নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বাইডেনকে নতুন করে ঋণ নিতে দিচ্ছে না কংগ্রেস।

১২ ই মে, ২০২৩ রাত ৩:১৯



আমেরিকান সরকারের বর্তমান ডেবট ( অনেকটা ঋণের মতো ) ৩১.৭ ট্রিলিয়ন; জাতীয় বিশ্ব বিদ্যালয়ের শিক্ষকদের ৩১.৭ ট্রিলিয়নকে সংখ্যায় লিখতে গড়ে ২/৩ মিনিট লাগতে পারে; একজন ব্লগার আছেন, তিনি অনলাইনে না'দেখলে ১ ঘন্টায়ও লিখতে পারবেন না। এতো ডেব্ট' থাকার পরেও, বাইডেন চায় আরো ডেব্ট; বাইডেনকে আরো ডেব্ট বাড়ানোর ক্ষমতা দিতে হলে সরকারের 'ডেব্ট সিলিং' বাড়াতে হবে! কিন্তু কংগ্রেস উহা বাড়াতে দিচ্ছে না; কারণ, কংগ্রেসে মেজোরিটি হচ্ছে রিপাবলিকানরা।

'ডেব্ট সিলিং' বাড়াতে দিলে বাইডেন কি করবে? উহা ফেডারেল বন্ড বিক্রয় করবে আমেরিকান নাগরিক ও ফাইন্যান্সিয়াল সংস্হাগুলোর কাছে; তখন ডলার আসবে পকেটে, তখন উহা খরচ করতে পারবে, হ্যামবার্গার কিনবে, সোডা খাবে, বিয়ার খাবে। যদি 'ডেব্ট সিলিং' বাড়াতে না দেয়, বাজেট কার্যকরী করতে পারবে না, মেডিক্যাল ইন্ষুরেন্সে টাকা দিতে পারবে না, ওয়েলফেয়ারের টাকা দিতে পারবে না, অনেকের বেতন দিতে পারবে না; সবচেয়ে বড় ব্যাপার হলো, আগের নেয়া ঋনে "ঋণ খেলাপি" হয়ে যাবে।

ট্রেজারী সেক্রেটারী, সু ইয়েলেন বলছে, 'ডেব্ট সিলিং' না বাড়ালে দেশের অবস্হা ভয়ংকর হবে, রিসেশন এমন পর্যায়ে যাবে যে, আমেরিকানরা আফ্রিকায় যাবে ভিক্ষা করতে, কয়েক মিলিয়নের চাকুরী যাবে। আমেরিকান ব্যাংগুলো একটার পর একটা কলাপস করছে, সরকার টাকা নিবে কার থেকে? ব্রুকলীনের হেসিডিক ইহুদীদের থেকে টাকা নিতে হবে; ওরা কিন্তু মার্চেন্ট অব ভেনিসের ইহুদীর বংশধর।

আগামীকাল কংগ্রেসের স্পীকারের সাথে বাইডেনের মিটিং হওয়ার কথা ছিলো; কিছুক্ষণ আগে উহা নাকি বাতিল করা হয়েছে; ২পক্ষ সময় নিচ্ছে, কে কাকে কিভাবে আটকাবে!

এখন ভাবেন,শেখ হাসিনা যে, আজকে বিশ্ব ব্যাংক থেকে, কালকে আইএমএফ থেকে, পরেরদিন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, তারপরের দিন ভারত থেকে লোন নেন, উনি কার থেকে অনুমতি নেন? তিনি কি প্রেসিডেন্ট থেকে অনুমতি নেন, নাকি মির্জাফখরুল ইসলাম থেকে অনুমতি নেন? নাকি তিনি সংসদ সদস্যা গায়িকা মমতাজ, কিংবা অভিনেত্রী কবরী থেকে অনুমতি নেন? তিনি কার অনুমতিতে ঋণ নেন, সেটা জানেন ব্লগার, হাসান কালবৈশাখী।

যেই পরিবারের বাবা ঋণ নিয়ে মেয়ে বিয়ে দেয়, মা ভারতীয় শাড়ী কিনে, ছেলেরা ভ্যালান্টাইন ডে পালন করে, মেয়েরা হেয়ার ড্রেসারের দোকানে গিয়ে সাজে, তাদের অবস্হা শেষমেষ কি হয় আপনারা জানেন।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২৩ সকাল ৮:১৭

কামাল১৮ বলেছেন: সংসদে ফখরুলদের একজনও সদস্য এখন আর নাই। অতয়েব তাদের অনুমতির প্রয়োজন নাই।তবে সংসদে আলোচনার প্রয়োজন আছে। এটা ঋন নিয়েও করতে পারে।
সর্দি কাশি সাথে জ্বর কোন কিছুই ভালো লাগছে না।ডাক্তার বললো কোভিড হতে পারে।আগে একবার হয়েছে।

১২ ই মে, ২০২৩ সকাল ৯:১৪

সোনাগাজী বলেছেন:



কোবিড কি আছে আশােপাশে? এরপরও দোকানে যেতে মাস্ক পরে যাবেন।

শেখ হাসিনা সুযোগ পেয়েছিলেন, কিছুই করেননি; সময়ের সাথে তুলনা করলে, দেশ এখন ব্যুরোক্রেট, ব্যবসায়ী ও দলের উপনিবেশ।

২| ১২ ই মে, ২০২৩ সকাল ১০:১৭

শেরজা তপন বলেছেন: প্রথম কথাগুলো আমার জন্য বোঝা একটু কষ্টসাধ্য!
তবে শেষের কথাগুলো একেবারে সঠিক।

* কোন এক ব্লগারকে প্রথমেই খোঁচা দিয়েছেন। এটা কি করা খুব জরুরী ছিল?

১২ ই মে, ২০২৩ বিকাল ৩:০৯

সোনাগাজী বলেছেন:



এই সামান্য বিষয় না'বুঝলে কিভাবে চলবে?
খোঁচা নয়, ব্লগারদের জ্ঞানের জাহাজের কথা লিখতে হয়: এডমিন সাহেব পুস্তিকা বের করার মতো ৩/৪টি লেখাও পাননি; অথচ ব্লগে ৫/৬ জন আছেন, যাদের বই বের হয়েছে "বই মেলায়"।

৩| ১২ ই মে, ২০২৩ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা যা করেন নিজের বুদ্ধি থেকে করেন।
বরং মন্ত্রী এমপিরা তার কথা মতো চলেন। শেখ হাসিনার কথা যে শুনবে না, তাকে অফ করে দেওয়া হবে।

১২ ই মে, ২০২৩ বিকাল ৩:১৩

সোনাগাজী বলেছেন:


উনার বুদ্ধি মোটামুটি বস্তাপঁচা বুদ্ধি, উনার কমবুদ্ধির কারণে চোর, ডাকাত ব্যুরোক্রেটরা, উনার দলের মাফিয়ারা ও ব্যবসায়ীরা দেশের মানুষের সকল সম্পদ ও সুযোগ দখল করেছে, লেখাপড়ার মান নেই, দেশে চাকুরী নেই, চাকুরী করার পরও মানুষ কোনভাবেই ভালো থাকতে পারছে না।

৪| ১২ ই মে, ২০২৩ বিকাল ৪:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: জনগণকে বিপদে ফেলে রিপাবলিকানদের ঋণের বিরুদ্ধে ভোট দেয়া ঠিক না। এতে অ্যামেরিকার সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে।

নায়িকা এবং প্রাক্তন সাংসদ কবরী সরওয়ার ২০২১ সালে ইহজগত ত্যাগ করেছেন।

১২ ই মে, ২০২৩ বিকাল ৪:৪০

সোনাগাজী বলেছেন:



আমি জানি, আমি শেখ হাসিনার বেকুবীকে বুঝানো রজন্য উনার নাম নিয়েছি। কবরী অনেক অনেক জনপ্রিয় অভিনেত্রী ছিলেন; উনার জনপ্রিয়তা শেখ হাসিনার চেয়ে বেশী ছিলো; উনাকে এমপি করার দরকার ছিলো না; শেখ সাহেব ওশেখ হাসিনার কম বুদ্ধির কারণে আমাদ্বের জাতি পেছনে পড়ে গেছে।

৫| ১২ ই মে, ২০২৩ বিকাল ৪:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশে যে কোন বিদেশী ঋণ নেয়ার আগে সেটার ভালো এবং মন্দ দিক নিয়ে বিচার বিশ্লেষণ হওয়া প্রয়োজন। কিন্তু সেটা হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন কারও উপদেশ ওনার প্রয়োজন নাই। এই কারণে আমরা ঋণ নিয়ে সঠিকভাবে ব্যবহার করতে পারি না।

১২ ই মে, ২০২৩ বিকাল ৪:৪৫

সোনাগাজী বলেছেন:


শেখ হাসিনা অর্থৈিতির "অ" না'বুঝতে ব্যুরোক্রেটরা ও সরকারের ডাকাতেরা জাতির নামে ১১০বিলিয়ন ডলারের বেশী ঋণ নিয়ে "সমান পরিমাণ" টাকা ডাকাতী করেছে; উনাকে জিজ্ঞাসা করলে, কোন প্রজেক্টের জন্য কত বিলিয়ন নেয়া হয়েছে, ও কিভাবে প্রিন্সিপাল ও ইন্টারেষ্ট শোধ করা হচ্ছে, উনার মুখ থেকে ১শব্দও বের হবেনা; জাতিকে ডুবায়ে দিয়েছেন।

৬| ১২ ই মে, ২০২৩ রাত ৮:৪৮

আমি সাজিদ বলেছেন: আমেরিকানরা আফ্রিকায় ভিক্ষা করতে না গিয়ে এদিকেও আসতে পারে। এইখানে কল কারখানায় কাজ করবে।

১২ ই মে, ২০২৩ রাত ১০:২৭

সোনাগাজী বলেছেন:



আমেরিকার কাছে অগাধ সম্পদ, ও মানুষেরা ৮ ঘন্টা সঠিকভাবে কাজ করে।

৭| ১২ ই মে, ২০২৩ রাত ৯:৫৩

বিষাদ সময় বলেছেন: ৩১.৭ ট্রিলিয়নকে আপনি অংকে লিখে দিলে আমাদের জন্য কপি করা সহজ হতো। :)

১২ ই মে, ২০২৩ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:


$৩১,৭০০,০০০,০০০,০০০

৮| ১৩ ই মে, ২০২৩ রাত ২:২৩

হাসান জামাল গোলাপ বলেছেন: অনেক দিন আপনার লেখা পড়া হয় না। হয়তো এর উত্তরণ হবে। ঐতিহাসিকভাবে আমি এ দর কষাকষি অনেকবার দেখেছি এবং তাঁরা শেষমেষ একটা ফয়সালা করে।

১৩ ই মে, ২০২৩ ভোর ৪:১৪

সোনাগাজী বলেছেন:


আপনার অনুমান সঠিক।
আমেরিাকর ইতিহাসে ৭০ বারেররও বেশী বার ডেব্ট সিলিং বাড়ায়েছে; সুতরাং, রিপাবলিকানদের কিছু দাবী মেনে শীঘ্রই আবারও বাড়াবে।

৯| ১৩ ই মে, ২০২৩ বিকাল ৩:৩৪

নূর আলম হিরণ বলেছেন: ঋণ নিয়ে আবার ইউক্রেনকে কিছু দেবে নাতো! তাইলে সমস্যা আরো বাড়বে!

১৩ ই মে, ২০২৩ বিকাল ৪:১১

সোনাগাজী বলেছেন:


সেটার জন্য ঋণ নিতে হয় না, পুরো কংগ্রেস সেটার জন্য ঐক্যবদ্ধ; ঋন নিতে হচ্ছে বাজেটের খরচ ঠিক রাখার জন্য

১০| ১৪ ই মে, ২০২৩ রাত ১:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমেরিকার সাথে আমাদের তুলনা করা উচিৎ নয়
.......................................................................................
তারা অনেক বড় দেশ , সম্পদ অনেক, কৌশলগত বিষয়ে পারদর্শী
আর জাতীয় সংকটে এক হতে পারে ।
তা আমাদের নাই ,
এরপরও বলব আমরা আশে পাশে বা অন্যর তুলনায় ভালো আছি
তবে কতদিন থাকব মনে শন্কা জাগে ।

১৪ ই মে, ২০২৩ রাত ৩:৩৮

সোনাগাজী বলেছেন:


আমেরিকানদের মাথা কি কয়েকটা?

কাহাদের সাথে তুলনা করতে হবে, কোরিয়ানদের সাথে, সুদানীদের সাথে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.