নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বেশী বয়সে কোন পুরুষ যেন একা না থাকে!

০৯ ই মে, ২০২৩ বিকাল ৫:০৩



পুরুষ মানুষের বয়স ৬০ বছর বা তার বেশী হলে, তখন স্ত্রীহীন-জীবন অকাল মৃত্যুর কারণ হতে পারে। যেকোন কারণেই হোক: স্ত্রীর মৃত্যু, ডিভোর্স, বা অবিবাহিত থাকলেও, ৬০ বছর বয়সের পর একা থাকা অনুচিত। স্ত্রীহীন অবস্হায় খুব ছোট রোগও বড় সমস্যা হয়ে যেতে পারে; কিন্তু সবচেয়ে বেশী ভয়ের কারণ হলো, প্রষ্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যাবে।

আমাদের দেশে বেশী বয়সে স্ত্রীর মৃত্যু হলে, বা ডোভোর্স হলে, নিজ পরিবারের লোকেরাই বয়স্ক পুরুষের বিয়ের বিরোধীতা করে থাকে; ছেলেমেয়ে ও অন্যন্য ঘনিষ্ট আত্মীয়স্বজন কিছু না বুঝে বিয়ের বিপক্ষে চলে যায়। অবশ্য এর মুলে থাকছে শিক্ষাহীন সমাজ, যারা স্বাস্হ্য সম্পর্কে মোটামুটি অজ্ঞ। বয়স বাড়ার সাথে সাথে মানুষ ঘরমুখী হতে থাকে, কিন্তু সেই ঘরে যদি স্ত্রী না থাকে, তা'হলে ঘর কখনো আনন্দের যায়গা নয়।

আর্থিক স্বচ্ছল পরিবারে অনেক সময় বয়স্ক মানুষের সেবার জন্য নার্স, পরিচারিকা, ইত্যাদি রাখে; কিন্তু এদের সেবা কখনো স্ত্রীর অভাব পুরণ করতে পারে না। সুতরাং, বেশী বয়সে স্ত্রী হলো সবচেয়ে বিশ্বস্ত ও দরকারী সাথী।

মুত্রথলীর নীচের অংশে একটি নল থাকে, এই নল হয়ে তরল বেরিয়ে যায়; থলি থেকে যেখানে নলটি বের হয়, সেখানে নলের চারিদিকে একটি গ্রন্হি আছে; ইহা খুবই নরম পেশী, ইহাই প্রষ্টেট। আরেকটি নল হয়ে পুরুষের শুক্রানুও এই গ্রন্হিতে আসে ও এখান থেকে নিসৃত হয়ে থাকে। সাধারণত, বয়স ৫০/৫৫'র বেশী হওয়ার সাথে সাথে প্রষ্টেট গ্রন্হির আকারটা বাড়তে থাকে; আকার বাড়ার কারণে নলগুলো সরু হতে পারে। যদি শুক্রানু ও ইহার সাথে যুক্ত তরল এখানে বেশী সময় অবস্হান করে, প্রষ্টেটে ইনফেকশান হতে পারে; এই ইনফেকশান ক্রমাঘতভাবে চলতে থাকলে, উহা ক্যন্সারে রূপ নেবে একদিন।

আমাদের মতো দেশে ক্যান্সার হয়ে যাওয়ার আগে অনেকই এই সমস্যাকে বুঝে উঠতে পারেন না; আরেকটি ব্যাপার হলো, এই সমস্যার সিম্পটম না'ও থাকতে পারে; ফলে, যখন ধরা পড়ে, দেখা যায় যে, দেরী হয়ে গেছে।

আপনাদের পরিবারে বয়স্ক লোকজন যদি একা থাকেন, তাঁদের বিয়ের ব্যবস্হা করবেন; আমাদের সংস্কৃতি ও সামজিক নিয়ম বয়স্কদের বিয়ের সাপোর্ট করে না, এগুলো ভয়ংকর বেকুবী রীতিনীতি; বয়স্ক মানুষের জন্য বিয়ে খুবই দরকারী বিষয়, কোন বয়স্ক মানুষ যেন একা না থাকেন।


মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

আমি সাজিদ বলেছেন: বিয়ের আদর্শ বয়স কতো ছেলেদের জন্য? আপনি কতো বছর বয়সে বিয়ে করেছেন?

১০ ই মে, ২০২৩ রাত ১২:১১

সোনাগাজী বলেছেন:




আমি বিয়ে করেছি ২৪ বছর বয়সে; ২০ বছর বয়সের দিকে বিয়ে কারা ভালো।

২| ০৯ ই মে, ২০২৩ রাত ১০:২৪

কামাল১৮ বলেছেন: আমার স্ত্রী এই টেষ্টগুলো করাতেই চায় না।ডাক্তার কয়েকবার বলার পর তাকে রাজি করানো যায়।বয়স্কদের জন্য বছরে একবার টেষ্ট গুলে করানো প্রায় বাধ্যতা মুলক।নাকরানো পর্য্ন্ত চিঠি পাঠাতেই থাকে।

০৯ ই মে, ২০২৩ রাত ১০:৩৮

সোনাগাজী বলেছেন:


এগুলোর সিম্পটম থাকে না, টেষ্ট করাবেন। আমি আমার পরিচিত বয়স্কদের অনেককে বিয়ে করতে সাহায্য করেছি; ২ আমেরিকানও আমার কথায় বিয়ে করেছে। আমি ভাবছি, একটি সামাজিক তৎপরতা গড়ে তোলার জন্য।

৩| ১০ ই মে, ২০২৩ সকাল ১১:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের মত দেশে ৬০ এর পর নিজের টাকা না থাকলে অন্যের উপরে চলতে হয়। তার উপর বিয়ে হল একটা জটিল সম্পর্ক। তাই এই ঝামেলায় অনেকে জড়াতে চায় না...

১০ ই মে, ২০২৩ সকাল ১১:৫৪

সোনাগাজী বলেছেন:


অর্থনীতির সাথে মানুষের জীবন উঠানামা করে; দরিদ্ররা জীবনটাকে খুঁজে পায় না, জীবন তাদের জন্য মরীচিকা।

৪| ১০ ই মে, ২০২৩ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: বিয়ে করাটাই সমাধান হয়।
বিয়েটা টিকিয়ে রাখতে হয়। দেশে প্রতিদিন অসংখ্য তালাক হচ্ছে। বিয়ের ছয় মাস পর থেকেই ঝগড়া। এরপর ছাড়াছাড়ি।

১০ ই মে, ২০২৩ বিকাল ৫:১৯

সোনাগাজী বলেছেন:




বয়স্কদের বিয়ের অন্তরায় হচ্ছে, বাংলাদেশে বয়স্কদের হাতে পারিবারিক অর্থনৈতিক কন্ট্রোল থাকে না।

৫| ১০ ই মে, ২০২৩ রাত ৮:৫৩

গেঁয়ো ভূত বলেছেন: বয়স্ক পুরুষদের জন্য পোস্ট টি আসলেই গুরুত্বপূর্ণ, বয়স্ক মহিলাদের একা থাকার ব্যাপারে আপনার মতামত কি?

১০ ই মে, ২০২৩ রাত ৯:৩৬

সোনাগাজী বলেছেন:



ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বয়স্ক বিধবা মহিলাদের "সতীদাহের" সমান জীবন যাপন করতে হয়; ৫০ থেকে ৭০ বছরের বিধবাদের বিয়ে হওয়া দরকার।

৬| ১১ ই মে, ২০২৩ ভোর ৬:৫৩

রানার ব্লগ বলেছেন: সমস্যা হলো বাংলাদেশে একজন বয়স্ক ব্যক্তী বিয়ে করলে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়।

১১ ই মে, ২০২৩ সকাল ৮:৩৫

সোনাগাজী বলেছেন:



আমাদের সমাজটি মানুষকে অমানুষ বানায়ে রেখেছে, ইহাকে বদলাতে হবে।

৭| ১১ ই মে, ২০২৩ সকাল ১০:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার এই পোস্টটিকে আশি শতভাগ সমর্থন করি। ইহা খুবই প্রাসঙ্গিক এবং যুক্তিযুক্ত।

১১ ই মে, ২০২৩ সকাল ১০:১৩

সোনাগাজী বলেছেন:



ভারত,পাকিস্তান ও বাংলাদেশের মানুষের শেষ জীবনটাকে কষ্টকর করে তুলেছে সমাজ ও পরিবার।

৮| ১১ ই মে, ২০২৩ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: গতকাল আমার বড় ফুপুর স্বামী মারা গেলো।
ভদ্রলোক বয়স ৭৬ বছর। বড় ফুপু বারবার বলছেন ৫৬ টা বছর আমরা একসাথে কাটীয়েছি। খুব অভাব বোধ করছি। অথচ উনার দুই ছেলে, দুই মেয়ে। অনেক গুলো নাতী।

১১ ই মে, ২০২৩ বিকাল ৫:০৮

সোনাগাজী বলেছেন:


মানুষ একা থাকলে মানসিকভাবে অসহায় বোধ করেন।

৯| ১৩ ই মে, ২০২৩ রাত ১০:৫৩

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: একাকীত্ব নীরব ঘাতক। বয়স্ক মানুষরা শিশুদের মতো একা থাকতে পারেনা। সঙ্গ চায়...

১৩ ই মে, ২০২৩ রাত ১১:৫২

সোনাগাজী বলেছেন:



শিশুদের সবাই ভালোবাসে; বয়স্ক মানুষকে অনেকে পছন্দ করেন না।

১০| ১৩ ই মে, ২০২৩ রাত ১১:০৯

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: আমার লাস্ট রিপোস্ট এ আপনার উপস্থিতি ছিলো। কমেন্ট ব্যানএ এখনো আছেন। RePost- কবিতা-০৩ একটু ভিন্নধর্মী কবিতা লেখার চেষ্টা করেছি পূর্বের চেয়ে। আপনার মতামত প্রত্যাশা করছি...

১৪ ই মে, ২০২৩ রাত ১২:০৫

সোনাগাজী বলেছেন:



আমাকে কমেন্ট ব্যান করে রেখেছে ১ মাস ১৪ দিন। আমি পড়ে দেখবো।

আপনার কবিতা পড়েছি: সভ্যতার এই সময়ে, অনেক জাতির নারীরা ও মেয়ে শশুরা ভয়ংকর বিপদ সংকুল পরিবেশে বড় হচ্ছে; কবিতায় তা স্পষ্ট, কবিতার গঠনও বেশ ভালো।

১১| ১৭ ই মে, ২০২৩ রাত ৮:১৫

মিরোরডডল বলেছেন:




সময় কিছুটা চেঞ্জ হয়েছে।
আজকাল অনেক ছেলেমেয়েরা তাদের সিঙ্গেল প্যারেন্টকে আবার বিয়ে করতে এনকারেজ করে যেন একা থাকতে না হয়।
পুরুষদের ক্ষেত্রে অনেকে শেষ বয়সের একাকীত্বের কথা চিন্তা করে বিয়ে করলেও মেয়েরা অনেকসময় বাচ্চাদের নিয়েই জীবনটা পার করে দেয়, নতুন করে আর ভাবে না।
আমার মা অনেক অল্প বয়সে বিধবা হয়েছে কিন্তু একজীবন এই আমাদেরকে নিয়েই কাটিয়ে দিলো।

১৭ ই মে, ২০২৩ রাত ১০:২১

সোনাগাজী বলেছেন:



বাংলার অল্প বয়স্ক বিধবা মায়েরা সতীদাহের কাছাকাছি জীবন যাপন করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.