নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কিছু "নতুন" ব্লগারের জন্মের কারণই হচ্ছে আমার ব্লগিং

২৪ শে মার্চ, ২০২৩ সকাল ৯:০৯



আমরা নতুন নতুন ব্লগারের আগমণের জন্য উৎগ্রীব; সম্প্রতি বেশ কয়েকজন এসেছেন; এদের ২/৪ জন, এসে ১টা শুভেচ্ছা পোষ্টও লেখেননি, তার আগেই আমার পোষ্টে ঝাপ দিয়ে পড়েছেন মন্তব্য করতে; এদের মন্তব্যের আকার, গড়ে কমপক্ষে আমার পোষ্ট থেকে ঋষ্টপুষ্ট হয়ে থাকে। নতুন কেহ আমার পোষ্টে মন্তব্য করলে, আমি উনার বাসস্হানের খবর নিয়ে থাকি: উনি কি লিখেছেন! দেখা যায়, এরা ২/৪ মাসেও কিছুই লিখতে সমর্থ নন। যারা জন্মের পরের মিনিটে থেকে আমার পোষ্টে মন্তব্য করেন, এবং পোষ্ট লিখেন না, আমি তাঁদের প্রতি সন্দেহপ্রবন হয়ে যাই।

এদের ব্লগিং'এর আরেকটা ডিক হলো, আমি অন্যদের পোষ্টে কি মন্তব্য করছি, উহা নিয়ে লেগে যাওয়া: আমি 'তীর্যক' মন্তব্য করছি, আমি পোষ্টের বিষয়ের বাহিরে মন্তব্য করেছি, আমি ভয়ংকর খারাপ মন্তব্য করেছি, ব্লা ব্লা ব্লা। নিজে ১ কলম লিখতে পারেন না, আমার মন্তব্য নিয়ে লংকাকান্ড।

আমি কিসের উপর পোষ্ট লিখি ব্লগের সবাই জানেন: আমি চলমান ঘটনাপ্রাহ, রাজনীতি, অর্থনীতি, ফাইন্যান্স, অন্তজাতিক বিষয় নিয়ে লিখি; আমার লেখার সাথে অন্যদের লেখার কোন মিল নেই; কারণ, আমার লেখায় আমার নিজস্ব মতামত থাকে, আমি মিডিয়াতে আসা বিষয় নিয়ে লিখলেও, মিডিয়ার ভাবনা/ধারণা নিয়ে আমি লিখি না: আমি অন্য কারো মতামতের ধার ধারি না; আমি কারো বাণী, কোটেশন, মতামত, কিছুই আমার পোষ্টে উল্লেখ করি না। ফলে, আমার পোষ্টে মন্তব্য করতে হলে, চলমান বিশ্ব সম্পর্কে ন্যুনতম ধারণা থাকতে হবে। আমি "চমৎকার", "সুন্দর" এসব মন্তব্যের জন্য কাউকে জীবনেও ধন্যবাদ দিইনি।

এসব নব্য ব্লগারেরা, যারা জন্ম থেকেই আমার উপর বিক্ষুব্ধ থাকেন, তাঁরা আমার পোষ্টে খুব একটা সুবিধা করতে পারেন না। উনাদের জন্য বাকী থাকে, কোথায় কার পোষ্টে আমি সমালোচনা/কড়া মন্তব্য করলাম, সেখানে গিয়ে ঔ লেখকের লেখায় মলম লাগানোর কাজ শুরু করা: ভালো ১টা পোষ্টকে আমি ছাইতে পরিণত করেছি, ইত্যাদি বলে, লেখকের গলা ধরে কান্নাকাটি। তবে, উনাদের গন্তব্য একটি, একদিন দুর গগণের ব্লগারে পরিণত হওয়া।


মন্তব্য ৫১ টি রেটিং +০/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২৩ সকাল ৯:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: স্মৃতিভুকের সাথে তর্কে হেরে গিয়ে আপনি এই পোস্ট দিয়েছেন।

২৪ শে মার্চ, ২০২৩ সকাল ৯:২৯

সোনাগাজী বলেছেন:



উনি কি তর্ক করলেন, নাকি আমাকে খারাপ কথা বললেন? উনার কি পোষ্ট পড়ে আপনি এই সিদ্ধান্ত আসলেন? আপনার বিচার ক্ষমতা আছে?

২৪ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৩৪

সোনাগাজী বলেছেন:



আপনি দেখেন তো, আমি উনাকে কিছু বলেছিলাম, নাকি উনি অন্যদের পোষ্টে, আমার মন্তব্য নিয়ে আমাকে খারাপ কথা বলেছেন? আপনাদের সামান্য সাধারণ জ্ঞানও নেই; আপনারা ভিভাবে চলেন?

২| ২৪ শে মার্চ, ২০২৩ সকাল ১০:০১

বিটপি বলেছেন: নতুন ব্লগাররা মন্তব্য করলে সবাই দেখে, ব্লগ লিখলে দেখবে কে? আমি যতদিন সো কল্ড 'প্রথম পাতা'য় ছিলাম, তখন হাজার খানেক ভিউ পেতাম, অর্ধশতাধিক মন্তব্য পেতাম। জেনারেল হবার পর এখন ৫/৬ টা ভিউও পাইনা। কেউ যদি নাই পড়ে, কষ্ট করে ব্লগ লিখে লাভটা কি?

নতুন ব্লগারদের উচিৎ ব্লগ না লিখে কেবল কমেন্ট করে যাওয়া, তারপর প্রথম পাতায় এক্সেস পেলে পোস্ট করা।

২৪ শে মার্চ, ২০২৩ সকাল ১০:১০

সোনাগাজী বলেছেন:



লেখা যদি শক্তিশালী হয়, উহা ১ম পাতায় না'এলেও পাঠকেরা খুঁজে নিয়ে পড়েন। যিনি না'লিখেন, উনাকে ব্লগার ভাবার কারণ থাকতে পারে না।

সামুতে যারা লিখে না, এগুলোর বেশীর ভাগই দুষ্ট ব্লগারদের মালটি নিক।

৩| ২৪ শে মার্চ, ২০২৩ সকাল ১০:১৬

বিটপি বলেছেন: জ্বিনা, কারো আপনার মত এত ফালতু সময় নেই যে ব্লগ খুঁজে নিয়ে পড়বেন। রাজীব নুরের মত ব্লগারের ব্লগ মন্তব্য শূন্য ছিল। জটীল ভাই লিংক না ধরালে সেই ব্লগ হয়তো কেউ পড়তোই না। আপনাকে জেনারেল করলে আপনার ব্লগ পড়ার জন্য কয়জন যায়?

২৪ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৩০

সোনাগাজী বলেছেন:




আমার এই নিককে পুর্ন ব্লকে রাখা হয়েছিলো ৩ মাস; আমি কোন কিছু লিখতে পারতাম না, সম্পদনা করতে পারতাম না, শুধু আগের লেখা নিজের পোষ্টে কমেন্ট করতে পারতাম, ৩ মাসে আমি ৬০০ বেশী মন্তব্য পেয়েছি।

চাঁদগাজী নিকে "জেনারেল অবস্হায়" লেখা প্রতি পোষ্ট "আলোচিত পাতায়" আসতো, গড়ে ৫০/৬০টি মন্তব্য পড়তো।

৪| ২৪ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগে পক্ষ-বিপক্ষ থাকবে। এ নিয়ে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় পরিষ্তিতি টেকেল দেওয়া ভালো।

২৪ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৫০

সোনাগাজী বলেছেন:



যারালিখতে পারে না, ব্লগের তাদের কি কাজ?
টেকল দিতে আমার অসুবিধা হয় না, কিন্তু ডোডো পুষে কি লাভ?

৫| ২৪ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনিই শেষ্ঠ গুরু, ভ্রেবো।
আচ্ছা শ্রেষ্ঠ আর ব্রেভো বানানটা কি ঠিক আছে?

২৪ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৫১

সোনাগাজী বলেছেন:



আপনার বানান আপনি ঠিক করুন; আমি পড়ে বুঝতে পেরেছি আপনি কি বলতে চেয়েছেন।

৬| ২৪ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনি পোস্টের পরিসংখ্যান আর কয়টা মন্তব্য পেল; এসব নিয়ে ব্লগারদের মাপেন। একটা বিষয় হয়তো ভাবেন না সবাই কিন্তু লিখতে আর মন্তব্য পেতে আসেন না। কামাল সাহেব অথবা সাসুম (ইদানীং অনুপস্থিত) কয়টা পোস্ট দিয়েছেন? অথচ এরা ভালো ভালো মন্তব্য করেছেন, একজন এখনও করেছেন। ব্লগে সবাই বাহবা পেতে আসে না। সময় কাটাতেও আসে, শুধু পড়তেও আসে।

২৪ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

সোনাগাজী বলেছেন:



আপনার ভাবনাচিন্তা অনেক বড়।

২৪ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪০

সোনাগাজী বলেছেন:



আপনি ব্লগে সময় কাটাতে আসেন; আমি আসি শিক্ষিতদের লেখা পড়তে।

৭| ২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১১

ঋণাত্মক শূণ্য বলেছেন: ........আমি তাঁদের প্রতি সন্দেহপ্রবন হয়ে যাই। - সন্দেহ প্রবণতা মানসিক স্বস্থ্যের জন্য হুমকি। এটা থেকে দূরে থাকুন। কে কি করলো তা দিয়ে কি হবে?

এদের ব্লগিং'এর আরেকটা ডিক হলো.............. হা হা হা

...........................আমার লেখার সাথে অন্যদের লেখার কোন মিল নেই; কারণ, আমার লেখায় আমার নিজস্ব মতামত থাকে.......... - অন্য ব্লগারদের পোষ্টি কি তাহলে ধার করে আনা মতামতই থাকে? তাদের নিজেদের মতামত থাকে না?

---------------------------

আচ্ছা, এই যে আপনি নিজেকে এত বড় সংস্কারক ভাবেন, এই ভাবায় কতটুকু আনন্দ পান? মাঝে মধ্যে কি বিছানার উপরে লাফালাফি করেন?

২৪ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:



আমি যেসব বিষয়ে লিখি, ষেখানে আমার মতামত দিই বলেই আমার পাঠক থাকে; মানুষ বিষয়কে বুঝতে চান।

৮| ২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: স্মৃতিভুক আর রেজাউল আপনাকে অনেকদিন ধরে বিরক্ত করছে। কিন্তু মডারেটর কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না, বুঝতে পারছি না।

২৪ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

সোনাগাজী বলেছেন:



এখন দেখা যাচ্ছে, ক্রিমিনাল "জটিল" আমার পোষ্ট হাইজাক করেছে; ব্লগে অনেক ক্রিমিনাল ঢুকে গেছে। দেশ ভরে গেছে ক্রিমিনালে, সামানুাতিকভাবে ব্লগও ভরে গেছে ক্রিমিনালে।

৯| ২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ২:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


জন্ম নেক,কর্মকান্ডতো সন্দেহজনক।

২৪ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

সোনাগাজী বলেছেন:




জটিলের মতো ক্রিমিনাল কি করে ব্লগে পোষ্ট দেয়?

১০| ২৪ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: বলদ শ্রেণীর মন্তব্য নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। পোস্টের চেয়েও বড় মন্তব্য কেউ পড়েনা। গত বছর আমি সিনেমাটোগ্রাফি বানাতাম ২ মিনিটের। ভিউ খুব কম। এই বছর প্রতিটি ভিডিওর লেনথ ৩০ সেকেন্ড। ভিউ অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো।

২৪ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

সোনাগাজী বলেছেন:



আপনি কেমন আছেন?

বাংলাদেশের ২০% মানুষ ক্রাইমের সাথে যুক্ত, ঢাকার ৪০ ভাগ মানুষের ক্রাইম করে; ব্লগেও এরা আছে।

১১| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ৮:২৭

শূন্য সারমর্ম বলেছেন:



: জটিলের মতো ক্রিমিনাল কি করে ব্লগে পোষ্ট দেয়?

- ভারত ফেরত মডারেটর ভালো জানে,জটিলের সবুজ পতাকা উড়বে মনে হয় পবিত্র মাসে।

২৪ শে মার্চ, ২০২৩ রাত ৯:২৬

সোনাগাজী বলেছেন:



ব্লগে সুশিক্ষিত বাংগালীর তুলনায় ক্রিমিনালদের সংখ্যা বাড়ছে।

১২| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ৯:২৭

জ্যাক স্মিথ বলেছেন: আপনাদের কয়েকজনের কল্যাণে এই ব্লগ এখনো বেঁচে আছে। মানুষ ফেসবুক, ইউটিউব আর টিকটকে বুঁদ হয়ে আছে।

২৪ শে মার্চ, ২০২৩ রাত ৯:৪৯

সোনাগাজী বলেছেন:



টিকটক বাংগালী জাতির "জাতীয় সোস্যাল মিডিয়ায় (ক্লাব )" পরিণত হবে; জাতি নিজের আচরণকে প্রকাশ করার জন্য উপযুক্ত এ্যাপ পেয়েছে।

১৩| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ১২:২৩

নিমো বলেছেন: সকল ব্যবস্থায়ই কিছু টিকটিকির লেজ থাকে, যা কাজ ফুরালে খসে যায়। এগুলো নিয়ে ভাবার কিছু নেই।

২৫ শে মার্চ, ২০২৩ রাত ১:৫১

সোনাগাজী বলেছেন:



কিছু নীচুমানের লোকজন ব্লগটাকে নিজেদের কন্ট্রোলে রাখতে চায়; কিন্তু কিছু বুঝে না, লিখতেও জানে না।

১৪| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ১:০২

নিমো বলেছেন: সোনাগাজী বলেছেন:কিছু নীচুমানের লোকজন ব্লগটাকে নিজেদের কন্ট্রোলে রাখতে চায়; কিন্তু কিছু বুঝে না, লিখতেও জানে না।
ব্লগ বিগত বহু বছর ধরে এদের নিয়ন্ত্রণেই আছে। এই ধারা অব্যাহত থাকলে সরকারের জন্য ব্লগ বন্ধ করাটা সময়ের ব্যাপার হবে মাত্র।

২৫ শে মার্চ, ২০২৩ রাত ১:৫৩

সোনাগাজী বলেছেন:



সরকার বিএনপি'র মতো নীচুমানের দল, ও নীচুমানের লেখক পছন্দ করে; ব্যুরোক্রেটরা জানে নীচুমানের লেখকদের কারণে পংগু কালচারের জেনারেশন তৈরি হয়; এদেরকে আরবে ও মালয়েশিয়ায় বিক্রি করা যায়।

১৫| ২৫ শে মার্চ, ২০২৩ ভোর ৪:৩৪

চারাগাছ বলেছেন:
ব্লগে কোন লেখা গুলো বেশী পঠিত হয় ? আপনার পর্যবেক্ষণ কি বলে?

২৫ শে মার্চ, ২০২৩ সকাল ৮:৪৬

সোনাগাজী বলেছেন:



ক্যাচাল ও নীচুমানের লেখা।

১৬| ২৫ শে মার্চ, ২০২৩ সকাল ৮:৩৭

বিটপি বলেছেন: কামাল সাহেব আর সাসুম (ইদানিং অনুপস্থিত) বেশ ভালো ভালো মন্তব্য করেন? রূপক বিধৌত সাধু, আপনার ল্যাঞ্জা এভাবে সবাইকে না দেখালে হতো না?

২৫ শে মার্চ, ২০২৩ সকাল ৮:৪৯

সোনাগাজী বলেছেন:



সাসুমের ভাষা ব্লগের জন্য অনুপযুক্ত ছিলো; সে কোন কিছু সঠিকভাবে লিখতে পারতো না; কামাল সাহেব অনেক কমেন্টস করছেন; তবে, ধর্ম ও অর্থনীতি নিয়ে উনার কমেন্টস'এসমস্যা আছে।

১৭| ২৫ শে মার্চ, ২০২৩ সকাল ৮:৫৩

বিটপি বলেছেন: সাসুমের ভাষা ব্লগ লেখার জন্য খুব চমৎকার ছিল। বিশেষ করে মৃত্যুর পর মানুষের স্বাভাবিক পরিণতি নিয়ে একটা পোস্ট দিয়েছিল, আমি সেটাতে লাইক দিয়েছিলাম। কিন্তু সমস্যা হল কমেন্ট করতে সে স্বাভাবিক ভদ্রতা বাঁ বোধবুদ্ধির ধার ধারতোনা। কেউ তার কমেন্টের বিষয়বস্তু চ্যালেঞ্জ করলে সে পাশ কাটিয়ে যেত। স্পষ্ট যে, সে কেবল বিপরীত চিন্তাধারার ব্লগারদেরকে উত্তেজিত করার জন্যই কমেন্ট করত - তাদের সাথে গঠনমূলক তর্ক করার মানসিকতা তার ছিলনা।

২৫ শে মার্চ, ২০২৩ সকাল ৯:২৪

সোনাগাজী বলেছেন:



উনি কোন বিষয়ের উপর তেমন কিছু লেখেননি; উনার মন্তব্য থেকে উনার ধারণা, ভাবনাচিন্তা সম্পর্কে তেমন কিছু বুঝা যেতো না।

১৮| ২৫ শে মার্চ, ২০২৩ সকাল ১০:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বিটপি বলেছেন: কামাল সাহেব আর সাসুম (ইদানিং অনুপস্থিত) বেশ ভালো ভালো মন্তব্য করেন? রূপক বিধৌত সাধু, আপনার ল্যাঞ্জা এভাবে সবাইকে না দেখালে হতো না? সাসুমের ভাষাগত কিছু বিচ্যুতি ছিল। এছাড়া তেমন সমস্যা দেখিনি। কামাল সাহেব সব জায়গায় ধর্ম টানতে চেষ্টা করতেন; এখন অবশ্য করেন না। এছাড়া ওনার মন্তব্য খারাপ না। নতুনও দুর্দান্ত মন্তব্য করেন। এদের কথা এজন্য বলছি, এরা যা বিশ্বাস করেন তাই বলেন। কাউকে তোয়াজ করে চলেন না। এদের সমর্থন করি মানে এই না যে এদের সবই সমর্থন করি। তবে আমি ভিন্নমত পছন্দ করি। জ্বি হুজুর মানসিকতার লোকজন অপছন্দ করি। বেশি কিছু বলতে চাচ্ছি না। শুধু এতটুকু বলছি, আপনার মন্তব্যটা আপত্তিকর!

২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১০

সোনাগাজী বলেছেন:



আমার ধারণা, এই ব্লগে আপনাকে আমি সবার থেকে ভালো বুঝি।

১৯| ২৫ শে মার্চ, ২০২৩ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: জলিটভাই, রেজাউল, মিডো, সোনালী কাবিন এদের চেয়ে সাসুম উন্নত।

২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:২৫

সোনাগাজী বলেছেন:



জলিটভাই, রেজাউল, সোনালী কাবিন, এগুলো বাংলাদেশের রাস্তার ক্রিমিনাল

২০| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:০৫

মিরোরডডল বলেছেন:




জলিটভাই, রেজাউল, মিডো, সোনালী কাবিন, এগুলো বাংলাদেশের রাস্তার ক্রিমিনাল।


খেলাঘর কি জানে মিডো কে?
যদি জেনে থাকে, তাহলে কি একটু বলবে কেনো সে বাংলাদেশের রাস্তার ক্রিমিনাল?
সেতো বাংলাদেশে থাকে না, ক্রাইম যদি করেই থাকে, অস্ট্রেলিয়ার সিডনির রাস্তার ক্রিমিনাল হবে, বাংলাদেশের কেনো?
তার ক্রাইম হিস্ট্রিটা যদি একটু বলতো খেলাঘর, প্লীজ।

২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:২৩

সোনাগাজী বলেছেন:



রাজিব "মিডো" বলতে আপানার নিক বুঝায়েছে?
স্যরি, আমি বুঝতে পারিনি; আপনার সম্পর্কে আমার অনেক উঁচু ধারণা।

২১| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৮:৪৫

মিরোরডডল বলেছেন:




আমি জানতাম খেলাঘর না বুঝে বলেছে, that’s why I didn’t say anything aggressive, because I knew.
But I just wanted you to know.

এখন বলি খেলাঘর, what we’ve learnt?
আমরা সবাই জানি খেলাঘর রাজীবকে স্নেহ করে, there’s nothing wrong.
রাজীব খেলাঘরকে অনেক পছন্দ করে, এটাও ঠিক আছে।
কিন্তু কাউকে স্নেহ করা বা রেস্পেক্ট করা মানে এই না যে ব্লাইন্ডলি সমর্থন করতে হবে। We must use our sense.

আমরা মানুষ, ভুল করবো এটাই স্বাভাবিক। কাছের মানুষের দায়িত্ব ভুল শুধরে দেয়া। রাজীবের ওপর খেলাঘরের ইনফ্লুয়েন্স আছে। রাজীব ভালো ছেলে কিন্তু মাঝে মাঝে কিছু ভুল করে, অনেকটা ইচ্ছে করেই করে। সবাই বোঝালেও কারো কথা শোনে না। খেলাঘর যদি সত্যি রাজীবকে স্নেহ করে, তাহলে খেলাঘরের দায়িত্ব রাজীবকে ভুল করলে সেটা ধরিয়ে দেয়া, কাউকে না মানলেও খেলাঘরের কথা রাজীব শুনবে। এনিওয়ে, অনেক কথা বলে ফেললাম, ভালো থাকবে খেলাঘর।


২৬ শে মার্চ, ২০২৩ রাত ১:৫৪

সোনাগাজী বলেছেন:



ভালো কথা বলেছেন, ব্লগিং'এর ব্যাপারে রাজিবকে আরো কেয়ারফুল হতে অনুরোধ করবো।

২২| ২৬ শে মার্চ, ২০২৩ রাত ২:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি আপনার কাছ থেকে শক্ত কমেন্ট কীভাবে মোকাবেলা করতে হয়, তা শিখেছি।

২৬ শে মার্চ, ২০২৩ রাত ২:৫৯

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

ব্লগিং'এ, সঠিকভাবে কমেন্টের জবাব দেয়া, ও অকারণ আক্রমণকে ঠেকানো খুবই ভালো দক্ষতা।

২৬ শে মার্চ, ২০২৩ রাত ৩:০১

সোনাগাজী বলেছেন:



আমাকে যারা অকারণে আক্রমণ করে থাকে, এক সময় তারা খুবই হতাশ হয়ে পড়ে।

২৩| ২৬ শে মার্চ, ২০২৩ ভোর ৪:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দুয়েকজন নতুন ব্লগারের নাম বলেন দেখি যারা আপনার নজর কেড়েছে? মানে নজর রাখেন।

২৬ শে মার্চ, ২০২৩ ভোর ৪:৩১

সোনাগাজী বলেছেন:



নতুন কোন ব্লগার আসেনি; অনেকগুলো মালটি নিক এসেছে; এই নতুন মালটি নিকগুলোর মালিকেরা ভালো লোকজন নন।

২৪| ২৬ শে মার্চ, ২০২৩ ভোর ৪:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রাজীব নুরের মিডো তে চোখ আটকে গেল।

২৬ শে মার্চ, ২০২৩ ভোর ৪:৩৩

সোনাগাজী বলেছেন:



রাজিবকে আরেকটু কেয়ারফুল হওয়ার দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.