নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

যারা মনে করেন যে, ভারতই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে

২০ শে মে, ২০২৩ বিকাল ৪:৫২



যারা মনে করেন যে, ভারতই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে, তারা ভুলের মাঝে ডুবে আছেন; শেখ হাসিনা কোনভাবে অন্য ১০ জন বাংগালী থেকে আলাদা নন; প্রতিটি বাংগালী জেনেটিক্যালী ভারত-বিরোধী; সুতরাং, শেখ হাসিনাও ভারতকে অপছন্দ করেন। তবে, তিনি ইন্দিরা গান্ধীকে সন্মান করেন; শেখ হত্যার পর, শেখ হাসিনাকে ভারতে রেখে; পরে বাংলাদেশে প্রবেশ করে, বাবার দলের হাল ধরে, মিলিটারীকে ও '৭১ সালের দেশ-বিরোধীদেরকে কন্ট্রোলে আনার আর্টটুকু উনাকে ইন্দিরা গান্ধীই শিখায়েছিলেন; এবং শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে, যাতে টিকে থাকতে পারে, সেটার জন্য কিছু ব্যবস্হা নিয়েছিলেন।

আমরা সাধারণ বাংগালীরা ভারতকে যেভাবে দেখি, দেশচালনা করতে গিয়ে শেখ হাসিনা ঠিক আমার মতো, কিংবা মহাজাগতিক চিন্তার মতো ভারতকে দেখেন না; উনাকে সরকার প্রধান হিসেবে দেখতে হয়। ভারত সরকার ও বাংলাদেশ সরকারের মাঝে কত শত সরকারী কার্যকলাপ হচ্ছে, সেটা সম্পর্কে আমরা কেহ সঠিকভাবে জানি না, আমরা উহার সামান্যতম অংশকে অনুমানে অনুভব করি; কিন্তু শেখ হাসিনা সেগুলো নিয়ে প্রতিদিন কাজ করছেন।

আমার ব্যক্তিগত ধারণা, বেশীভাগ বাংগালী বর্তমান বিশ্ব সম্পর্কে, বর্তমান সভ্যতা সম্পর্কে সঠিকভাবে ওয়াকিবহাল নন। আমি আমেরিকায় থাকি, আমেরিকায় কি ঘটছে, উহা আমি দেখছি; আমেরিকা সম্পর্কে বাংগালীরা যেসব রূপকথা বলেন, তা থেকে আমি অনেকটা অনুমান করতে পারি, ভারত সম্পর্কে আমাদের লোকজন কতটুকু পরিস্কার ধারণা রাখেন।

শেখ হাসিনার সরকার ভারতের সরকারের তুলনায় এ্ত বেশী অদক্ষ যে, আমরা আমাদের প্রতিবেশীর সাথে সমতা রক্ষা করে চলতে পারছি না। আমি আপনাদের বলবো, বাংগালী শিক্ষিতরা গড় ভারতীয় শিক্ষিত থেকে অনেক কম দক্ষ, ইহার ফলে, পুরো জাতি হিসেবে আমরা ভারতের সমকক্ষ নই। ইহা শেখ হাসিনার বেলায়ও প্রয়োজ্য, ইহা উনার ব্যুরোক্রেটদের জন্য প্রয়োজ্য, উহা ব্লগারদের জন্যও প্রয়োজ্য

শেখ হাসিনাকে দোষ দেবেন না; উনি আপনাদের মতো বাংগালী; আপনাদের লেখার মান কম, সম্প্রতি আপনারা ইহা শুনেছেন; ফলে, ভারত নিয়ে আপনাদের জ্ঞান যে, সমুদ্রের মতো প্রসারিত উহা মনে করা ঠিক হবে না।





মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২৩ রাত ৮:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে আমারও ধারণা কম।

২০ শে মে, ২০২৩ রাত ১০:৫৯

সোনাগাজী বলেছেন:



ভারত-বাংলাদেশ সম্পর্ক ভালো নয়; ভারতের সাথে কারো সম্পর্ক ভালো নয়।

২| ২০ শে মে, ২০২৩ রাত ১০:৫২

রাজীব নুর বলেছেন: ভারতের সাবান শ্যাম্পু, জামা কাপড়, গরুর মাংস চিবাতে চিবাতে বাঙ্গালীরা ভারতের নিন্দা করে।
অথচ ভারত ছাড়া বাঙ্গালীদের গত নেই। লেখাপড়া করতে ভারতে যাচ্ছে। চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে। বেড়াতে ভারত যাচ্ছে। সবচেয়ে বড় কথা ৭১ মুক্তিযুদ্ধের সময় ভারাতের অবদান স্বীকার না করলে অবশ্যই আমরা জাতি হিসেবে ছোট হয়ে যাবো।

মমতা দিদির চেয়ে, মোদি শেখ হাসিনাকে পছন্দ করেন একথা সত্য।

২০ শে মে, ২০২৩ রাত ১১:০২

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা ভারতে বসে ভারতের বদনাম করলে খবর হয়ে যাবে; কিন্তু বাংগালীরা আমােরিকা ও লন্ডনে বাস করে, ওদেরকে খারাপ বলে।

যেসব বাংগালী মনে করে যে, ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে, ওদের কান্ডজ্ঞানের অভাব আছে।

৩| ২১ শে মে, ২০২৩ রাত ১:১৭

হাসান জামাল গোলাপ বলেছেন: শেখ হাসিনার সরকার ভারত সরকারের তুলনায় যথেষ্ট অদক্ষ, একমত। দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে দক্ষতার মারাত্মক অভাব, দক্ষ লোক আসার পথই সংকীর্ণ হয়ে চলেছে। এটা অবশ্য শেখ হাসিনা সরকার আসার আগে থেকেই চলছে।

২১ শে মে, ২০২৩ রাত ২:২৮

সোনাগাজী বলেছেন:



আমাদের ইউনিভার্সিটিগুলো অদক্ষ গ্রেজুয়েট উৎপাদন করছে, ব্লগই তার সাক্ষী; বই বের করেছে ডজন ডজন ব্লগার, স্মরণিকা প্রকাশের জন্য মানসন্মত লেখা পাওয়া যায়নি।

৪| ২১ শে মে, ২০২৩ সকাল ৭:৩১

কামাল১৮ বলেছেন: বৃটিশ আমল থেকে আইসিএস অফিসার ছিলো পশ্চিম বাংলার হিন্দুরা।যাঁদের দ্বারা বৃটিশরা প্রশাসন সচল রাখতো।সেখানে খুঁজলে হয়ত দুই এক জন বাঙ্গালী মুসলমান পাওয়া যাবে।তারাতো আগেথেকেই অনেক এগিয়ে।
বিশ্বমানের পাঁচটি আই আই টি আছে।সেখান থেকে প্রতি বছর বহু ছাত্র বের হয়ে দেশে বিদেশে শেবা দিচ্ছে।

শেখ হাসিনা নিজের যোগ্যতায় ক্ষমতায় আছে।বিএনপি যদি গনতান্ত্রিক আচরন করতো তবে দেশ আরো ভালো চলতো।জনগন উপকৃত হতো।এই দলটি বিলুপ্ত হয়ে একটি গনতান্ত্রিত গল গঠন এখন সময়ের দাবি।নয়তো দেশে অশান্তি আরো বাড়বে।

২১ শে মে, ২০২৩ বিকাল ৫:০৭

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা ১টি শ্রেনীকে লুটতরাজ করার লাইসেন্স দিয়ে, তাদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন।

৫| ২১ শে মে, ২০২৩ দুপুর ২:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


গুরুর থেকে দীক্ষা নিয়ে গুরুর উপরে যাওয়া সম্ভব?

২১ শে মে, ২০২৩ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:




এসব গুরু, গরু ভাবনা এখন নেই, এখন মানুষকে উচ্চ শিক্ষা নিকেতন থেকে জ্ঞান আহরণ করতে হয়।

৬| ২১ শে মে, ২০২৩ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: কিছুটা দুর্নীতির সুযোগ না দিলে- ক্ষমতায় থাকা তার সম্ভব হবে না।

২১ শে মে, ২০২৩ রাত ৮:৩৮

সোনাগাজী বলেছেন:



ভেতর থেকে আপনারা বুঝতেছেন না, ইহা কিছু দুর্নীতির দেশে নয়, ইহা মগের মুল্লুকে পরিণত হয়েছে।

৭| ২১ শে মে, ২০২৩ রাত ৯:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভারতের আমলা এবং কূটনীতিকরা আমাদের চেয়ে দক্ষ।

২১ শে মে, ২০২৩ রাত ৯:৪২

সোনাগাজী বলেছেন:


আজকের ভারতের গড় গ্রেজুয়েটের যেই দক্ষতা, গড় বাংগালী সমকক্ষ গ্রেজুয়েট তার কাছেও নেই! ভারতের গ্রামের ১০ শ্রেনীর বাচ্চা ইংরেজী কথা বলতে পারে; আমার গ্রামের ১০ম শ্রেনীর কোন বাচ্চা দেখেও সঠিকভাবে ইংরেজী পড়তে পারে না।

৮| ২১ শে মে, ২০২৩ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: এই মুহুর্তে শেখ হাসিনা ছাড়া, দেশের প্রধানমন্ত্রী কে হলে ভালো হতো?

২১ শে মে, ২০২৩ রাত ১১:৪৫

সোনাগাজী বলেছেন:



উনি দীর্ঘ সময় থাকাতে ও দেশের বড় অংশ মানুষ ( কৃষক পরিবরগুলোর ৯ কোটী মানুষ ) খুবই নীচুমানের জীবন যাপন করায়, উনার প্রতি মানুষের সন্মান কমে গেছে। উনার দল পুরোপুরি লfহিয়াল বাহিনীতে পরিণত হয়েছে।

ড: আবদুর রাজ্জাকে ( কৃষিমন্ত্রী ) পিএম বানায়ে,শেখ হাসিনার উচিত দলকে সুসংগঠিত করা।

৯| ২২ শে মে, ২০২৩ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: ড: আবদুর রাজ্জাকে ( কৃষিমন্ত্রী ) পিএম বানায়ে,শেখ হাসিনার উচিত দলকে সুসংগঠিত করা।

এত বড় ছাড় কি কেউ দেয়? সেটা সম্ভব?

২২ শে মে, ২০২৩ বিকাল ৪:৩১

সোনাগাজী বলেছেন:



উনি নিজের দলকে রাজনীতি থেকে সরায়ে লা ঠিয়াল দলে পরিণত করেছেন; এখন উনি উহাকে ঠিক না;কলে, উহা টিকবে না।

১০| ২৩ শে মে, ২০২৩ রাত ২:১১

রাজীব নুর বলেছেন: ঢাকাতে অনেক লোকজন রেগে গেলে, তুই একটা ''আওয়ামীলীগ'' বলে গালি দেয়।

২৩ শে মে, ২০২৩ রাত ৩:২৪

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগের উপর মানুষ ভরসা করেছিলো, মানুষ ১০০ ভাগ হতাশ হয়েছে; মানুষ বিএনপি থেকে ভালো কিছু আশা করেনি, ভালো কিছু পায়নি, তাই অভিযোগ নেই।

১১| ২৩ শে মে, ২০২৩ বিকাল ৪:১১

গেঁয়ো ভূত বলেছেন: ৪ নং মন্তব্যে কামাল ভাই এর দ্বিতীয় প্যারার সাথে সম্পূর্ণ একমত।

২৩ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৭

সোনাগাজী বলেছেন:



বিএনপি-জামাত জাতির বিপক্ষে অপরাধ করেছে; এই দলগুলোকে শেখ হাসিনা জীবিত রেখেছে যাতে, নতুন কোন শক্ত দলের উদ্ভব না'ঘটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.