নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

শীঘ্রই সরকারী প্রাইমারী স্কুলগুলোতে ছাত্র বেশ কমে আসবে।

১৮ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:০৩



এখন থেকে ৫/১০ বছর পর, গ্রামের সরকারী অনেক প্রাইমারী স্কুলে ছাত্রের সংখ্যা খুবই কম আসবে; শিশুদেরকে তাদের পরিবার মাদ্রাসার প্রাইমারীতে পড়াবে। যেসব অন্চলের লোকজন মিডল ইষ্ট, মালয়েশিয়া ও ইউরোপে থাকে, তাদের পরিবারের ছেলেমেয়েদের মাদ্রাসায় পড়ানোর সম্ভাবনা আছে। এই ব্যাপারে আপনার ধারণা কি রকম?

প্রাইমারীগুলোর আশেপাশে নতুন নতুন মাদ্রাসা গড়ে উঠছে প্রতিদিন; যারা মাদ্রাসা করছে, এরা নিজেরা ছাত্র সংগ্রহ করে; কিন্তু সরকারী প্রাইমারীর শিক্ষকেরা কখনো ছাত্র সংগ্রহের চেষ্টা করেনি। আসলে, প্রাইমারী স্কুলের শিক্ষকেরা নিজ এলাকার মানুষের সাথে পড়ালেখা নিয়ে কোন সময় আলোচনা করে না। অপরদিকে, মাদ্রাসার লোকেরা মসজিদ থেকে শুরু করে, বাড়ী বাড়ী গিয়ে ছাত্র সংগ্রহ করে।

আমাদের এলাকায়, মাদ্রাসার শিক্ষকেরা আরব ও অন্য দেশে চাকুরীরত পরিবারগুলোকে টার্গেট করে; স্বামী প্রবাসে থাকার ফলে, বাচ্চাদের পড়ালেখার ব্যাপারে গ্রামের অশিক্ষিত মাতা কোন ধরণের সঠিক সিদ্ধান্ত নিতে পারে না; এই অবস্হায় মাদ্রাসা থেকে যখন কেহ এসে দ্বীনের কথা বলে, আদবকায়দা শেখানোর কথা বলে, ও মা-বাবার বেহেশত লাভের লোভ দেখায়, মায়েরা সেইদিকে চলে যায়।

সম্প্রতি দেশের মাদক সমস্যা মাদ্রাসার জন্য একটা সুযোগ করে দিচ্ছে; শহরের স্কুলগুলোতে কিছু সস্তা মাদক প্রবেশ করেছে; সেগুলো মিডিয়াতে আসার কারণে মানুষজন ভীত হচ্ছে। যারা বাচ্ছার ভবিষ্যত পড়ালেখা সম্পর্কে ১ পয়সারও জ্ঞান রাখে না, তারা চায় যে, বাচ্চা যেন মাদকে না যায়; স্কুলের বাচ্ছারা মাদ্রাসার বাচ্চাদের চেয়ে কিছুটা স্বাধীন হওয়ায় অশিক্ষিত মা-বাবা ভীত থাকে।

মাদ্রাসা আজকাল যেই পরিমাণ অনুদান পাচ্ছে, ইহা কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা; দেশে যত ঘুষখোর, ভুমিদস্যু, মুনাফাখোর, সিন্ডিকেটবাজ, চাঁদাবাজ আছে, তারা মাদ্রাসায় দান করছে। একা নিউইয়র্ক শহরের লোকজন নিজ এলাকায় যেই পরিমাণ টাকা দান করে, ইহা বিশাল ব্যাপার।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২৩ রাত ৯:৩২

জ্যাক স্মিথ বলেছেন: শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা খুব ভালো মতো জেঁকে বসেছে, কারো যদি দুই সন্তান থাকে তাহলে অন্তত ১ জনকে মাদ্রাসায় দেয়ার চিন্তা করে, গ্রামের দিকে প্রায় প্রতিটি পরিবারেরই এমনটি হয়ে থাকে। গ্রামে এমন একটি পরিবারও খুঁজে পাওয়া যাবে না যে পরিবারে অন্তত এক জন মাদ্রাসায় না পড়ে।

আশার কথা হচ্ছে বেশিরভাগ ছেলেই কিছুদিন পর আর আর মাদ্রাসায় যেতে যায় না, তারা মাদ্রাসা থেকে পালায়, তিন তলার উপর থেকে পাইপ বেয়ে নেমে মাদ্রাসা থেকে পালানোর ঘটনা আমি জানি, দেশের প্রতিটি মাদ্রাসা থেকেই ছাত্র পালানোর এমন বহু ঘটনা আছে, পরিণতিতে অবিভাবক এবং হুজুরদের প্রচন্ড নির্যাতনের শিকার হতে হয় ছাত্রকে, এমন নির্যাতনের শিকার হয়েও যারা গো ধরে বসে থাকে মাদ্রসায় যাবে না বলে তখন অভিবাক বাধ্য হয়ে তাকে স্কুলে পাঠায়। গত এক বছরে আমি দুইজনকে ফুসলিয়ে ফাঁসলিয়ে মাদ্রাসা ছাড়া করিয়ে স্কুলে ভর্তি করতে সহয়তা করেছি, আরেক জন আছে তাকেও চেষ্টা করে যাচ্ছি। এসব অনেক লম্বা ঘটনা যা ব্লগে তুলতে চাই না।

১৮ ই মে, ২০২৩ রাত ৯:৫৯

সোনাগাজী বলেছেন:



মাড্রাসা থেকে পালিয়ে স্কুলে আসুক, ইহা তো জাতির পড়ালেখার কাহুনী হওয়ার কথা ছিলো না।

শেখ হাসিনার ছেলেমেয়ে, প্রেসিডেন্টের ছেলেমেয়ে, এমপিদের ছেলেমেয়ে কি মাদ্রাসায় গিয়েছিলো? যদি না'গিয়ে থাকে এই দেশে মাদ্রাসা থাকবে কেন?

২| ১৮ ই মে, ২০২৩ রাত ১১:৩৬

জ্যাক স্মিথ বলেছেন: শেখ হাসিনার ছেলেমেয়ে, প্রেসিডেন্টের ছেলেমেয়ে, এমপিদের ছেলেমেয়ে কি মাদ্রাসায় গিয়েছিলো? যদি না'গিয়ে থাকে এই দেশে মাদ্রাসা থাকবে কেন?

কঠিন কথা, এমনকি জামাতের বড় বড় নেতাদের ছেলে, মেয়েরাও কেউ মাদ্রাসায় পড়ে নি, সবাই ইংলিশ মিডিয়ামের ছাত্র/ছাত্রী।
মাদ্রসা হচ্ছে গরীবের অক্সফোর্ড।

১৮ ই মে, ২০২৩ রাত ১১:৪৩

সোনাগাজী বলেছেন:




আমার আপন চাচা ছিলেন মাদ্রাসার শিক্ষক, ছেলেরা পড়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। ব্যুরোক্রেটরা দাস বানার মেশিন বানায়েছে

৩| ১৯ শে মে, ২০২৩ রাত ২:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



শিক্ষা ব্যবস্থার যেই হারে অবনতি হয়েছে তার পুনর্বাসন আদৌ কখনো হবে কিনা সন্দেহ। দেশের সমস্যা ব্লগে লেখার মতো না। এই দেশের ভবিষ্যত - বড় ধরনের অনেকগুলো সমস্যা ঘাপটি মেরে অপেক্ষা করছে।


১৯ শে মে, ২০২৩ রাত ৩:২৫

সোনাগাজী বলেছেন:



৫২ বছরে সব সুযোগ ও সব সুবিধা কিছু সংখ্যক লোকজন দখল করে নিয়েছে, বাকীদের জীবনটা আফ্রিকানদের মতো; ইহার রিএ্যাকশান হবে।

৪| ১৯ শে মে, ২০২৩ ভোর ৫:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:


বিশ্লেষন সঠিক ।
দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়
অশনিসংকেত তুলে ধরা হয়েছে।
প্রবাসীগন একে আরো বিবিধভাবে
সহায়তা করছে । আমাদের এখানে
৬ টি বাংলা টিভি চ্যানেলে সারাদিন
ব্যপী কম্বাইন্ড ঈয়াতিমখানা ও মাদ্রাসার
জন্য ফান্ড রেইজিং অনুষ্টার সম্প্রচার
করছে । দান খয়রাত করছে প্রবাসীরাই
দানের টাকা কোথায় কিভাবে ব্যয় হচ্ছে
তার কোন সঠিক জবাবদিহীতা নেই ।
ছবিতে দানের টাকা ব্যয়ের খাতগুলিকে
এক কুমিরের বাচ্চাকেই সাতবার দেখানোর
মত দেখাচ্ছে ।

১৯ শে মে, ২০২৩ ভোর ৬:১০

সোনাগাজী বলেছেন:


মাদ্রাসার গ্রেজুয়েটদের যেই ধরণের জ্ঞান দেয়া হয়, তারা কোনদিনও আজকের আধুনিক সভ্যতার সাথে তাল মিলিয়ে কোন জাতিকে চালাতে পাররে না

৫| ১৯ শে মে, ২০২৩ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: মাদ্রাসা শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। কিন্তু মাদ্রাসা ছাড়া উপায়ও তো নাই। এত এত ছেলেমেয়ে কোথায় লেখাপড়া করবে? তাছাড়া স্কুলে পড়তে টাকা লাগে মাদ্রাসায় পড়তে টাকা লাগে না।

১৯ শে মে, ২০২৩ বিকাল ৪:৩৯

সোনাগাজী বলেছেন:



যারা মাদ্রাসা চালাচ্ছে, তারা আমাদের শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী থেকে অবশ্যই বেশী জ্ঞানী। শিক্ষামন্ত্রীর ছেলেরা কোথায় পড়ালেখা করেছে?

৬| ১৯ শে মে, ২০২৩ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: ধর্মীয় কারনে কছু বাবা মা তাদের সন্তানকে মাদ্রাসায় দেন। তাঁরা মনে করেন, স্কুল কলেজের শিক্ষা ইহকালের জন্য, মাদ্রাসার শিক্ষা ইহকাল পরকাল দুই জাহানের জন্য।

১৯ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:


আপনাকে "জেনারেল অবস্হা" থেকে ছেড়েছে, দেখলাম। আমাকে নিয়ে কিছু বলবেন না, তা'হলে আপনাকে সেমিব্যানে আটকাবে।

যাদের পিতামাতার শিক্ষা/কান্ডজ্ঞান নেই, তদেরকে সারা জীবন কষ্ট করতে হয়; কারণ, তারা বাচ্চাদের পড়ায় না, পড়ালে মাদ্রাসায় পড়ায়।

৭| ১৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:১০

শূন্য সারমর্ম বলেছেন:


বাড়ছে,বাড়বে সব ঠিক আছে। এসব কি মাস্টারপ্লানের অংশ?

১৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



১৯৯০ সালের দিকে এই ধরণের মাদ্রাসা বিপ্লব শুরু হয়েছিলো পাকিস্তানে; এখন তাদের নিজস্ব তালেবান গ্রুপ আছে।

৮| ১৯ শে মে, ২০২৩ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: এখন অসংখ্য ছেলে স্কুলে যায় না। তাঁরা রাস্তায় কাগজ টোকায়, জুতোর আঠা দিয়ে দিনেরবেলা সকলের সামনে নেশা করে, অনেক ছেলে হোটেলের থালা বাটি ধোয়- এরা স্কুলেও যায় না, মাদ্রাসায়ও যায় না।

২০ শে মে, ২০২৩ রাত ১২:৪৫

সোনাগাজী বলেছেন:


শেখ হাসিনা গরীদের প্রতি অন্যায় করছেন

৯| ২০ শে মে, ২০২৩ রাত ১২:৩৪

চারাগাছ বলেছেন:
মাদ্রাসা শিক্ষা আর আরবী মিডিয়াম নিয়ে এর আগেও আলাপ হয়েছিল আপনার সাথে হয়তো।

২০ শে মে, ২০২৩ রাত ১২:৪৬

সোনাগাজী বলেছেন:




আলাপ হয়েছে, মাদ্রাসার গ্রেজুয়েটরা সামন্তবাদের সময়ের গ্রেজুয়েট।

১০| ২০ শে মে, ২০২৩ রাত ১২:৪০

চারাগাছ বলেছেন:
জ্যাক স্মিথ চাইলে কিছু ব্যয় বহুল মাদ্রাসা কিংবা আরবী ভার্সন শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলতে পারি। উনি খোঁজ নিলে 'গরীবের অক্সফোর্ড' নামক ভুল ধারনা থেকে মুক্তি পাবেন।

২০ শে মে, ২০২৩ রাত ১২:৪৭

সোনাগাজী বলেছেন:



মাদ্রাসার পড়ালেখার কারণে আমাদেরকে বর্তমান অবস্হানে আরো ১০০ বছর থাকতে হবে।

১১| ২০ শে মে, ২০২৩ রাত ১২:৪৮

চারাগাছ বলেছেন:
আপনি কমেন্ট ব্যানে আছেন নইলে মহাজাগতিকের পোষ্টে কমেন্ট করে ব্যান হতে পারতেন।

২০ শে মে, ২০২৩ রাত ২:০৫

সোনাগাজী বলেছেন:



সামুতে ৮ বছর ব্লগিংএর মাঝে ৩ বছরের মতো কেটেছে ব্যানে, সেমিব্যানে ও জেনারেল অবস্হায়; বর্তমান নিকে ৫ মাস সেমিব্যানে।

১২| ২০ শে মে, ২০২৩ ভোর ৪:৩৬

কামাল১৮ বলেছেন: কিছু কিছু রাষ্ট্র চরম অবনতির পর,কোন এক সময় হয়তো ঘুরে দাঁড়াবে।সেটা হতে পারে একশ বা দুইশ বছর।এই লাইনে আছে আফগান,পাকিস্তান,বাংলাদেশ।এদের সম্পদের পরিমান খুব কম।ধর্মের প্রতি অগাধ বিশ্বাস।ধর্মেীয় বিশ্বাসের কারনে তারা জ্ঞান বিজ্ঞানে উন্নত হতে পারছে না।

২০ শে মে, ২০২৩ ভোর ৬:৪৬

সোনাগাজী বলেছেন:



ধর্মীয় বিশ্বাসীরা আসলে আদি যুগের মানবের মতো থাকবে হাজার বছর।

১৩| ২০ শে মে, ২০২৩ রাত ৮:১৫

মিরোরডডল বলেছেন:



@কামাল১৮
জানলাম অসুস্থ ছিলেন।
How are you now?
Hope you'll get well soon.

২০ শে মে, ২০২৩ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:



কামাল এই পোষ্টে যদি ফেরেন, আপনার মন্তব্য দেখতে পারেন। আমার নতুন পোষ্টে উনার আসার সম্ভাবনা আছে, মহাগাতিক চিন্তার পোষ্টেও উনি কমেন্ট করেন।

১৪| ২৩ শে মে, ২০২৩ সকাল ৮:৩৬

রানার ব্লগ বলেছেন: আমার বাসার সামনে একটা নতুন স্কুল হয়েছে। তাদের দাবি তারা অক্সফোর্ড আর ক্যামব্রিজ থেকে পার্মিশান নিয়ে এসেছে এই দেশে ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনার জন্য। খুব ভালো কথা কিন্তু তাদের অক্সফোর্ড আর ক্যামব্রিজ বিজ্ঞাপনের নিচে লেখা কোরান ও সুন্নাহ মোতাবেক আধুনিক পদ্ধতিতে কোরানের হাফেজ করা হয়।

তো আশাকরি এইবার বুঝতে পারছেন। ধান্দাবাজ কিছু বর্বর মৌ লোভী এই ধরনের প্রতিষ্ঠান খুলে আসলে দেশের শিক্ষা ব্যাবস্থা কে হুমকিতে ফেলে দিচ্ছে।

২৩ শে মে, ২০২৩ সকাল ৯:০৫

সোনাগাজী বলেছেন:




আমাদের দরকার কামাল পাশার মতো ১ জন লোক, মোল্লারা যেন চাকুরী করে; তখন ওদের মাগজ কাজ করার শুরু করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.