নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

রেগুলার ব্লগারেরাও ক্যাচাল লেখার শুরু করেছে

০১ লা মে, ২০২৩ রাত ৯:৩৯




ব্লগে এখন কিছু নিয়মিত-ব্লগার ক্যাচাল পোষ্ট লিখছেন; বেশ সাড়াও পাচ্ছেন; কিন্তু ফলাফল খুব একটা ভালো হওয়ার কথা নয়; আমার অনুমান, ও আগের পরিসংখ্যন থেকে মনে হচ্ছে, এরা হতাশ হয়ে যাবেন, পরে ব্লগে আর লিখবেন না; আমাদের নিয়মিত ব্লগারদের থেকে কয়েকজন কমে যাবেন; ব্লগার কমলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো।

ক্যাচালে যারা বেশী হাততালি দিচ্ছেন, তাদের মাঝে ৮/৯ জন কিন্তু পোষ্ট লিখেন না; এদের হারানোর কিছু নেই। ক্যাচাল পোষ্ট সব সময়ই অনেক ব্লগারকে আকর্ষণ করতো; আগে, ক্যচাল পোষ্ট এলে, অনেকেই উহার বিরোধিতা করতেন; গত ২/১ বছর ক্যাচাল পোষ্টের জন্য অনেকে যেন অপেক্ষা করে থাকেন।

সব ব্লগার সম্পর্কে আপনাদের মনে একটা প্রোফাইল সৃষ্টি হয়েছে: সোনাগাজী কি নিয়ে লেখেন, মহাজাগতিক চিন্তা কি নিয়ে লেখেন, নাহল তরকারীর লেখার বিষয় কি হতে পারে, সবই আপনাদের কাছে পরিস্কার। ফলে, ব্লগারদের ব্যক্তিত্ব, দক্ষতা, দৃষ্টিভংগি, দুর্বলতা, ইত্যাদি সবার কাছে পরিস্কার; লেখা ও কমেন্ট থেকে অনেক কিছু অনুমান করা সম্ভব।

যারা ক্যচাল লেখেন, আমি তাদের সাধারণ পোষ্টও তেমন পড়ি না আজকাল; কারণ, এদের লেখা পড়া মানে সময় নষ্ট; সোনাগাজীকে নিয়ে যিনি ক্যচাল লেখেন, তার ভবিষ্যতটা ক্যাচালের মাঝে আটকা পড়ে যাবে; অন্য কিছু লিখলে কেহ তেমন পড়তে চাইবে না; পাঠকেরা এসব লেখক থেকে ক্যাচালই আশা করবে। যারা ব্লগিং'এ ভালো করেছেন, তাদেরকে ক্যাচালের সাহায্য নিতে হয়নি কখনো।

মন্তব্য ৩৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২৩ রাত ১০:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: রাজনৈতিক ও ধর্মীয় পোস্টে ক্যাচাল লাগবে এটা স্বাভাবিক। কিন্তু এখন ক্যাচালের নামে চলছে ব্যক্তি আক্রমণ, কটাক্ষ, সিন্ডিকেটবাজী এগুলো। ফলে ক্যাচাল বন্ধ হওয়া জরুরী।

০১ লা মে, ২০২৩ রাত ১১:২৪

সোনাগাজী বলেছেন:



এক সময় ছিলো রাজনীতি নিয়ে, এরপর নাস্তিক/আস্তিক; এখন সোনাগাজীকে নিয়ে। আমাকে যারা অপদস্ত করতে চেয়েছেন, তারা হতাশ হয়েছে সবাই।

২| ০১ লা মে, ২০২৩ রাত ১০:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: যারা ক্যাচাল করে তাদের মৌলিক পোস্ট খুব কম পাঠক পায়। ফলে কিছু লাইক কমেন্ট পাওয়ার জন্য ক্যাচালের আশ্রয় নেয়।

০১ লা মে, ২০২৩ রাত ১১:২৬

সোনাগাজী বলেছেন:



এখন যারা ক্যাচাল লিখছেন, এরাও হতাশ হয়ে যাবেন; পাঠক এদেরকে সাহায্য করবে না; লেখার হাত না'থাকলে, ক্যাচাল না'লিখে কি লিখবেন!

৩| ০১ লা মে, ২০২৩ রাত ১০:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ৬ ঘণ্টা ব্লগে কোন পোস্ট আসেনি। এগুলো ভালো লক্ষ্মণ নয়।

০১ লা মে, ২০২৩ রাত ১১:৩১

সোনাগাজী বলেছেন:


যারা লিখেন, তারা চান যে, কেহ তাদের লেখা নিয়ে আলাপ করুক। বিয়ের ঘটক, মামি শ্বাশুড়ি নিয়ে আলোচনা জমে; তবে, এসব লিখতে লোকজন ব্লগে আসেন না, এগুলোর জন্য ফেইসবুকই যথেষ্ট।

০১ লা মে, ২০২৩ রাত ১১:৫৭

সোনাগাজী বলেছেন:



লোকজন ইন্টরেষ্টিং কিছু পড়তে চান; হাবিজাবি কত দিন!

৪| ০২ রা মে, ২০২৩ রাত ১২:৪৬

কামাল১৮ বলেছেন: আলাপ আলোচনা,তর্কবিতর্ক আর ক্যাচালের মধ্যে পার্থক্য কি?

০২ রা মে, ২০২৩ রাত ১:৪০

সোনাগাজী বলেছেন:


ক্যাচাল হলো, মিথ্যা, ভুল, বিকৃত তথ্যের উপর লিখা আবর্জনা ও উহা নিয়ে হা্উকাউ।

৫| ০২ রা মে, ২০২৩ রাত ১:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ক্যাচাল দুষ্ট লোকদের সখের কাজ। তাতে তারা অনেক আনন্দ পায়। আর ক্যাচালে দুষ্ট লোকদের খালাত ভাইয়েরা তাদের সঙ্গ দেয়।

০২ রা মে, ২০২৩ রাত ১:৪২

সোনাগাজী বলেছেন:



এক সময় উহা পোষাতো, এখন লোকজন নেই! যারা ক্যাচাল লিখেছিলো, ক্যাচাল নিয়ে হাততালী দিয়েছিলো, তাদের অনেকেই হতাশ হয়ে চলে গেছেন; এখন যারা ইহা নিয়ে আনন্দিত হচ্ছে, তারাও হতাশ হয়ে যাবেন।

৬| ০২ রা মে, ২০২৩ দুপুর ১২:১৭

কিরকুট বলেছেন: কিন্তু দেখা যাচ্ছে শেষ পর্যন্ত ক্যাচালকারীরাই জয়ী হচ্ছে ।

০২ রা মে, ২০২৩ দুপুর ১২:৫২

সোনাগাজী বলেছেন:



জয়ী হয়েছে কিছুটা, ওরা ব্লগিংকে পরাজিত করেছে ইতিমধ্যেই, ব্লগিংকে আড্ডাখানা বানায়েছে। এই ধরণের অনেক ক্যাচালবাজ ব্লগ ছেড়েছে, এরাও ছাড়বে।

৭| ০২ রা মে, ২০২৩ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: সিনেমাতে দেখা যায় দুষ্টলোকজন একসময় ভালো হয়ে যায়। কিন্তু বাস্তবে দুষ্টলোকজন কখনও ভালো হয় না। তাঁরা মৃত্যুর আগে দুই মিনিট সময় পেলে বদমাইশি করে নিবে।

০২ রা মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

সোনাগাজী বলেছেন:



৫২ বছর ধরে, বাংলাদেশে দুষ্ট মানুষের সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে; শেখ হাসিনা ক্ষমতা থেকে সরলে, এরা মানুষ মারবে।

৮| ০২ রা মে, ২০২৩ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: ব্লগ জীবনে দেখেছি- যাদের ভালো বলে মনে করতাম তারাই ভিতরে ভিতরে ক্যাচালবাজ।

০২ রা মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

সোনাগাজী বলেছেন:



ব্লগার জুল ভার্ন চলে যাবার পর, আমাকে নিয়ে যেসব ক্যাল লেখা হয়েছে, সেগুলো গড়ে ১২০টির বেশী মন্তব্য পেয়েছে; বুঝুন ব্লগের অবস্হা কি!

৯| ০২ রা মে, ২০২৩ রাত ৮:১৭

নূর আলম হিরণ বলেছেন: অনেকের ছোটখাটো বিষয় নিয়ে ক্যাঁচাল করতে পছন্দ করে। যে বিষয়টি দুই চারটি মন্তব্যে শেষ করা যায় সেটি নিয়ে আস্ত পোস্ট দেওয়ার দরকার পড়ে না, তারপরেও তারা সেটা করে যায়।

০২ রা মে, ২০২৩ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:



জুল ভার্ন চলে গেছে নিজের কারণে, এরপর, ৭/৮ জন ভয়ংকর ক্যাচাল শুরু করেছিলো; এখন আবার ভুলে গেছে। এরা লেখার মতো কিছু পায় না।

১০| ০২ রা মে, ২০২৩ রাত ৮:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ব্লগে যারা ক্যাচাল করতে আসেন, একটু লক্ষ্য করলে দেখা যায়- তারা অপরিণত মস্তিষ্কের মানুষ।

তাদের কাউন্সেলিং প্রয়োজন, মনে হয়। :)

০২ রা মে, ২০২৩ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:



এই বয়সে কাউন্সিলিং কাজ করবে বলে মনে হয় না; ওদের সাধারণ লেখার ধারণা ও মান এমনিতেই নীচু।

১১| ০২ রা মে, ২০২৩ রাত ১০:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:



অন্য লোক বিষ খেলে আপনি বিষ খাবেন?

০২ রা মে, ২০২৩ রাত ১০:৩২

সোনাগাজী বলেছেন:


ওরা বিষ খেয়ে ব্লগটাকে মৃতপুরী বানাচ্ছে!

১২| ০২ রা মে, ২০২৩ রাত ১০:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



ব্লগ আপনার? আপনি ব্লগের মালিকানা / শেয়ারহোল্ডার?

০২ রা মে, ২০২৩ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:



সেইদিক বুঝতে অসুবিধা নেই; আমার কাছে খারাপ লাগছে, ওদের দুর্বল ভাবনার জন্য আমাকে চাপের মাঝে থাকতে হচ্ছে।

১৩| ০২ রা মে, ২০২৩ রাত ১০:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি নিজে নিজে - নিজের উপর চাপ তৈরি করেছেন। ব্লগে কে কি করছে না করছে, কে থাকবে না থাকবে। তা দেখার দায়ভার আপনার না। আপনি তাতে নিজেকে জড়াতে যাবেন কেনো? যখন নিজেকে জড়াতে যাবেন তখন তার দায়ভার আপনাকে নিতে হবে। এটি সহজ অংক।

যখনই কোনো ঝামেলা তৈরি হয় আপনি তাতে মন্তব্য করে থাকেন, ঝামেলাযুক্ত পোস্টে অসংখ্য মন্তব্য করে থাকেন - কথা সত্যি? আপনি মন্তব্য না করে, লগআউট হয়ে থাকতে পারেন না।

০২ রা মে, ২০২৩ রাত ১০:৫১

সোনাগাজী বলেছেন:




কারো কারো বিবেচনা শক্তি বেশ নীচে, ওরা দোষারোপ করলে, ওদেরকে কিছুটা থামাতে হয়।

১৪| ০২ রা মে, ২০২৩ রাত ১১:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি ভুল ধারণায় চলছেন। মিথ্যা সাক্ষীতে ফাঁসির রায় কার্যকর হয়ে যায়। নির্ভর করছে কি পরিমাণ সাক্ষী কোন পক্ষে কাজ করছে। অসংখ্যবার আপনার ফাঁসীর রায় হয়েছে। আপনি শুধু ব্লগ নয়, বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের সহজ হিসাব বুঝতে পারেন না।

আপনি ব্লগের কেউ না। কিচ্ছু না। ব্লগের আর ১০০ - ২০০ নিকের মতো আপনিও একজন - এর বেশী কিছুই না। আপনি যেইদিন এই সহজ কথাটি বুঝতে পারবেন সেইদিন আপনি ব্লগিং করতে পারবেন। আপনি সেইদিন নিজের লেখা লিখতে পারবেন। এর আগে আপনি ব্লগিং কেনো? - লেখালেখির অ আ ক খ ও লিখতে পারবেন না।

ব্লগের কে কি করছে এটি দেখার বিষয় আপনার না।

অন্য লোক যদি বিষ খায় নর্দমা খায় আপনিও যদি তাই করেন! - তাহলে আপনার মাঝে আার অন্য লোকের মাঝে তফাৎ নেই। আপনি নিজের লেখা ছেড়ে কে কি করছে না করছে তা নিয়ে দিনের পর দিন লেগে থাকতে পারেন। - আপনার জন্য কিছুই বলার নেই।

০২ রা মে, ২০২৩ রাত ১১:৪০

সোনাগাজী বলেছেন:



এটা ঠিক যে, আমি অন্য যেকোন নিকের মতোই ১টি নিক; আমি অন্যের লেখা পড়লে, লেখাটা নিয়ে কিছু বলতে চাই; যারা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে নীচু মানের লেখা লেখেন, তাদেরকে সেটা বলতে গেলেই সমস্যার শুরু হয়।

১৫| ০২ রা মে, ২০২৩ রাত ১১:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:



গত দশ বছরের সামহোয়্যরইন ব্লগের ব্লগ অভিজ্ঞতা থেকে বলছি। আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে না। আপনি নিজের লেখা নিয়ে ব্যস্ত থাকুন। অন্য কেউ ভুল লিখেছে / সঠিক লিখেছে / ভালো লিখেছে / মন্দ লিখেছে তা বিবেচনা করা, মন্তব্য করা, সমালোচনা করা থেকে দুরে থাকুন। তাহলে ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। - এই কথাটি পাথরে লিখে নিন।

০৩ রা মে, ২০২৩ রাত ১২:১৪

সোনাগাজী বলেছেন:



আমার ধারণা, আমি কাউকে নিয়ে মাথা ঘামাই না। আপনার নিয়ম মেনে চলার চেষ্টা করবো; ধন্যবাদ।

১৬| ০৩ রা মে, ২০২৩ রাত ১২:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



প্লিজ। আমার নিয়ম না। এটি এখন বর্তমান সমাজ, পরিবেশ, দেশ, বিদেশ এমনকি সমগ্র বিশ্বের নিয়ম।

দেশে আসার সময় জানাবেন। একজন ডিপ্লোমেট দেশে আসলে বিমান বন্দরে যেই সকল সুযোগ সুবিধা পেয়ে থাকেন প্রটোকল পেয়ে থাকেন, আমি আপনাকে সেই প্রটোকল দিতে চেষ্টা করবো। - এই সন্মান আপনি পাওনা।

বিমান বন্দরে রাজীব নুর আর সত্যপথিক সাহেবকেও সাথে রাখবো। ভালো থাকুন নিরাপদ থাকুন। শুভেচ্ছা।

০৩ রা মে, ২০২৩ রাত ১২:৩৯

সোনাগাজী বলেছেন:


অনেক ধন্যবাদ; আসার সময় আপনাকে জানাবো। ভালো থাকুন।

১৭| ০৩ রা মে, ২০২৩ সকাল ৯:২১

কামাল১৮ বলেছেন: স্বকীয়তাকে বিসর্জন দিয়ে ব্লগিং করাকে কি আপনি সমর্থন করেন?

০৩ রা মে, ২০২৩ সকাল ৯:২৫

সোনাগাজী বলেছেন:



না, বাংলাদেশের কোন মিডিয়ায় কোন লেখক নিজের ভাবনাকে পুরোপুরি তুলে ধরতে পারেন না; বেশীরভাগ মিডিয়ার কন্ট্রোলের আধুনিক মননের শিক্ষিত মানুষ নেই।

১৮| ০৩ রা মে, ২০২৩ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: ঠাকুরমাহমুদ এর মন্তব্য গুলো যথাযথ হয়নি।

০৩ রা মে, ২০২৩ রাত ১১:৪৬

সোনাগাজী বলেছেন:



উনি ক্ষমতার লোকজনকে ভালো বুঝেন?

১৯| ০৪ ঠা মে, ২০২৩ সকাল ৯:৪৫

সেতু আমিন বলেছেন: ঠাকুরমাহমুদ ভালো পরামর্শ দিয়েছেন।

০৪ ঠা মে, ২০২৩ বিকাল ৫:০৮

সোনাগাজী বলেছেন:



এখন ব্লগে যা হচ্ছে, ইহাকে ব্লগিং বলা কঠিন; কিছু লোকজন ইহাকে টং দোকানে পরিণত করেছে, নীচুমানের আড্ডা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.