নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ছেড়ে যাবেন না, গেলে ঘোষণা দেবেন না

১৭ ই এপ্রিল, ২০২৩ ভোর ৫:১৮



আরো ১ জন চলে যাচ্ছেন, ঘোষণা দিয়ে যাচ্ছেন; ব্যক্তি-আক্রমণের কথাটা উচ্চারণ করতে ভুলে গেছেন; উহা উচ্চারণ করলে, উনার জন্য কান্নাকটি করার জন্য গত ১০ ঘন্টায় ১০টি পোষ্ট আসতো। আমি অল্পের জন্য রক্ষা পেলাম?

আমি লেখক নই, লেখার মাঝে যে আনন্দ আছে, উহা নিশ্চয় আমি অনুধাবন করিনি জীবনে; আমি ব্লগার, চলমান কোন ঘটনা আমার ধারণার মাঝে থাকলে, উহা নিয়ে আমি পোষ্ট লিখি, আমার মতো করে ব্যাখ্যা করি, মতামত জানাই; আমি একই বিষয়ের উপর অন্যদের মতামতকে নিয়ে মাথা ঘামাই না, হোক সে বারট্রান্ড রাসেল কিংবা ওমর খাইয়াম। তবে, মন্তব্যকারীর মতামতকে গুরুত্ব দিয়ে থাকি; এজন্য, আমি অনেকের মন্তব্য পেয়ে আসছি।

ছোটকালে কোন বিষয়ে লেখার অভ্যাস আমার ছিলো না; শুধু ঠিক মতো হোমওয়ার্ক করতাম। ব্লগে যারা লিখেন যে, ছোটকাল থেকেই টুকিটাকি লিখতেন, সেসব মানুষ আমার কাছে বিস্ময়ের মতো! ছোটকালে আমি খেলাধুলা করেছি, গরু চরায়েছি, স্কুলে গেছি, হোমওয়ার্ক করেছি; এর থেকে বেশী করার আর কি ছিলো? লেখালেখি যে করতে হয়, উহা আমা অবধি পৌঁছেনি।

এখন, আমার কাছে বিস্ময় লাগে, এসব লেখকেরা যখন ব্লগ থেকে চলে যান! আমি সাহিত্য মাহিত্য নিয়ে লিখতে পছন্দ করি না; কিন্তু তারপরও ব্লগ ছাড়তে চাই না; অনেকেই আমার ভাবনাচিন্তা, ধারণা, ইত্যাদিকে অপন্দ করেন, এবং আমার ব্লগিং বন্ধ করতে চান! কিন্তু কিছু লোকজনকে অনেকে তেল দিয়েও ধরে রাখতে পারছেন না অনেকে; দেশের তেলে ভেজাল আছে, খাঁটী সরিষার তেল আমদানী হচ্ছেনা, মনে হয় আজকাল।

তবে, এবারের ব্লগারকে ধন্যবাদ, ব্যক্তি আক্রমণের কথা তোলেননি; উহা তুললে এতক্ষণে সামুতে লংকাকান্ড ঘটতো, আমি ভয়ে লেজ গুটিয়ে অসহায়ভাবে সাক্ষী হয়ে বসে থাকতাম।


মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২১

এলে বেলে বলেছেন: আপনার হিউমার আসলেই অসাধারণ। এই গরমে যেন একরাশ শান্তি বিলিয়ে দিল। হা হা হা। ভাল থাকবেন।

১৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৭

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
আমাকে জেনারেল করলে, আমার পোষ্টে হিউমার বাড়ে, মনে হয়।

১৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩১

সোনাগাজী বলেছেন:



২০১৭ সালে শেষবার লিখেছিলেন লালনকে নিয়ে। আবার লেখার শুরু করেন।

২| ১৭ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৭

অধীতি বলেছেন: আপনি সাহিত্য বোঝেন না ভালো কথা তাহলে আরেকজন কবিতা লিখলে সেখানে মন্তব্য করতে যান কেন? যেটা বোঝেন না সেটা থেকে দূরে থাকাই কি উচিত না। ব্লগের নির্বাচিত কোঠায় গল্প কবিতার একটা স্থান আছে। আপনার ভাল না লাগলে এড়িয়ে যাবেন আরেকজনকে কঠোর কথা বলে লাভ কি?

১৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২২

সোনাগাজী বলেছেন:



আমি কবিতা লিখি না, কবিতা পড়ি।
জুল ভার্ন ব্লগ ছাড়ার পর, আপনি ১টা পোষ্ট দিয়েছিলেন; উনি কেন ব্লগ ছেড়েছেন বলে আপনার ধারণা?

৩| ১৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:১৫

এলে বেলে বলেছেন: ঢাকায় যে গরম, তাতে যা লিখব সব গরল হয়ে বের হবে। তার চেয়ে হাইবারনেশন এ থাকাই ভাল।

১৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:





পাঠক কমে গেছে; ক্যচালের পাঠক আছে অনেক।

৪| ১৭ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৫২

এলে বেলে বলেছেন: ভালো লেখক নেই, আমাদের শিক্ষার অবস্থা কেরোসিন। পাঠক আসবে কোথা থেকে। তার চেয়ে ক্যাচাল প্রিয় জাতী ক্যাচলেই ডুবে আছে।

১৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০০

সোনাগাজী বলেছেন:



ঢাকা ইনিভার্সিটির গ্রেজুয়েট ক্যচাল করে বেড়াচ্ছে ব্লগে; প্রশ্নফাঁসেরা ( নাহিদ গ্রেজুয়েট ) সরকারে প্রবেশ করছে। ব্লগের বেশীরভাগ লেখা ভুল ধারণার উপর ভিত্তি করা লেখা।

৫| ১৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


ইসরাফীল সিঙায় ফু দেবার আগে ঘোষণা দিয়ে ব্লগ ছাড়া উত্তম কাজ।

১৭ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০১

সোনাগাজী বলেছেন:



ব্লগ থেকে যাওয়ার সময় নীরবে চলে যাওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.