নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

স্বর্গেও ঢেঁকি আছে!

১১ ই মে, ২০২৩ সকাল ১০:৪৭



বাধ্য হয়ে, প্রবাসে ১ স্বদেশী মহিলাকে অফ করতে হয়েছিলো, এটি সেই অপকাহিনী।

'৯০ দশকের মাঝামাঝি সময়ের ঘটনা, আমি নিউইয়র্ক শহর থেকে ১২০ মাইল উত্তরে ১ গ্রামে চাকুরী করতাম; সেখানে একটি খুবই অমায়িক বাংগালী পরিবার ছিলো; স্বামী-স্ত্রী ২জনেই দোকানে চাকুরী করতেন, বেতন খুব একটা ছিলো না। মহিলা জেকসন হাইটস'এ গিয়ে পাকিস্তানী দোকান থেকে ১ জোড়া সোনার শাঁখা কিনেছিলেন ৪৫০ ডলার দিয়ে; মাস'খানেক পরে, একটির জয়েন্ট খুলে গেছে। মহিলা উহা বদলাতে গিয়েছিলেন, বদলায়ে দেয়নি; ১ বাংগালী মহিলা ছিলো সেলস-পারসন; রিপেয়ারের জন্য ৪০ ডলার চেয়েছিলো।

এক শনিবারে আমি নিউইয়র্ক আসার সময়, শাঁখাগুলো আনলাম, দুপুরের পর লোকজন কম, আমি দোকানে গেলাম; এক সুশ্রী বাংগালী মহিলা সামনে, উনাকে শাঁখা দেয়ার পরই উনি বুঝতে পেরে, পুরোনো গীতি শুরু করলেন,
-কাষ্টমার ভাংলে আমরা দায়ী নই, বদলায়ে দেয়া যাবে না, রিপেয়ার করতে ৪০ ডলার লাগবে।
-মালিক আছে দোকানে? উনাকে ডাকেন।
-ডেকে লাভ হবে না, আমি যা বলছি তাই হবে।
-তাই হোক, উনাকে ডাকেন।

কিছুক্ষণ ম্যাঁওপ্যাঁও করে, দোকানের পেছনে গিয়ে এক পাকিস্তানী লোককে ডেকে নিয়ে আসলো; মহিলা উর্দুতে ঐ লোককে কিসব সবক মবক দিচ্ছে। আমি কিছু বলার আগেই লোকটি ইংরেজীতে বললো,
-কাষ্টমার ভাংলে আমরা দায়ী নই, বদলায়ে দেয়া যাবে না, ইহা আমাদের পলিসি, রিপেয়ার ফি ৪০ ডলার।

তখন মহিলা আমাকে বাংলায় বললেন,
-এখন শুনছেন, আমি কি বলেছিলাম?

দেখালাম, এই মহিলার সাপোর্ট পেলে পাকী মিয়ার জোর বেড়ে যাবে, মহিলাকে অফ করার দরকার। মহিলাকে বললাম,
-আপনি একটু দুরে গিয়ে দাঁড়ান, সকালে তো দাঁত মাজেননি, এলাকা গরম হয়ে গেছে; সর্বোপরি আপনার দাঁতগুলো হাংগরের মতো আঁকাবাঁকা।

মহিলা পেছনে সরে গিয়ে মুখে হাত দিয়ে চুপ হয়ে গেলেো। আমি পাকী ভাইকে বললাম,
-আপনাদের পলিসি আপনাদের জন্য ঠিক আছে, আমার পক্ষে 'কনজিউমার রাইটস আইন' আছে, আমি ৩৬ ডলার ফি দিয়ে কোর্টে মামলা করে দেবো; কোর্ট ঠিক করবে কি করতে হবে! ব্যাপার ওদের হাতে গেলে, ওদেরকে বলবো, আপনি স্বর্ণর নামে কি পরিমাণ পিতল বিক্রয় করছেন, উহা তলিয়ে দেখতে।

লোকটা কটমট করে তাকিয়ে রলো কিছুক্ষণ, তারপর নতুন এক জোড়া শাঁখা বের করে দিয়ে দিলো।


মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২৩ সকাল ১১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাঝে মাঝে বাধ্য হয়ে স্বজাতিকে অফ করাতে হয়। আমার স্বজাতি প্রায়ই আমার কাছে বেতন, ওভারটাইম নিয়ে ফেভার পেতে চাইত। বাধ্য হয়ে তাদের সাথে নির্দয় হতে হত...

১১ ই মে, ২০২৩ সকাল ১১:৩৫

সোনাগাজী বলেছেন:



আমাডের অনেক মানুষ অন্য সংস্কৃতিতে গিয়েও নিজকে বদলাতে পারে না।

২| ১১ ই মে, ২০২৩ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: আমারও মাঝে মাঝে এই সামুতে কয়েকজন 'অফ' করে দিতে ইচ্ছা করে।

১১ ই মে, ২০২৩ বিকাল ৫:০৪

সোনাগাজী বলেছেন:



সামুতে ভালো লেখক দরকার; এডমিন সাহেবের পোষ্টে দেখেছেন, বইতে স্হান দেয়ার মতো লেখা পাওয়া যায়নি?

৩| ১১ ই মে, ২০২৩ রাত ১১:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো করেছেন।

১১ ই মে, ২০২৩ রাত ১১:৩২

সোনাগাজী বলেছেন:



চেষ্টা করি; ব্লগে কেমন করছি?

৪| ১১ ই মে, ২০২৩ রাত ১১:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো। এভাবে চালিয়ে যান। পোস্টের টপিকসগুলি ভালো। আমরা অনেক কিছু জানতে পারি এই পোস্টগুলি থেকে। পোস্টগুলি ব্যতিক্রমধর্মী।

১১ ই মে, ২০২৩ রাত ১১:৫৪

সোনাগাজী বলেছেন:



আমি চালিয়ে যাচ্ছি।

৫| ১২ ই মে, ২০২৩ রাত ১২:৪১

আমি সাজিদ বলেছেন: বেশ।

১২ ই মে, ২০২৩ রাত ২:৩৭

সোনাগাজী বলেছেন:


দররকার ছিলো।

৬| ১২ ই মে, ২০২৩ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সামুতে ভালো লেখক দরকার; এডমিন সাহেবের পোষ্টে দেখেছেন, বইতে স্হান দেয়ার মতো লেখা পাওয়া যায়নি?

ভালো লেখা পাওয়া সমস্যা না। আসল সমস্যা হলো টাকা।
একটা ম্যাগাজিন ছাপাতে গেলে ৩/৪ লাখ টাকা তো লাগবেই। এই টাকা আসবে কোথা থেকে?

১২ ই মে, ২০২৩ বিকাল ৩:২১

সোনাগাজী বলেছেন:



আমি সব সময় বলে আসছি যে, অনেক ব্লগারের লেখা আসলেই গার্বেজ; সেজন্যই দরকারী পরিমাণ লেখা খুঁজে পাওয়া যায়নি। ব্লগে এখন কমপক্ষে ৮/৯ জন লেখক আছেন, যাদের বই বের হয়েছে বই মেলায়।

৭| ১২ ই মে, ২০২৩ বিকাল ৩:৪৯

মিরোরডডল বলেছেন:



আমার পক্ষে 'কনজিউমার রাইটস আইন' আছে, আমি ৩৬ ডলার ফি দিয়ে কোর্টে মামলা করে দেবো; কোর্ট ঠিক করবে কি করতে হবে!

নো ডাউট, খুব ভালো একটা কাজ করা হয়েছে, এপ্রিশিয়েট করতেই হয়।


১২ ই মে, ২০২৩ বিকাল ৪:৪৯

সোনাগাজী বলেছেন:




উহা সম্ভব হয়েছে আমেরিকা বলে, বাংলাদেশে আমি অপব্লগারদের সাথে পেরে উঠছি না।

৮| ১২ ই মে, ২০২৩ বিকাল ৩:৫৪

মিরোরডডল বলেছেন:



সর্বোপরি আপনার দাঁতগুলো হাংগরের মতো আঁকাবাঁকা।

কারো লুক নিয়ে কথা বলা অশোভন। অন্য কথা বলেও অফ করা যেতো।
এই আচরণটা কোনভাবেই সমর্থন করা গেলো না।

১২ ই মে, ২০২৩ বিকাল ৪:৫১

সোনাগাজী বলেছেন:


সেটা আমি জানি, এবং নারীদের ব্যাপারে আমি খুবই কেয়ারফুল; কিন্তু কিছু বাংগালী মেয়ে আছে, এরা ভালো দেশে গিয়েও সেই দেশের সংস্কৃতিকে সন্মান করে না।

৯| ২৪ শে মে, ২০২৩ দুপুর ২:২৭

আমি ব্লগার হইছি! বলেছেন: হান্গর টা আর যায়গা পেলো না পাকিস্তানীর দোকানে চাকরি নিলো!

২৪ শে মে, ২০২৩ বিকাল ৪:০৩

সোনাগাজী বলেছেন:




'৯০ সালের দিকে নিউইয়র্কে আসা বাংগালীরা মেয়েরা ভারতীয় ও পাকীদের দোকানে চাকুরী করতো; এখন করে ডাংকিন ডোনাটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.