নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পের সারেন্ডারের লাইভ দেখছি আমি।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩১



নিউইয়র্ক সময় ২:৩১:

১ মিনিট আগে ট্রাম্প ক্রিমিনাল কোর্টের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেছে। সে দরজার পুলিশ ও কোর্টের ক্লার্কদের হ্যালো বলেনি, সে আসলেই ইডিয়ট। সবাই মনে করেছিলো যে, সে হাসিমুখে থেকে, পুরো ব্যাপারটাকে হালকা করবে; আসলে, তাকে রাগান্বিত দেখায়েছে; ইহা মহা বেকুবী ছিলো।

১ মিনিট পর, সাংবাদিকদের ভেতরে আসতে দিয়েছে; কোর্টের ভেতরে ট্রাম্পকে দেখাচ্ছে না। প্রসেস শেষ হলে, ট্রাম্প নাকি কোর্টের সামনে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবে।

সারেন্ডার প্রসেসের সময় তার ছবি তুলবে, আংগুলের ছাপ নিবে! হাতকড়া পরাবে না, মনে হয়।

মাঝখানে তাকে অনেকক্ষণ দেখায়নি; এখন দেখছি, সে তার আইনবিদরাসহ বসে আছে।

৩৪ কাউন্ট'এর ব্যবসায়িক অনিয়মের অভিযোগ পড়ে তাকে পড়ে শুনেয়েছে; সে নিজকে নির্দোষ দাবী করেছে।

ট্রাম্প চলে যাবার সময় দেখানো হয়নি; সে চলে গেছে।

ফ্লোরিডা গেলে বক্তব্য রাখবে; এখানে সুবিধা হয়নি, মনে হয়।






মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৪

কামাল১৮ বলেছেন: ট্রাম্পের বক্তবের অপেক্ষায় থাকলাম।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:০৫

সোনাগাজী বলেছেন:


কোর্ট থেকে বের হয়ে বক্তব্য দেবে; তার সাপোর্টারদের কোর্টের আশেপাশে আসতে দেয়নি।

২| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:০০

জ্যাক স্মিথ বলেছেন: কয়েদির পোশাকে ট্রাম্পকে জেলখানার ভিতরে দেখতে পারলে খুব ভালো হতো।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:০৪

সোনাগাজী বলেছেন:



সেটা করবে না; সে প্রাক্তন প্রেসিডেন্ট; যা করছে, ইহাও ব্যুমেরাং হতে পারে; সে এগুলোকে কাজে লাগাতে পারে।

৩| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৩২

জ্যাক স্মিথ বলেছেন: যা হোক গ্রেফতার তো করা হইছে এটাই অনেক কিছু। উগ্র মেজাজী আমেরিকান ট্রাম্প সাপোর্টাদের এবার এক হাত নেবার পালা, তবে এই ব্লগে না অন্য কোথাও। গুড বাই।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৫৬

সোনাগাজী বলেছেন:



মন্তব্যের শেষ বাক্যটাতে কি বলতে চেয়েছেন?

৪| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:২৫

জ্যাক স্মিথ বলেছেন: সরি, আপনি ট্রাম্পকে সাপোর্ট করেন কি না জানিনা। তবে "উগ্র মেজাজী আমেরিকান ট্রাম্প সাপোর্টার" এ কথা কিন্তু আপনাকে বলি নাই। অন্য মধ্যমে আমার আমেরিকান কিছু পরিচিত লোক রয়েছে যাদের বেশিরভাগই অন্ধ ট্রাম্প ভক্ত। দীর্ঘদিন অবজার্ভ করে ট্রাম্প সাপোর্টারদের আমার' উগ্র মেজাজী, বর্ণবাদী এবং ধর্মান্ধ মনে হয়েছে, যারা বাংলাদেশকেও অনেক নিচু চোখে দেখে এবং আজেবাজে কথা বলে। তাদের সন্তানদের কালোদের সাথে খেলতে দেয় না, আরও অনেক কিছু। ওদের চোখে বাংলাদেশ হচ্ছে দক্ষিন এশিয়ার ক্রাইম হাব। সব ট্রাম্প সাপোর্টারদের টাইপ মোটমুটি একই রকম, ঠিক যেমন বাংলাদেশের সব জামাতীদের টাইপই এক। বিবিধ কারনেই আমি তাদের দেখতে পারি না।
ধন্যবাদ।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:২৭

সোনাগাজী বলেছেন:



আমি ট্রাম্প বিরোধী।

৫| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৩১

জ্যাক স্মিথ বলেছেন: আমি কিন্তু দুই চার জন ট্রাম্প সাপোর্টাদের আচারণের উপর ভিত্তি করে উক্ত কথা বলিনি, বিভিন্ন ভাবে আমি কয়েক হাজার ট্রাম্প সাপোর্টাদের আচার আচরণের উপর গবেষণা করেই্ উক্ত কথা বলছি।
ভালো থাকবেন।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৩৬

সোনাগাজী বলেছেন:



ভয়ংকর উগ্র ও অন্ধ ধরণের ট্রাম্প সাপোর্টারের সংখ্যা ৫/৬ মিলিয়ন হবে।

৬| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৩২

জ্যাক স্মিথ বলেছেন: আপনি ট্রাম্প বিরোধী জেনে ভালো লাগলো।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৩৮

সোনাগাজী বলেছেন:




ট্রাম্প, শিজিন পিং, পুটিন, মোদী, কিম, আয়াতোল্লাহ ও এরদেগান সভ্যতার জন্য হুমকি।

৭| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বঙ্গবাজারের আগুন দেখেছেন?

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৩৯

সোনাগাজী বলেছেন:



দেখেছি; লাগিয়ে দেয়া, নাকি সমস্যাজনিত?

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৩৯

সোনাগাজী বলেছেন:



আমি কমেন্টব্যানে আছি।
১টি টি-শার্টও মিস করতেছি!

৮| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- লাইক দেয়া দেখে সন্দেহ হয়েছিলো। :P
- আবার কার পাঁকা ধানে মই দিতে গিয়েছিলেন/ ;)

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:১৫

সোনাগাজী বলেছেন:



ব্লগার জুল ভার্ন ঘোষনা দিয়ে ব্লগ ত্যাগ করে গেছে; উহাও আমার দোষ! হবুরাজ্যে বসবাস!

৯| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ২:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

লেখক বলেছেন:
আমি কমেন্টব্যানে আছি।
১টি টি-শার্টও মিস করতেছি!
=======================

আপনি দেশে থাকলে আপনাকে পাঠিয়ে দিবো।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:৩৪

সোনাগাজী বলেছেন:



অনেক ধন্যবাদ; পরে কোনদিন আপনার কফি বাগান দেখতে আসবো।

১০| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
@সত্যপথিক শাইয়্যান আপনি কোনো কারণে আমাকে অপছন্দ করেন?

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:১৮

সোনাগাজী বলেছেন:


"জলদস্যু" শব্দটা শুলনে মানুষের অবস্হা খারাপ, পছন্দের কি আছে?

১১| ০৫ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মরুভূমির জলদস্যু বলেছেন:
@সত্যপথিক শাইয়্যান আপনি কোনো কারণে আমাকে অপছন্দ করেন?
==============================================

তা হবে কেন!!!

আমি চাচ্ছিলাম প্রথম কমেন্ট দেওয়া ২১-জন ব্লগারকে টিশার্ট দিবো। আর, যারা নিজেদের টিশার্টের সাইজ জানাবেন শুধু তাঁরাই কমেন্ট করবেন। যারা চান না তাঁদের কমেন্ট নিতে চাচ্ছিলাম না।

আমি এটা লিখে দিয়েছি পরে।

শুভেচ্ছা নিরন্তর।

১২| ০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: ট্রাম্পের চেয়ে বড় বড় অপরাধ করেও পার পেয়ে গেছে আাগের অনেকে প্রেসিডেন্ট। সেগুলো নিয়ে কোন উচ্চবাচ্য হয় নি, কিন্তু আজ যা হলো সেটা আমেরিকার ইতিহাসে পলিটিক্যাল স্ট্যান্ট হিসেবেই লিখা থাকবে বলেই আমরা ধারনা। এই ঘটনা পলিটিক্যাল বুমেরাং হওয়ার সম্ভাবনাকে কোনভাবেই উড়িয়ে দেয়া যাবে না।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সাথে (প্রশাসন কে ব্যবহার করা) অনেকটাই মিল আছে। আমার ধারনা বিষয়টা আগামী ২০২৪ সালের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:১৮

সোনাগাজী বলেছেন:



১ জন ডিষ্ট্রিক্ট এটর্ণী প্রাক্তন প্রেসিডেন্টের ব্যাপারকে গ্রান্ডজুরির সামনে আনাতে ইহা কিছুটা গুরুত্ব হারায়েছে; ফলেইহা বুেরাং হতে পারে; পুরো ামলা ডিসমিস হয়ে যাবার সম্ভাবনা আছে।

আমেরিকার রাজননৈতিক পরিবেশ বাংলাদেশের মতো হওয়ার জন্য ট্রাম্পই দায়ী; সে ভোটে পরাজয় না'মেনে ক্ষমতায় থেকে যেতে চেয়েছিলো।


১৩| ০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:২১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: লাভ নাই , ট্রাম আবার প্রেসিডেন্ট হবে এবং হওয়া উচিত ।

০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৬

সোনাগাজী বলেছেন:


আপনি কি জাল ভোট দেয়ার ট্রেনিং নিচ্ছেন?

১৪| ০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪০

শাহ আজিজ বলেছেন: আমি কাল রাতে প্লেন থেকে নামা , গাড়ির বহর দেখছিলাম টুঁইটারে । তারপর শুতে চলে গেছি । এখন আপনার পোস্ট পড়ে বুঝলাম সে জেলে যায়নি ।

০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৮

সোনাগাজী বলেছেন:



আচ্ছা।

প্রাক্তন প্রেসিডেন্টকে এরা ঠিকই প্রাপ্য সন্মান দেয়।

১৫| ০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৮

কিরকুট বলেছেন: এই লোক মহা বেয়াদপ !!

০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫৬

সোনাগাজী বলেছেন:


বেয়াদব প্রেসিডেন্ট

১৬| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: টিভিতে ট্রাম্পের নিউজ দেখছি। সে নিজের বিমানে করে নিউ ইয়র্ক এসেছে। আমাদের দেশে গুরুত্বের সঙ্গে ট্রাম্পের নিউজ দেখাচ্ছে।

০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৫

সোনাগাজী বলেছেন:



বিশ্বের জন্য দরকারী খবর, আমেরিকা আভ্যন্তরীণ সমস্যায় আছে।

১৭| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫২

জ্যাকেল বলেছেন: আমি টেরাম্প ভাইয়ের পক্ষের মানুশ। ;)

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৮

সোনাগাজী বলেছেন:


অসুবিধা নেই, সুযোগ পেলে ভোট দিয়েন।

১৮| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: আমার একটা লেখা মুছে দেওয়া হয়েছে। এবং আমাকে প্রথম পাতা থেকে ব্যান করা হয়েছে। মডারেটরের এই আচরনে আমি কষ্ট পেয়েছি।

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:১২

সোনাগাজী বলেছেন:



ব্লগিং এভাবেই চলছে। দেশটি হচ্ছে, ফেইসবুকের দেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.