নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

অচেনা পাপ

১৩ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩৪



বেশ কিছু বছর আগে, ভার্জিনিয়ার ১ জন ১৯ বছরের মৃত্যুপথযাত্রী তরুণকে হাসপাতালের নারী নার্স একজন পতিতার সাথে থাকার ব্যবস্হা করে দিয়েছিলো; ক্যান্সারে তরুণের মৃত্যুর পর, তার মা-বাবা মামলা করে; অভিযোগ, নার্সটি তাদের ছেলেকে পাপাচার করতে দেয়াতে ছেলে বেহেশত না'যাবার সম্ভাবনা আছে।

২৮ বছর বয়স্ক নার্স, মিশেল ক্যান্সার হাসপাতালে রাতের শিফটে কাজ করে; এক সন্ধ্যায় ৯টা'র দিকে সে কাজে এসেছে; ভিজিটরেরা চলে গেছে, টিভি রুমে এনড্রু নামে ১ জন রোগী একাকী টিভি দেখছে; মিশেল এন্ড্রুকে হ্যালো বলে, নার্সিং ষ্টেশনে প্রবেশ করলো। ২ জন নার্স ডিউটিতে আছে, তারা রোগীদের রুমে; মিশেল নার্সিং ষ্টেশনে নিজের খাবারের ব্যাগটা রেখে, ড্রেসিংরুম গিয়ে কাপড় বদলাচ্ছে। সে সামনের আয়নায় দেখলো, এন্ডু তাকে পেছনে থেকে দেখছে; সে পেছনে না'তাকিয়ে কাপড় বদলায়ে বেরিয়ে এলো। এন্ডু নিজের রুমে চলে গেছে। এন্ড্রুর ব্রেইন-ক্যান্সার, সে ছাত্র; ১ বার অপারেশন হয়েছিলো ৪/৫ মাস আগে, নিরাময় হয়নি; আগামী সপ্তাহে আরকবার অপারেসন করা হবে।

মিশেল রোগীদের রুমগুলো ঘুরে, অবশেষে এন্ড্রুর রুমে এলো; এন্ড্রু শুয়ে আছে, ঘুমায়নি; মিশেল প্রশ করলো,
-এন্ড্রু, তুমি কেমন আছ?
-ভালো, কোন অসুবিধা নেই; মিশেল, আমি বাঁচবো?
-তুমি শত বছর বাঁচবে, অপারেশনটা হয়ে গেলে তুমি মুক্ত।

এন্ড্রু বিছানা থেকে উঠে এসে, মিশেলকে হাগ দিতে গিয়ে থেমে গেলো; মিশেল নিজেই তাকে বুকে টেনে হাগ দিলো। মিশেল বললো,
-এন্ড্রু, তোমার মেয়েবন্ধু আছে? কোন মেয়েকে তো আসতে দেখলাম না।
-না, নেই; আমাদের পরিবার ধর্মীয় পরিবার; ক্লাশের ১টা মেয়ের সাথে পরিচয় ছিলো, ক্যান্সারের কথা শুনে সে ভয় পেয়েছে।
-তুমি কোন মেয়ের সাথে ঘুমায়েছিলে কখনো?
-না, মা বলেছেন, পাপ হবে!
-কোন মেয়ে তোমাকে দেখতে এলে তুমি খুশী হবে?
-এলে ভালোই হতো।
-আগামীকাল রাতে একজন মেয়ে আসবে তোমাকে দেখতে; ওকে তোমার সাথে থাকার জন্য অনুরোধ করিও। কালকে আমার ছুটি, নার্স সুজান মেয়েটাকে রাতে আসতে দেবে।

পরেরদিনটা এন্ড্রুর কাছে অনেক লম্বা মনে হলো; বিকেলে তার মা-বাবা তাকে দেখতে এলো; এন্ড্রু মনে মনে কোন এক মেয়ে ভিজিটরের অপেক্ষা করছে সারাক্ষণ। ভিজিটরেরা চলে যাবার পর, এন্ড্রু টিভি রুমে অপেক্ষা করছে। রাত ১০টার পর, নার্স সুজান এসে বললো,
-এন্ড্রু, তোমাকে দেখার জন্য ১ জন মেয়ে ভিজিটর এসেছে, সে তোমার রুমে আছে।

এন্ড্রুর কাছে মনে হলো, সে জীবনে এতো সুন্দর মেয়ে কখনো দেখেনি, সে পুলকিত। মেয়েটি তাকে হাগ দিয়ে বললো,
-এন্ড্রু, তুমি শীঘ্রই ভালো হয়ে যাবে, তুমি অনেক সুন্দর।

মেয়েটি রুমের পর্দা টেনে দিয়ে, নিজের ব্যাগ থেকে ১টা চীজ-কেইক ও কফির ফ্লাক্স বের করলো। এন্ড্রু বললো,
-তুমি কি করে জানো, আমি চীজ-কেইক পছন্দ করি?
-মিশেল বলেছে।

সে কফি ঢাললো, এন্ড্রুকে কেইক দিলো; তারপর বললো,
-এন্ড্রু আমি রাতে এখানে থাকবো, তোমার গল্প শুনবো।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:১৬

কামাল১৮ বলেছেন: পাপ পুন্য একটি ধর্মীয় ধারনা।ন্যায় অন্যায় আছে,সেটা মানা সমাজের মঙ্গলের জন্য প্রয়োজন।

১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৩০

সোনাগাজী বলেছেন:



ন্যায়, অন্যায় হলো আজকের সামাজিক আইনের অংশ; পাপ,পুন্য হচ্ছে আদি যুগের মানুষের রূপকথার অংশ।

২| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:২০

জ্যাক স্মিথ বলেছেন: মিশেল ভালো কাজ করেছিল।

১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৩১

সোনাগাজী বলেছেন:


জীবনটাকে একটু হলেও অনুভব করার সুযোগ থাকতে হবে।

৩| ১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রতিটি রোগীর একজন মিশেল এর মত বন্ধু বা সঙ্গী দরকার।

১৪ ই এপ্রিল, ২০২৩ রাত ১:৩০

সোনাগাজী বলেছেন:



আমেরিকায় বেশীরভাগ নার্সেরা খুবই চেষ্টা করে; নিউইয়র্ক শহরের হাসপাতালগুলো ভালো নয়, এগুলোতে বিদেশী মেয়েরা না্সিং করে।

৪| ১৪ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বেশ মজার ঘটনা!

মিশেল কি বিবাহিতা ছিলেন?

১৪ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:২৭

সোনাগাজী বলেছেন:



মিশেল বিবাহিত ছিলো; আদালত মিশেলকে নির্দোষ ঘোষণা করে ছিলো; এগুলো সচরাচর ঘটে না, ব্যতিক্রম।

১৪ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:২৯

সোনাগাজী বলেছেন:



আমি জেনারেল হয়ে আছি, আপনার পোষ্টে কমেন্ট করতে পারিনি। আশাকরি, টি-শার্ট পেয়ে সবাই খুশী হবেন।

৫| ১৪ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





লেখক বলেছেন:
আমি জেনারেল হয়ে আছি, আপনার পোষ্টে কমেন্ট করতে পারিনি। আশাকরি, টি-শার্ট পেয়ে সবাই খুশী হবেন।
----------------------------------------------

আপনি বিদেশে। তবু, আপনারটা প্রিন্ট করে রেখেছি। ছবিটা ইস্ত্রি করার আগে।

১৪ ই এপ্রিল, ২০২৩ সকাল ৭:২৬

সোনাগাজী বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ; আপনার কাছে রাখুন, আমি সংগ্রহ করে নেবো।

৬| ১৪ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: আমি চেয়েছিলাম আপনার গেঞ্জিটা আমার কাছে রাখতে। আমাদের পাশের বাসায় একজন আমেরিকা থাকেন। নিউ ইয়র্ক। তার কাছে দিয়ে দিতাম। তাছাড়া আমার কাজিন আমেরিকা থাকে। এমনকি আমার ভাগ্নী জানুয়ারীতে আমেরিকা যাচ্ছে। ওদের কাছে দিয়ে দিতাম।

১৪ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৭

সোনাগাজী বলেছেন:



নববর্ষের শুভেচ্ছা; আপনার পরিবারের সবার জন্য শুভেচ্ছা রলো।
ধন্যবাদ, সম্ভব হলে পাঠিয়ে দিয়েন; অথবা আপনার কাছে রাখে দিলেও চলবে।

৭| ১৪ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: আপনি পোষ্টে যে ঘটনা টা বললেন, সেটা নিয়ে একটা মুভি হয়েছে। আমার মনে হচ্ছে আমি মুভিটা দেখেছি।

১৪ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৯

সোনাগাজী বলেছেন:



কাছাকাছি ঘটনা নিয়ে হয়তো মুভি হয়েছিলো।

৮| ১৪ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: ধর্ম মানেই ক্যাচাল।
ধর্ম যেখানেই যায় সেখানেই ক্যাচাল লাগায়ে দেয়। বৈশাখে ধর্ম ক্যাচাল লাগাচ্ছে। ব্লগে ক্যাচাল লাগাচ্ছে। ফেসবুকে ক্যাচাল লাগাচ্ছে। ধর্মের কারনে কম দাঙ্গা হয়নি। কম লোক মরেনি। দেশটা ভাগ হয়ে গেলো। ধর্ম মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করেই যাচ্ছে।

১৪ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১০

সোনাগাজী বলেছেন:



বাংগালী কিশোরেরা মক্তবে ভালো করে; এরা স্কুলে তেমন ভালো করে না; প্রতিটি বাচ্চাকে টিউটরের কাছে পড়াতে হয়, সমস্যা।

৯| ১৪ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: মডারেটর সাহেবের ভাব ভঙ্গি দেখে মনে হচ্ছে- চাঁদগাজীকে ব্যানে রাখতে পারলে আর কোনো সমস্যা নাই।

১৪ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪৬

সোনাগাজী বলেছেন:



পুরো দেশের মানুষের ভাবনাচিন্তাটা কেমন সমস্যাপুর্ণ

১০| ১৪ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: আপনাকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানাই।
ফারাজা তার বড় চাচার সাথে বাইরে গেছে। ফিরবে রাতে।
আমি আর সুরভি সন্ধ্যার পর বের হবো।

১৪ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৪

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, আপনার পরিবারের সবার জন্য শুভেচ্ছা রলো। নববর্ষ উপক্ষে অনেক গার্বেজ পড়ছি ব্লগে।

১১| ১৪ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: গত কয়েকদিন ধরে ঢাকায় ৩৭/৩৮ ডিগ্রী তাপমাত্রা। রাজশাহীতে ৪০ ডিগ্রী।
আজ ঢাকায় বৃষ্টি হবার সম্ভবনা আছে।

১৪ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৫

সোনাগাজী বলেছেন:



জলবায়ু পরিবর্তনের কারণে দেশে ভয়ংকর পরিস্হিতির সৃটি হচ্ছে, ক্রমেই ইহা খারাপের দিকে যাবে।

১২| ১৪ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: আমি একটা লেখা লিখতে চাই-
ভূয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে। বিশেষ করে যারা মুক্তিযোদ্ধা নন কিন্তু মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে যাচ্ছেন বছরের পর বছর ধরে। মোহাম্মদপুর/শ্যামলীতে মুক্তিযোদ্ধাদের অফিস আছে। সেখানে প্রতি মাসে মুক্তিযোদ্ধারা যায়। কেউ কেউ দশ কেজি সোয়াবিন পেল পায়। দশ কেজি আটা। পাচ কেজি ডাল ইত্যাদি। এদের বিরুদ্ধে আমি লিখতে চাই। তথ্য সংগ্রহ করতে শুরু করেছি।

১৪ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২০

সোনাগাজী বলেছেন:




সরকার থেকে প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষকে মুক্তিযোদ্ধর ভাতা দিচ্ছে; আমার হিসেব অনুযায়ী ৪৫/৫০ হাজার মুক্তিযোদ্ধা জীবিত আছেন; বাকী ১ লাখ ৯০ হাজারই ভুয়া; কষ্টের বিষয়, করার কিছুই নেই; বিএনপি'র আমলে ও আওয়ামী লীগের লোকদের দুর্নীতির কারণে এসব ঘটেছে।

১৩| ১৪ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাংগালী কিশোরেরা মক্তবে ভালো করে; এরা স্কুলে তেমন ভালো করে না; প্রতিটি বাচ্চাকে টিউটরের কাছে পড়াতে হয়, সমস্যা ।

ইদানিং বাংলাদেশে একটা ফ্যাশন শুরু হয়েছে। সংসারে দুই ছেলে থাকলে একটাকে মাদ্রাসায় পড়াবে, একটাকে ইংরেজি মাধ্যমে পড়াবে।

বিয়ের করার জন্য পাত্রপক্ষ ধার্মিক পাত্রী খুঁজে। এজন্য আজকাল মাদ্রাসায় নারী শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে। এমনকি হিজাবের ব্যবসা খুবই রমরমা এখন।
আমাদের পাশের বাসায় একজন হিজাব তৈরি করেন। সারা বাংলাদেশ থেকে তার কাছে হিজাবের জন্য অর্ডার আসে। কারিগররা দিন রাত ২৪ ঘণ্টা হিজাব বানিয়েই যাচ্ছে।
গত বছর হিজাব বিক্রি করে তার ২৫ লাখ টাকা লাভ হয়েছে।

১৪ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৩

সোনাগাজী বলেছেন:




আপনি তরুণীদের জন্য সস্তায়, সুন্দর কোন হিজাব ডিজাইন করে, সেটাকে মার্কেটিং'এর চেষ্টা করে দেখবেন? বাজার যখন আছে, দেখেন ইহাকে কাজে লাগাতে পারেন কিনা!

১৪| ১৪ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টা পাপ, তবে আদালত সদয় হওয়ার কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.