নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সুইজারল্যান্ডের মানুষের জীবনযাত্রার মান কমে যাবে।

২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১৩





গত শুক্রবার অবধি অনেক কষ্টে টিকেছিলো সুইসব্যাংক 'ক্রেডিট সুইস'; উইকেন্ডের মাঝে উহাকে কিনে নিয়েছে আরেক সুইসব্যাংক 'ইউবিএস'; ইউবিএস ফেইল করবে না; তবে, ইহার অবস্হাও কঠিন। সারকথা হলো, রিসেশন সুইসদের স্বর্গ-জীবনের দেশে কিছুটা ভয়ের সন্চার করেছে। সুইস সরকারের হস্তক্ষেপের মধ্য দিয়ে, ইউবিএস ব্যাংক ক্রেডিট সুইস ব্যাংককে কিনেছে।

সুইসব্যাক, এশিয়া, আফ্রিকা ও দ: আমেরিকার চোর-ডাকাদের সম্পদ সন্চিত রাখার ব্যাংক হিসেবে পরিচিত ছিলো বাংলাদেশে। আমাদের বেগম জিয়ার টাকা পয়সাও ওখানে আছ মনে হয়। তবে, ব্যাংকিং'এর সুইসদের দক্ষতা ছিলো অনন্য, তারা তাদের কা্ষ্টমারদের আস্হা অর্জন করে আসছিলো অনেক যুগ ধরে। এখন যাতে সেই আস্হায় ধ্বস না ধরে, সেজন্য তারা ক্রেডিট সুইসকে ফেইল করতে দেয়নি, দেশের সরকার কৌশলে রক্ষা করেছে; এজন্যই বাংগালী থেকে শুরু করে নাইজেরিয়ার চোর-ডাকাতেরা তাদের চোরাই টাকা সুইসব্যাংকগুলোতে রাখে।

বেশীরভাগ ব্লগার ক্যাপিটেলিজমে বিশ্বাসী, সোস্যালিজম ইসলাম ধর্মও পছন্দ করে না; ব্লগারদের কথা শুনলে মনে হয় যে, অতীতের আরবেরা সোস্যালিজম বুঝতো ও উহাকে তারা বর্জন করেছে। সোস্যালিষ্ট সিষ্টেম প্রাকৃতিকভাবে মানব সমাজকে দাঁড়াতে সাহায্য করেছে, সামন্তবাদের সময়, ক্ষমতাশালীরা অন্যদের সুযোগ ও অন্যদের অধিকার দখল করতে গিয়ে সোস্যালিজমকে হত্যা করেছে।

আমাদের ব্লগারদের জন্য একটি রহস্য হয়ে থাকছে, যেখানে ন্যাটো ক্যাপিটেলিজমের রক্ষক হিসেবে কাজ করছে, সেখানে নব্য ক্যাপিটেলিজমের পিতা শি জিনপিং ও পুটিনের সাথে কেন তাদের মিল হচ্ছে না!

এখন নিউইয়র্ক সময় সকাল ৯: ০৮:
প্রি-মার্কেটে "ক্রেডিট সুইস" ব্যাংক শেয়ারের মুল্য: ০.৮৯ ডলার; ১ ডলার ১৮ সেন্ট কমেছে।
ইউবিএস ব্যাংক শেয়ারের মুল্য: ১৮.৮৮ ডলার; ৭০ সেন্ট বেড়েছে।


মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

নাহল তরকারি বলেছেন: চরম পুজিবাদ থেকে ভোগ করার চাহিদা সৃষ্টি হয়। তাই সবাই কম পরিশ্রম, কম সময়ে বড়লোক হতে চায়। তাই সবাই ঘুস খাওয়ার চেষ্টা করে।

২০ শে মার্চ, ২০২৩ রাত ৮:১১

সোনাগাজী বলেছেন:



আপনি সরকারী চাকুরী খুঁজেন।

২| ২০ শে মার্চ, ২০২৩ রাত ৮:০৭

শাহ আজিজ বলেছেন: শি জিন পিং এবং পুতিন ক্যাপিটালাইজ সোশ্যালিজম এ বিশ্বাস করে ।

২০ শে মার্চ, ২০২৩ রাত ৮:১২

সোনাগাজী বলেছেন:



ঔ রকম কোন সোস্যালিজম তো ছিলো না কখনো

৩| ২০ শে মার্চ, ২০২৩ রাত ৮:১৩

বাকপ্রবাস বলেছেন: সুইব ব্যাংকে টাকা রাইখা ফাইদা কী? মরার আগে সেইটা ইউজ করে কেউ? নাকি ওখানে টাকা আছে সেই খুশিতে মরে যায়? বর্তমান সময়ের মতো হরিলুট কখনো হয়নাই, অথচ আপনা চোখে ভাসছে খালেদার টাকা ওখানে আছে কিনা।

২০ শে মার্চ, ২০২৩ রাত ১০:১৯

সোনাগাজী বলেছেন:



বেগম জিয়াই হয়টো ১ম মেয়ে মানুষ, যিনি ওখানে রেখেছেন; এখন হয়তো সবাই রেখেছে।

৪| ২০ শে মার্চ, ২০২৩ রাত ৮:৫৪

শাহ আজিজ বলেছেন:
ঔ রকম কোন সোস্যালিজম তো ছিলো না কখনো


নতুন পয়দা করছে সোসিয়ালিজম ফেইল করার পর ।

২০ শে মার্চ, ২০২৩ রাত ১০:২০

সোনাগাজী বলেছেন:




চীন ও রাশিয়ায় সোস্যালিজম ফেইল করেছে; কিন্তু উহা রিফাইনড হয়ে ইউরোপে ফিরেছে।

৫| ২০ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৭

কামাল১৮ বলেছেন: সামন্তবাদের রাজনৈতিক কাঠামো ছিলো রাজতন্ত্র।তখন পৃথিবীর কেথাও সমাজতন্ত্রের নাম নিশানাও ছিল না।হাজার হাজার বছর অগে যখন সামন্তবাদ ছিল না তখন ছিলো আদিম সাম্যবাদ।
সামন্ত বাদের পরে আসলো পুঁজিবাদ।পুজিবাদের বিকাশের পর সাম্যবাদ।এখন পর্যন্ত সমাজ বিকাশের সর্বশেষ স্তর হলো সমাজতন্ত্র।

২০ শে মার্চ, ২০২৩ রাত ১১:৪৩

সোনাগাজী বলেছেন:



আদিম/অনুন্নত মানুষের মাঝে যা সাম্যবাদ নামে ছিলো, উহাই গত শতাব্দীর উন্নত মানুষের কাছে সমাজতন্ত্র নামে পরিচিত ছিলো।

৬| ২১ শে মার্চ, ২০২৩ রাত ১:২৫

জ্যাক স্মিথ বলেছেন: Always jump into the market after the catastrophe স্টক মার্কেটে এমন একটা কথা কিন্তু চালু আছে। আদানি গ্রুপের শেয়ারের দাম দেখুন কি ভয়াবহ দরপতন হইছিল, এখন আবার বেশ খানিকটা রিকভার করে ফেলছে। এমন ভয়াবহ একটা বিপর্যয়ের পর মার্কেটে ইন করতে পারলে কিন্তু কাজের কাজ হয়ে যেতো। স্টক মার্কেটে বিপর্যয় কিন্তু কারো কারো জন্য উত্তম সুযোগ। আপনার টাকা থাকলে যে সকল ব্যাংকের স্টক বিপর্যয় হয়েছে সেগুলা কিনে রাখতে পারেন, নরমাল মার্কেটের ফ্লোতে কিন্তু বেশ খানিকটা রিট্রেস বা রিকভার হয় আর এতে করে ভালো কিছু প্রফিট করতে পারবেন আশা করি।
তবে একটা স্টক যতই লোভনীয় পর্যায় থাকুক না কেন, এক স্টকে খুব বেশি বিনোয়োগ করা রিস্কি হয়ে যায়, তাই বছাই করে করে অনেকগুলো ভালো ঝুড়িতে ডিম রাখতে হবে।

২১ শে মার্চ, ২০২৩ রাত ২:২৯

সোনাগাজী বলেছেন:




ভালো উপদেশ; আপনি কি দেশে, নাকি প্রবাসে?

৭| ২১ শে মার্চ, ২০২৩ রাত ১:৩৩

জ্যাক স্মিথ বলেছেন: Risk Is Always Associated With Financial Markets. আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করছি, সিদ্ধান্ত আপনার।

২১ শে মার্চ, ২০২৩ রাত ২:৩১

সোনাগাজী বলেছেন:




চিন্তিত হবেন না; আমি বিনিয়োগের কথা বলছি না; আমি বলছি, রিসেশান বিশ্বের অর্থনীতিকে কিভাবে বদলাচ্ছে, উহা নিয়ে ভাবার জন্য।

৮| ২১ শে মার্চ, ২০২৩ দুপুর ১:১৮

জ্যাক স্মিথ বলেছেন: না আমি দেশেই আছি। আর বর্তমান অর্থ ব্যবস্থা যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে তাতে প্রতি ১০ থেকে ১৫ বছর অন্তর অন্তর একবার করে বড় ধরনের পতন বা বিপর্যয় আসে, একসময় সবকিছু কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় একের পর এক ব্যাংক ধ্বসে পরে, স্টক মার্কেটে ভয়াবহ দরপতন হয় এবং যাবতীয় অর্থ ব্যবস্থা ভেঙ্গে পরে, অতঃপর ধীরে ধীরে সবকিছু আবার নরমাল হতে শুরু করে এবং আবার ১০-১৫ বছর পর বিপর্যয় নেমে আসে। ইকোনোমির এই সাইকেলটা পৃথিবীর সব দেশে চলতেই থাকে। লাস্ট রিসেশান গেছে ২০০৮ সালে এখন ২০২৩, মানে মহা মন্দার মোক্ষম সময় এটা।

How The Economic Machine Works by Ray Dalio

২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০২

সোনাগাজী বলেছেন:



ক্যাপিটেলিজমের এই সমস্যায় মাত্র সাধারণ মানুষরা ভোগে

৯| ২১ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের একজন দূর্নীতিবাজ। সাড়ে ৯ হাজার কোটি টাকা দূর্নীতি করেছে। কিন্তু সে কোনো মন্ত্রী বা এমপি নয়। শোনা যাচ্ছে আগামী নির্বাচনে যে এমপি হবেই।
সেই লোক এখন বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছে। সুন্দর সুন্দর কথা বলছেন। অথচ সবাই জানে লোকটা দূর্নীতিবাজ।
দুদক তাকে ধরছে না। পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছে।

২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৪

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনা এখন ২য় বেগম জিয়ায় পরিণত হয়েছে; দেশ চালাচ্ছে ডাকাতেরা

১০| ২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:১২

বিটপি বলেছেন: সুইজারল্যান্ডের মানুষের জীবনযাত্রার মান অনেক উপরে উঠে আছে - কিছুটা পড়ে গেলে কোন সমস্যা হবেনা আশা করি।

২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৬

সোনাগাজী বলেছেন:



সমস্যা সেখানে নয়, সমস্যা হচ্ছে, ইহা একটি চেইন রিএ্যাকশানের সৃষ্টি করেছে; ইহার ঢেউ পৌছবে বিশ্বের সব অন্চলে।

১১| ২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪২

যবড়জং বলেছেন: টাকাগুলো সব জলে গেলো --------

২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৬

সোনাগাজী বলেছেন:



মানুষের নাগরিক অধিকার কমবে।

১২| ২১ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাদের কি হবে?

২১ শে মার্চ, ২০২৩ রাত ১১:৩০

সোনাগাজী বলেছেন:



আমেরিকার সাধারণ মানুষের অবস্হা বেশ খারাপের ভেতর চলে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.