![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
আগামীকাল ম্যানহাটনে গ্র্যান্ড-জুরির সামনে ট্রাম্পের শুনানি আছে; সেই শুনানীতে কি তাকে দোষী সাব্যস্ত করা হবে? তা' কেহ জানার কথা নয়। দোষী সাব্যস্ত করা হলেও, তাকে কি গ্রেফতার করার নিশ্চয়তা আছে? সেটাও কেহ বলতে পারে না। কিন্তু ট্রাম্প নিজে গত ১ সপ্তাহ থেকে প্রচার চালাচ্ছে যে, তাকে দোষী সাব্যস্ত করে, গ্রেফতার করা হবে অন্যায়ভাবে! ট্রাম্প নিজের সাপোর্টারদের উস্কানী দিচ্ছে, তারা যেন ম্যানহাটনে তীব্র প্রতিবাদ জানায়।
২০০৬ সালে ট্রাম্প ১ পর্ণ-নায়িকার সাথে যৌন সম্পর্ক স্হাপন করেছিলো; ২০১৬ সালে ভোটের আগে, মহিলাকে চুপ রাখার জন্য ১২০ হাজার ডলার দেয়া হয়েছিলো; সেটা নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে, ট্রাম্পের আইনবিদের ৩ বছর জেল হয়েছে। এখন সেটা গ্র্যান্ড-জুরির কাছে এসেছে ইনভেটিগেশনের জন্য। অনেক সাক্ষী মাক্ষীর কথা শোনা হয়েছে; এখন ট্রাম্পের শুনানির পালা। পঁচা ট্রাম্প ভয় পাচ্ছে, সে ধরা খেতে পারে।
ট্রাম্প তার নিজের সাপোর্টারদের উস্কানী দেয়াতে পুলিশ কোর্টের চারিপাশ ও ম্যানহাটনে যুদ্ধক্ষেত্রের মতো প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল কি ঘটবে কেহ জানে না; তবে, আমার মনে হয়, তার সাপোর্টারেরা তার জন্য বড় ধরণের কোন প্রতিবাদ করবে না; উল্টো, তার বিচার চেয়ে মিছিল হবে। তাকে যদি দোষী সাব্যস্ত করা হয়ও, তাকে সাথে সাথে হয়তো গ্রেফতার করবে না; কারণ, সে কোথায়ও পালানোর সম্ভাবনা নেই। দোষী সাব্যস্ত হলে তার বিচার শুরু হবে।
২১ শে মার্চ, ২০২৩ সকাল ৯:১২
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশে হবু চন্দ্রের অর্থনীতি চলছে, ওখানকার ব্যাংকগুলো ইলিশের বাজার কিংবা সুলতান ডাইনের ব্যবসার মতো লাভজনক; আমেরিকার ২১০ বিলিয়ন ডলারের ২ ব্যাংক ফেল করেছে; কিন্তু বাংলাদেশে ব্যাংগের ছাতার ব্যাংকও ফেল করবে না; কারণ, চোরেরা জানে উহাতে লালবাতি জ্বালালে নিজেদের ক্ষতি হবে।
ট্রাম্প ধরা খাবে, ১ সপ্তাহের মাঝে দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা ৭০ ভাগ।
২| ২১ শে মার্চ, ২০২৩ সকাল ৯:১৮
নূর আলম হিরণ বলেছেন: হ্যাঁ, ট্রাম্পের সমর্থকরা আস্তে আস্তে তার পিছন থেকে সরে যাবে।
২১ শে মার্চ, ২০২৩ সকাল ৯:২৮
সোনাগাজী বলেছেন:
আগামীকাল ওর জন্য কেহ বের হবে না; ২/১ জন বের হতে পারে নিজের ছবিটা মিডিয়ায় দেখার জন্য। শহরের অর্ধেক অংশ পুলিশ দখল করে ফেলবে। গ্রান্ডজুরি ক্ষেপবে, ও ইডিয়টকে দোষী সাব্যস্ত করতে পারে ১ সপ্তাহের মাঝে।
৩| ২১ শে মার্চ, ২০২৩ দুপুর ১:২২
বিটপি বলেছেন: ট্রাম্প খুব ভালো একজন প্রেসিডেন্ট ছিল। তার আমলে বিশ্ববাসী খুব শান্তিতে ছিল।
২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫১
সোনাগাজী বলেছেন:
ছোট একটা সমস্যা হচ্ছে, আমেরিকানরা আপনার স্কুলে পড়ে না।
৪| ২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: ট্রাম্প আমাদের দেশের লোক হলে তাকে বিচারের মুখোমুখি হতে হতো না।
২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৩
সোনাগাজী বলেছেন:
সে বাংগালী, বার্মা ও আফ্রিকার রাজনীতিবিদদের মতো।
৫| ২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৩৪
অক্পটে বলেছেন: ট্রাম্পকে বিচারের মুখোমুখি না করে বাংলাদেশে নির্বাসন দেয়া যায় কিনা।
২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৫১
সোনাগাজী বলেছেন:
সে বিশ্বের অনেক দেশের মানুষকে নিয়ে খুবই খারাপ কথা বলেছিলো ১বার।
৬| ২১ শে মার্চ, ২০২৩ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: বিচারে কি শাস্তি হবে? না জরিমানা?
২১ শে মার্চ, ২০২৩ রাত ১০:২১
সোনাগাজী বলেছেন:
এই সিষ্টেমটা আমাদের দেশ থেকে আলাদা। গ্রান্ডজুরী যদি তাকে দোষী সাব্যস্ত করে, তখন তার বিচার শুরু হবে মাত্র। বিচারে যদি দোষী প্রমাণিত হয়, শাস্তি হবে; নির্দোষও প্রমাণিত হতে পারে।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০২৩ সকাল ৯:০৪
শেরজা তপন বলেছেন: স্ট্যান্ডবাজ প্রাক্তন প্রেসিডেন্ট বরাবরই স্ট্যান্ডবাজিতে অভ্যস্ত! ফেসবুকে সুযোগ পেয়েই ফের শুরু করেছেন। খবরটা গতকালকে পড়েছিলাম তার মানে এই খবরটা ১ সপ্তাহ আগের আপনি যেভাবে বললেন। আমার ধারনা এখনো তিনি গ্রেফতার হননি?
আপনার আগের পোস্ট সুইস ব্যাংকের বিক্রির খবরটাও আগেই জেনেছিলাম অসমর্থিত সূত্রের খবর সরকার ক্ষমতায় থাকলেও সামনের বছর ৩-৪টি ব্যাঙ্ক হয় একিভুত হবে না হলে অন্য ব্যাংকের কাছে বিক্রি হয়ে যাবে।
বাংলাদেশে ফাইনান্সিয়াল কোম্পানির একিভুত হওয়ার তেমন কোন আইন নেই। সেজন্য নামিদামি ব্যাংক এবং বিশিষ্ট আইনজীবীরা ব্যপক চিন্তিত আছেন।