নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ইউক্রেন যুদ্ধ দুষ্ট ট্রাম্পের ভাগ্য খুলে দিতে পারে!

২৭ শে মার্চ, ২০২৩ রাত ১:২৮



আমার মতে, ইউক্রেন যুদ্ধ দুষ্ট ট্রাম্পের ভাগ্য খুলে দিচ্ছে; যুদ্ধের দায়ভার খুব সহজেই বাইডেনের ঘাঁড়ে পড়ে গেছে: যুদ্ধে আমেরিকার সাধারণ মানুষ যেভাবে ভুগছে, বাইডেন এই অপবাদ কোনভাবে মুছতে সক্ষম হবে না, ভোটে ইহার প্রভাব পড়বে। ট্রাম্প নিজের সময়ে নতুন করে কোন যুদ্ধ শুরু করেনি, ইহা ট্রাম্পের জন্য প্লাস পয়েন্ট হবে আগামী ভোটে।

ট্রাম্প আগামী ইলেকশানে রিপাবলিকান দল থেকে ১ম প্রার্থী প্রেসিডেন্ট পদপ্রার্থী; তার ১ম টার্মে, সে যেসব ঘটনা ঘটায়ে গেছে, সে জেলে থাকার কথা; কিন্তু তাকে আজ অবধি জেলে পাঠানোর মতো কোন মামলা কোর্টে আনতে সক্ষম হয়নি বর্তমান ডেমোক্রেট সরকার। ইহার পেছনে শক্ত কারণ হচ্ছে, কংগ্রেস এই ব্যাপারে বিভক্ত; কারণ, সিনেটর ও কংগ্রেসম্যানরা বুঝে যে, সাধারণ আমেরিকানরা প্রাক্তন কোন প্রেসিডেন্টকে জেলে পাঠানোর জন্য বিশালভাবে আগ্রহী নয়।

২০২১ সালে, পার্লামেন্ট ভবন আক্রমণ নিয়ে ট্রাম্পের সঠিক বিচার হলে, এবং সে জেলে গেলে, তখন আইনীভাবে ভোটে অংশ নিতে পারতো না; এখন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টটেটিভস'এ রিপাবলিকানরা মেজোরিটি; এখন তার বিচার করতে পারবে বলে মনে হয় না; সময় চলে গেছে।

আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে, আফ্রিকান আমেরিকানরা কিন্তু যুদ্ধ-বিরোধী; তারা বাইডেনের দ্বারা ভালোভাবেই এবার উপকৃত হচ্ছে; কিন্তু তারা যুদ্ধ চাহে না; যুদ্ধের অর্থনৈতিক চাপে তারা সহজে কাহিল হয়ে যায়।

কোভিড নিয়ে ট্রাম্পের অবহেলা ও ক্ষমতা ছাড়ার সময় গন্ডগোল করায় বেশ পরিমাণ রিপাবলিকানরা চুপ হয়ে গিয়েছিলো; কিন্তু এখন তারা যুদ্ধের সমালোচনা করার সময়, ট্রাম্পের প্রশংসা করার সুযোগ পাচ্ছে।


মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ২:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:

দ্যা আলকেমিস্ট "বইয়ের মত পুরো প্রকৃতি সর্বোচ্চ সার্পোট করছে,ট্রাম্প যেনো জেলে যেতে না পারে।

২৭ শে মার্চ, ২০২৩ রাত ৩:৪৫

সোনাগাজী বলেছেন:



তার হাতে আমেরিকা ১৯৬১ সালের আগের সময়ে ফিরে যেতে পারে।

২| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ৩:২১

কামাল১৮ বলেছেন: যুদ্ধ পৃথিবীর কেউ পছন্দ করে না।যাঁদের অস্ত্রের কারখানা আছে তারা পছন্দ করে।তারা সুধু পছন্দই করে না যুদ্ধ লাগিয়ে রাখে।ট্রাম্প অস্ত্রের কারখানার মালিকদের পয়সায় নির্বাচন করে নাই।

২৭ শে মার্চ, ২০২৩ রাত ৩:৪৭

সোনাগাজী বলেছেন:


সে কার টাকায় নির্বাচিত হয়েছিলো, আমেরিকা এখনো ঠিক জানে না। সে বলেছিলো নিজের টাকায়; তবে, সেটা মিথ্যা।

৩| ২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ট্রাম্পের দলীয় নমিনেশন কি নিশ্চিত?

২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৩

সোনাগাজী বলেছেন:




রিপাবলিকান দল থেকে আরো আরো প্রার্থী নাম লেখাবে; অন্যতম ১জন হবে, ফ্লোরিডার গভর্ণর।

৪| ২৭ শে মার্চ, ২০২৩ সকাল ১০:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ট্রাম্পকে কি আবার ভোট করে রিপাবলিকান প্রার্থী হতে হবে?

২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৪

সোনাগাজী বলেছেন:



সঠিক, তাকে রিপাবলিকন "প্রাইমারী" হয়ে যেতে হবে।

৫| ২৭ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৪৮

রানার ব্লগ বলেছেন: উনিতো শুনেছি ঘোষণা দিয়েছেন উনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ হতোই না ।

২৭ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:১৫

সোনাগাজী বলেছেন:



সে ইউক্রেনকে পছন্দ করে না; সে পুটিনের বন্ধু

৬| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: জাতিসংঘ না ন্যাটো কারা বেশী ক্ষমতাবান?

২৭ শে মার্চ, ২০২৩ রাত ১১:৩৩

সোনাগাজী বলেছেন:



জাতি সংঘের লোকদের বেতনের বড় অংশ আসে ন্যাটো-দেশগুলো থেকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.