নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সস্তা শ্রমকে কাজে লাগিয়ে জাতি নিজ পায়ে দাঁড়াতে পারেনি

২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫৮



আমি ১টা পোষ্ট লিখেছিলাম, শিরোনাম ছিলো, "মধ্যরাতের ভিখারিনী"; কাহিনী সংক্ষেপ: একজন বোকা ধরণের দরিদ্র আমেরিকান মেয়ে, মধ্যরাতে অনেকটা প্রতারণার সাহায্য নিয়ে সামান্য পয়সা যোগাড় করতে চেষ্টা করছিলো; সে না'খেয়ে ছিলো। আমি বুঝতে পেরে, তাকে খাবার কিনে দিয়েছিলাম ও চাকুরী খোঁজার পথ বাতলে দিয়েছিলাম; ভেবেছিলাম, একজন তরুণী মাঝরাতে নির্জন এলা কায় বিপদে পড়তে পারে। সে মেয়েটি জানতো না, তার হাঁটার দুরত্বের মাঝে অনেক চাকুরী ছিলো; এবং অতি সহজেই সে একটি ভালো চাকুরী পেয়ে, তার জীবনকে বদলিয়ে দিতে পারে; আমার উপদেশকে কাজে লাগিয়ে সে ভালো একটি চাকুরী পেয়েছিলো।

আমেরিকা, কানাডা, চীন, রাশিয়া, জার্মানী, ভারত, সবাই আজকের বিশ্বে বিদেশী বিনিয়োগ চায়; আমার ধারণা, একমাত্র জাপান ও ফ্রান্সে আজকের বিশ্বে কেহ সহজে বিনিয়োগ করতে যাবে না। সেই ক্ষেত্রে বাংলাদেশ, ইয়েমেন, আফগানিস্তান তো চাইবেই বিদেশী বিনিয়োগ! আমেরিকা যখন বিদেশীদের বিনিয়োগে আকর্ষণ করে, তখন তারা বলে: "গ্রীনকার্ড দেবো, ট্যাক্স ব্রেক দেবো, জমি দেবো, টেকনোলোজী দেবো, বিনিয়োগ কনসালটেন্ট দেবো, শুধু টাকা নিয়ে আস"; ইউক্রেন বলে: সিটিজেনশীপ দেবো, বিয়ার দেবো, সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবা"।

বাংলাদেশ সরকারের লোকেরা বিদেশী বিনিয়োগকে আকর্ষণ করার জন্য কি কি বলে থাকে?

আমাদের প্রাইম মিনিষ্টার এখন জাপানে; তিনি বাংলাদেশে জাপানী বিনিয়োগ আনতে গেছেন; মনে হয়, বেশ কয়েকটি মেমোরেন্ডাম অব আনডারষ্টেনডিং সই করবেন। আসল কথা হলো, উনি নিজের থেকে গেছেন বলে মনে হয় না; আমি যতটুকু শুনেছি, জাপানীরা পুর্ব ভারতের রাজ্যগুলোতে জাপানী মালামাল ও টেকনোলোজী বিক্রয় করতে চায়, ইহা মোটামুটি ভালো বাজার। কিন্তু সেই এলাকার মানুষদের পকেটে কি আছে? জাপানীরা পকেট টিপে দেখেছে, জাপানীরা বুঝতে পেরেছে যে, বাজার আছে; তবে, তবে, ওখানে জাপানে তৈরি প্রোডাক্ট বিক্রয় করলে লাভ হবে না; জাপানী প্রোডাক্টই বিক্রয় করতে হবে, তবে অন্য দেশে কম দামে উহা উৎপাদন করতে হবে।


মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মাননীয়া আমাদের দেশের জন্য ভিক্ষা করে বেড়ান। দলের লোকের উনাকে পাঠান।

২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

সোনাগাজী বলেছেন:



মগজ কম থাকলে, ঘরে চাউল আছে কিনা, তা না'দেখেই ভিক্ষার জন্য বেরিয়ে পড়ে।

২| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:২২

মিরোরডডল বলেছেন:



"মধ্যরাতের ভিখারিনী"
আমার একটা লেখা ছিলো মধ্যরাতের স্বর্ণকেশী। একজন সেক্স ওয়ার্কার ব্রথেল থেকে পালিয়ে এসেছিলো তাকে নিয়ে।
পুলিস রিপোর্ট করা ছাড়া আর কিছু করতে পারিনি। লাইফে প্রথম এমন অভিজ্ঞতার উইটনেস হয়ে আমি নিজেই নার্ভাস হয়ে গিয়েছিলাম।

আমার উপদেশকে কাজে লাগিয়ে সে ভালো একটি চাকুরী পেয়েছিলো।
ভেরি ওয়েল ডান। কারও জন্য কিছু করতে পারলে অনেক ভালো লাগে।


২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:



আপনার লেখা আজো থাকলে, পড়ে দেখবো।

৩| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

মিরোরডডল বলেছেন:



এটা শুরুর দিকের লেখা, খেলাঘর লেখাটা পড়েছে এবং কমেন্টও করেছিলো।

থ্যাংক ইউ।

২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

সোনাগাজী বলেছেন:



আজকে আবার পড়লাম। কোন সিদ্ধান্ত নেয়ার জন্য খুবই কম সময় হাতে ছিলো।

৪| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জাপানীরা বাংলাদেশ থেকে ইতিমধ্যেই বিনিয়োগ করে সুবিধা
গ্রহন করছে । তাদের বিনিয়োগ অন্যান্যদের থেকে অনেক
ভালো ও সহনীয় ।

....................................................................................
ওয়ালটন বাংলাদেশী প্রতিষ্ঠান যাহার ফ্রিজ , এসি বর্তমানে
জাপানে যায়, তাদের মতো কাষ্টমাইজ করে ।

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২৫

সোনাগাজী বলেছেন:


জাপানীদের থেকে পেটেন্ট কিনে, নিজেরা বানানো সম্ভব?

৫| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: চারদিনের সফরে প্রধান মন্ত্রী জাপান যাওয়ার পর একটা হাস্যকর কান্ড ঘটেছে।ফুমিও কিশিদার কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও বিএনপি।উভয় কর্মসূচি পালনের মধ্যে দূরত্ব ছিল কেবল রাস্তার এপাশ-ওপাশ। বিএনপির অবস্থান ছিল ৩ নম্বর গেট এবং আওয়ামী লীগের অবস্থান ছিল ৪ নম্বর গেট।

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২৭

সোনাগাজী বলেছেন:



এটা চালু করেছিলো বেগম জিয়ার সময় আওয়ামী লীগ। শেখ হাসিনা এটাকে হ্যান্ডল করতে জানেন না: তিনি জাপানের রাস্তায় বিএনপি'র লোকদের সাথে ১৫/২০ কথা বললে, সমস্যা থাকতো না।

৬| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সফলতা কামনা করে তাকে অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।একই সময়ে বিএনপির নেতাকর্মী ও সমমনারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এসময় আওয়ামী লীগ ও বিএনপি উভয় পক্ষের শারীরিক এবং শ্লোগানের ভাষা ছিল আক্রমণাত্মক।

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩০

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগের নেত্রী আসছে, আওয়ামী লীগ রাস্তায় গেছে কেন? ১টা হোটেলে উনাকে নিয়ে বসে আলাপ আলোচনা করতো; তখন বিএনপি মন খারাপ করে কাজে সময় কাজে চলে যেতো।

৭| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: কর্মসূচিতে 'দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর' অভিযোগ তুলে খালেদা জিয়াকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার জন্য স্লোগান দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।এর প্রত্যুত্তরে 'যেখানে হাসিনা সেখানে প্রতিবাদ, হটাও হাসিনা বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ' ব্যানারে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৫

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা আমেরিকা, ইউরোপে গেলেও একই ঘটনা ঘটে; উনি রাস্তা বিক্ষোভরত বিএনপিদের ১টা হোটেলে দাও্য়াত করে, তাদের বক্তব্য শুনতে পারেন; হারাবার কিছু নেই।

৮| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: এসময় আওয়ামী লীগকে 'খুনি ও সন্ত্রাসের দল' এবং 'নিশিরাতের ভোট চোর' বলে স্লোগান দেন তারা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৩

সোনাগাজী বলেছেন:


আওয়ামী লীগ ওদেরকে সুযোগ দিচ্ছে, প্রবাসে আওয়ামী লীগকে তো কেহ ভয় করার কথা নয়; আওয়ামী লীগের কারণে প্রধানমন্ত্রীকে প্রবাসে বিব্রত হতে হচ্ছে।

৯| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্টের চেয়ে মন্তব্য বড় হয়ে যাচ্ছিল তাই ভেঙে ভেঙে করলাম। ওপরের মন্তব্য গুলোর সূত্র "ডেইলি স্টার "

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৪

সোনাগাজী বলেছেন:



আমি নিজ চোখে এসব দেখেছি আমেরিকায়; শেখ হাসিনা বুদ্ধিমতি না'হওয়ায়, প্রবাসে উনি এসব হ্যান্ডলিং করতে ব্যর্থ হয়েছেন।

১০| ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


বিনিয়োগ বিনিয়োগ জপে দেশের বাইরে গিয়ে কতটুকু লাভবান হয়েছে দেশ? শেখ হাসিনা আমেরিকা গিয়ে বাঙালী ব্যবসায়ীদের বলে 'দেশে বিনিয়োগ করুন,জাপান গিয়ে বলে বিনিয়োগ বাংলায় ঢুকান।দেশের রাঘব বোয়ালদের বিদেশে বিনিয়োগের পথ কৌশলে সুগম হচ্ছে। চীনে গিয়ে কতটুকু বলতে হয়,কে জানে, নাকি শী ফোন দিলেই বিনিয়োগ ঢুকে যায়।

ইতিমধ্যে দেশে চীন বিনিয়োগ করেছে ৭ বিলিয়ন ডলার, ঠিকাদারি কাজ পেয়েছে ২৩ বিলিয়নের।

২৮ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৩২

সোনাগাজী বলেছেন:



চীনারা দেশের সব উঁচু পদের সরকারী কর্মচারীদেরকে ডাকাতে পরিণত করেছে। আজ অবধি, যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে, তাদের মাঝে বেশীরভাগই পুর্ব এশিয়ার চোর ডাকাত।

১১| ২৮ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫২

রানার ব্লগ বলেছেন: দেখা যাক কি বিনিয়োগ আসে?

২৮ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩৫

সোনাগাজী বলেছেন:



আসবে, উত্তর চট্টগ্রামে ২০ হাজার একরের এক শিল্প এলাকা হয়েছে; জাপানীরা উহা দেখেছে।

১২| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:১৬

এলে বেলে বলেছেন: কেমন আছেন আপনি। আপনার কিছু পোস্ট ত সামনের পাতায় দেখলাম। সমস্যার কি সমাধান হয়েছে। দু:খীত পোস্টের বিষয়বস্তুর বাইরে কমেন্ট করার জন্যে।

২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:৫৩

সোনাগাজী বলেছেন:



না, আমাকে ছাড়েনি সামু; মনে হয়, "আলোচিত ব্লগ"এ দেখেছেন।

১৩| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৫১

ডঃ এম এ আলী বলেছেন:



দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো কি সাধে !
গরজ যে বড় বালাই
প্রয়োজন বড় জ্বালা, তার দাবি যেমন
করেই হোক মেটাতে হয়
তবে
মোদের তৃষ্ণা তাদের সুধা
তাদের তৃপ্তি মোদের ক্ষুধা
এ নিয়েই তো চলছে
আর চলতেও থাকবে
যতদিন না জাতি নীজের
পায়ে দাঁড়াবে ।
কিন্তু সে দিন আসবে কবে ?
আর কোন পথেই বা আসবে?
শিক্ষা, প্রযুক্তি ও সন্মিলিত প্রচেষ্টা
অর সুযোগ্য নেতৃত্বই কেবল
দিতে পারে পথের দিশা ।

২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:৫৯

সোনাগাজী বলেছেন:



সরকারের লোকদের মাঝে সবাই দাস ব্যবসায়ী; ব্যবসায়ীদের মাঝেও আছে দাস ব্যবসায়ী; আমাদের জাতির পক্ষেও নিজ পায়ে দাঁড়ানো সম্ভব, ইহা বুঝার মতো মগজ এদের নেই।

১৪| ২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:২১

কামাল১৮ বলেছেন: চীনে কমখরচে উৎপাদন করাযেতো।এই কাজটা এখন বাংলাদেশ করতে পারে। কিন্তু মৌলবাদী সমস্যার জন্য অনেকে আসতে চায় না।বনানীর ঘটনায় অনেক জাপানী মারা পরে।সেখানে একটা বিরাট ধাক্কা খায়।

২৯ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩৬

সোনাগাজী বলেছেন:


শেখ হাসিনার ভয়ে জংগীরা আত্মগোপনে আছে, ভালো মানুষ সেজে চুপ করে আছে; কিন্তু সমস্যা আরো বেড়েছে, এরা এক সময় বেরিয়ে আসবে।

১৫| ২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা জাপানে যাক, আমস্টারডাম যাক অথবা মঙ্গলে যাক- ফলাফল শূন্য।

২৯ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:



উনাকে মানুষ সাপোর্ট দিয়েছিলো, কিন্তু উনি উহাকে কাজে লাগাতে পারেননি।

১৬| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: নতুন পোস্ট দিন।

২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:১৯

সোনাগাজী বলেছেন:



আপনি কেমন আছেন?
নতুন পোষ্ট দেবো, সামান্য কাজে অন্য শহরে এসেছি; শীঘ্রই পোষ্ট দেবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.