নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ডা: জাফরুল্লাহ চৌধুরী ভুল রাজনীতি করে গেছেন।

১২ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০১



স্বাধীনতা যুদ্ধে যোগদান করার জন্য ডা: জাফরুল্লাহ চৌধুরী পড়ালেখা ছেড়ে বিলাত থেকে ভারতে এসে, আগরতলায় মুক্তিযুদ্ধে যোগদান করেন; ইহা বিশাল ঘটনা, বিলাতের অন্য বাংগালীরা ইহা করেনি। ২ নং সেক্টরে তিনি ১টি ফিল্ড হাসপাতাল গড়ে তোলেন, যতটুকু পেরেছেন যোদ্ধাদের চিকিৎসা করেছেন। যুদ্ধের পর, শেখ সাহেবের সরকার উনাকে যায়গা দেন 'গণস্বাস্হ্য কেন্দ্র' গড়ে তোলার জন্য; উনি স্বাধীনতার পক্ষের মানুষ। ১জন ডাক্তারের স্বপ্নপুরণ হয়েছিলো, চাকুরীর জন্য দৌড়াতে হয়নি।

শেখ সাহেব উনাকে অনেক উপরে তুললেন; শেখ সাহেব যখন গরীবদের ভাগ্য পরিবর্তন করার জন্য "বাকশাল" করলেন, ডাক্তার সাহেব উহাতে যোগ দিলেন না; বড় বড় কাজে ছিলেন, গরীবের বেলায় নেই!

শেখ হত্যার পর, তিনি নিজের গড়া হাসপাতালকে ধরে রাখার জন্য জেনারেল জিয়ার বিরোধীতা করেননি বলে মনে হয়; জিয়ার সরকার উনাকে "স্বাধীনতা পদক" দেয় ১৯৭৭ সালে। ডা: জাফরুল্লাহ চৌধুরী কি বাধ্য হয়েই এই পুরস্কার গ্রহন করলেন, নাকি মিলিটারী শাসনকে মেনে নিয়েছিলেন? তখন বুঝা যায়নি, পরে ক্রমেই উনি শেখ হাসিনার বিপক্ষে চলে যান; তখন বুঝা গেছে যে, তিনি মিলিটারী শাসনের পক্ষে ছিলেন, শেখ হাসিনা সেটা দেখেছেন।

এরশাদের আমলে তিনি সরকারের অনুকুলে ছিলেন, সেই সময় তিনি জাতীয় ঔষধ নীতিতে বড় অবদান রাখার সুযোগ পেয়েছিলেন; কিন্তু তিনি "ছোট অবদান" রেখেছিলেন; তিনি মানুষের প্রয়োজনীয় ঔষধগুলোকে তালিকাভুক্ত করেছেন, অপ্রয়োজনীয় ঔষধে যাতে বাজার সয়লাব না'হয়, সেটার সুপারিশ করেছিলেন, ইহা একটি মহান কাজ; আমেরিকার মতো দেশেও অপ্রয়োজনীয় ঔষধে বাজার সয়লাব।

কিন্তু জাতীয় ঔষধ নীতি কি এটুকুই? জাতীয় ঔষধ নীতির মুল উদ্দেশ্য হওয়ার দরকার ছিলো, "বিনা চিকিৎসায় ও বিনা ঔষধে যেন মানুষের মৃত্যু না'হয়"; তিনি সেটার দিকে যাননি। দরিদ্ররা দরকারী ঔষধ কখনো পায়নি, আজো পাচ্ছে না; দেশের প্রেসিডেন্ট চিকিৎসা করায় সিংগাপুরে, প্রাইম মিনিষ্টার আমেরিকায়, বেগম জিয়া করাতেন সৌদী আরবে; ঢাকার মানুষ যায় ভারত; বস্তির মানুষ তাবিজ ব্যবহার করতো; তিনি ইহার জন্য কাজ করার দরকার ছিলো; উনি বড় পদে থেকে ছোট কাজ করেছেন; কাজের কাজ করেননি।

শেখ সাহেব উনাকে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন; শেখের মৃত্যুর পর ডা: জাফরুল্লাহ চৌধুরী মিলিটারী শাসকদের ও তাদের দলের সাথে মিলেমিশে চলেছেন। শেখ হাসিনা ইহা পছন্দ করেননি। ২০১৮ সালে, বিএনপি-জামাতের পক্ষে ঐক্য গঠনে কাজ করেন; ইহা ভুল পদক্ষেপ ছিলো; দরকার ছিলো ওদের সাথে না'থেকে শেখ হাসিনাকে সমালোচনা করার; স্বাধীনতার পক্ষের মানুষ বিএনপি-জামাত ইত্যাদির ঐক্যের জন্য কাজ করাটা সঠিক হয়নি।


মন্তব্য ৪৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


উনি কাজ করতে চেষ্টা করেছেন সেই যুদ্ধ থেকে জোট হয়ে থাকা রাজনীতি সবকিছুতেই।সব কাজের ওজন সমান হয়নি,কম বেশি হয়েছে।

নিচে সালটা ঠিক করেন।

১২ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

সোনাগাজী বলেছেন:


উনি স্বাধীনতার পক্ষের মানুষ হয়ে যা দিয়েছেন, তার থেকে বেশী নিয়েছেন; সর্বোপরি, মানুষ মনে করে যে, উনি ঔষধ নীতিতে বড় অবদান রেখেছেন; আসলে, যা করেছেন, উহা গরীদের সাহায্য করেনি।

১২ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

সোনাগাজী বলেছেন:



সাধারণ মানুষের নামে নিয়েছেন, রাজনীতি করেছেন মিলিটারী ও দেশবিরোধীদের পক্ষে।

২| ১২ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


জাফর একজন গিয়েছে পুরো দেশ শোকাহত, অন্য জাফর গেলে দেশ কি করবে ভাবছি।

উনার দেহ যদি দান করে দেয়া হয়,তাহলে ব্যাপারটা কীভাবে দেখছেন?

১২ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

সোনাগাজী বলেছেন:




উনি বহুল পরিচিত, উনার দেহ উনি যখন দান করে যাননি, এখন করা উচিত হবে না।

১২ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

সোনাগাজী বলেছেন:



আপনার একটা মন্তব্য মুছে গেছে, স্যরি!

৩| ১২ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২১

শূন্য সারমর্ম বলেছেন:


জাফর একজন গিয়েছে পুরো দেশ শোকাহত, অন্য জাফর গেলে দেশ কি করবে ভাবছি।

উনার দেহ যদি দান করে দেয়া হয়,তাহলে ব্যাপারটা কীভাবে দেখছেন?

৪| ১২ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


জাফর একজন গিয়েছে পুরো দেশ শোকাহত, অন্য জাফর গেলে দেশ কি করবে ভাবছি।

উনার দেহ যদি দান করে দেয়া হয়,তাহলে ব্যাপারটা কীভাবে দেখছেন?

১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১৬

সোনাগাজী বলেছেন:



জাফর ইকবাল পরলোক গমণ করলে মিষ্টি বিতরণ করার মতো লোকজন আছে।

৫| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: উনি যতটুকু করেছেন, ততটুকুও অনেকেই করেন নি সুযোগ পেয়েও।
সবচেয়ে বড় কথা উনি দেশের মানুষের কথা ভেবেছেন। সেই ৭১ সাল থেকেই। উনি চাইলে লন্ডনে বসে অনেক টাকা কামাতে পারতেন।

১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১৭

সোনাগাজী বলেছেন:



লন্ডনে উনি এত বড় যায়গা ৫ জীবনেও কিনতে পারতেন না। উনি সুযোগের সদব্যবহার করেননি।

৬| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: করোনার টিকা বানানোর জন্যও উনি উঠে পড়ে লেগেছিলেন।

উনি কোনোদিন কোনো কিছু নিয়ে বিলাসিতা করেন নি। এক কাপড়ে বছর পার করে দিয়েছেন।

১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১৮

সোনাগাজী বলেছেন:



করোণার টিকা বাংলাদেশের কেহ সময় মতো বানানোর কোন সম্ভাবনা ছিলো না।

৭| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: ডাক্তার জাফরুল্লাহ বিএনপির নেতা নয়।তিনি মূলত মাঝে মাঝে বিএনপিকে পরামর্শ দিয়ে থাকেন।তিনি শুধু বিএনপিকে নয়,সবাইকেই পরামর্শ দিয়ে থাকেন।তিনি আওয়ামী লীগকেও পরামর্শ দেয়।

১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১৯

সোনাগাজী বলেছেন:



বিএনপি'কে দেয়া পরামর্শ কাজে লেগেছে, শেখ হাসিনা উনাকে কাছে আসতে দেননি।

৮| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩০

রাজীব নুর বলেছেন: ডাক্তার জাফরুল্লাহর মধ্যে কোন ভণ্ডামো নেই।তিনি নৈতিকভাবে অত্যন্ত স্ট্রং এবং সৎ একজন মানুষ।

১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:২০

সোনাগাজী বলেছেন:



উনি শেখের কাছে বলেছিলেন তিনি গ্রামে যাবেন; সেটা উনি করেননি; গ্রামের মানুষ উনার থেকে কিছু পাননি।

৯| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩০

রাজীব নুর বলেছেন: ড. জাফরুল্লাহ বাকশালে যোগ দিতে বঙ্গবন্ধুর অনুরোধ যেমন উপেক্ষা করেছিলেন, তেমনি জিয়াউর রহমানের দেয়া মন্ত্রীত্বের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন ৪ পৃষ্ঠার একটি চিঠির মাধ্যমে। ফিরিয়ে দিয়েছিলেন এরশাদের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার প্রস্তাবও!

১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:২১

সোনাগাজী বলেছেন:




জিয়ার সময়ে স্বাধীনতার পদকটা না'নিলে ভালো হতো।

১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১৭

সোনাগাজী বলেছেন:



দেখছেন, শেখ সাহেব উনাকে বড় করলেন; শেখ সাহেব গরীব মানুষদের সাহায্য করার জন্য যখন "বাকশাল" করলেন, জাফরুল্লাহ বাকশালে যোগ দিলেন না।

১০| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: আমি সৎ মানুষদের শ্রদ্ধা করি।
জাফরুল্লাহ একজন সৎ মানুষ। তার মধ্যে কোনো লোভ ছিলো না।

ঢাকা ব্যাংক কার? উনি কিভাবে ব্যাংক করলেন?
এনটিভি কার? উনি কিভাবে টিভি চ্যানেল খুললেন?
এরকম বহু প্রতিষ্ঠানের নাম বলা যাবে- যা কালো টাকা দিয়ে করা হয়েছে।

জাফরুল্লাহ সারা জীবন সৎ জীবনযাপন করেছেন।
৭১ সালে উনি লন্ডনে বসেই পাকিস্তানী পাসপোর্ট ছিড়ে ফেলেছিলেন।

১২ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:২২

সোনাগাজী বলেছেন:



সৎ ছিলেন, সন্দেহ নেই; কিন্তু কোন কারণে অনেকের মতো, মিলিটারী রাজনীতির সাথ মিলেমিশে ছিলেন।

১১| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১৬

শাহ আজিজ বলেছেন: জাফরুল্লাহ চৌধুরী জ্ঞানত খারাপ কাজ করেননি । আমি তাকে ৭৬ সাল থেকে চারুকলায় দেখতাম । ওনার ছোট ভাই আমার বন্ধু হয়ে গিয়েছিল , ছোট বোন আমাদের সমসাময়িক ছাত্রী ছিল । আমরা খুব এবং সবসময় গর্ব করতাম ওনাকে নিয়ে । আমারও ইচ্ছা ছিল গনস্বাস্থ্যএ যোগ দেওয়ার কিন্তু ভোর ৪টায় ধানক্ষেতে চাষ দিতে হবে শুনে পিছু হটলাম ।

১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:২১

সোনাগাজী বলেছেন:





সবই ঠিক ছিলো, লন্ডন থেকে উনি ব্যতিত আর কেহ আসেননি; তখন লন্ডনে ৫০/৬০ হাজার সিলেটি ছিলো। শেখ সাহেব উনাকে অনেক বিশাল সুবিধা দিলেন; কিন্তু গরীবের জন্য যখন "বাকশাল"এ যোগ দেয়ার দরকার ছিলো, উনি যোগ দেননি; আমি উনার রাজনীতির কথা বলছি শুধু।

১২| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: উনি ভালো রাজনীতিবিদ ছিলেন না। উনার উচিৎ ছিলো রাজনীতি থেকে ১০০% দূরে থাকা।

মুক্তিযুদ্ধের সময় উনি, ৪ শ' মেয়েকে নার্সের ট্রেনিং দিয়েছেন। পাঁচ লাখ টাকা সংগ্রহ করেছেন। যা মুক্তিযোদ্ধাদের কাজে লেগেছে।
যুদ্ধের পরে উনাকে জায়গা দিয়েছে সাভারে, তাই উনি গ্রামের মানুষদের সেবা করার সুযোগ পাননি। বাংলাদেশে ওষুধ শিল্পে তার অনেক অবদান আছে।

আমি অনেক গুলো মন্তব্য করেছি। আপনি বিরক্ত হননি। বরং সব গুলোর মন্তব্যের উত্তর দিয়েছেন। এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২০

সোনাগাজী বলেছেন:



উনি সব ব্যাপারে ঠিক ছিলেন; উনি স্বেচ্ছায় বিলাত ছেড়ে মুক্তিযু্দ্ধে এসেছেন; শেখ সব মুক্তিযো্দ্ধাকে সাহায্য করেননি; করেছিলেন উনাকে ও কাদের সিদ্দিকীকে।

কিন্তু শেখের যখন সাপোর্টের দরকার ছিলো, ডা: জাফরুল্লাহ চৌধুরী শেখকে সাপোর্ট করেননি।

১৩| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি আগামীকাল শহীদ মিনারে যাবো। তাকে শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ শহীদ মিনারে আনা হবে।

১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:




দেশে থাকলে আমিও যেতাম; সর্বোপরি উনি চিটাগং'এর মানুষ।

১৪| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:২৮

তানভির জুমার বলেছেন: বাকশাল আপাদের কছে ভালো এই জন্যই জাফর সাব খারাপ। বাংলাদেশে বসে এই কথা বললে গণ পিটুনি খাওয়ার সম্ভবনা ছিল আপনার। জাফর সাবের খাপার দিক খুবই নগন্য। ডান-বাম- হুজুর,আওয়ামী-বিএনবি সবাই ওনার পক্ষে।

১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২১

সোনাগাজী বলেছেন:


আপনি জ্বীন, ভুতে বিশ্বাসী মানুষ, "বাকশাল", টাকশাল এগুলো অন্য ব্যাপার স্যাপার।


ঊনার মতো মুক্তিযোদ্ধা ছিলেন ১ লাখ ২০ হাজার; উনাকে শেখ যা দিয়েছেন, আল্লাহ উনাকে অতটুকু দেয়ার কথা ছিলো না; শেখের বাকশালকে উনি সাপোর্ট করেননি, ইহা ভালো রাজনীতি ছিলো না।

১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২৫

সোনাগাজী বলেছেন:



মুক্তিযোদ্ধাকে যখন বিএনপি-জামাত ভালোবাসে, উহা ভালো ব্যাপার নয়।

১৫| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২৬

কামাল১৮ বলেছেন: ওনার সব কিছুই মেনে নেয়া যায় কিন্তু রাজাকারের দালালী ছাড়া।শেষ জীবনে প্রচুর রাজাকারের হয়ে কথা বলেছেন কিন্তু কেন বলেছেন সেটা আমি আজো বুঝে উঠতে পারি নাই।কারন একটা আবশ্যই আছে।

১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৩২

সোনাগাজী বলেছেন:



উনার ফ্যামিলী ততকালীন পাকিস্তানে উপরের লেভেলে ছিলো; উনি ভালো করেছিলেন যুদ্ধে জয়েন করে; কিন্তু গরীবের ব্যাপারে উনার সীমা ছিলো; ঔষধ নীতিতে গরীবের জন্য কিছু ছিলো? গ্রামের ১ জন মহিলা এই জীবনে দাঁতের ব্যথার জন্য সরকার থেকে কিছু পেয়েছিলেন?

১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৩৩

সোনাগাজী বলেছেন:




মুক্তিযোদ্ধাকে যখন বিএনপি-জামাত-শিবির ভালোবাসে, উহা ভালো কিছু নয়।

১৬| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৩৪

কামাল১৮ বলেছেন: তৃতীয় মাত্রা টক শুতে ওনার অনেক আলোচনা শুনেছি বিশেষ করে আরাফাতের সাথে।ওনি সব সময় জামাত বিএনপির পক্ষ নিয়ে কথা বলতেন।

১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৪২

সোনাগাজী বলেছেন:



শেখ যাদেরকে কিছু দিয়েছিলেন, সবাই উনার বিপক্ষে গেছে; গরীবের বাচ্চাদের শেখ কিছু দেননি, আজো তারা শেখের জন্য কাঁদে!

১৭| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৪৬

সাহাদাত উদরাজী বলেছেন: তিনি যে শাসনের চেষ্টা করেছিলেন তা দেখতে পারেন নাই।

১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৩:৪১

সোনাগাজী বলেছেন:



শেখ সাহেবের কথা বলছেন?

১৮| ১৩ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০১

রানার ব্লগ বলেছেন: তিনি তার জায়গা থেকে চেষ্টা করেছেন। কোন কিছুই একক চেষ্টায় সাফল্য পায় না। তিনিও পান নাই।

১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৩১

সোনাগাজী বলেছেন:




রাজনীতি একক চেষ্টা কাজ করে না; উনার ভাবনাচিন্তা শেখ সাহেবের বিপরিতে ছিলো।

১৯| ১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৭

আমি সাজিদ বলেছেন: চৌদ্দের মন্তব্যের অংশে " আল্লাহ উনাকে অতটুকু দেওয়ার কথা ছিল না " অংশটি পুরোই আপত্তিজনক। এরপরের মন্তব্যে, গ্রামের একজন মহিলা দাঁত ব্যাথার জন্য কিছু পেয়েছে কিনা জিজ্ঞেস করলেন, সরকারি হাসপাতালে কিছু সাধারণ ওষুধ যে ফ্রি পাওয়া যায় তা বোধহয় আপনি জানেন না! ওষুধ শিল্প নীতিতে উনার অবদান কি সেটা বুঝলে এই কথা বলতেন না।

১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:০৭

সোনাগাজী বলেছেন:



আল্লাহ কাউকে কিছুই দেন না; আল্লাহ'কে উদ্দেশ্য করে মানুষ ট্রিলিয়ন ডলার দেয়।

সরকারী হাসতালের ডাক্তারেরা/লোকেরা ডাকাতী করে আসছে পাকিস্তানী আমল থেকেই। উনি ততটুকু করেছেন, যা বেক্সিমকোকে সাহায্য করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.