নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

২ দিনের বৈরাগী

১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:১৯



আমেরিকায় ইষ্ট ইউরোপ থেকে লোকজন আসছে, ওরা সাদা; এরা সুযোগ পেলে আমেরিকানদের মাথায় উঠে বসতে চায়।

হ্যামবার্গার কেনার জন্য ১টি ফাষ্টফুডের দোকানে এলাম, ইহা ( ফাইভ গাইস ) মোটামুটি পপুলার নিউইয়র্কে। লাইন বেশ লম্বা; ১টি সাদা ছেলে এসে আমার পেছনে দাঁড়ালো, বয়স১৭/১৮ বছরের মতো হবে; মনে হয়, হোমলেস, কাপড়চোপড় অপরিস্কার। সে নিজেই ইহা বুঝে, আমার থেকে বেশ দুরত্ব রেখে দাঁড়িয়েছে। একটু পরেই, দরকারের ছেয়ে বেশী কেতাবদুরস্ত, রংচং ধরণের এক সাদা মহিলা এসে ছেলের পেছনে দাঁড়ালো; দাঁড়িয়েই সে নাকমুখ কুঁচকিয়ে অসন্তোষ প্রকাশ করলো। মহিলার পেছনে আরেক সাদা এসে দাঁড়ালো, মনে হচ্ছে, এরা পরস্পরের পরিচিত।

মহিলা ছেলেটিকে বললো,
-তোমার কাপড় থেকে গন্ধ বেরুচ্ছে, তুমি সরো।

ছেলেটি নিরীহ ধরণের, সে কিছু বললো না, মাথা নীচু করে দাঁড়িয়ে আছে। মহিলা আবারো তাকে বেরিয়ে যেতে বললো; ইংরেজী শুনে মেন হলো, ইউক্রেন, মিউক্রেনের হবে। পেছনের সাদামিয়া মাথা নেড়ে মহিলাকে সাপোর্ট করলো। ছেলে নিরীহ চোখে আমার দিকে তাকালো; মনে হয়, সে আমার সাপোর্ট চাচ্ছে। মহিলা ক্যাশে গিয়ে এক ক্যাশিয়ার মেয়েকে ডেকে নিয়ে এলো। ক্যাশিয়ারটি ছেলেটিকে বললো,
-কাষ্টমার আপত্তি করছে, তোমাকে চলে যেতে হবে।
ছেলে কিছু বললো না, চুপ করে দাঁড়িয়ে আছে।
আমি বললাম,
-কোন ১ কাষ্টমারের জন্য তুনি কি চাকুরী হারাতে চাচ্ছ?

মেয়ে তার ক্যাশে ফেরত গেলো, অভিযোগকারী মহিলা আমাকে বললো,
-তুমি কি চাও এই ছেলে এখানে গন্ধ ছড়াক?
-আমার মনে হয়, তুমি চলে গেলে, সমস্যার সমাধান হয়ে যাবে।

মহিলা তেলেবেগুনে জ্বলে উঠেলো, ক্যাশে গিয়ে চীৎকার করে ম্যানেজারকে বের করে আনলো। দেখে মনে হলো স্পেনিশ, পকেটে "ম্যানেজার"এর ব্যাজ ঝুলছে। সে এসেই ছেলেকে চলে যেতে বললো; ছেলে আমার দিকে তাকিয়ে আছে।

আমি ম্যানেজারকে বললাম,
-ষ্টারবাকে কি ঘটেছে, তোমার মনে আছে? ১ কাষ্টমারের জন্য তুনি কি নিজের চাকুরী হারাতে চাচ্ছ? শুধু তুমি নও, তোমার কোম্পানীও বিপদে পড়তে পারে; তখন দেখবা কি অবস্হা হয়।
-তুমি দেখছ, ওর কাপড়ে সমস্যা?
-তুমি ওকে ভালো কাপড় দাও, সমস্যা থাকবে না। শোন, সে এই দেশের নাগরিক, কথা বলতে ভেবেচিন্তে বল। একটা সমাধান হলো, তুমি ওকে লাইনের বাইরে নিয়ে, ফ্রি খাবার দিয়ে বিদায় করে দাও; তা'হলে তো সমস্যা থাকছে না।

কথাটা স্পেনিশ মিয়ার পছন্দ হয়েছে, সে ছেলেকে লাইনের বাইরে নিয়ে অর্ডার নিলো। ছেলে সরে দাঁড়ালো; আমি ছেলের দিকে চেয়ে মাথা নাড়লাম। মহিলা আমার দিকে কটমট করে তাকালো। আমি বললাম,
-তুমি বোধ হয় নতুন এসেছ এদেশে!
-আমি তোমার আগে এসেছি।

আমি আর কথা বাড়ালাম না, মহিলা মানুষ, আমি চুপ হয়ে গেলাম; কিন্তু সে রেগেমেগে বেরিয়ে গেলো।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ৭:৪৯

আমি সাজিদ বলেছেন: ল্যান্ড অব ইমিগ্র্যান্টস, ল্যান্ড অব অপরচুনিটি আমেরিকায় পতন কি এইবার হয়েই যাচ্ছে তাহলে ?

১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:২৬

সোনাগাজী বলেছেন:



পতনের শুরু হয়েছে, নিউইয়র্কে বাংগালীরা কয়েকটি মাদ্রাসা খুলেছে।

২| ১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:২১

গেঁয়ো ভূত বলেছেন: আপনার আমেরিকা তো ধীরে ধীরে অমরত্বের দিকে এগিয়ে যাচ্ছে।

১১ ই এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪২

সোনাগাজী বলেছেন:




আমেরিকা শীঘ্রই পাকিস্তান ও আফগানিস্তানের মতো হয়ে যাবে। ইউনিভার্সিটি শেষ করেও ইংরেজী বলতে পারে না, কাজে গেলে ঘুষ খায়, চুরি করে, কাজে ফাঁকি দেয়; কলেজের পরীক্ষায় প্রশ্নফাঁস করা লাগে, ঠিক মতো যাকাত দেয় না।

৩| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: বাংলাদের কিছু লোকজন আমেরিকার খুব নিন্দে করে। অথচ এরা সুযোগ পেলে সবার আগে আমেরিকা চলে যাবে।

১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫২

সোনাগাজী বলেছেন:


এরা নিজ দেশের ইতিহাস, অর্থনীতি, রাজনীতি বুঝে না, জানে না; এরা কোন কিছু সঠিভাবে বুঝে না।

৪| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: বার্গার আমার পছন্দ। সাথে কোক। ঝামেলা বিহীন খাবার।
ম্যানেজারকে ভালো বুদ্ধি দিয়েছেন।

১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৪

সোনাগাজী বলেছেন:


স্পেনিশ ও কালোরা সহজে কোন সমস্যার সমাধান করতে পারে না, অনেকটা বাংগালীদের মতো।

৫| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: গুলশানে এক দোকানে হালাল বার্গার পাওয়া যায়। খেয়ে দেখেছি, একই। কোনো প্রার্থক্য নেই।

১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৯

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে সব কিছুই হালাল, আমেরিকায় সবকিছু উঁচু মানের হালাল।

৬| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: আমাকে কতদিন প্রথম পাতা থেকে বিরত রাখা হবে?
মডারেটরের উচিৎ কাউকে ব্যান করলে ''কারন''টা স্পষ্ট করে বলা। ও সবাইকে জানানো। এবং কতদিনের জন্য ব্যান করা হলো সেটাও বলা উচিৎ।

সামুর মডারেটরের ভাবটা এরকম- আমি বাড়িওলা। ইচ্ছা হলে গ্যাস লাইন অফ করে দিবো। পানি লাইন বন্ধ করে দিবো। অথবা বিকেল পাঁচ টায় বাড়ির মেইন গেট তালা লাগিয়ে দেবো। আমি বাড়িওলা, আমি যা খুশি তাই করবো।

১১ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৫

সোনাগাজী বলেছেন:



দেশের অবস্হা দেখেন, সামু ব্যতিক্রম কিছু নয়।

৭| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: আপনি কি বিশ্বাস করেন, মানুষ অন্যায় করলে তাকে 'শাস্তি' পেতে হয়। প্রকৃতি তাকে শাস্তি দেয়।

১১ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২৮

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, আপনি ব্লগিং নিয়ে হতাশ হয়ে যাচ্ছেন; ইহা আপনার মুল কাজে পরিণত হয়েছে?

৮| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৮

কামাল১৮ বলেছেন: আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন না।

১১ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৫২

সোনাগাজী বলেছেন:



দেশের ৫০ ভাগ মানুষ ( সাড়ে ৯ কোটী )চাষে নিয়োজিত, এরা মোটামুটি শিক্ষিত নন; এরা কি জানেন, এদের নাগরিক অধিকার কতটুকু?

৯| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ২ দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন।

১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪২

সোনাগাজী বলেছেন:



আমেরিকায় অনেক জাতির মানুষের সাথে দেখা হয়!

১০| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৫২

িসজার বলেছেন: কর্মক্ষেত্রে পরিচয় হয়েছিল কিছু ইস্ট ইউরোপীয়ান (রোমানিয়ার) বিশেষ করে, গায়ের রং এর কারণে খুব জাত্যাভিমান এদের, অথচ ইংরেজিতে তথৈবচ অবস্থা! ভালো করেছেন প্রতিউত্তর দিয়ে।

১২ ই এপ্রিল, ২০২৩ ভোর ৫:৫৬

সোনাগাজী বলেছেন:



ঐগুলো যাযাবর; মেয়েরা মোটামুটি ভালো,ছেলে্গুলো চোরধোর।

১১| ১২ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মনে হচ্ছে, আপনি ব্লগিং নিয়ে হতাশ হয়ে যাচ্ছেন; ইহা আপনার মুল কাজে পরিণত হয়েছে?

আমি ব্লগিং নিয়ে হতাশ নই।
ব্লগিং আমার জীবনের সব নয়। ব্লগিং আমার কাছে বিনোদনের অংশ।
ব্লগিং কখনই আমার মূল কাজ নয়।

১২ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২১

সোনাগাজী বলেছেন:



সেটাই হওয়া উচিত।

১২| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৪

মিরোরডডল বলেছেন:


নতুন বছরের শুভেচ্ছা ।

ছেলেটার সাথে যে আচরণ হয়েছে খুবই অমানবিক এবং রুড।
-আমার মনে হয়, তুমি চলে গেলে, সমস্যার সমাধান হয়ে যাবে।
সেটাই, তার সমস্যা হলে সে চলে যাক।

রিটায়ামেন্ট নিয়ে লেখায় কমেন্ট করতে গিয়ে দেখি পোষ্ট নেই।

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০০

সোনাগাজী বলেছেন:



পশ্চিমের লোকজন অন্য একজন মানুষকে হেয় করতে চাহে না; কিন্তু পুর্বের লোকজনের সেই অভ্যেস আছে; পুর্ব ইুরোপের লোকজনও নিজের জন্য বেশী চায়।

ঐ লেখাটা রিপোষ্ট ছিলো, তাই সরায়ে ফেলেছি।

১৩| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:১৪

মিরোরডডল বলেছেন:



আমার কিছু ফ্রেন্ডস আছে পূর্ব ইউরোপের, রাশান, রোম্যানিয়ান, ম্যাসাডোনিয়ান, গ্রিক, পোলিশ।
they're such lovely soul.
ওদের সঙ্গ ভালো লাগে। ব্যবহারে অনেক অমায়িক মনে হয়েছে।

১৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৩

সোনাগাজী বলেছেন:



রাশিয়ান ও পোলিশদের সম্পর্কে আমারও ভালো ধারণা; তবে, ইউক্রেন, রুমানিয়া, বলকানের লোকজন, ইউরোপের অন্যদের মতো বিবেচক নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.