নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

নববর্ষ নিয়ে ২৫ জন ব্লগারের ২৫০ রকমের মতামত

১৪ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৮



বাংলাদেশে ইংরেজী নববর্ষ পালনের বেলায় সবাই মোটামুটি এক মত, ইহা আমাদের নিজস্ব নরবর্ষ নয়, ইহা আমাদের সংস্কৃতির অংশ নয়; ইহা নিয়ে চীৎকার করার কিছু নেই; চলুন, বিশ্বের সাথে তাল মিলানোর জন্য দিনটাকে পালন করি, কনসার্ট টনসার্ট শুনি! সবাইকে নববর্ষের শুভেচ্ছা বলুন।

সমস্যা হয়ে যায়, বাংলা নববর্ষ এলে: ইহাতে ইলিশ কেন, ভালো খাবারের যায়গায় পান্তা কেন, মংগল শোভাযাত্রা কেন, শোভাযাত্রায় রাক্ষস খোক্কস কেন, পেঁচা কেন, বাঘ সিংহ কেন, ধুতি কেন, মাথায় টুপি কেন, বটতলা কেন, উদ্বোধনীতে কোরান পাঠ নেই কেন, ইহাতে গানবাজনা কেন, এত গরম পড়ে কেন, রোজার সময় কিসের আবার কনসার্ট, ধর্মমতে ইহা হালাল তো, হালাল নাচগান নেই কেন?

ব্লগে নববর্ষের উপর পোষ্ট আসে, গত বছরের মতো একই কথা, আগামী বছরও একই রকম লেখা আসবে, একই রকম কবিতা আসবে, এগুলো কত পড়া যায়? আমি পড়লে কড়া কমেন্ট করতাম, একই গড্ডালিকা আর কতো? সেইজন্য আমাকে কমেন্ট ব্যান করে রাখা হয়েছে।

নববর্ষের পোষ্ট কেহ পড়ে কিনা কে জানে! নববর্ষের বিপক্ষে লিখলে সবাই পড়ে, পড়ে ক্যাচাল লাগিয়ে দেয়; শেষে বলে, আমাদের উচিত ১লা মুহর্রমে নববর্ষ পালন করা , আনন্দ কম হলেও সওয়াব পাওয়া যাবে। কনসার্ট'এ পয়সা না খরচ করে এতিমখানায় দান করা উচিত।

আসলে সমস্যা হয়ে গেছে, জাতির ভরকেন্দ্র ১ জায়গায় নেই: কেহ বাংগালী, কেহ ইনরেজ/আমেরিকান, কেহ আফগানী, কেহ ইয়েমেনী; দেখতে একই হলেও সাংস্কৃতিক ট্রেডিশন ও চিন্তাভাবনা একই রকম নয়।




মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: শ্যাইয়ান ভাইয়ের পাঠানো গেঞ্জিটা আজ হাতে পেলাম।
সুন্দর হয়েছে। আমি পড়েছি। ছবি তুলে রেখেছি। এ বিষয় নিয়ে একটা পোষ্ট দিবো ব্যান মুক্ত হওয়ার পর।

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫০

সোনাগাজী বলেছেন:




ভালো।
"ব্লগার" লেখা থাকলে, উহা পরে বাইরে যাবেন না।

২| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: আমি মনে মনে ভেবেছি আজ বোধহয় আমাকে, আপনাকে ব্যান মুক্ত করা হবে।
কারন বিশেষ দিনে জেলখানার আসামীকেও ভালো মন্দ খেতে দেওয়া হয়।

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৩

সোনাগাজী বলেছেন:



এডমিন সাহেবকে ধন্যবাদ দেন, আপনার ও আমার সময় বাঁছিয়ে দিচ্ছেন উনি।

৩| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: অনেকেই আমাকে জিজ্ঞেস করে, আপনাকে কেন ব্যান করা হলো?
আমি তাদের প্রশ্নের উত্তর দিতে পারি না। কারন আমি জানি না আমাকে কেন ব্যান করা হলো? সবচেয়ে ভালো হয় তাঁরা যদি মডারেটর সাহেবকে জিজ্ঞেস করেন। তিনিই ভালো বলতে পারবেন।

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৪

সোনাগাজী বলেছেন:




আপনাকে ব্যান করা হয়, কারণ আপনি অণ্যদের থেকে কিছুটা আলাদা।

৪| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: ছোটবেলা দেখতাম প্রতিটা পহেলা বৈশাখের দিন ঝড় বৃষ্টি হতো।
এখন আর হয় না। এমনকি আজ একটা টিভি চ্যানেল বলেছে, আজ বিকেলে ঝড় বৃষ্টি হয় নাই। এখন প্রচন্ড গরম। যাদের ঘরে এসি নাই, তাদের অনেক কষ্ট। বিশেষ করে শিশুদের। শিশুরা নানান রকম অসুখে আক্রান্ত হচ্ছে।

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৫

সোনাগাজী বলেছেন:



এটা সারা বিশ্বের জন্য সমস্যা, ইউরোপের কইছু দেশে এসি নেই।

৫| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: আমাকে ব্যান করার পরও কিন্তু আমি থেমে নেই। আগের মতোই প্রতিদিন লিখছি। যা মন চায় লিখছি। লিখে যাচ্ছি। কে পড়লো, কে না পড়লো তাতে আমার কিছু যায় আসে না। তবে কতিপয় অপ ব্লগার আমার আমার লেখা গুলোর দিকে নিয়মিত নজর রাখছে।

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৬

সোনাগাজী বলেছেন:




আপনি পরিবারকে সময় দেন।

৬| ১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট টি আমি পড়েছি।
আপনি পোস্টে যা বলেছেন তাই- নববর্ষ নিয়ে প্রতি বছর এরকম পোষ্ট ব্লগে আসতেই থাকবে। ম্যাও প্যাও চলতেই থাকবে।

গত কয়েক বছরে আপনি নববর্ষ নিয়ে নিয়ে গুরুত্বপূর্ন কিছু কথা বলেছেন। সেই কথা গুলো আমি জমিয়ে রেখেছি। ইচ্ছা করলে সেই সব কথা গুলো আমি আজ ওদের জানাতে পারতাম। কিন্তু জানাই নি। ওরা গলাবাজি করতে থাকুক।

১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৮

সোনাগাজী বলেছেন:



সময়ের সাথে সব বদলাচ্ছে; অনেক বাংগালীর লেখা পড়লে মনে হবে, আমরা এখনো নবাব সিরাজের রাজত্বে বাস করছি; অনেকের লেখায় কিছুই বদলায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.