নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

মার্কেলের অভাব সহজেই বুঝা যাচ্ছে!

২৪ শে মার্চ, ২০২৩ রাত ৯:৪৫



আজকে, আমেরিকান ষ্টকমার্কেটে ইউরোপিয়ান ব্যাংকগুলো পড়ার শুরু করেছে, এরা টেনে আমেরিকার ব্যাংকগুলোকে নীচে নামিয়ে ফেলেছে; ক্রেডিট সুইসকে 'ফায়াস সেল' করা হয়েছিলো গত সপ্তাহে। আজকে সবার দৃষ্টি ডয়েচে ব্যাংকের প্রতি, ইহা ৯% পড়ে গেছে। ইউরোপের যেই কোন দুর্দিনে মার্কেল পাশে দাঁড়াতেন; আজকে, মার্কেলের দেশের ব্যাংক বেশ ভালো সমস্যায়; ফ্রান্স, বৃটেন, সুইস কারো সাধ্য নেই ডয়েচেকে সাহায্য করার।

তবে, ভালো খবর হলো, ডয়েছে ব্যাংকের মুল ব্যবসা হলো ইনভেষ্টমেন্ট ব্যাংকিং, রেগুলার ব্যাংকিং হচ্ছে সেকেন্ডারী; বাংলাদেশে ইনভেষ্টমেন্ট ব্যাংক নেই; ফলে, অনেকের কাছে ইহা পরিস্কার না'হতে পারে। ইনভেষ্টমেন্ট ব্যাংকের কাজ হলো, প্রাইভেট কর্পোরেশনকে ষ্টক-মার্কেটে আনার জন্য প্রসেসিং ও মার্কেটিং করা; ইহা থেকে তারা বড় আকারের ফি পায়, ফি থেকেও বড় আয় হচ্ছে, তারা 'ইনিশিয়েল অপারের' একাংশ পায়। তাই, ডয়েচে ব্যাংক কোনভাবে ফেল করবে না, তবে সম্পদ হারাবে, ব্যাংকের ইকুইটি কমবে, চাকুরী কাটতে হবে।

মার্কেল থাকলে, অবস্হা এইদিকে যেতো না; যথাসম্ভব, ইউক্রেন যুদ্ধ এভাবে প্রলম্বিত হয়ে ভয়ংকর অবস্হার দিকে যেতো না; কমপক্ষে, ইউক্রেন কোনভাবে জার্মান অস্ত্র পেতো না। জার্মানরা অস্ত্রের ব্যবসা করে না, তারা তৈরি করে কোটালিটি যন্ত্রপাতি ও ভারী শিল্পের যন্ত্রপাতি। মার্কেল থাকলে, তিনি সরাসরি পুটিনের সাথে একটা নিস্পত্তিতে যাবার ক্ষেত্র বের করতেন; মার্কলে কখনো আমেরিকা-নির্ভরশীল রাজনীতি করতেন না।

মার্কেল থাকাকালীন স্পেন, গ্রীস, পর্তুগাল, ইত্যাদি তাদের খারাপ সময়ে সাহায্য পেতো; এখন সেসব দেশ জার্মান সাহায্য পাবে না। স্পেন, গ্রীস, পর্তুগাল, ইত্যাদি এখন আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবসা থেকে পুরোপুরি আউট।




মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১০:২০

নিমো বলেছেন: পুঁজিবাদ আর ধর্মের মিলটা কোথায় বলে আপনার মনে হয় ?

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



সব ধর্মে "তকদীর" আছে: মানুষের ভাগ্য বড়মিয়ার হাতে; সামন্তবাদে বড়মিয়া ছিলো ফারাওনরা, চেংগিসরা; রাজতন্ত্রে বড়মিয়া ছিলো বৃটিশের রাণী, স্পেনের রাজা, ফ্রান্সের রাজারা; ক্যাপিটেলিজমে বড়রা হচ্ছে, তেলের মালিক, অস্ত্রের মালিক, টেকনোলোজীর মালিকেরা, এরা রাজারাণীদের সমান, এরা ধর্ম পছন্দ করে, উহাকে ধরে রাখছে: কারণ, ধর্ম মানুষকে বেকুবে পরিণত করার প্রসেস।

২| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:০১

শূন্য সারমর্ম বলেছেন:


ব্যাংকসমূহের পতনের ভবিষ্যৎ কি?

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৬

সোনাগাজী বলেছেন:



এগুলো ক্যাপটেলিজমের দুর্গ, সরকারগুলো এদেরকে আগের অবস্হানে নিয়ে যাবে।

৩| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৮

স্প্যানকড বলেছেন: গোটা বিশ্ব ডুবতে বসেছে মাথা মোটা ঘাড় ত্যাড়া নেতাদের জন্য। যা খুব পরিষ্কার ধরা দিচ্ছে সামনে আরও দিবে। ভালো থাকবেন খুব। রমজানুল মোবারক।

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৭

সোনাগাজী বলেছেন:



ইউরোপ আগে ছিলো বিশ্বের মগজ; উহাতে ভেজাল ঢুকে গেছে।

৪| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৭

নিমো বলেছেন: মূল বিষয় হচ্ছে দুটোতেই বিশ্বাস আর ভয়ের সঠিক সংমিশ্রণ থাকতে হবে, নইলে বুদবুদ ফাটতে থাকবে। এখন যেমনটা হচ্ছে।

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:২৮

সোনাগাজী বলেছেন:



কোন দু'টোর কথা বলছেন?

৫| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৩:১৫

কামাল১৮ বলেছেন: শেয়ার বাজার আমি বুঝিনা বললেই চলে।তার পরেও মেয়ে যে ব্যাংকে কাজ করে সেখানে কিছু সেয়ার বাজারে বিনিয়োগ করা আছে।আজকে বলে তোমার এতোটাকা বেড়েছে।কালকে বলে আসল থেকে এতো টাকা কমে গেছে।
এটা বুর্জোয়াদের একটা কারসাজি মানুষকে ফতুর বানাবার।

২৫ শে মার্চ, ২০২৩ রাত ৩:২৮

সোনাগাজী বলেছেন:



এসব ভুল ধারণার কারণে আপনারা সফল হননি ও বাংলার মানুষের সুযোগ আপনারা নষ্ট করেছেন।

শেয়ার মার্কেট হলো "ক্যাপিটেল" যোগাড়ের সবচয়ে বিশুদ্ধতম পথ; আপনি বুঝেন না, তারপর ইহা সম্পর্কে যা বললেন, পুরোটাই বেকুবী কথা। আপনারা তো দরকারী কোন কিছুই পড়েননি, শিখেনি।

৬| ২৫ শে মার্চ, ২০২৩ ভোর ৪:৪৫

চারাগাছ বলেছেন:
২৫ মার্চ নিয়ে কোন পোষ্ট এখনো আসেনি ব্লগে।
কাল দিনে আসতে পারে। কি বলেন?

২৫ শে মার্চ, ২০২৩ ভোর ৫:৩০

সোনাগাজী বলেছেন:




২৫ শে মার্চ নিয়ে সঠিভাবে লেখার মতো ব্লগার আমার চোখে পড়ছে না।

৭| ২৫ শে মার্চ, ২০২৩ সকাল ৭:১৬

কামাল১৮ বলেছেন: ঠিকই বলেছেন।শোসন করার কৌশল আমার জানা নাই।জানতে চাইও না।আমার টাকা আমি কিছুই করলাম না তাতেই বেড়ে যায় আবার কমে যায়।কি সুন্দর ভানু মতির খেল।
মার্ক্স তাই বলেছে পুঁজির চরম বিকাশে এটাই হবে।টাকা দিয়ে টাকার ব্যবসা।উৎপাদের সাথে কোন সম্পর্ক নাই।কয়দিন পরে বলবে আপনার সব টাকা শেষ।তার পর জংঙ্গলে বসবাস।যেটা আমেরিকা বাসি একবার করেছিল।
সুখী দেশের তালিকায় আমেরিকা কত নাম্বারে।যে দেশের পুলিশ মানুষের গলায় হাটুদিয়ে চেপে চেপে মেরে ফেলে বাকিরা তাকিয়ে দেখে, তারা টাকা দিয়ে টাকার ব্যবসাই করে।তাদের কাছে মানবতার থেকে বেশি দাম টাকার।

২৫ শে মার্চ, ২০২৩ সকাল ৭:৪২

সোনাগাজী বলেছেন:



আপনি অবুঝের মতো কথা বলছেন: শিল্পকারখানা করার জন্য "ক্যাপিটাল" হলো১ম শর্ত, মানুষ উহা পাবে কোথায়? আপনি তো মার্ক্সের "ম"ও বুঝেননি; উনি বলেছেন, নাগরিক অধিকারের বোলয়, সবাই যেন সমান পায়; কিন্তু মানুষ যদি উৎপাদন করতে না'পারে, আয় হবে কিভাবে, চাকুরী হবে কিভাবে, মানুষ যদি বেকার থাকে, কিভাবে জাতি চলবে, মানুষকে পেসনশন দিবে কোথা থেকে। আপনারা পাগলামীকরে সময় ব্যয় করেছেন, মানুষকে বলার মতো আপনাদের কিছুই ছিলোনা।

আমেরিকা সুখী দেশের উদাহরণ নয়, সুখী দেশের কিছুটা উদাহরণ হচ্ছে,সুইডেন, ফ্রান্স, কানাডা।

৮| ২৫ শে মার্চ, ২০২৩ সকাল ১০:১৩

কামাল১৮ বলেছেন: ফ্রান্স, কানাডা সুখী দেশের প্রথম দশটি দেশের তালিকায় নাই।ইউরোপের কোন দেশ আমেরিকাকে সভ্য দেশও ভাবেনা।
আমেরিকা ক্যাপিটাল বানিয়েছে লুট পাট করে।সারা বিশ্ব শোসন করেছে আমেরিকা।প্রথম করেছে বৃটিশ তারপর আমেরিকা।শোসনের মাত্রা যত কমবে আমেরিকার তেলতেলে ভাব তত কমে যাবে।তার তাসের ঘর একদিন ধপাস।
সমাজতন্ত্রে সবাই সমান পায় না।আপনি মনগড়া কথা বলছেন।সমাজতন্ত্রে ক্যাপিটালের শোসন থাকে না।উৎপাদন অনুপাতে বন্টন।যারা বেশি উৎপাদন করবে তারা বেশি পাবে যারা কম উৎপাদন করবে তারা কম পাবে।
আলোচনায় কখনো পারসোনাল হবেন না।বিষয়ের মধ্যে থাকবেন।তাহলে পরস্পর পরস্পরের কাছ থেকে অনেক কিছু জানতে পারেন।কেউ সবকিছু জানে না।আমিও না আপনিও না।

২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

সোনাগাজী বলেছেন:



আপনি যেসব কথা বলছেন, এগুলো সঠিক হচ্ছে না।

৯| ২৫ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: কামাল১৮ যদি হন উত্তর মেরু, আপনি দক্ষিন মেরু।

২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

সোনাগাজী বলেছেন:



উনি পড়ালেখা না করে বেকুবী ছাত্র রাজনীতি করেছেন, আজকের বিশ্ব নিয়ে উনার কোন ধারণাই সঠিক নয়।

১০| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: তবে উনি জ্ঞানী মানুষ। উনার অভিজ্ঞতা অনেক।

২৬ শে মার্চ, ২০২৩ রাত ১:৫০

সোনাগাজী বলেছেন:



উনি ইউরোপকে সঠিক পথে ধরে রেখেছিলেন; এখন ইুরোপ আমেরিকাকে অনুসরণ করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.