নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সোনাগাজী নিকে ১ বছর ২ মাস ব্লগিং

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৫৭



সোনাগাজী নিকে ১ বছর ২ মাস ব্লগিং করলাম; আসল ব্লগিং হয়েছে ১১ মাস, ৩ মাস সেমিব্যানে ছিলাম। আমি ব্লগিং ভালোবাসি; সামুতে চাঁদগাজী নিকে ৭ বছর ব্লগিং করেছি; সেই নিকটিকে ব্যান করা হয়েছে। সামুতে শুরু করার সময় আমার নিক ছিলো "ফারমার", সেই নিকটিকেও ব্যান করা হয়েছে; এ ব্যতিত আরো ৫টি নিককে ব্যান করেছে সামু।

সামুকে ধন্যবাদ, আমাকে রক্ষা করতে সামু ৪৭০টি নিককে ব্যান করেছে; এসব নিক আমাকে অপদস্ত করে আসছিলো সব সময়।

সামুতে আমি ব্লগিং করছি সমসাময়িক বাংগালী শিক্ষিতদের ভাবনাচিন্তা, ধারণা, দক্ষতা, শিক্ষার মান, বিশ্ব ও নিজের জাতি সম্পর্কে তাদের জ্ঞান, লেখার ক্ষমতা, পড়ালেখায় ছাত্রদের আগ্রহ, শিক্ষার প্রতি টান, শিক্ষকদের দক্ষতা, অভিজ্ঞতা, ইত্যাদি বুঝার জন্য। সামগ্রিকভাবে, বিশ্বের সাথে তুলনা করলে, আমাদের শিক্ষিতদের অবস্হা ভালো নয়, শিক্ষকদের শিক্ষক বলাই ঠিক নয়; ছাত্ররা শিখতে চাহে না, ওরা পরীক্ষায় ভালো করতে চায়।

আজকে, আমি এই পোষ্টটি যখন লিখছি, আমি সেমিব্যানে আছি, আমার লেখা সামনের পাতায় যায় না, আমি কমেন্ট করতে পারি না। আমার এই অবস্হা হয়েছে, কারণ আমি কিছু পোষ্টে সঠিক মন্তব্য করায়; ঐ পোষ্টগুলো আমার সম্পর্কে ভুল ধারণা ছড়াচ্ছিলো; ১জন ব্লগারের স্বেচ্ছায় চলে যাওয়ার পরও, উনার চলে যাওয়াকে নিয়ে তারা আমাকে দায়ী করছিলো।

আপনি অন্য কোন ব্লগারের মন্তব্যের কারণে ব্লগ ছাড়বেন?
যেই ব্লগার চলে গেছেন, উনি আমাকে কমেন্ট ব্যানে রেখেছিলেন সব সময়। আমি আগের নিকে থাকার সময়, আমাকে অপদস্ত করে ৩/৪টি পোষ্ট লিখেছিলেন তিনি। আমাকে অপদস্ত করে যারা পোষ্ট লিখে, তারা পরে হতাশায় ভোগে।

আমাদের দেশের দোকানের নিক্তিতে সমস্যা আছে: মাছ, মাংস, চাউল, ডাল, সবকিছুতে কম দেয়; বেশীরভাগ বাংগালীদের ভাবনাচিন্তার মানদন্ডে সমস্যা আছে, তারা কোনটা ঠিক, কোনটা বেঠিক সহজে বুঝতে পারেন না।



মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১০

জ্যাকেল বলেছেন: আপনে যেই সমস্ত সঠিক মন্তব্য করেন উহাতে উস্কানি থাহে। এই সহজ জিনিশ যদি মাথায় না ঢুকে তবে সেমিব্যান থাকাই উচিত।

০৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

সোনাগাজী বলেছেন:



আমি ব্যানে ও সেমি ব্যানে থাকি মাঝে মাঝে; তারপরও বেশী ব্লগার আমার লেখা পড়বেন, আপনার লেখা সেই রকম পড়বেন না।

০৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

সোনাগাজী বলেছেন:



আপনার ব্লগিং:

পোস্ট করেছি: ৩০টি
মন্তব্য করেছি: ১৮৫৬টি
মন্তব্য পেয়েছি: ৯১৫টি
ব্লগ লিখেছি: ১ বছর ৭ মাস


আমার ব্লগিং:

পোস্ট করেছি: ৩৫৯টি
মন্তব্য করেছি: ১২৩১৯টি
মন্তব্য পেয়েছি: ১৩০১৫টি
ব্লগ লিখেছি: ১ বছর ২ মাস

২| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:০৬

নূর আলম হিরণ বলেছেন: ব্লগে ঘোষনা দিয়ে চলে যাওয়ার কিছু নেই, টিকতে না পারলে নীরবে ইনএকটিভ হয়ে যাওয়াই শ্রেয়।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১২

সোনাগাজী বলেছেন:



ব্লগিং কঠিন বলেই লোকজন চলে গেছেন ফেইসবুকে।

৩| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: আপনাকে সেমি ব্যানে রাখার জন্য এবং চাঁদগাজী নিকটা ব্যান করে দেওয়ার জন্য এই সামু আপনার কাছে দুঃখ প্রকাশ করবে।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:


৬/৭ জনে জঘন্য জঘন্য পোষ্ট লিখলো, অকারণে আমাকে অপদস্ত করার জন্য, এখন দোষটা আমার!

৪| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: আমিও ব্যানে আছি। প্রথম পাতায় আমার লেখা যাচ্ছে না।
এজন্য এখন আর মেজাজ খারাপ হয় না। আমি অভ্যস্ত হয়ে গেছি। এই মডারেটর এর কাছে আমি স্বচ্ছতা পাইনি। পাবোও না।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩২

সোনাগাজী বলেছেন:



আমি জানি না, আপনি কি কারণে ব্লগিং'এর পেছনে এত সময় ব্যয় করছেন এই বয়সে; আমি রিটায়ার্ড, তারপরও আমি সব কাজ করার পর সময় বের করি।

৫| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: ঈদ কি ঢাকায় করবেন? মানে দেশে?
আমেরিকাতে ঈদ কেমন হয়? বাংলাদেশের মতো হয়? যাইহোক, এই বিষয়টা নিয়ে একটা পোস্ট দিবেন।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৪

সোনাগাজী বলেছেন:




আমি ঢাকা আসতে পারছি না; আমার ১ ছেলের করোনা হয়েছিলো, তার কিছু কমপ্লিকেশন দেখা দিয়েছে।

৬| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: অনেকের ধারনা- জুলভার্ন সাহেব আপনাকে কিছুতেই কাবু করতে পারছিলেন না। তখন উনি বুদ্ধি করে ব্লগ ছেড়ে গেলেন। এবং অনেকে আপনাকে দোষারোপ করতে শুরু করলেন। উনি সামু থেকে গিয়ে আপনাকে শাস্তি দিলেন। এরকম ভাবনা অনেকেই ভাবছেন।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৭

সোনাগাজী বলেছেন:



উনি এলেন গেলেন, উহাতে আমার কিছু আসে যায় না; আমি উনার কিছু পড়ি না। উনি অকারণে চাঁদগাজী নিককে অপদস্ত করতে করতে ৪/৫টা পোষ্ট লিখেছিলেন; সেটা থেকে উনি হয়তো হতাশ হয়েছেন।

৭| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: রমজান মাস চলছে।
ইফতারী কি কিনে আনেন? না বাসায় বানানো হয়?

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৮

সোনাগাজী বলেছেন:



আমার স্ত্রী তৈরি করেন।

৮| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ৬/৭ জনে জঘন্য জঘন্য পোষ্ট লিখলো, অকারণে আমাকে অপদস্ত করার জন্য, এখন দোষটা আমার!

আমার ধারনা মডারেটর সাহেব সামুতে পর্যাপ্ত সময় দিতে না পারার কারনে এমনটা হয়েছে।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৯

সোনাগাজী বলেছেন:



এটা উনাদের ব্যবসা/দায়িত্ব; সেটা নিয়ে ভাবার দরকার নেই।

৯| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি জানি না, আপনি কি কারণে ব্লগিং'এর পেছনে এত সময় ব্যয় করছেন এই বয়সে; আমি রিটায়ার্ড, তারপরও আমি সব কাজ করার পর সময় বের করি।

সামুতে আমি বেশি সময় থাকি না।
ল্যাপটপ অফ করা হয় না।
আমার ভাগ্যটা সুপ্রসন্ন হয়নি।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৯

সোনাগাজী বলেছেন:




আপনি বাচ্চাদের জন্য, পরিবারের জন্য সময় দিন।

১০| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: উনি এলেন গেলেন, উহাতে আমার কিছু আসে যায় না; আমি উনার কিছু পড়ি না। উনি অকারণে চাঁদগাজী নিককে অপদস্ত করতে করতে ৪/৫টা পোষ্ট লিখেছিলেন; সেটা থেকে উনি হয়তো হতাশ হয়েছেন।

নুরু সাহেব মারা যাবার পর আমি খুব করে চেয়েছিলাম- জুল ভার্নের সাথে আপনার নুরু সাহেবের মতো সহজ সরল, রসিকতা ও আন্তরিকতার একটা সম্পর্ক হোক।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৮

সোনাগাজী বলেছেন:



আমি লেখা থেকে মানুষ সম্পর্কে কিছুটা অনুমান করতে পারি।

১১| ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি বাচ্চাদের জন্য, পরিবারের জন্য সময় দিন।

স্ত্রী, কন্যাদের সময় দেই। ওরাই তো আমার দুনিয়া। দুবাই বেড়াতে যাবার কথা ছিলো। কিন্তু গেলাম না।
সুরভি বলে দিয়েছে, একাএকা কোথাও যেতে পারবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.