নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ঘোষণা দিয়ে ব্লগ ছেড়ে চলে যাওয়া

০১ লা এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫



****** কমেন্টব্যানে আছি, কমেন্ট মাইনিং করতে পারবো না।

২'জন ব্লগারের অনুপস্হিতি আমি অনুভব করি, এঁদের ১ জন হচ্ছেন, ব্লগার এলিয়ানা সিম্পসন, অন্যজন ব্লগার ওমেরা; এঁরা যদি পোষ্ট করে, এঁদের বর্তমান জীবন সম্পর্কে কিছূটা আঁচ দিতেন, আমি উৎসাহের সাথে পড়তাম। এঁরা ২জনই নীরবে সরে গেছেন, কিংবা কমপক্ষে নীরব হয়ে আছেন; কোন কারণ দেখাননি, কোন ধরণের ঘোষণা দেননি, কাউকে দোষারোপ করেনি; আমার বিশ্বাস এঁরা ২জনই নিজের জীবন নিয়ে ব্যস্ত আছেন, হয়তো ফেইসবুকে কিংবা অন্য সোস্যাল মিডিয়ায় আছেন।

আমি সামুতে তখন চাঁদগাজী নিকে ছিলাম, একজন আমেরিকাবাসী ব্লগারের পোষ্ট আমাকে আকৃষ্ট করলো, তিনি আমেরিকান জীবনের সাধারণ বিষয়ে লেখেন; কিন্তু বাংলাদেশে অবস্হিত বাংগালী ব্লগারদের লেখাকে, ধারণাগত কারণে শক্তভাবে সমালোচনা করেন। উনার লেখা থেকে বুঝা যেতো যে, উনি ছাত্রী। বাংলাদেশের রাজনীতি নিয়ে উনার সাথে আমার মতের গরমিল ছিলো; বিশেষ করে শেখ হাসিনার রাজনীতি নিয়ে, তিনি শেখ হাসিনার ভক্ত ছিলেন; সেটা নিয়ে বেশ কয়েকবার কথা কটাকাটির পর, দেখি উনি বেশ কয়েকমাস নীরব, পোষ্ট নেই কমেন্ট নেই; ২/৩ মাস পরে আমার পোষ্টে কমেন্ট করার পর বুঝলাম, উনি 'জেনারেল' হয়েছিলেন। এরপর, সামু উনাকে ব্যানে কিংবা সেমিব্যানে রাখায় তিনি নতুন নিক নেন, 'এলিয়ানা সিম্পসন'; উনি সর্বশেষ কিছু কমেন্টে জানিয়েছিলেন যে, উনি মেডিসিনে ডিগ্রি শেষ করে, ইন্টার্নীর জন্য তৈরি হচ্ছেন। আমার ধারণা, তিনি ভালো লিখতেন।

ব্লগার ওমেরা সুইডেনে পড়তেন, আমি উনার লেখার ভক্ত ছিলাম না; কিন্তু সুইডেনে পড়ালেখা করছেন, ইউরোপীয় পরিবেশে বড় হচ্ছেন, এসব কারণে আমি উনার পোষ্ট পড়তাম। উনি খুবই ধর্মীয় ছিলেন; ফলে, উনার অনেক ধারণার সাথে আমার ধারণার মিল ছিলো না, আমি সমালোচনা করতাম। উনি সেখানে পড়ালেখা শেষ করার পর্যায়ে থাকার সময় কিছু পোষ্ট দিয়েছিলেন। আমি উনার সর্বশেষ পোষ্টে পড়েছিলাম, উনি পার্ট টাইম চাকুরী করছিলেন, কিংবা ইন্টার্ণী করছিলেন। উনি একটা ব্যাপারে আমার উপর মন খারাপ করতেন, উনার প্রিয় একজন ব্লগারের লেখার ধারণা নিয়ে আমি বেশ কড়া সমালোচনা করতাম। ওমেরার লেখায় অনেক সিনটেক্স ও ধারণাগত ভুল থাকতো; তবে, লেখা মোটামুটি ভালোই ছিলো।


মন্তব্য ৩৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৮:১১

ডার্ক ম্যান বলেছেন: জিয়াউর রহমান রেডিওতে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে বিখ্যাত হয়েছিলেন।
ব্লগে তেমন কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৮:২৭

সোনাগাজী বলেছেন:



তবে, ব্লগে মিলিটারী শাসনের সাপোর্টার অনেক; খুনী জিয়া ব্লগে বেশ পপুলার।

আমি কমেন্ট ব্যানে আছি।
আপনার পোষ্ট পড়েছি, কমেন্ট করতে পারিনি; আপনার পোষ্ট পড়ে মনে হচ্ছে, আপনি আপনার খারাপ অভিজ্ঞতার কারণে "সব মেয়েদের খারাপ" বলছেন; আসলে, বাংগালী মেয়েদের তুলনায়, বাংগালী বেশীরভাগ ছেলে স্বামী হওয়ার যোগ্য নন।

২| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৮:৪৩

জ্যাক স্মিথ বলেছেন: ব্লগার আসবে যাবে এটাই নিয়ম, কিন্তু মাত্র একজন মানুষের সাথে দ্বন্দের কারণ দেখিয়ে ঘোষণা দিয়ে ব্লগ ছেড়ে যাওয়াটা ছেলে মানুষী। সবার সাথেই ভালো সম্পর্ক এটা তো হতে পারে না, দুই চার জন যদি হেটার না থাকে তাহলে সে আবার কেমন ব্লগার!!

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৮:৫৬

সোনাগাজী বলেছেন:



গতকাল ১ টা পোষ্ট এসেছিলো, সেখানে কয়েকজন 'শক্তিশালী' ব্লগারের চলে যাওয়া নিয়ে ব্লগের কিছু 'খারাপ ব্লগার"কে দোষারোপের কথা উঠেছিলো; আমি গতকালই জানলাম যে, উনারা 'শক্তিশালী' ব্লগার ছিলেন! আমি জানতাম যে, এদের মাঝে সবাই শক্তিশালী ধর্মপ্রচারক ছিলেন, ও কমপক্ষে ১ জন মিথ্যুক ছিলেন।

৩| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৮:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


জনমদাসী ব্লগ ছেড়েছিলো কেন?

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ৯:০৬

সোনাগাজী বলেছেন:



সেই এক ভায়ানক কেলেংকারী ছিলো; উনি ইমোশানেল সমস্যায় ভুগতেন, উনার নিজস্ব একটা ফ্যান্টাসী জগত ছিলো, তিনি সেখানেই বাস করতেন। কিন্তু কিছু বেকুব ও নিষ্ঠুর ব্লগার উনাকে ত্যক্ত-বিরক্ত করার পর, উনি চুপ হয়ে গিয়েছিলেন; সামুও উনাকে শাস্তির আওতায় এনেছিলো, বোধ হয়।

৪| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১০:০২

ডার্ক ম্যান বলেছেন: সব মেয়েদের খারাপ বলছি না। আমি এমনও মেয়েকে চিনি যিনি স্বামীর সাথে বনিবনা না হওয়ায় স্বামীকে ডিভোর্স দিয়েছেন। কিন্তু কোন মামলা তো দূরে থাক। কাবিনের টাকা পর্যন্ত নেন নি।
চট্টগ্রামে ইদানিং কাবিন ব্যবসাটা প্রকট আকার ধারণ করেছে।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১০:১১

সোনাগাজী বলেছেন:



চট্টগ্রামে বিবিধ জেলার মানুষ বাস করেন; আপনি নিজে কি চট্রগ্রামী, যাকে বিয়ে করেছিলেন, সেও চট্টগ্রামী ছিলো?

৫| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১০:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:



কবিতার যাদুকর সেলিম আনোয়ার মাঝে মাঝেই হাওয়া হয়ে যান। এই মানুষটির কবিতা আমি পড়ি। আপনি দেশে আসলে ভেবে রেখেছি একদিন সেলিম সাহেবের অফিসে গিয়ে চমকে দিবো। আমরা ধারণা আপনাকে আমাকে এক সাথে দেখে ছোটখাটো হার্ট আ্যাটাক হতে পারে সেলিম সাহেবের।

সেলিম সাহেবের অফিসে দশ কিলো সন্দেশ নিয়ে যেতে হবে।


০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১০:৪১

সোনাগাজী বলেছেন:



উনি আজীবন বিরহের কবিতা লিখেন; সেইজন্য অনেক কবিতা পড়া হয় না; উনি প্রফেশাল মানুষ, আড্ডা জমবে।

৬| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৭

রানার ব্লগ বলেছেন: ব্লগার যাবে আসবে এটাই নিয়ম। আপনি যাদের কথা বলছেন তারা হয়তো অন্য নিকে আসেন।

০২ রা এপ্রিল, ২০২৩ রাত ২:৫৬

সোনাগাজী বলেছেন:



মনে হয় না, অন্য নিকে এলে আমি বুঝতে পারতাম। এলিয়ানা অন্য নিকে এলে আমার পোষ্টে আসতো, 'অনল চৌধুরী'র পোষ্টে কমেন্ট করতো, 'অনল চৌধুরী'কে উনি ভালোবসেন না।

৭| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



সেলিম আনোয়ার সাহেব মজাদার মানুষ তিনি বিরহ করে মজা পান। তাই বিরহ কবিতা লিখেন। আরেকটি বিষয় তাঁর অফিসে মহেশখালির এক খাচি পান আর সুপারি সহ আমাদের চাটগায়ের ঝিনুকের চুন নিয়ে যেতে হবে। ভদ্রলোকের অফিসে যেনো হুলুস্থুল অবস্থা হয়।

আমি কখনো পান সুপারি খাই নি, তবে মহেশখালির পান সুপারি আর আমাদের চাটগায়ের ঝিনুকের চুন দিয়েছি যাদের, তারা আজও আমাকে মনে করেন।

০২ রা এপ্রিল, ২০২৩ রাত ২:৫৭

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, কবিকে দেখতে যেতে হবে। উনি কি পান খান?

৮| ০২ রা এপ্রিল, ২০২৩ রাত ১২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ইঁদানিং আঁপনার চঁন্দ্রবিন্দু প্রিঁতী বেঁড়েছে গুরু!

০২ রা এপ্রিল, ২০২৩ রাত ২:৫৯

সোনাগাজী বলেছেন:



কিছু কিছু ব্লগারের জন্য ইহার দরকার হয়।

৯| ০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ৮:১৭

ডঃ এম এ আলী বলেছেন:



অনেকেই বিবিধভাবে বলে আমি আর নেই এ ব্লগে
উত্তেজনায় তাদের জন্য আমাদের হৃদয় কি আদৌ ছটফট করে?
আমি মনে করি আমরা তাদেরকে সেখানে পাব যেখানে তারা আসলেই থাকতে চান ।
মনকে প্রশ্ন করা উচিত আমাদের হৃদয় প্রজাপতি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা কি করে?
তাদের বিদায় ক্ষনের কোন অনুভুতি কোন জায়গায় আমাদেরকে জ্বালায় ?
আমাদের কণ্ঠস্বর কি তাদের অভাবে দুর্বল থেকে দুর্বল হয়ে যায়?
তাদের অনুপস্থিতি কি আমাদেরকে দেয়ালে ঠেকায় ?
উত্তর যদি না বোধক হয় তবে স্বেচ্ছায় যারা ব্লগ ছেড়ে চলে যান
তাদের জন্য হা হুতাস কি আদৌ মানায় !!

অমার মনে পড়ে এই সামু ব্লগের একজন উঠতি কবি চন্দ্ররথা রাজশ্রী ২০১৬ সালে
তাঁর মাত্র ৪ মাস একটিভ ব্লগ জীবনে মাত্র ১১টি কবিতা লিখে উঠতি কবি হিসাবে এ
ব্লগের নামি সকল ব্লগারের দৃষ্টি আকর্ষন করেছিলেন । তাঁর পোষ্টে পাঠক প্রিয়তা ও
মন্তব্য সংখ্যাও একজন উঠতি কবির জন্য বেশ ভাল প্রাপ্তি বলেই
ধরে নেয়া যায় । তিনি তার last but one পোষ্টে আমি নেই শীর্ষক একটি কবিতায় লিখেছিলেন
তোমার আর কিছুতেই আমি নেই
বুকে নেই , মুখে নেই
অস্থিতে নেই, স্বস্তিতে নেই
উষ্ণতা হয়ে চাদরে নেই
চমকে উঠা আদরে নেই ।


তাঁর এই নেই হয়ে যাওয়ার কবিতা পাঠে
ব্লগের সে সময়কার নামী ব্লগারদের পক্ষ থেকে
তাঁর পোষ্টেই মন্তবাকারে
( এখনো অনেকে বেশ একটিভ )
তাকে নেই না হওয়ার জন্য সে কি আকুতি ।
তবু তিনি ঠিকই সকলের অলক্ষে দিন কয়েকের মধ্য
আর একটি পোষ্ট প্রকাশ করে সত্যিই নাই হয়ে গেলেন ।
তার জন্য কারো আর কোন হা হুতাস নাই ,
ব্লগ ছেড়ে যাওয়াটা তাই কোন ব্লগারের
একান্ত নিজের বিষয় , এর জন্য কাওকে
দুষারোপের কিছু নেই ।

কোন রূপ ঘোষনা ছাড়াই অনেক নামি দামী জনপ্রিয়
ব্লগার সামুর জগত হতে নাই হয়ে গেছেন সকলের
অগোচরে, ফিরে আসাটা তাদের একান্ত নিজস্ব ব্যপার।
তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের আকুতি মিনতি
অনেকাংশই নিস্ফল হবে সেগুলি তাদের ঠিকানায়
পৌঁছবেনা বলে । অবশ্য ঘোষনা দিয়ে যারা চলে যান
তাদের মনে ফিরে আসার একটি সুক্ষ বাসনা রেখেই
যান , যার ফলাফল প্রকাশ পায় ঘোষনার দেয়ার
ক্ষানিক বাদেই । যাহোক, কামনা করি ঘোষনা দিয়ে
চলে যাওয়া ব্লগারগন ফিরে আসুন , আমরা তাদের
ফিরে আসা প্রত্যাশা করি , সামু ব্লগ গুন গুন করুক
তাদের গুণমানে সমৃদ্ধ শুশীল বিচরনে ।

০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫৫

সোনাগাজী বলেছেন:



আপনার শরীরের ব্যথা কি কন্ট্রোলে এসেছে?

বাংলাদেশের সাম্প্রতিক অবস্হা ও ইহার ফলে জাতি বড় অংশ, কৃষক পরিবারগুলোর জীবন নিয়ে আপনার ভাবনাচিন্তা কি রকম?

যারা 'শক্তিশালী ব্লগারদের' চলে যাওয়া নিয়ে হতাশ, তারা পোষ্ট পড়েন না, ব্লগে একটিভব্লগারদের সংখ্যা গণনা করেন; তারা পোষ্ট পড়েন না বলেই ব্লগারেরা চলে যান। আমি পোষ্ট পড়লে, পোষ্টের সিমানটিকের উপর প্রশ্ন করি, ইহা অনেকের জন্য সমস্যা হয়, সন্দেহ নেই।

১০| ০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ৮:৪৬

কামাল১৮ বলেছেন: সবাই যদি সহমত সহমত করি তবে চিন্তার বিকাশ হবে কি ভাবে।তাদের না হয় সর্বশ্রষ্ঠ একখান বই আছে যেটা পড়ে তারা সবকিছু জেনে যান কিন্তু সবারতো তা নেই।তাই তো বিভিন্ন প্রশ্নে বিরোধ হয়,তর্ক বিতর্ক হয় এটা মেনে নিতে হবে।মেনে নিলেই আর সমস্যা থাকে না।যুক্তি দিয়ে তর্ক করুন।

০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৯

সোনাগাজী বলেছেন:



কানাডার এক নারী ব্লগার আমার উপর ১ হাত নিয়েছেন দেখলাম; উনার বই'এর কিছু অংশ ব্লগে দিয়েছিলেন, যারা পড়েছেন, তাদের আক্কেল আগের থেকে কমে যাবে বলে আমার ধারণা।

১১| ০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ৯:০৯

শ্রাবণধারা বলেছেন: আপনার পোস্ট পড়তে আমার মোটের উপর বেশ ভালো লাগে। তবে সত্যি বলতে অনেক ব্লগারদের পোস্টে আপনার মন্তব্য আমার কাছে খুবই অনভিপ্রেত মনে হয়। একেবারে সম্প্রতিক উদাহরণ হলো, ব্লগার জুন আপার ওমরাহ বিষয়ক পোস্টে আপনার মন্তব্য একেবারেই যাকে বলে "Enfant terrible" টাইপের।

"Enfant terrible" এঐ ফরাসি অভিব্যক্তি ছাড়া আপনাকে বিশেষায়িত করার মত বিশেষন আপাতত খুজে পাচ্ছি না।

আর হ্যা, আপনার লেখা-পড়ার দুরবস্থা নিয়েও আমি হতাশা বোধ করি। বিশেষত, "ইউভাল নোয়াহ হারারি" কি বিষয় নিয়ে লেখেন এ জাতীয় প্রশ্ন খুবই হতাশাব্যাঞ্জক।

এত ব্লগ লেখেন, মাঝেমাঝে দু-চারটা বইও পড়ে দেখতে পারেন। আনপার বাসার কাছের কমিুনিটি লাইব্রেরি টাতেই হারারির Sapiens: A Brief History of Humankind এবং "21 Lessons for the 21st Century" বই দুটো পাওয়া যাবে। হার্ড কপি না হলেও অনলাইন ভার্সন পাবেন। নিদেন পক্ষে দ্বিতীয় বইটা পড়ে দেখতে পারেন।

এত কথা বললাম, কারণ হলো আপনাকে কমেন্টব্যান করা হয়েছে বিষয়টা আমাকে ব্যথিত করলো। কে জানে, হয়তো জুন আপনার ভালো একটা লেখায় অপ্রাসঙ্গিক মন্তব্যের কারনেই আপনাকে কমেন্টব্যান করা হয়েছে।

০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৮

সোনাগাজী বলেছেন:



ইউভাল নোয়াহ হারারি সম্পর্কে পড়ার পর, আমার মনে হয়েছে যে, উনার বই পড়া হয়ে গেছে। আপনি যখন বলছেন, উনার বই ২টি পড়বো।

০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৯

সোনাগাজী বলেছেন:




জুনের পোষ্টে আমি যেই কমেন্ট করেছি, উহার ব্যাপারে আমি এখনো অনড়; জুন কি কারণে নিজকে "গুনাহগার" ঘোষণা করলেন? এসব কি ধরণের কথা? উনি মক্কা ভ্রমণ করছেন, ইবাদত করছেন, এটা জানানোর জন্য নিজকে "কল্পিত গুনাহগার" ঘোষণা করার কোন দরকার ছিলো?

১২| ০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ৯:১৯

বিটপি বলেছেন: আপনি ব্লগারদের পড়াশোনা নিয়ে খোঁটা দেন, কিন্তু সেই খোঁটাকে উপেক্ষা করে ব্লগে টিকে থাকাই বিচক্ষণতার লক্ষণ।

০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৬

সোনাগাজী বলেছেন:




আমি যদি আমাদের দেশের লাইব্রেরীতে বাংলা ভাষায় "প্লেবয়" ও "A history of Western Philosophy" বইটা রাখি, প্রথমটার পাঠক বেশী হবে সব সময়।

১৩| ০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার কারণে কিছু ব্লগার আসছে, কিছু ব্লগার ব্লগ ছাড়ছে বিষয়টা আপনি কিভাবে দেখেন।

০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৭

সোনাগাজী বলেছেন:



আমার পোষ্ট এখনো অনেকে পড়েন। আমার কারণে ব্লগার চলে যায়, এটা কি করে আপনার ধারণায় এলো? আপনি নিজের দিকে তাকিয়ে দেখেন তো, আপনি কি ব্লগ ছেড়েছেন?

০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩২

সোনাগাজী বলেছেন:



কোন ব্লগার আমার সাথে খারাপ আচরণ করার পর, আমি কি ১ বারও বলেছি যে, আমি ব্লগ ছেড়ে চলে যাবো?

১৪| ০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে। ইহা অত্যন্ত দুঃখজনক।
এত এত শক্তিশালী ব্লগারদের ভিড়ে আপনি টিকবেন কি করে?

০২ রা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০২

সোনাগাজী বলেছেন:



জুল ভার্ন যদি আসলে আমার কারণে ব্লগ ছেড়ে থাকেন, একদিন আমার সুনাম করবেন; উনাকে স্ত্রী থেকে লুকায়ে ব্লগিং করতে হচ্ছে না। তবে, তিনি আমার কারণে ব্লগ ছাড়েননি; উনি আমাকে ১টি জালি বেত দিয়ে পিটাতে চেয়েছিলেন মাত্র।

১৫| ০২ রা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪২

নীল আকাশ বলেছেন: আপনার মত এত নির্লজ্জভাবে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে ব্লগে কমেন্ট কিংবা লিখতে দেখিনি এর আগে কাউকে। জুল ভার্ন ভাইয়ের মত এত ভদ্র একজন মানুষের সাথে আপনি যা করেছেন তাতে আপনাকে ধরে আসলেই ... উচিত।

মানুষের অন্তত সামান্য হলেও কিছুটা লজ্জা শরম থাকে। ‌আপনাকে ব্লগে লোকজন যে পরিমাণ জঘন্য ভাষায় গালিগালাজ কিংবা অপমান করে কমেন্ট করে সেটা পড়ার পর আপনার বহু বছর আগে ব্লগ থেকে চলে যাওয়া উচিত ছিল। ব্লগারদের কাছ থেকে অপমানিত হতে হতে আপনার গায়ের চামড়া গন্ডারের চামড়া চেয়েও মোটা হয়ে গিয়েছে। সেজন্য এখন ব্লগারদের কাছ থেকে অপমান কিংবা মডু দ্বারা কমেন্ট ব্যান অথবা সুলাইমান ব্যান খাওয়ার পরেও এক বিন্দুও লজ্জা শরম আপনার হয় না। আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন আপনার চেয়ে বড় বেহায়া আর কোথাও দেখেছেন এই জীবনে, কোথাও?

আপনি ব্লগে সারাদিন পড়ে থাকেন কারণ ব্লগকে পছন্দ করেন সেই জন্য নয়। কারণ আপনার মত চরম ব্যর্থ একটা মানুষের ব্লগ ছাড়া আরো কোথাও কোনো কিছু করা জায়গা নেই সেজন্য।‌

আপনি যে একজন মিথ্যাবাদী সেটা এখনই প্রমাণ করে দিচ্ছি। কিছুদিন আগে আমি ব্লগের একটা পোস্টে অফিসে বসে ব্লগিং করি দেখে সেখানে আপনি খুব বাজে একটা মন্তব্য করেছিলেন যে, আমি অফিসের কাজে ফাঁকি দেই। ‌অথচ আপনি কত বড় মিথ্যাবাদী যে কয়েকদিন পরে নিজেই এই ব্লগে পোস্ট দিয়ে বলেছিলেন যে অফিসের কম্পিউটারে বসে কাজের ফাঁকে ফাঁকে আপনি ব্লগিং করেন।
নিজের জন্য সাত খুন মাপ? সবকিছু হালাল তাই না?

০২ রা এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:




আপনার বই বের হয়েছে, সৈয়দ মুজতবা আলীর বইয়ের নাম নকল করেছেন, এখন থেকে লেখকের মতো আচরণ করার অভ্যাস করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.