নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমার ব্লগিং বন্ধ হবে না, বরাবরের মতোই ফিরে আসবো।

০৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:২৪



একজন ব্লগারের ঘোষণা দিয়ে ব্লগ ছাড়ার পর, ব্লগে ৫/৬ টা ক্যাচাল পোষ্ট এসেছিলো, সেগুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাকে উক্ত ব্লগারের ব্লগ ছাড়ার জন্য দায়ী করা হচ্ছিলো এবং ভয়ংকরভাবে অপদস্ত করা হচ্ছিল; শুধু তাই নয়, আরো ৭/৮ জন শক্তিশালী ব্লগারের ব্লগ ছেড়ে যাওয়ার জন্য দায়ী করা হচ্ছিল। যারা এসব ক্যাচাল লিখেছিলো ও যারা এগুলোতে মন্তব্য করে আমাকে অপদস্ত করেছিলো, এরা গত ৮ বছর ধরে এসব করে আসছে।

আমি ওসব ক্যাচালে মন্তব্য করে আমার অধিকার রক্ষা করছিলাম; সেই সময় আমাকে কমেন্ট ব্যান করা হয়। এরপর, ঘোষণা দিয়ে চলে যাওয়া ব্লগারের চলে যাওয়াকে আমার ঘাঁড়ে না'চাপানোর জন্য, আমার দিককটা পরিস্কার করে ১টা পোষ্ট দিয়েছিলাম; আমার পোষ্টটাকে ড্রাফট করা হয়েছে ও আমাকে জেনারেল করা হয়েছে।


ক্যাচালের লেখকেরা ও কিছু মন্তব্যকারী (যাদের একাংশ মালটি ও যারা পোষ্ট লেখে না ) আমাকে ব্লগ থেকে দুরে রাখার জন্য দীর্ঘ সময় কাজ করে আসছে। এরা আমার ভাবনাচিন্তা, ধারণা, রাজনৈতিক ও আর্থ-সামাজিক মতামাতের জন্য আমার লেখা ও মন্তব্য সহ্য করেনা; এদের আশা সাময়িকভাবে পুরণ হয়েছে।

আমার ভাবনাচিন্তা ও লেখা সঠিক আছে; আমার মন্তব্যও সঠিক আছে; আমি কোন ধরণের অপরাধ করিনি, আমাকে ব্যান করার মতো কোন কারণ নেই; আমি ফিরে আসবো বরাবরের মতোই; আমার ব্লগিং বন্ধ হবে না, আমি ছিঁচকাঁদুনে বাংগালী নই, অন্যায়ভাবে চেষ্টা করে কেহ আমার ব্লগিং বন্ধ করাতে পারবে না।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: যারা মাল্টি, যাদের আইডিতে ২ লাইনের ছাড়াও নেই; তাদের মোটিভ পরিষ্কার।

০৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০১

সোনাগাজী বলেছেন:



এসব মালটির মালিকেরা ব্লগে সুশীল ব্লগার হিসেবে বিরাজ করছে ও আমাকে অপদস্ত করে চলেছে।

০৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

সোনাগাজী বলেছেন:



আপনার নতুন পোষ্টে, শারীরিকভাবে কিছুটা ভিন্ন ধরণের শিশুদের নিয়ে পরিবার ও সমাজের আচরণের কোন কারণ পরিস্কারভাবে ব্যাখ্যা করা হয়নি। এসব শিশুরা যেন পরিবার ও সামজের সহানুভুতি পায়, সেই ব্যাপারে কিছু বলুন।

২| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০০

মিরোরডডল বলেছেন:




বন্ধ করা বা ফিরে আসার কথা আসছে কেনো!
Forget about past & forget about others.
এই পোষ্টটা দেবারও দরকার ছিলোনা।
ব্লগ কর্তৃপক্ষ যে কারণে ব্যান করেছে নিশ্চয়ই নটিফাই করেছে।
ধৈর্য ধরে নিয়মের মধ্যে থাকা হোক।
সময় হলে অবশ্যই ব্যান তুলে নেবে।
Be patient. Continue your as usual writing.
Don’t worry, if anyone is interested, that person must read your post even though it’s not in the front page.
ভালো থাকবে খেলাঘর।


০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৪

সোনাগাজী বলেছেন:


আমার ধৈয্যের অভাব ছিলো না; আমার বিপক্ষে মিথ্যা অভিযোগ দিয়ে ৬জন ক্যচাল লিখেছে, সেখানে আমি কেন কমেন্ট করতে পারবো না; ক্যাচলগুলো সরানোর হয়নি, আমাকে ব্যান করা হয়েছে।

আমাকে যেই ব্লগার কমেন্ট ব্যান করে রেখেছে, সে নাকি আমার কমেন্টে ব্লগা ছেড়েছে; ইহা পরিস্কার করার জন্য আমি পোষ্ট দিয়েছি, আমাকে জেনারেল করা হয়েছে। এখানে ধৈয্যের কি আছে?

৩| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩১

মিরোরডডল বলেছেন:



আমার ধৈয্যের অভাব ছিলো না;
I know, we saw this.
ধৈর্য আছে বলেই নো ম্যাটার হোয়াট ব্লগিং কনটিনিউ করা হচ্ছে।
which is good.

কর্তৃপক্ষ যখন কাউকে ব্যান করে জেনারেল করে, নিশ্চয়ই সেই কারণটা ব্লগারকে ইমেইল করে জানায়।
যদি কনফিউশন থাকে বা মিথ্যা অভিযোগ মনে হয়, ইউ মাস্ট কন্টাক্ট এডমিন।
তারা অবশ্যই বিষয়টা ক্লিয়ার করবে যে কি কারণে ব্যান করেছে।
তাদের ইন্সট্রাকশন ফলো করা হোক।

একটা বিষয় আগেও বলেছি আবার বলবো, কারো সাথে সমস্যা থাকলে তাদের পোষ্টে না শুধু, অন্য কারো পোস্টেও তাদের নিয়ে ফারদার কথা না বলাই বেটার। ইভেন নিজের অবস্থান ডিফেন্স করার জন্য রিপিটেডলি কমেন্ট করে লাভ নেই।
খেলাঘরের কাছে যেমন তাদের সবকিছু অযৌক্তিক বা অর্থহীন মনে হয়, সেরকম তাদের কাছেও খেলাঘরের কমেন্ট যুক্তিহীন মনে হয়। কাজেই একে অপরকে বোঝানো বা তর্ক করার ফলাফল জিরো।

বেস্ট অপশন সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন থাকা। যাদের সাথে খেলাঘরের কনফ্লিকট তাদের পোষ্টে যাবে না, তাদের নিয়ে অন্য কারো পোস্টেও কমেন্ট করবে না, খেলাঘরের নিজের পোস্টেও তাদের নাম মেনশন করবে না।

Just focus in your writing.
Only communicate with your regular readers.
Trust me, then there wont be any complain or issue, or any drama.
Your blogging will be peaceful.

খেলাঘরকে কেউ যখন লেট-ডাউন করে, আমরা যারা খেলাঘরের পাঠক আমাদের সবাইকে লেট-ডাউন করা হয়।
সো প্লীজ, এই বিষয়টাও মাথায় রাখবে। নিজের প্রতি কেয়ারলেস হলেও, আমাদের কথা চিন্তা করেও এমন কিছু করবে না যেন কেউ ডিজরেস্পেক্ট করে। We want to see you here respectful.

ভালো থাকবে খেলাঘর।

৪| ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০২

জ্যাক স্মিথ বলেছেন: রাজিব নুরের মত আপনাকেও দেখি প্রথম পাতা থেকে ব্যান করা হয়েছে। ব্যাপার না এগুলা সবই হচ্ছে ব্লগিং এর অংশ।
আর আপনি যদি এবার ফিরে আসেন তাহলে বিরোধী পক্ষের পোস্টে কোন কমেন্ট করবেন না, তারা যা খুশি লিখুক, তাহলে আর ব্যান খাবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.