নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সুদানের ২ সামরিক বাহিনীর যুদ্ধ, সাধারণ মানুষ পটল তুলছে!

২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১০



১৫ই এপ্রিল থেকে সুদানের ২ সামরিক বাহিনীর মাঝে যুদ্ধ শুরু হয়েছে; দেশের মুল সৈন্য বাহিনী লুঠের মালামাল বেশী নিয়ে নিচ্ছে; অন্য সামরিক বাহিনীকে ( প্যারামিলিটারী, নাম হচ্ছে রেপিড সাপোর্ট ফোর্স, RSF) সঠিক ভাগ দিচ্ছে না। মুল বাহিনীর কমনান্ডার হচ্ছে, জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান; RSF'এর কমান্ডার হচ্ছে, জেনারেল হামদান দেগালো। আমি জেনারেল ফেনারেল লিখেছি এদের নামের সামনে, আসলে লেখার দরকার গরিলা।

২০২১ সালের ২৫শে অক্টোবর, দেশের মিলিটারী ক্যু করে সরকারের পতন ঘটায়ে ক্ষমতা দখল করে নেয়; সরকারের লোকজনকে (তারাও ডাকাত ছিলো) জেলে রেখে আমাদের জিয়া ও এরশাদের মতো "ঘনতন্ত্র" দেয়ার কথা বলে লুটতরাজ শুরু করেছিলো; কিন্তু মিলিটারী ও প্যারামিলিটারীর মাঝে প্যারা লেগে গেছে, ভাগযোগ নাকি সঠিক হচ্ছে না, বড় গরিলা বেশী কলা খেয়ে ফেলছে।

আফ্রিকার জন্য এসব নতুন কিছু নয়, দুর্ভিক্ষে এর থেকে বেশী মানুষ মরে প্রতি বছর; আসলে, সুদানের মানুষজনও খুব একটা ভালো নয়; তারপরও সাধারণ মানুষ মানে সাধারণ মানুষ; কেহ চাহে না যে, মিলিটারীর মাঝে ভাগযোগ নিয়ে যুদ্ধে সাধারণ মানুষ প্রাণ হারাক; ওরা তো লুটের ভাগ চাহেনি। যুদ্ধ মুলত এখনো রাজধানী খার্তুমে সীমাবদ্ধ আছে; প্যারা যখন রাজধনী ছাড়তে বাধ্য হবে, তখন অন্য এলাকায় যুদ্ধ ছড়াবে।

২ পক্ষ মিলে একটা ভালো কাজ করেছে, দেশের উড়োজাহাজগুলো সব পোড়ায়ে দিয়েছে, যাতে কোন গরিলা পালিয়ে ইউরোপে চলে যেতে না'পারে; আসো, যুদ্ধ করি! পালানোর কাম নেই।

আজকে ও কালকে যুদ্ধ যুদ্ধ খেলা হবে না; আমেরিকানরা ও ইউরোপিয়ানরা দেশে থেকে চলে যাবে, তারা নিজেদের সৈন্য সামন্ত পাঠায়েছে খার্তুমে; তাদর লোকজন প্লেইনে উঠে গেলে আবার যুদ্ধ শুরু হবে।

পুরো দেশে গোলাবারুদ খুব একটা ছিলো না; টাকা পয়সাও ( হার্ড কারেন্সী ) খুব একটা বেশী নেই; ফলে, যুদ্ধ খুব একটা জমবে না, যুদ্ধ আফ্রিকার অন্যন্য গেরিলা যুদ্ধের রূপ নেবে। লোকজনের খাবার দাবারও নেই, তারা যদি ২ বেলা খেতে চায়, তবে কোন একপক্ষে যোগ দিয়ে যুদ্ধে করতে হবে। আজ অবধি ৬ শতের বেশী মানুষ প্রান হারায়েছে, ৪ হাজারের বেশী আহত হয়েছে। সাধারণ মানুষকে সাহায্য করার ঘোষণা দিয়েছে আলকায়েদা, তারা সাধারণ মানুষের হয়ে যুদ্ধ করছে। আপাতত: এই ৩ শক্তি খেলায় নেমেছে।

আপাতত উভয় পক্ষই ভালো করছে, উভয় পক্ষেই হতাহতের সংখ্যা খুবই নগন্য; বরাবরের মতো সাধারণ নাগরিক বেশী মারা গেছে; কারণ, উভয় পক্ষই ট্যাংকের অভাবে মানুষকেই ঢাল হিসেবে ব্যবহার করছে।

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৯

আমি সাজিদ বলেছেন: আপনি বর্ণবাদী। মানুষের নাম গরিলা হয় কেমনে? সুদানের এই যুদ্ধে মিশর আর আমিরাতের কার কি স্বার্থ?

২৫ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:



মিশর ও আমিরাতের স্বার্থ হলো, উভয় দেশ চাচ্ছে, সুদানের টুরিষ্টরা ( রিফিউজীরা ) যেন মাত্র এই ২ দেশে বেড়াতে্ আসে।

আমি এখনো চোখে দেখি, বিবিধ বর্ণের মানুষ আছেন পৃথিবীতে; জন্মান্ধরা বর্ণ দেখেন বলে মনে হয় না। মানুষের নামের যায়গায় গরিলা শব্দটি আমি ব্যবহার করিনি।

২| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: ক্ষমতা দখলের লোভে যুদ্ধ করতে করতেই হয়তো জনাব ইসরাফিল সিঙ্গায় ফুঁক দিবেন। এবং দুনিয়া ধ্বংস হবে।

২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮

সোনাগাজী বলেছেন:



একেতো আফ্রিকা, আবার আরবী লোকজন আছে ওখানে, মিলিটারী মানুষকে মাছির সমান মনে করে।

৩| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: গত ১৫ই এপ্রিল সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত চারশো মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে জাতিসংঘ কর্মীও রয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।

২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০২

সোনাগাজী বলেছেন:



আফ্রিকায় কাজের জন্য জাতি সংঘের কাজ করার জন্য স্হানীয় লোকজনকে নেয়া উচিত; অকারণে, বিদেশী পরিবারের মানুষজন প্রাণ হারায়; আফ্রিকার লোকজনের জন্য প্রাণ দেয়া ঠিক নয়।

৪| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: মি. ব্লিঙ্কেন জানিয়েছেন, প্রায় ৪৮ ঘণ্টা ধরে আলোচনার পরে সেনাবাহিনী এবং মিলিশিয়া র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হয়েছে।

২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

সোনাগাজী বলেছেন:




সমঝোতা বলতে কি হয়েছে কে জানে, ওখানে আমেরিকান ও বৃটিশ সৈন্যরা গেছে লোকজনকে বের করে আনতে।

৫| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সুদানে মানবিক সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

সোনাগাজী বলেছেন:



উহা ১৯৫২ সাল (স্বাধীনতা ) থেকে সংকটে আছে।

৬| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের আগে সরিয়ে নেওয়া হচ্ছে।

২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

সোনাগাজী বলেছেন:



একই ঘটনা ঘটে আসছে আফ্রিকার অনেক দেশে, আফ্রিকা কখনো নিজ পায়ে দাঁড়াতে পারবে না, ওরা সম্পদের মালিক হয়ে ভিক্ষা করে।

৭| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ নিশ্চিত করেছেন রবি ও সোমবার- এই দুদিনে প্রায় চারশ’ নাগরিক ও কূটনীতিককে সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়াও জার্মানি, ইতালি, স্পেন, আর্জেন্টিনা কলম্বিয়া, আয়ারল্যান্ড, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো, তুরস্ক, ভেনিজুয়েলার নাগরিক ও কূটনীতিকদেরও সরিয়ে নেওয়া হচ্ছে।

২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

সোনাগাজী বলেছেন:




আপনি তো দেখছি, ভালো নজর রেখেছেন।

৮| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: সুদানে সামরিক বাহিনীর দুটো গ্রুপের মধ্যে সশস্ত্র লড়াই শুরু হওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর দেশটি থেকে বিদেশী নাগরিক ও কূটনীতিকদের সরিয়ে নেওয়া হচ্ছে।

২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১০

সোনাগাজী বলেছেন:



কুটনীতিবিদরা ওখানে কি করে, সেটাই একটা দেখার বিষয়।

৯| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: পূর্ব আফ্রিকার দেশ সুদানে ক্ষমতা দখলের চেষ্টায় দেশটির সেনা ও শক্তিশালী আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭০ জন।

২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১১

সোনাগাজী বলেছেন:



ওদের হাতে অস্ত্র কেনার পয়সা নেই, যুদ্ধ থেমে যাবে।

১০| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: আধা-সামরিক বাহিনীর দাবি তারা প্রেসিডেনশিয়াল প্যালেস, খার্তুম বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ন্ত্রণে নিয়েছে।

২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

সোনাগাজী বলেছেন:


কলার ভাগ পেলে সব ঠিক হয়ে যাবে; কিংবা ১ জেনারেল পালিয়ে যাবে।

১১| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: উপরের সব তথ্য পত্রিকা থেকে নেয়া ও কপি করা। মুবাইল থেকে লিংক যুক্ত করা কঠিন।

২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

সোনাগাজী বলেছেন:


আমাদের জিয়া সাহেব বেঁচে থাকলে, আমাদেরকেও এসবের ভেতর দিয়ে যেতে হতো!

১২| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

শেরজা তপন বলেছেন: গত ১০ই ফেব্রুয়ারি অরন্য মিজান নামে একজন ব্লগার একটা পোষ্ট দিয়েছিলেন- তাঁর সেই পোস্টে প্রথম মন্তব্য ছিল আপনার। আপনি লিখেছিলেন;
১. ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৫০
সোনাগাজী বলেছেন:
৮ম শ্রেণীর ফাইনাল পরীক্ষার রচনা হিসেবে নিলে মোটামুটি ভালো হয়েছে।

এঁর ঠিক ৪ দিন বাদে এই ব্লগার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন ( ১৫ ফেব্রুয়ারি)। এই বিষয়ে আপনার অনুভুতি কি? কাউকে আঘাত দেবার আগে আরেকটু ভাবুন।

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৫২

সোনাগাজী বলেছেন:



১ জন ব্লগারের মৃত্যুর কথা শুনে খারাপ লাগছে; উনার পরিবারের জন্য সমবেদন রলো।

উনার ব্লগিং ও আমার মন্তব্যেকে উনার মৃত্যুর সাথে কেন জড়াচ্ছেন? উনার মৃত্যুর কারণটা কি ছিলো? আমি কাকে আঘাত দিচ্ছি? কি সব বলে বেড়াচ্ছেন?

আমাকে অপদস্ত করার জন্য ১ জন ব্লগারের মৃত্যও কি উনার ব্লগিং'এর সাথে যুক্ত করার দরকার হয়ে গেছে?

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৫৩

সোনাগাজী বলেছেন:



মানুষের মৃত্যুর সাথে তাঁর ব্লগিং'কে কেন আপনি যোগ করছেন?

১৩| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

শেরজা তপন বলেছেন: লিঙ্ক
আপনার ওই মন্তব্যটা কি আঘাত নয়।? আপনার আসলে অনুভুতি শক্তি ভোঁতা হয়ে গেছে।
আপনাকে আমি জড়াচ্ছিনা। আরেকটু রয়ে সয়ে মন্তব্য করার কথা বলছি। মানা না মানা আপনার ব্যাপার।

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৪৮

সোনাগাজী বলেছেন:



আমাদের প্রয়াত ব্লগারের মেয়ে মৃত্যুর কারণ বলেননি; আপনি যেহেতু উনার ব্লগিং ও আমার কমেন্টকে উনার মৃত্যর সাথে কোনভাবে জড়ায়েছেন, প্লীজ উনার মৃত্যুর কারণটা কি ব্লগিং'এর সাথে যুক্ত কিনা, এবং স্পেসিক্যালী আমার মন্তব্যের সাথে জড়িত কিনা, সেটা একটু জেনে নিন।

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৮

সোনাগাজী বলেছেন:




Shahadat Udraji'এর লিখেছেন:

মানুষ কেন মরে যায়! আজ ফেবুবন্ধু এবং ব্লগার অরন্য মানব (মিজান ভাই) এর জন্মদিন ছিলো, যথারীতি ফিডে শুভেচ্ছা জানিয়ে কিছুটা অনুপস্থিতি দেখে স্ক্রল করলাম। উনার নামে উনার মেয়ের লেখা পড়ে বুঝতে পারলাম, তিনি গত ১৬/০২/২০২৩ ইং তারিখে মারা গেছেন, অথচ ১৫/০২/২০২৩ইং তারিখেও তিনি স্ট্যাটাস লিখেছেন, সামুতে ব্লগ লিখেছেন ১০/০২/২০২৩ইং। ফেবুর শুরু থেকে, সামুতেও অনেক দিন! এভাবেই আমাদেরও একদিন চলে যেতে হবে। আমার কথাও হয়ত অন্য কেহ লিখে যাবে! এটাই দুনিয়ার রীতিনীতি!

আপনি কেন উনার মৃত্যুর কথা বলতে গিয়ে উনার ব্লগিং ও আমার মন্তব্যকে টেনে এনেছেন?

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:০০

সোনাগাজী বলেছেন:



আপনার এই ধরণের ভাবনাচিন্তা ও মন্তব্য আমাকে ভয়ংকরভাবে হতাশ করেছে; আপনি আমাকে অপদস্ত করার জন্য ভয়ংকর কিছু করতে চাচ্ছেন!

আমার মন্তব্যের ৪ দিন পর, কি মেডিক্যাল কারণে ব্লগারের মৃত্য হলো, সেটা আমি আপনার থেকে জানতে চাই।

১৪| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগার অরন্য মিজানের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করছি। তার আত্নার মাগফিরাত কামনা করছি।
একটু অনধিকার চর্চার জন্য দু:খিত। আমাদের ব্লগার নুরু ভাই এর মৃত্যুর উনার সাথে অনেকেই খারাপ ব্যবহার করেছেন। সে বিষয়ে আপনার বক্তব্য কি একটু জানাবেন?


"ব্লগার অরন্য মিজানের মৃত্যুর জন্য ব্লগার সোনাগাজী দায়ী" এমন কোন পোস্ট আসবে নাকি?



১৫| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:



শিশু সৈন্য, প্রথম সুদানী গৃহযুদ্ধ

প্রথম সুদানের গৃহযুদ্ধ ছিল ১৯৫৫ এবং ১৯৭২ সালের মধ্যে সুদানের উত্তর এবং দক্ষিণ অঞ্চলের মধ্যে
একটি বারো বছরের সংঘাত।

সুদানে যুদ্ধ ২০২৩: দুই জেনারেলদের মধ্যে ক্ষমতার লড়াই

It’s a very zero-sum game,, যুদ্ধ যত দীর্ঘ হবে, বেসামরিক লোকের প্রাণহানীর সংখ্যা তত বেশি হবে।
মুরগির লড়াই দেখার সাথে মানুষের জীবন ঝুঁকির একটি লড়াই বিশ্ববাসী অবলোকন করবে
ছবি সুত্র : Click This Link

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:০২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

ড: আলী সাহেব, কোনদিন ব্লগ ছেড়ে যাবেন না, প্লীজ; আপনি চলে গেলে আমাকে দোষারোপ করা হবে।

১৬| ২৫ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

শেরজা তপন বলেছেন: @ মোহাম্মদ গোফরান
আমার আলোচনা হচ্ছে ওয়ান টু ওয়ান দয়া করে উনাকে উত্তরটা দিতে দিন। আমি মন্তব্যটা তাঁর পোস্টে এসে করেছি। আপনার কোন আলোচনা থাকলে আমার ব্লগে এসে করুন। আপনার শেষের উক্তিটা 'ভয়ঙ্কর রকম খোঁচা দেয়া উক্তি'। আমার সাথে প্যাচাবেন না দয়া করে।

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:০১

সোনাগাজী বলেছেন:



আপনি যেসব কথা বলছেন, এগুলো ভয়ংকর কথা।

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৫৯

সোনাগাজী বলেছেন:



আপনার সর্বশেষ পোষ্টটাতে আপনি যা লিখেছেন, এগুলো ভুল ধারণার উপর নির্ভের করে লিখেছেন।

১৭| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২৫

কামাল১৮ বলেছেন: এটা কি আমাদের বিডিআর বিদ্রোহের মতো কোন ঘটনা।

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৪৯

সোনাগাজী বলেছেন:



না, মিলিটারী ক্ষমতায় আছে, লুঠের ভাগ সবাই সমানভাবে পাচ্ছে না।

১৮| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: শেরজা ভাই,
দু:খিত ভাই। আমি কারও পোস্টে অপ্রাসঙ্গিক মন্তব্য করলে কর্তৃপক্ষ মুছে দেন ভাই। তাই আপনার পোস্টে অন্য বিষয় এ আলোচনা করার সুযোগ নেই। আপনাদের গুলো অবশ্য মুছার প্রশ্নই আসেনা। আপনারা সামুর সেলিব্রিটি ব্লগার। সব নীতিমালার ঊর্ধ্বে।

পরে কখনো ঐবিষয়ে আপনি পোস্ট দিলে অবশ্যই আলোচনা হবে। ভালো থাকুন।

১৯| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: নুরু সাহবের মৃত্যুর আগে কতিপয় ব্লগার তার সাথে অতি কুৎসিত আচরন করেছে। এমন কি তার মৃত্যুর খবর পাওয়ার পর তাঁরা দুঃখ প্রকাশ করেনি। তখন শেরজা তপন সাহেব কোথায় চিলেন? হঠাত করে তার এত চুলকানি শুরু হলো কেন?


শেরজা সাহেব জোর করে আপনাকে খলনায়ক বানাতে চাচ্ছেন। এটা দুঃখজনক আচরণ।

২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:



শেরজার বাবনিক পড়েছিলেন? কোন কিছু সঠিকভাবে লিখতে পারেন বলে মনে হয় না।

২০| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩১

শাহ আজিজ বলেছেন: গেল কদিন ধরে সুদান সংকট মনে বেশ পীড়া দিচ্ছে । আমার ভাষা বিশ্ববিদ্যালয়ে ১১ জন সহপাঠীর সবাই সুদানি ছিল । এটা দ্বিতীয় বছরের ক্লাসে । চাকুরিকালে সুদানের রাষ্ট্রদুত তাদের সাপ্তাহিক আয়োজনে আমায় দাওয়াত দিতেন । আজ সেইসব সহপাঠীর কোন খোজ জানিনা , তারা কোথায় তাও অজানা । আফ্রিকার মানুষজন একটু বেশী জেদি বটে । এক দীর্ঘ যুদ্ধের পর এটি দ্বিতীয়বারের যুদ্ধ । কে টেকে আর কে ধ্বংস হয় জানিনা তবে এখন চারিদিকে কেন জানি যুদ্ধের উন্মাদনা ছড়িয়ে পড়ছে । এবার শরণার্থীর মিছিলটা একটু লম্বা হবে ।

২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:১৫

সোনাগাজী বলেছেন:



ঐ দেশের শিক্ষিতরা সৌদী আরব, ইউরোপ, দুবাই চলে যায় চাকুরীর খোঁজে; দুষ্টরা দেশে লুটতরাজ চালায়; ইহাই আফ্রিকা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.