লোন নিয়ে মন্ত্রী এমপিরা কানাডায় বাড়ী তুলছে। দেশের অর্থনীতি বাঁচানোর জন্য সরকার ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। ফাইন্যান্স সেক্টরে যারা চাকুরি করে, তাঁদের লাইফ হেল করে দিয়েছে।

১৬ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:০৫

সোনাগাজী বলেছেন:



মুহিত সাহেব ছিলো এসব অন্যায়ের মুলে। ব্যাংকের মালিকরা ও ঋণ খেলপীরা ডাকাতী করে গেছে সবার সামনে।

১৩| ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫৯

রানার ব্লগ বলেছেন: দ্রব্যমূল্য কি করে কন্ট্রল করবেন । ধনাঢ্য ব্যেক্তিরা বাজার ফাঁকা করে ফেলছে । গরীব ও মধ্যবিত্তরা বাধ্য হচ্ছে সেই ফাঁকা বাজারে পরে থাকা উচ্ছিষ্ট চড়া দামে কিনতে।

১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৯

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা সব মানুষের জন্য দেশ চালানোর মতো দক্ষ নন; তিনি জানেন, দুষ্টরা কিভাবে অন্যদের সব সুযোগ দখল করে, ডাকাতী করে অঢেল টাকার মালিক হচ্ছে; কিন্তু ইহা থামানোর কোন ব্যবস্হা নেননি।

১৪| ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলাদেশের ব্যাংকিং খাত যে ভাবে ঋণখেলাপী ও ডাকাতদের হাতে চলে যাচ্ছে তাতে ভবিষ্যতে কি যে হবে দেশে অর্থনীতি?

১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪১

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশের যেই পরিমাণ সম্পদ আছে, তাতে সবাই মোটামুটি ভালোই থাকতে পারতো; কিন্তু সরকারের গলাকাটা ক্যাপিটেলিজমের কারণে, সম্পদ চলে গেছে ২/৩ লাখ পরিবারের হাতে; ইহা থেকে বের হওয়ার পথ আপাতত নেই; সরকার সেই পথে যাচ্ছে না।

১৫| ১৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

রানার ব্লগ বলেছেন: পাশবর্তি দেশে মাংসের কেজি ৫০০ টাকা আমাদের দেশে ১০০০ টাকা। ভাবুন কি পরিমানে ডাকাতি।

১৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

সোনাগাজী বলেছেন:


দেশের ব্যবসায়ীরা ডাকাত, ক্যাডারেরা এদের উপর ডাকাতী করছে; সরকার চুপ

১৬| ১৮ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
রিসেশান !!
শুনলাম এদিকে নাকি পুতিনের জন্য কাশিমপুর কারাগার রেডি হচ্ছে ?

১৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

সোনাগাজী বলেছেন:



পুটিনের পেছনে রাশিয়াদের সাপোর্ট এখনো বড়

১৭| ১৮ ই মার্চ, ২০২৩ রাত ৮:৩৫

মুদ্‌দাকির বলেছেন: টাকা ফুলতে ফুলতে ঠুস !!

১৮ ই মার্চ, ২০২৩ রাত ৮:৩৯

সোনাগাজী বলেছেন:



ক্যাপিটেলিজমে এসব পান্তাভাত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.