নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কিছু লোকজন সবকিছুর জন্য ভারতকে দায়ী করে শান্ত্বনা পেয়ে থাকেন

১৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:১৯



যারা শেখ হাসিনাকে দেখতে পারেন না, তারা বলেন, শেখ হাসিনা যা করছেন, সবই ভারতের সন্তুষ্টির জন্য, ভারতকে খুশী করার জন্য; শেখ হাসিনা নাকি ভারতের এজেন্ডা পুরণ করছেন। মুল ব্যাপার হলো, এরা শেখ হাসিনা বিরোধী; কিন্তু দেশ, জাতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সম্পর্কে নিজেই অজ্ঞ। দেশ চালাতে শেখ হাসিনা বাকীদের মতো সারাক্ষণ ভারত ভারত করে চীৎকার দেয়ার মতো অবস্হানে নেই। তিনি জানেন, ভারত ও বার্মা আমাদের প্রতিবেশী, আমাদেরকে তাদের সাথে সুন্দরভাবে, শান্তিপুর্নভাবে চলতে হবে।

শেখ হাসিনা যেভাবে রাজনীতি করছেন, যেভাবে সরকার গঠন করছেন, সেটা দেশের ভেতরের অনেকে সাপোর্ট করছে না, আমি নিজেই উহা পছন্দ করি না; কিন্তু ভারত উনার সরকারকে সব সময় সাপোর্ট করছে; ইহাতে অনেকেই রুষ্ট। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তারা বাংলাদেশের জন্ম দেখেছে, তারা ১৯৭৫ সালের হত্যাকান্ড দেখেছে, তারা পাকিস্তানে ও বাংলাদেশে মিলিটারী শাসন দেখেছে, বাংলাদেশের স্বাধনীনতা যুদ্ধের সময় কে কি করেছে, তা দেখেছে; তারা জানে বিএনপি কিভাবে জন্ম নিয়েছে, তারা জানে জামাত ১৯৭১ সালে কিভাবে পাকিস্তানের হয়ে, বাংগালীদের হত্যা করেছে, পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে; তারা জানে শেখ হাসিনা ভারতের মতো রাজনীতি করছেন না, শেখ হাসিনা মিলিটারীর সৃষ্ট দল ও বিশ্বাসঘতকদের দলের সাথে রাজনীতি করে টিকে আছেন। সেজন্য তারা সব সময় শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে।

আমরা শেখ হাসিনা থেকে যা পাচ্ছি না, সেজন্য ভারত দায়ী নয়, সেজন্য শেখ হাসিনা, উনার ব্যুরোক্রেসী, উনার সরকার, উনার দল, বিএনপি-জামাত ও আামদের তথাকথিত শিক্ষিতরা দায়ী।

শেখ হাসিনার পরিবারকে হত্যা করার পর, উহাকে কে আশ্রয় দিয়েছিলো? উনাকে আশ্রয় দিয়েছিলো ভারত; বাংলাদেশের অনেকে ভুলে গেলেও ভারত তা ভুলেনি; সেজন্য তিনি ভারতীয় সাপোর্ট পাচ্ছেন। ভারত পাকিস্তানের সাথে ১৯৪৭ সাল থেকেই সমস্যায় আছে, তারা পুর্ব সীমান্তে আরেকটা পাকিস্তান চাহে না; সেজন্য ভারত শেখ হাসিনাকে অনেকটা অন্ধভাবে সাপোর্ট করে; ইহাই স্বাভাবিক।

বাংগালীদের স্বভারের একটা দিক হলো, সব বিষয়ে অভিযোগ করা, বেশীরভাগ সময়, যার পুরোটাই ভুল হতে পারে; এরা অন্যদের সর্বপ্রকার ভুল ধরতে পারে, যেখানে নিজেই যা বলে, তার পুরোটাই ভুল হওয়ার সম্ভাবনা; এবং এরা অন্যের দায়িত্বটা কি হওয়া উচিত, তা জানেন, শুধু নিজেরটা বুঝেন না।

সব বাংগালী মোটামুটি ভারত বিরোধী, আমি নিজেও ভারতেকে ভালো প্রতিবেশী মনে করি না; আসলে, আমাদের অন্য প্রতিবেশী বার্মা, ভারত থেকে আরো বেশী ভয়ংকর; কিন্তু তারা গরীব, কমশিক্ষিত হওয়ায় ও আমাদের সাথে যোগাযোগ ও ব্যবসা কম থাকায়, তাদের নিয়ে তেমন কিছু বলা হয় না; কিন্তু ওদের ভয়ংকর আচরণের কারণেই আমরা ১৩ লাখ অপ্রয়োজনীয় রিফিউজী পেয়েছি।

যেসব বাংগালীর চিন্তাধারা ক্ষীণ, তারা আমাদের জাতির সমস্যাগুলো সঠিকভাবে বুঝার কথা নয়; এরা আমাদের সাধারণ মানুষের ভুল, সরকারের অদক্ষতা, প্রাকৃতিক দুর্যোগ, সবকিছুই ভারতের উপর চাপিয়ে নিয়ে, নিজকে হালকা করেন।






মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:২৩

বিটপি বলেছেন: আওয়ামী লীগের লোকজন হচ্ছে ভারতের নুন খাওয়া ভৃত্য। তাই ভারত অন্তত এটুকু বিশ্বাস করে যে তারা নেমকহারামী করবেনা। এজন্য একটানা ১৩ বছর তাদেরকে ক্ষমতায় থাকতে দিয়েছে। যদি এক বিন্দুও অবিশ্বস্ততা দেখায়, ভারত কিন্তু মোটেও সুযোগ দেবেনা।

১৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৩০

সোনাগাজী বলেছেন:



চেষ্টা করেন, দেশকে টেনে পাকিস্তানের পাশে নেয়া যায় কিনা; পাকিস্তান কমপক্ষে ভারত থেকে ভালো প্রতিবেশী হবে।

শেখ হাসিনা দেশে রাজনৈতিক বেকুবদের খনি পেয়ে, তাদের মাথায় কাঁঠাল ভাংছে।

২| ১৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:২৯

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ভারত পাকিস্তানের সাথে ১৯৪৭ সাল থেকেই সমস্যায় আছ---- ১৯৪৭ সাল থেকে নয়, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকেই হিন্দু মুসলিম সমস্যা যার প্রিপেক্ষিতেই ভারত পাকিস্তানের জন্ম

১৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:



দ্বিজাতি তত্ব তখন পপুলারিটি পেয়েছিলো।

৩| ১৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

কামাল১৮ বলেছেন: দ্বিজাতি তত্ব কে পনপ্রিয় করা হয়েছে ষড়যন্ত্র করে।হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে।মুসলিম লীগের নেতাদের সাথে বৃটিশদের হাত ছিলো।যাওয়ার আগে দেশটাকে যাতে দুইভাগ করে দিয়ে যাওয়া যায়।
ধর্মের কারনে দেশ ভাগ পৃথিবীর আর কোথাও নাই।তখন জাতি রাষ্ট গঠনের একটা প্রবনতা ছিলো।সেটা হলেও ভালো হতো।

১৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০০

সোনাগাজী বলেছেন:



শোনেন, বৃটিশের সময়, হিন্দু মুসলমানদের সম্পর্কের অবনতি হয়েছিলো; অর্থনৈতিকভাবে ও সামাজিকভাবে মুসলমানেরা পেছনে পড়ে গিয়েছিলো; সেজন্য তখন ( ১৯৪০ থেকে ১৯৪৭ সালের স্বাধীনতা অবধি ) দ্বিজাতি-তত্ব পপুলার ছিলো; আজকের মনোভাব তখন ছিলো না।

৪| ১৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

রানার ব্লগ বলেছেন: এরা আর কেউই না এরা পাকিস্তানী পরজিবী। আপনি পাকিস্তানী সাধারন মানুষের মন্তব্য শুনে দেখবেন এরা দশটা কথা বললে ছয়টা বলবে যে এর পেছনে ভারতের হাত আছে। বাংলাদেশের এই সব গুলা হচ্ছে পাইক্কা গো খালাতো ভাই বোন। আবার ভারতীয় জ্যাঠাতো ভাই বোন ও পাবেন। আফসোস খাটি বাংগালীর সংখ্যা খুব কম।

১৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

সোনাগাজী বলেছেন:



মগজহীন পাকীরা তাদের কিছু আত্মীয় স্বজন আমাদেরকে দিয়ে গেছে।

৫| ১৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

বাকপ্রবাস বলেছেন: গুম, খুণ ধর্ষণ দ্রব্যমূল্য, লুট এসব বিষয় যদি স্বাভাবিক থাকে তাহলে ওয়েলকাম।

১৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

সোনাগাজী বলেছেন:



এগুলো ভারত করছে না; ঢাকার লোকসংখ্যার ৪০ ভাগ ক্রিমিনাল; প্রশ্নফাঁস ভারত করাচ্ছে না, ঋণ খেলাপী ভারতর কাজ নয়; শেখকে ভারত হত্যা করেনি, প্রাইভেট ইউনিভার্সিটি ভারতের আবিস্কার নয়; বাংলাদেশে আদম ব্যাপারী ভারতের লোকেরা করছে না।

৬| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ৮:৫৫

কামাল১৮ বলেছেন: মুসলমানরা পিছনে পড়ে গিয়েছিল ইংরেজি না শিখার কারনে।যেটা স্যার সৈয়দ আহাম্মদ বুঝতে পেরেছিলেন।
হিন্দুরা এখানে প্রতিষ্ঠিত ছিল হাজার হাজার বছর ধরে।ধর্ম পরিবর্তন করেছিল নিম্নবর্নের গরিব হিন্দরা।
ছয়শ বছর যে মুসলমানরা ভারত শাসন করেছিলো তারা ছিলো বহিরাগত।

১৬ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫৭

সোনাগাজী বলেছেন:



সব ইতিহাস এসে থেকে গিয়েছিলো লাহোর প্রস্তাবে, ওখানে মুলমানেরা "২ জাতি তত্ব"এর পক্ষে চলে যায়।

৭| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ৯:১১

শূন্য সারমর্ম বলেছেন:


ছোট দেশের পাশে এমন বড় দেশ থাকলে একটু/আধটু কথা চালু থাকবেই।

১৬ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫৫

সোনাগাজী বলেছেন:



আমেরিকার পাশে ছোট অর্থনীতির দেশ মেক্সিকো অবস্হিত; উহা আমেরিকা থেকে লাভবান হচ্ছে।

৮| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: ভারত আমাদের বন্ধু।
যারা ভারত কে মন্দ কথা বলে, তারাই ভারত যাচ্ছে, শপিং করছে, ঘুরে বেড়াচ্ছে, চিকিৎসা করাচ্ছে।

ভারত আমাদের জন্য অনেক করেছে। সেটা স্বীকার করলে আমরা জাতি হিসেবে ছোট হয়ে যাবো না।

১৬ ই মার্চ, ২০২৩ রাত ১০:১৩

সোনাগাজী বলেছেন:



ভারত প্রতিবেশী হিসেবে পানি ও বর্ডারে হত্যা সমস্যার সমাধান করার দরকার ছিলো; সেটা করেনি।

৯| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:১৮

শেরজা তপন বলেছেন: এমপি পদপ্রার্থী আপনার এলাকার সেই ভদ্রলোক বেড়িয়ে আসার পরে শেখ হাসিনার ব্যাপারে আপনার সুর নরম হচ্ছে!

১৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:৫০

সোনাগাজী বলেছেন:



মনে হয় না, আমি শেখ হাসিনার সাপোর্টার সব সময় ছিলাম; সেজন্য উনার ভুল নিয়ে আমি চিন্তিত সব সময়।

১০| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: শিরোনামে 'সান্ত্বনা' বানানটা ঠিক করেন।নইলে শায়মাপু এসে এক্ষণে তুলোধুনো করবেন।

দুদিন আগে নিজেই পোষ্ট দিসেন বাংলাদেশ থেকে ভারতীয়রা অর্থ সম্পদ নিয়ে যাচ্ছে বলে আর আজকে মশিউর ভাইয়ের পোস্ট দেখে এখানে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা নিছেন দেখে ভালো লাগলো আপনার দেরিতে হলেও বোধদয় হয়েছে বলে। অবশ্য ঘা দিলেই আপনার পুরানো রোগ, পশ্চিমবঙ্গের লোকেরা কঞ্জুস অয়েলিং দেয় এসব বস্তাপচা কথা কইবেন।

১৭ ই মার্চ, ২০২৩ রাত ১২:০৯

সোনাগাজী বলেছেন:



আপনি, শায়মা, জটিল, জ্যাকেল, সোনালী কাবিন, অপু, জুল ভার্নদের নিয়ে আমি চিন্তিত নই।

আপনি কি পড়েছেন, কি বুঝেছেন বলা মুশকিল, আরো কয়েকবার পড়ে দেখেন।

১১| ১৭ ই মার্চ, ২০২৩ রাত ১২:২২

ডার্ক ম্যান বলেছেন: চট্টগ্রামে একসময় সর্বহারাদের বেশ কিছু শেল্টার ছিলো। সেটা নিয়ে কিছু কি জানেন।

১৭ ই মার্চ, ২০২৩ রাত ১:৩১

সোনাগাজী বলেছেন:



না, আমি ১৯৬৯-১৯৭০ সালে ( ২ বছর ) হোষ্টেলে ছিলাম, এর বাইরে কিছু জানি না।

১২| ১৭ ই মার্চ, ২০২৩ রাত ১২:৩৩

কামাল১৮ বলেছেন: লাহোর প্রস্তাবে একরাষ্টের কথা বলা ছিল না,ছিলো একাধিক রাষ্ট গঠনের কথা।সেটা হলেও খারাপ ছিলো না।

১৭ ই মার্চ, ২০২৩ রাত ১:৩২

সোনাগাজী বলেছেন:



৩ রাষ্ট্র হয়েছিলো: (১) ভারত (২) পাকিস্তান (৩) কাশ্মীর

১৩| ১৭ ই মার্চ, ২০২৩ রাত ২:৫০

কামাল১৮ বলেছেন: পূর্ব বাংলা আলাদা রাষ্ট হবার কথা ছিল।কাশ্মীর ফাশ্মীর ছিল না।কাশ্মীর ত্রিপুরা স্বাধীন রাজ্য ছিলো আগেই।পরে এই দুটি রাজ্য ভারতে যোগ দেয়।কাশ্মীর কখনো স্বাধীন রাষ্ট ছিলো না।কাশ্মীরের রাজা ছিলো হিন্দু।বেআইনী ভাবে কাশ্মীরের কিছু এলাকা পাকিস্তান দখল করে নেয়।যেটা বাদশা খান মেনে নিতে পারে নাই মৃত্যুর আগ পর্যন্ত।

১৭ ই মার্চ, ২০২৩ রাত ৩:২৬

সোনাগাজী বলেছেন:



পুর্ব বাংলাকে আলাদা রাষ্ট্র হিসেবে কে চেয়েছিলেন? উহাতে কি রানী ও মাউন্টব্যাটেনের অনুমোদন ছিলো?

১৪| ১৭ ই মার্চ, ২০২৩ রাত ২:৫৭

কামাল১৮ বলেছেন: মুসলমানদের জন্য আলাদা রাষ্ট, একজন সাম্প্রদায়িক চিন্তার লোক ছাড়া অন্যের পক্ষে ভাবা সম্ভব না।

১৭ ই মার্চ, ২০২৩ রাত ৩:২৩

সোনাগাজী বলেছেন:




এখন যেই ২২ কোটী ভারতে আছে, তাদের অবস্হা কি?

১৫| ১৭ ই মার্চ, ২০২৩ ভোর ৫:৪৯

কামাল১৮ বলেছেন: তাদের জন্য আফগানের মতো একটা আলাদা রাষ্ট বনায়ে দেন।পাকিস্তানের অবস্থা দেখে শিক্ষা নিন।বাংলাদেশের অবস্থাও আফগান হয় হয়।বাংলাদেশের হিন্দুদের মতো তাদের অবস্থা না।বাংলাদেশের হিন্দু দিন দিন কমছে ভারতের মুসলিম দিন দিন বাড়ছে।
সাম্প্রদায়িক চিন্তা আপনাকে আচ্ছন্ন করে আছে।

১৭ ই মার্চ, ২০২৩ ভোর ৬:৩৫

সোনাগাজী বলেছেন:



ভারতের মুসলমানদের সংখ্যা বাংলাদেশের দেড়গুণ, ওরা কি হিন্দুদের মতো সমান অধিকার ও সুযোগ পাচ্ছে?

১৬| ১৭ ই মার্চ, ২০২৩ সকাল ৮:৩৮

কামাল১৮ বলেছেন: সংখ্যালগুরা পৃথিবীর কোথাও সমান অধিকার পায় না।বিশেষ করে মুসলমানদের মতো সংখ্যালগু ।আমেরিকায় কি পায়।যখনই কোন সমস্যা হয় তখন তারা ভয়ে থাকে।এর থেকে কোন সংখ্যালগুরই রেহাই নাই।
ভারতে আর যাই হোক আইনের চোখে সবাই সমান।রাজনৈতিক সমস্যা আছে।মুসলমানদের থেকে খারাপ অবস্থায় আছে নিম্ন বর্ণের হিন্দুরা।হাজার হাজার বছর থেকেই ভারত একটি বর্ণ বৈষম্যের দেশ।

১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:২২

সোনাগাজী বলেছেন:



যাকগে, আপনি আমেরিকাকে টেনেছেন; আমেরিকা হলো মুলমানদের জন্য আসল বেহেশত।

১৭| ১৭ ই মার্চ, ২০২৩ সকাল ৯:২৫

অনামিকাসুলতানা বলেছেন: তবে এই দেশ ভাগে আমাদের লাভ হয়েছে। আমরা আমাদের বাংলাদেশ পেয়েছি।

১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:২৬

সোনাগাজী বলেছেন:


হিন্দু ও মুসলিম ধর্মের লোকজন একই দেশে বাস করার মতো অবস্হায় নেই; এরা একে অন্যকে সহ্য করে না

১৮| ১৭ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১৭

নতুন বলেছেন: বেশির ভাগ মানুষই অন্যের উপরে দোষ চাপাতে পছন্দ করে।

নিজের সমালোচনা করার চেয়ে সেটাই বেশি সহজ কাজ।

১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:২৬

সোনাগাজী বলেছেন:




সঠিক

১৯| ১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার এলাকার সেই এমপিপ্রার্থী ভদ্রলোকের সঙ্গে আর দেখা হয়েছিল? নতুন কোনো ঝামেলা পাকিয়েছিলেন?

১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:২৯

সোনাগাজী বলেছেন:



আরও দেখা হয়েছিলো, উনি দেশে ফিরে গেছেন; উনি অনেকের তুলনায় ভালো করার সম্ভাবনা আছে; তবে, আমেরিকান কিংবা ইউরোপের ভাবনাচিন্তাকে কাজে লাগাবেন বলে মনে হয় না।

২০| ১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: ভারত ছাড়া আমাদের কোনো গতি নেই।
আমরা এক ধরনের হীনমন্যতায় ভূগি। কারন ভারত আমাদের ৭১ এ সাহায্য করেছিল। আজও ৭১ ভারতীয় সৈন্যদের জন্য কোনো মিনার গড়িনি। অথচ আমরা ছেলেমেয়েদের ভারতে লেখা পড়া করার জন্য পাঠচ্ছি। চিকিৎসার জন্য পাঠাচ্ছি। ভ্রমন করতে যাচ্ছি। আবার ভারতের গরু খেতে খতে বলি- শালার ভারত।

১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৩২

সোনাগাজী বলেছেন:



স্বাধীনতার সুফল সামান্য পরিমাণ মানুষ দখল করে নিয়েছে, বাকীরা নিজ চেষ্টায় টিকে থাকার চেষ্টা করে যাচ্ছে, জীবন বলতে তেমন কিছু নেই।

২১| ১৮ ই মার্চ, ২০২৩ রাত ২:১১

জ্যাক স্মিথ বলেছেন: ভারতের বিরুদ্ধে কিছুক্ষণ বকবকানি, সরকারের বিরুদ্ধে দুচরাটা কথা এবং এমপি, মন্ত্রিদের গালিগালাজ না করতে পারলে জ্ঞানী হওয়া যাবে না। আজকাল অবশ্য এমন জ্ঞানীর অভাব নেই রাস্তাঘাঁটে।

আচ্ছা, আপনার সব পোস্টেই পেঁচা এবং ভাল্লুকের ছবি কেন?

১৮ ই মার্চ, ২০২৩ রাত ২:১৪

সোনাগাজী বলেছেন:



পেঁচা হলো রাতজাগা পাখী, রাতে অনেক কিছুই ঘটে; ভালুক হলো শক্তির প্রতীক।

২২| ১৮ ই মার্চ, ২০২৩ সকাল ৮:৫৫

বিটপি বলেছেন: আপনার তো মাশাল্লাহ বুদ্ধির সীমা পরিসীমা নাই। দয়া কইরা একটু বুদ্ধি দেন তো কিভাবে, কোন প্রক্রিয়ায় দেশটারে আবার পূর্ব পাকিস্তান বানানো যায়? রাতদিন এই চিন্তায় আমার ঘুম আসেনা। কিন্তু কোন বুদ্ধিই বের হয়না।

একটা বুদ্ধি অবশ্য করা যায়। আমেরিকারে বলেন ভারত পাকিস্তান আর বাংলাদেশকে দখল কইরা নিতে। তারপর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আবাএ এই তিন দেশ স্বাধীন কইরা দিতে। কিন্তু সেই পুরানো মদ মানুষ আর গিলবে বলে মনে হয়না।

১৮ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৪৭

সোনাগাজী বলেছেন:




জামাত, শিবির, হিজবুত নিয়ে বড় রাজাকার বাহিনী গঠন করেন, হয়তো পুর্ব পাকিস্তান প্রতিষ্ঠা করতে পারবেন।

২৩| ১৮ ই মার্চ, ২০২৩ রাত ৯:২৯

ইলি বলেছেন: শেয়ার করে দিলাম। সুন্দর লেখা, ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০২৩ রাত ৯:৩৪

সোনাগাজী বলেছেন:




নিজেদের সমস্যা নিয়ে চিন্তাভাবনা নেই, সবকিছু ভারতের দোষ

২৪| ১৯ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৪১

বিটপি বলেছেন: দেশের সব মানুষ নিয়েও যদি রাজাকার বাহিনী গঠন করি, এই দেশ কোনদিন আর পাকিস্তান হবেনা। হয়তোবা আফগানিস্তানের মত বর্বর কোন বাংলাস্তান হবে (আল্লাহ সেদিন দেখার আগে যেন আমাকে নিয়ে যান), কিন্তু আপনারা কথায় কথায় যে পাকিস্তান বানানোর বানোয়াট আশঙ্কা করেন, সেরকম কিছু কোনদিনও হবেনা।

১৯ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

সোনাগাজী বলেছেন:



বিএনপি-জামাত এখনো পাকিস্তানী কালচারকে লালন পালন করে আসছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.