নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ সাহেবের ৬ দফায় ফ্রি শিক্ষা নিয়ে কিছু ছিলো না।

২২ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৯



শেখ সাহেবের রাজনীতির সারমর্ম হলো, তিনি ২টি উল্লেখযোগ্য রাজনৈতিক কর্মসুচী প্রনয়ন করেছিলেন: (১) ৬ দফা (২) বাকশাল। বাংগালী জাতীয়তাবাদ যখন পাকিস্তানী সামরিক সরকারের বিপক্ষে দানা বেঁধে উঠেছিলো, তখন শেখ সাহেব ৬ দফা নিয়ে মাঠে নামেন; ইহা কাজ করেছে, দেশ স্বাধীন হয়ে গেছে। কিন্তু উনার এই বিখ্যাত কর্মসুচীর মাঝে ফ্রি শিক্ষার বিষয়টি ছিলো না, উহা ততকালীন কোন বাংগালীর মাথায় আসেনি। বাকশাল করলে, ফ্রি শিক্ষাটা এসে যেতো; কিন্তু ক্রিমিনাল মিলিটারী ২ পয়সার বিনিময়ে উনাকে হত্যা করলো।

দেশ স্বাধীন হওয়ার ৫ বছরের মাথায় দেশের শতকরা ১০০ ভাগ মানুষকে দরকারী বিষয়ে পড়ার ও লিখার মতো অক্ষরজ্ঞান দেয়া সম্ভব ছিলো, দরকার ছিলো; সরকার সেটি করেনি। স্বাধীন বাংলাদেশের শুরুতে যারা সরকারের উঁচু পদে ছিলো, তাদের দায়িত্ব ছিলো সবাইকে অক্ষর-জ্ঞান দেয়া; কিন্তু তারা দরকারী এই পদক্ষেপটি নেয়নি; কিন্তু এসব লোকদের পরিবারের সবাই শিক্ষার আলো পেয়েছিল। দেশের বাকীদের অক্ষরজ্ঞান না'দেয়া ছিলো বেশ বড় ধরণের অপরাধ ও নীচু মানের দেশ চালনার উদাহরণ।

আজকেও দেশের শতকরা ৩০ ভাগ মানুষ লিখতে, পড়তে পারেন না; এদেরকে অক্ষরজ্ঞান না দিয়ে যারা ২১'এর ভোরে ভাষা দিবস নিয়ে মাতাাতি করে, তারা ২১'এর গুরুত্ব বুঝে না, এরা ভুয়া।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শেষ করেও অনেকেই সঠিক মতো লিখতে পারে না, অনেকেই নিজের লেখার মুল বিষয়কে তুলে ধরতে পারে না; ব্লগ ও বিবিধ সোস্যাল মিডিয়ায় তার প্রমাণ প্রতিদিন মিলছে। অনেকেই সঠিকভাবে লিখতে না জেনেও বই পর্যন্ত বের করে ফেলছে; বইমেলার বেশীরভাগ বই পাঠের অযোগ্য।

বাংলাদেশের মানুষ মুলত: ১ ভাষাতেই কথা বলেন, এবং বাংগালীদের ভাষা শেখার মেধা একবারে খারাপ নয়, তারা সহজেই হিন্দি ও উর্দু কথ্য ভাষা শিখে নেন। জাতি অবশ্য ইংরেজী নিয়ে বেশ কষ্টে আছে, স্কুলে গড়ে ৭/৮ বছর ইংরেজী পড়ার পরও এই ভাষায় গড়ে খুব একটা ভালো করে না। তবে, নিজেদের মাতৃভাষা, বাংলা ভাষা ভালোভাবে শিখতে পারার কথা।

সঠিকভাবে লেখার জন্য ভাষাকে ভালোভাবে রপ্ত করতে হয়; লেখার বিষয়কে সঠিকভাবে তুলে ধরার জন্য ভাষা ও বিজ্ঞান'এর উপর দখল থাকতে হয়। যারা সাহিত্য লিখতে চান, তাদেরকে আসলে অনেকটা ভাষাবদ, শিল্পী ও সংস্কৃতিতে জ্ঞানী হতে হয়, লেখা যেন ইন্টারেষ্টিং হয়, যেন মানুষের জীবনের কথা থাকে, পাঠককে যেন টানতে পারে।


মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২৩ রাত ৮:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: নিরক্ষরতা আরও বহু আগে দূর করা উচিত ছিল। আমাদের দেশের ইংরেজি শিক্ষায় সমস্যা আছে। ১৫ বছর ইংরেজি পড়েও আমরা ভালো মত ইংরেজি লিখতে পারি না। স্বাধীনতার পরে সবার আগে শিক্ষার উপর গুরুত্ব দেয়া উচিত ছিল।

২২ শে মে, ২০২৩ রাত ৯:২৪

সোনাগাজী বলেছেন:



অনেক ইডিয়ট ধরণের মানুষরা ব্যুরোক্রেসী ও সরকারের উঁচুপদে কাজ করছে, এদের বড় অংশ ক্রিমিনাল; এরা মানুষের সুযোগগুলো নিজেরা দখল করে রাখার জন্য মানুষকে সঠিক জ্ঞান থেকে বন্চিত করছে।

২| ২৩ শে মে, ২০২৩ রাত ১২:০৩

শূন্য সারমর্ম বলেছেন:


ফ্রী শিক্ষার আইডিয়াটা'বিপ্লবীদের মগজের প্রোডাক্ট। সহজে বোধগম্য হয়ে এপ্লাই করা সম্ভব হয় না, আসল শিক্ষিত সমাজ গড়ে না উঠলে।

২৩ শে মে, ২০২৩ রাত ১২:২০

সোনাগাজী বলেছেন:



আমি ভেবেছিলাম, সব শিক্ষিত মানুষই "ফ্রি শিক্ষার" কথা বলবেন; আমাদের দেশের বেশীরভাগ শিক্ষিতরা অশিক্ষিতদের চেয়ে বেশী ক্রিমিনাল।

৩| ২৩ শে মে, ২০২৩ রাত ১২:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:



১। আমাদের দেশের কেনো সরকার কোনো রাজনীতি কি কখনো দেশের জনগণের পক্ষে ছিলো?
২। দেশের মানুষের কিসে ভালো কিসে মন্দ কখনো বুঝতে পেরেছে?


২৩ শে মে, ২০২৩ রাত ১২:৪০

সোনাগাজী বলেছেন:



জাতি শেখ সাহেবের উপর আস্হা রেখেছিলো, কিন্তু উনার আইডিয়াতে সমস্যা ছিলো; এরপর, জাতি উনার কন্যার উপর আশা করেছিলো, কিন্তু কন্যার নিজেরই বিদ্যাবুদ্ধির ঘাটতি আছে।

৪| ২৩ শে মে, ২০২৩ রাত ২:১০

রাজীব নুর বলেছেন: শেখ মুজিব ক্ষমতা ভালোবাসতেন। শেখ হসিনাও তাই ক্ষমতা ভালোবাসেন।

শেখ হাসিনা এমন ভাবে দেশ চালাচ্ছেন ধনীরা আরো ধনী হচ্ছে। গরীবেরা আরো গরীব হচ্ছে।
ঢাকা শহরে এত এত ফকির এবং এত এত সবজি বিক্রেতা আমি আমার এই জীবনে প্রথম দেখছি।

২৩ শে মে, ২০২৩ রাত ৩:০০

সোনাগাজী বলেছেন:



মিলিটারী, বিএনপি-জামাত ও ব্যুরোক্রেটদের অত্যাচার থেকে মুক্ত হয়ে, মানুষ ভালোভাবে থাকার জন্য উনাকে চেয়েছিলো; উনার ভুলের কারনে মানুষ এখন ভয়ংকরভাবে ভুগছে; উনার ভুলের কারণে " বিশ্বের নতুন মিলিওনারদের শতকরা হারে বেশীর ভাগ" বাংলাদেশেই জন্ম নিচ্ছে।

৫| ২৩ শে মে, ২০২৩ রাত ৩:৪৭

কামাল১৮ বলেছেন: মাদ্রাসাতেই দেশের বেশির ভাগ বাচ্চারা পড়ে।বাংলা শিক্ষা বাধ্যতামুলক করলে এই বিষয়ে ভালো ফল পাওয়া যাবে।কওমি মাদ্রাসায় চার পাঁচ বছর লেখাপড়া করে তারা ঝড়ে পরে।সুরা কেরাত পড়তে পারে কিন্তু বাংলা লিখতে পড়তে পারে না।
আর স্কুলগুলোতে লেখা পড়ার মান খুবই খারাপ। বিশেষ করে গ্রামের স্কুল গুলিতে।

২৩ শে মে, ২০২৩ ভোর ৫:২৬

সোনাগাজী বলেছেন:


মাদ্রাসা বাচ্ছাদের ব্যক্তিত্ব বদলায়ে দেয়; ওদেরকে সভ্যতার বিপক্ষে গড়ে তোলে।

২৩ শে মে, ২০২৩ ভোর ৫:২৯

সোনাগাজী বলেছেন:



মহাজাগতিক চিন্তার লেখা থেকে দেখুন; উনি চান যে, মানুষ ভালো থাকুক, যদি তারা ইসলামিক হয়। আজকের সভ্য দেশের মানুষ চেষ্টা করছে সবাই যেন ভালো থাকে; জাপানীরা চায়, বাংগালীরা ভালো থাকুক।

৬| ২৩ শে মে, ২০২৩ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: সরকার বলে সবার জন্য শিক্ষা।
কিন্তু সবাই তো শিক্ষা পাচ্ছে না। এখন কিশোর কিশোরীরা রাস্তায় সকলের সামনে জুটোর আঠা দিয়ে নেশা করে। তাঁরা স্কুলে যায় না। অল্প বয়সী ছেলে গুলো হোটেলে থালা বাসন ধুচ্ছে। রাস্তায় কাগজ টোকাচ্ছে। এদের সংখ্যা তো কম না।

২৩ শে মে, ২০২৩ বিকাল ৩:২০

সোনাগাজী বলেছেন:



এখন হয়তো সর্বকালের চেয়ে বেশী ছেলেমেয়ে স্কুলে ও মাদ্রাসায় যাচ্ছে; এখন যেই অবস্হায় আছে এখানে আসতে ৫২ বছর সময় লেগেছে; এখন বড় সমস্যা, আমাদের শিক্ষার মান খুবই কম।

৭| ২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:০২

মিরোরডডল বলেছেন:

ওয়েলকাম ব্যাক খেলাঘর।



২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
অনেক ক্যাচালবাজের মনের শান্তি বিনষ্ট হবে।

৮| ২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

মিরোরডডল বলেছেন:



হলে হোক।
যে যা খুশি বলুক, টিজিং করুক, ফিরে আসা নিয়ে উরাধুরা কমেন্ট অথবা পোষ্ট দিক, প্লীজ ইগ্নর।
খেলাঘর তার মতো করে লিখে যাবে।

অনেকে ইচ্ছে করে প্রভোক করে, খেলাঘর যখনই একটা কিছু রং করবে তখনই আবার শুরু করবে।
সো প্লীজ কারো প্রভোকেশনে রেসপন্স করবে না।
Just enjoy your moment & focus in your writing.

২৪ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:০০

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.