![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
রেসিষ্ট ট্রাম্প কিন্তু আপাতত: নিজকে যুদ্ধ-বিরোধী আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এটা সত্য যে, সে নতুন করে কোন যুদ্ধ আরদ্ভ করেনি; কিন্তু তার মতো লোক আগামীকাল কি করবে, তা কেহ জানে না। আরেকটি ব্যাপার হলো, পুটিনের সাথে তার ব্যক্তিগত বন্ধুত্ব আছে; এমন কি কিং জংও ট্রাম্পকে বন্ধুভাবাপন্ন আমেরিকান হিসেবে নিয়েছে। মনে হয়, সে জিলেনস্কির মত প্রক্সি-যোদ্ধাদের পছন্দ করে না।
বেশীরভাগ আমেরিকান মনে করে যে, বাইডেন ইউক্রেনে যুদ্ধ থামানোর জন্য কোন ধরণের পদক্ষে নেয়নি; উল্টো, দরকারের চেয়েও অনেক বেশী পরিমাণ ক্যাশ ও অস্ত্র দিয়েছে ইউক্রেনকে। এখন এফ-২৬ যুদ্ধ বিমান দেয়ার পঁয়তারা করছে। আমেরিকান সাধারণ মানুষ এই যুদ্ধ নিয়ে অসুখী; প্রথমত: আমেরিকানরা যুদ্ধ চাচ্ছে না; এরপর, এই যুদ্ধ সমগ্র বিশ্বকে ভয়ংকর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
আমার ধারণা, ট্রাম্প আমেরিকান মানুষদের ধারণা দেয়ার শুরু করবে যে, সে রাতারাতি এই যুদ্ধ থামিয়ে দিতে পারবে, এবং বুঝানোর চেষ্টা করবে যে, আমেরিকানরা অকারণে এই যু্দ্ধের জন্য খরচ যোগাচ্ছে! আমেরিকা রিসেশানে আছে, এই অবস্হায় ট্রাম্পের যুদ্ধবিরোধী অবস্হান আমেরিকানদের পছন্দ হতে পারে।
ট্রাম্প বেশ সফলতার সাথে বাইডেনের বিপক্ষে কাজ করে যাচ্ছে ও প্রচারণা চালাচ্ছে; স্পীকার ম্যাককার্থি হচ্ছে ট্রাম্পের ১ নং চেলা, সে বাউডেনের 'ডেব্ট সিলিং' পুরোপুরিভাবে আটকায়ে দিয়েছে। এই রিসেশানের মাঝে বাইডেন কোন অবস্হায় বন্ড-পেমেন্ট'এ "ডিফল্ট" হতে দিতে পারবে না; ট্রাম্পের চেলা সেই সুযোগ নিচ্ছে! ট্রাম্প নিজের চেলার মাধ্যমে কি কি সুযোগের জন্য চাপ দিচ্ছে, উহা বাহির থেকে জানার কোন সুযোগ নেই!
ডেমোক্রেটরা ভেবেছিলো যে, ট্রাম্পের উস্কানীতে ক্যাপিটল হিল আক্রমণের বিচারে ট্রাম্প নিজের নির্বাচন যোগ্যতা হারাবে; উহা এখন অনেকটা হাতছাড়া হয়ে গেছে! বাইডেনের বিপক্ষে ট্রাম্প এবারও বেশ শক্তিশালী প্রার্থী হয়ে যেতে পারে।
বাইডেনের ছেলের কিছু ব্যবসা (ইউক্রেনে ) নিয়ে সমস্যা আছে, উহা কোর্টে গেছে; ইউক্রেনে যুদ্ধ শুরু, ও আফগানিস্তান থেকে বেকুবী উইথড্র নিয়ে আমেরিকানরা বাইডেনের বুদ্ধি নিয়ে সংশয়ে আছে। ফলে, ট্রাম্প যদি যুদ্ধ বন্ধের কথা বলে, সে অনেক অনেক সাপোর্ট পাবে।
২৩ শে মে, ২০২৩ রাত ১০:৫০
সোনাগাজী বলেছেন:
ধন্যাবদ।
পেছনের পাতায় থাকার সময় তেমন কোন অসুবিধা হয়নি; গড়ে, সমান পরিমাণ পাঠকই আমার পোষ্ট পড়েছেন।
২| ২৩ শে মে, ২০২৩ রাত ১০:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রথম পাতায় সু-স্বাগতম।
২৩ শে মে, ২০২৩ রাত ১০:৫০
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ।
আমার জন্য ১ম পাতা, পেছনের পাতা সবই সমান; আমি ব্লগের নিয়ম ভংগ করিনি।
৩| ২৩ শে মে, ২০২৩ রাত ১০:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
বাসযোগ্য গ্রহের সেরা দেশে তাহলে পলিটিক্সের এই ভার্সন চলছে।
২৩ শে মে, ২০২৩ রাত ১০:৫৬
সোনাগাজী বলেছেন:
আমেরিকার নির্বাচনের এক ফাঁক দিয়ে এই খারাপ লোকটি ঢুকে একটি বড় সমস্যার সৃষ্টি করেছে; তবে, আমেরিকা ইহাকে সোজা করে ফেলবে।
৪| ২৩ শে মে, ২০২৩ রাত ১১:১৮
কামাল১৮ বলেছেন: আমার মনে হয় না বাইডেন এবার ভোটে দাঁড়াতে পারবে।তবে ট্রাম্পের দাঁড়ানো প্রায় নিশ্চিত।বাইডেন ইউরোপের বারোটা বাজিয়েছে,নিজের দেশকেও যুদ্ধ ছাড়া কিছুই দেয় নাই।
বিশ্বে এখন শান্তি দরকার।শান্তির কথা যে বলবে সেই নমস্য।
২৩ শে মে, ২০২৩ রাত ১১:৪৯
সোনাগাজী বলেছেন:
মানুষ ট্রাম্পকে সৎ মনে করে না; বাইডেের বয়স বেশী। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন ও ফ্লোরিডার গভর্ণর নির্বাচনে নাম লেখালে অবস্হা পরিস্কার হবে।
৫| ২৩ শে মে, ২০২৩ রাত ১১:২৩
আমি সাজিদ বলেছেন: প্রথম পাতায় দেখে ভালো লাগলো। আশা করি আপনি অন্য ব্লগারদের পোস্টে মন্তব্যের ক্ষেত্রে আগের চেয়ে অনেক সহনশীলতা দেখাবেন।
২৩ শে মে, ২০২৩ রাত ১১:৪৮
সোনাগাজী বলেছেন:
আমার কমেন্ট ঠিক আছে।
৬| ২৩ শে মে, ২০২৩ রাত ১১:৩১
আমি সাজিদ বলেছেন: আপনার সাথে কাউন্টার করে আমি পারবো না। আপনাকে জব্দ করার জন্য দরকার ভুয়া ভাইকে।
২৩ শে মে, ২০২৩ রাত ১১:৩৬
সোনাগাজী বলেছেন:
আপনি ভুয়া হয়ে যান।
৭| ২৩ শে মে, ২০২৩ রাত ১১:৪৯
ডার্ক ম্যান বলেছেন: বস। কেমন আছেন।
আমেরিকায় গেলে কি সুবিধা করতে পারবো?
২৪ শে মে, ২০২৩ রাত ১২:০৩
সোনাগাজী বলেছেন:
অবশ্যই ভালো করতে পারবেন। আমি আপনার সাম্প্রতিক কষ্টের পোষ্টগুলো পড়েছি, সেমিব্যানে থাকায় কমেন্ট করতে পারিনি।
৮| ২৪ শে মে, ২০২৩ রাত ১২:০০
রাজীব নুর বলেছেন: ওস্তাদ, শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
সকালে পোস্ট নিয়ে মন্তব্য করবো।
গুড নাইট।
২৪ শে মে, ২০২৩ রাত ১২:০৬
সোনাগাজী বলেছেন:
ভালো থাকুন, পরিবারকে সময় দেন।
ব্লগে আমার কিছু হলে, কিছু বলবেন না, আপনি আমার ভালো চেয়ে, ব্লগে অসংখ্যবার জেনারেল হয়েছেন, অনেক কথা শুনেছেন; সেজন্য ধন্যবাদ। তবে, সামনের দিনগুলোতে কিছু বলবেন না।
৯| ২৪ শে মে, ২০২৩ রাত ১২:২৬
আমি সাজিদ বলেছেন: আমি কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী।
২৪ শে মে, ২০২৩ রাত ১:০৬
সোনাগাজী বলেছেন:
স্যরি।
আসলে, আমার মন্তব্যে কোন সমস্যা ছিলো না; ব্লগে অনেকেই অনেক বিষয়ে লিখতে গিয়ে নীচুমানের পোষ্ট দেন; বিষয়ের মুল ধারণা না'বুঝে ভুল লেখেন; তাদেরকে ভুলের কথা বললে, তারা ইহাকে "ব্যক্তি আক্রমণ" নাম দিয়ে ক্ষেপে যায়।
১০| ২৪ শে মে, ২০২৩ রাত ১:৪৪
আমি সাজিদ বলেছেন: আমাকে সরি বলার কিছু নেই। আমি বরং সরি শুনে নিজেকে ছোট ভাবছি।
২৪ শে মে, ২০২৩ রাত ১:৫৫
সোনাগাজী বলেছেন:
আমার মনে হয়, আমি কিছুটা রুঢ়ভাবে কথা বলেছি।
১১| ২৪ শে মে, ২০২৩ রাত ২:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
ওয়েলকাম ব্যাক।
যুদ্ধ মনে হয় কোন সমস্যা করবে না।
রাশিয়া অলরেডি সামরিক ও নৈতিকভাবে পরাজিত হয়েছে।
রাশিয়ান সৈনিকদের মানসিক বল শেষ, নেই বললেই চলে। ক্রিমিয়া দখল সময়ের ব্যাপার মাত্র।
ইউক্রেন চাচ্ছে সময় বেশি লাগলেও সবচেয়ে কম ক্যাজুয়ালটির মাধ্যমে ক্রিমিয়া দখল করে নেয়া।
২৪ শে মে, ২০২৩ রাত ২:৫৯
সোনাগাজী বলেছেন:
জিলেনস্কি আপনার হাতে কমান্ড তুলে দিয়েছে, বাকীটুকু আপার দায়িত্ব, ক্রিমিয়া আপনার দিকে তাকিয়ে বসে আছে; সাথে সুইমিং ড্রেস নিয়েন, ব্ল্যাক-সিতে ইউক্রেনের মেয়েরা সাতার কাটে।
১২| ২৪ শে মে, ২০২৩ ভোর ৪:১৭
চারাগাছ বলেছেন: ফিরেছেন অবশেষে?
রাশিয়ান সীমান্ত শান্ত হয়েছে কি?
২৪ শে মে, ২০২৩ ভোর ৫:০০
সোনাগাজী বলেছেন:
আমি সব সময়ই ফিরে আসতে ইচ্ছুক।
রাশিয়ান জাতি যদি পুটিনের পেছনে থাকে, ওদেরকে কেহ থামাতে পারবে না।
১৩| ২৪ শে মে, ২০২৩ ভোর ৫:১০
চারাগাছ বলেছেন: কালবৈশাখী বলছেন,
রাশিয়া অলরেডি সামরিক ও নৈতিকভাবে পরাজিত হয়েছে।
এই যুদ্ধে রাশিয়ার পরাজয় কি আসন্ন। বিশ্বের ৯০ ভাগ মানুষ কি কালবৈশাখীর মতোই ভাবছেন?
২৪ শে মে, ২০২৩ সকাল ৮:৪০
সোনাগাজী বলেছেন:
রাশিয়ার সাধারণ মানুষ এই যুদ্ধের পক্ষে ছিলো না; কিন্তু রাশিয়া পরাজিত হওয়ার উপক্রম হলে, পুরোজাতি লেগে যাবে।
১৪| ২৪ শে মে, ২০২৩ ভোর ৫:১৫
চারাগাছ বলেছেন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে 'বাখমুত' নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বিষয়।
রাশিয়া দাবি করে তারা দখল করেছে।
এটা নিশ্চয় প্রভাব ফেলবে?
২৪ শে মে, ২০২৩ সকাল ৮:৪৪
সোনাগাজী বলেছেন:
পশ্চিমের মিডিয়া ইউক্রেনের পক্ষে, সঠিক খবর পাওয়া মুশকিল; তবে, রাশিয়ানরা ২য় বিশ্বযু্দ্ধে জয়ী হয়েছিলো।
১৫| ২৪ শে মে, ২০২৩ সকাল ৮:৪৮
কলাবাগান১ বলেছেন: এই যুদ্ধের আরেকটা ভীতিকর দিক হল আমেরিকা যদি বাধ্যতামুলুক ভাবে সৈন্য তে ড্রাফটিং আরম্ভ করে। যাদের ড্রাফট যোগ্য ছেলে আছে, তারা দু:শ্চিন্তায় আছে।
ওয়েলকাম ব্যাক...
২৪ শে মে, ২০২৩ সকাল ৯:০০
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ।
যুদ্ধ ইউক্রেনের বাহিরে ছড়াবে বলে মনে হয় না; আমেরিাকার সৈন্যবাহিনী ইউক্রেনের হয়ে যুদ্ধে গেলে, রাশিয়ার সাধারণ মানুষ যুদ্ধের পক্ষে যাবে; বাইডেন এই ধরণের ভুল ডিসিশন নেবে বলে মনে হয় না।
১৬| ২৪ শে মে, ২০২৩ সকাল ৮:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: ট্রাম্প যুদ্ধবাজ লোক না। এই পয়েন্টটা ট্রাম্পের পক্ষে যাবে।
২৪ শে মে, ২০২৩ সকাল ৯:০৪
সোনাগাজী বলেছেন:
সে যদিও অসৎ ব্যবসায়ী হলেও অন্য জাতির হয়ে যুদ্ধ করতে যাবে না; চীনারা তাইওয়ান নিয়ে গেলেও সে যুদ্ধে যাবে না।
১৭| ২৪ শে মে, ২০২৩ সকাল ৯:০০
গেঁয়ো ভূত বলেছেন: ওয়েলকাম ব্যাক এগেইন এন্ড এগেইন.....
আমি মনে প্রাণে চাই ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হয়ে আমেরিকার তেরটা বাজাক। অবশ্য ওকে নির্বাচনে আসতে দেয়া হবে কিনা এব্যাপারে সন্দেহ আছে।
ভাল থাকুন। শুভকামনা।
২৪ শে মে, ২০২৩ সকাল ৯:১৪
সোনাগাজী বলেছেন:
ব্লগে যতদিন সুলেখক ক্যাচলাবাজেরা সক্রিয়, আমার সামনের পেইজে ও পেছনের পেইজে আসাযাওয়া চলতে থাকবে।
আমেরিকার তেরটা বাজানোর একক ক্ষমতা প্রেসিডেন্টের হাতে নেই; প্রেসিডেন্ট কংগ্রেসের বিনা অনুমতিতে যু্দ্ধ শুরু করার ক্ষমতা রাখে, তবে, সিকিউরিটি এডভাইজারদের সাপোর্ট না'পেলে সেনাবাহিনীর লোকেরা ঝাপিয়ে পড়ার কথা নয়।
হাউস অব রিপ্রেজেন্টেটেটিভে ট্রাম্পের লোকজন বেশী; তাকে ভোট থেকে দুরে রাখা খুব একটা সহজ হবে না; তবে, ৬ই জানুয়ারীর হট্টগোলের বিচার হবে।
১৮| ২৪ শে মে, ২০২৩ সকাল ১০:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ওয়েলকাম ব্যাক গুরুজ্বী।
২৪ শে মে, ২০২৩ সকাল ১০:১০
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ।
সামনের পাতায় ফিরলে আপনার সাথে দেখা হয়; আমি পেছনের পাতায় থেকেও সরিয়া ফুলের ছবি দেখেছি, সাদা সরিয়ার কথা জেনেছি।
১৯| ২৪ শে মে, ২০২৩ সকাল ১০:৫১
মোগল সম্রাট বলেছেন:
ট্রাম্প কি আবার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে?
২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৩২
সোনাগাজী বলেছেন:
সম্ভাবনা নেই; যদি নির্বাচনে অযোগ্য ঘোষিত না'হয়, সে শক্তিশালী প্রার্থীতে পরিণত হবে।
২০| ২৪ শে মে, ২০২৩ দুপুর ১২:২৩
সেতু আমিন বলেছেন: প্রথম পাতায় স্বাগতম।
২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৩২
সোনাগাজী বলেছেন:
কখন আবার পেছনের পাতায় যেতে হয় কে জানে!
২১| ২৪ শে মে, ২০২৩ দুপুর ১২:৫৯
কবিতা ক্থ্য বলেছেন: বিশ্ব ব্রম্মান্ডের সবচাইতে বড় ভাড় টা কি আবার প্রেসিডেন্ট হবে?
কি শুনাইলেন মুরুব্বি?
২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৩৫
সোনাগাজী বলেছেন:
যুদ্ধ যদি চলতে থাকে, ইহা ট্রাম্পকে সাহায্য করবে; সে নির্বাচনী প্রচারণায় বলবে যে, সে ১ দিনেই যুদ্ধ বন্ধ করে দেবে।
২২| ২৪ শে মে, ২০২৩ দুপুর ১:১০
আমি সাজিদ বলেছেন: রন ডিস্যান্টিস কি ট্রাম্পকে চ্যালেঞ্জ করবে না?
২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৩৭
সোনাগাজী বলেছেন:
করবে, তবে, রন ডিস্যান্টিস ট্রাম্পের চেলা ছিলো, সে প্রাইমারীতে ট্রাম্পের সাথে পেরে উঠবে কিনা বুঝার দরকার।
২৩| ২৪ শে মে, ২০২৩ দুপুর ১:৪৯
নীল আকাশ বলেছেন: ইউক্রেইন যুদ্ধে বাইডেন সীমার বাইরে ইনভেস্ট করেছে যার ফলাফল সে পাবে না।
নির্বাচন আসতে আসতেই রাশিয়া পুরো ইউক্রেইন দখল করে ফেলবে।
নির্বাচনের সময় আমেরিক্যানদের সেই এই খরচ কোনো হিসাব দিতে পারবে না।
বেশিরভাগ আমেরিক্যানরা নিজের দেশের বাইরের কোনো কিছু নিয়ে মাথা ঘামায় না।
১৭০ বিলিয়ন ডলারের কী হিসাব দেবে বাইডেন?
ন্যাটো আর ইউও চাইবে না বাইডেন আবার আসুক আর ইউরোপে কিংবা তাইওয়ানে ঝামেলা লাগিয়ে যুদ্ধ বাধাক।
২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৪৪
সোনাগাজী বলেছেন:
ইউক্রেনে যুদ্ধ করে, পুরো পুর্ব ইউরোপকে ন্যাটো নির্ভরশীল করানো হচ্ছে, যাতে সোস্যালিজম আবার ফিরে না'আসে। বাইডেনের পক্ষে আছে সব বড় বড় কর্পোরেশনগুলো।
২৪| ২৪ শে মে, ২০২৩ দুপুর ১:৫৮
শাহ আজিজ বলেছেন: ওয়েলকাম ব্যাক ।
২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৪৫
সোনাগাজী বলেছেন:
ধন্যবাদ।
আপনাকে ব্লগে দেখছিলাম না, ভাবছিলাম শরীর ভালো কিনা!
২৫| ২৪ শে মে, ২০২৩ দুপুর ২:১৫
আমি ব্লগার হইছি! বলেছেন: ইনশাআল্লাহ ট্রাম্প ভাই আবার আমেরিকার প্রেসিডেন্ট হবে।
২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৪৬
সোনাগাজী বলেছেন:
আপনি জাল ভোট দেয়ার প্রেকটিস করেন।
২৬| ২৪ শে মে, ২০২৩ দুপুর ২:৩০
রানার ব্লগ বলেছেন: প্রথম পাতায় পুনঃস্বাগতম। বাইডন প্রেসিডেন্ট হিসাবে তেমন কিছুই করতে পারেন নাই উলটা বিশ্বকে একটা বাজে পরিস্থিতিতে ফেলে দিয়েছেন । ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে ইমিগ্রেন্টদের ঝামেলায় পরতে হবে । এই লোক উন্মাদ ।
২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৫১
সোনাগাজী বলেছেন:
দক্ষিণ আমােরিকার লোকজন নিজ দেশ ফেলে সবাই আমেরিকা চলে আসছে, ইহা ১টি সমস্যা! ওসব দেশ মানুষের জন্য কিছুই করছে না শত শত বছর। নতুন ইমিগ্রেন্টরা ( চীনা, আফ্রিকান, এশিয়ান, স্পেনিশরা ) আমেরিকায় অসততার প্রচলন করছে, খাবারে ভেজাল দিচ্ছে, কাজে ফাঁকি দিচ্ছে; ইহা আমেরিকার সংস্কৃতির জন্য সমস্যা হয়ে গেছে।
২৭| ২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:১৩
তানভির জুমার বলেছেন: বাখমুদ পুরোটা রাশিয়া নিয়ে গেছে এটা যুদ্ধ করে আবার ফিরে পাওয়া ইউক্রেনের জন্য অনেক কঠিন। ট্রাম্প আবার আসবে। ইউরোপ,রাশিয়া, চায়না, ট্রাম্প টাইপ নেতা কে চায়। আমেরিকার সাধারণ মানুষ যুদ্ধ যুদ্ধ খেলায় ক্লান্ত, আমেরিকার কিছু মিডিয়া, আর কোম্পানী, আর কিছু ভন্ড ব্যাক্তিরা এখনও যুদ্ধ চায়।
আমাদের দেশ নিয়ে কিছু ভাবেন প্লিজ। তিব্র লোডশেডিং, গ্রামের দিকে বিদ্যুৎ এর অবস্থা ভয়াবহ , দ্রব্যমূল্য লাগাম ছাড়া, গরীব মানুষের অবস্থা খুবই করুন। রিজার্ভ বাঁচাতে এসলি ব্যাপক ভাবে কন্ট্রোল করে দেশের বারোটা বাজাচ্ছে। আমার বাড়ীর পাশের ফ্যাক্টুরী, কর্মী ৩০% ছাটাই করেছে, যে ফ্যাক্টুরী দিনরাত ২৪ ঘন্টা ব্যস্ত থাকতো এটা এখন সারাদিনে ৯ ঘন্টা চলে, মালিক বললো সরকার চাহিদামত এলসি করতে দেয় না, বাহির থেকে তুলা আনতে পারে না, তাই কর্মী ছাটাই এবং ফ্যাক্টুরী বন্ধ রাখতে হয়। আমাদের দেশের গার্মেন্টস মূলত আমদানী নির্ভর।
বিরোধী কেউ রাস্তায় নামলে আগে গুলি করে, নির্বিচারে পিটায়, গ্রেফতার করে তারপর জিগায় কেন রাস্তায় নামছে।
২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৫৬
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশকে বর্তমান অবস্হার দিকে কে নিয়ে এসেছে, শেখ হাসিনা, নাকি জেনারেল জিয়া ও জেনারেল এরশাদ? দেশ এভাবে চলবে; কারণ, বিএনপি, জামাত, জাপা ও আওয়ামী লীগের সকল রাজনীতি হচ্ছে নীচুমানের জীবন ভাবনা, চুরি ও দখলের রাজনীতি।
২৮| ২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের লোকজন কেন যেন ট্রাম্পকেই বেশী পছন্দ করে।
২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৫৭
সোনাগাজী বলেছেন:
জেনারেল জিয়া ও এরশাদের সাথে অনেক মিল আছে।
২৯| ২৪ শে মে, ২০২৩ বিকাল ৪:১৩
শেরজা তপন বলেছেন: এই নিয়ে কতবার যে আপনারে ব্যান মুক্তি মোবারক জানাইলাম।
আশা করছি মান অভিমান আর কষ্টগুলো ঝেড়ে ফেলে ব্লগার জুলভার্ন আবার ফিরে আসবেন। আপনাদের মধ্যেকার ভুল বোঝাবুঝি দূর হয়ে ব্লগে প্রাণের জোয়ার ফিরে আসবে।
২৫ শে মে, ২০২৩ রাত ১২:৪৬
সোনাগাজী বলেছেন:
জুল ভার্ন এবারের আগেও ব্লগ থেকে চলে গিয়েছিলো, উনার নিজস্ব কিছু সমস্যা আছে, সেজন্য উনি চলে গেছেন।
৩০| ২৫ শে মে, ২০২৩ রাত ২:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি কি এখনো কমেন্ট ব্যানে? পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে নিয়েছেন কেন?
২৫ শে মে, ২০২৩ সকাল ৮:৪৭
সোনাগাজী বলেছেন:
হ্যাঁ, এখনো কমেন্ট ব্যানে।
২/১টা কমেন্টের উত্তরে কিছু দরকারী কড়া কথা বলেছিলাম; সেইজন্য পোষ্ট সরায়ে ছিলাম; এখন সেগুলো মুছে দিয়ে আবার প্রকাশ করেছি।
৩১| ২৫ শে মে, ২০২৩ সকাল ৭:৩৩
কিরকুট বলেছেন: ব্যান মুক্ত হয়ে কেমন অনুভব করছেন। আপনার উচিত হবে পচা ডোবায় ঢিল আর না মারা। এতে গন্ধ ছড়াবে না আবার পানি ছলকে গায়ে লেগে চুলকানি ও হবে না।
ট্রাম্প বদ লোক। কোনভাবেই এই লোকের ক্ষমতায় আসা উচিত হবে না।
২৫ শে মে, ২০২৩ সকাল ৮:৫২
সোনাগাজী বলেছেন:
আমেরিকা বদলাচ্ছে, অনেক সাদারা মনে করছে যে, আমেরিকার মুল সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, ট্রাম্প সেটা রক্ষায় নেমেছে। সামু আমাকে ৭ বার ( ৭ টি নিক ) ব্যান করেছে; সোনাগাজী ৮ম নিক; এসব ব্যানব্যুন তেমন কিছু না।
৩২| ২৮ শে মে, ২০২৩ সকাল ৮:২৩
শেরজা তপন বলেছেন: ২/১টা কমেন্টের উত্তরে কিছু দরকারী কড়া কথা বলেছিলাম; সেইজন্য পোষ্ট সরায়ে ছিলাম; এখন সেগুলো মুছে দিয়ে আবার প্রকাশ করেছি।
ট্রিকটা খারাপ নয়। 'বয়সে বিজ্ঞতা বাড়ে'- আপনার কাছ থেকে শিখে নিলাম।
২৮ শে মে, ২০২৩ বিকাল ৫:০৪
সোনাগাজী বলেছেন:
আপনি, জটিল ভাই, জুল ভার্ন, ঢাবিয়ান, ভুয়া মফিজ, অপু, সোনাবীজ, নিবর্হন নির্ঘোষ, শায়মা, প্রমুখ হচ্ছেন ক্যাচাল লেখক, ইহা মাথায় রাখে আমাকে ব্লগিং করতে হয়।
২৮ শে মে, ২০২৩ বিকাল ৫:০৫
সোনাগাজী বলেছেন:
আপনিও জুল ভার্নের মতো হতাশ হয়ে যাবেন।
৩৩| ২৮ শে মে, ২০২৩ বিকাল ৫:৫৪
শেরজা তপন বলেছেন: এতগুলো ব্লগারের নাম উল্লেখ করার প্রয়োজন ছিল না। শুধু আমার নাম লিখলেই হত। আগের পোষ্ট কেন সরিয়ে কিছু মন্তব্য মুছে- ফের এনেছেন সেটাতো আমি জানি। এই রকম কত মুছে ফেলা মন্তব্যের স্ক্রিন শট আমার কাছে আছে আপনার ধারনাও নাই।
আমি হতাশ হলে আপনি খুশী তো? ব্রাভো
এর আগে একটানা প্রায় ৬/৭ বছর ব্লগিং করি নাই। কি হয়েছে- মরে গেছি?
এইসব ভুং চুং গল্প অন্য কারো কাছে ঝাড়িয়েন।
২৮ শে মে, ২০২৩ বিকাল ৫:৫৮
সোনাগাজী বলেছেন:
আপনি আমাকে নিয়ে ক্যাচাল লেখায় আমার কাছে আপনার লেখার ধারণা আরো পরিস্কার হয়েছে; আমি ইউরোপ দেখার সুযোগ পেয়েছি, বাবনিক ইত্যাদি দুর্বল লেখা।
৩৪| ২৮ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৬
শেরজা তপন বলেছেন: আপনি যতটুকু ভাবছেন বাবনিক তাঁর থেকেও শতগুণ দুর্বল ও জঘন্য রচনা।
তো?
২৮ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৪
সোনাগাজী বলেছেন:
বাবনিকের ভিতরেই মেসেজ ছিলো যে, আপনার পক্ষে ক্যাচাল সম্ভব।
৩৫| ২৮ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৯
শেরজা তপন বলেছেন: বেশ তো পৃথিবীতে এমন কোন মানুষের সান্নিধ্যে এসেছেন যিনি টুকটাক ক্যাচালও করেন না।
যদি সান্নিধ্যে এসেছেন বলে মনে করেন তবে আপনি তাঁকে চিনেননি।
২৮ শে মে, ২০২৩ রাত ৮:৫৮
সোনাগাজী বলেছেন:
জ্ঞানী মানুষকে লেখা থেকে চেনা যায়।
আপনাে লেখা নীচু মানের।
৩৬| ২৮ শে মে, ২০২৩ রাত ৯:১০
শেরজা তপন বলেছেন: আপনার কমপ্লিমেন্টে দারুণভাবে আপ্লুত হলাম। এতদিন আমার ধারনা ছিল তেমনই- আপনি একমাত্র সেটা বুঝতে পারলেন।
অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা।
তবে আপনার লেখার মান আপনার কাছে কেমন বলে মনে হয়?
২৮ শে মে, ২০২৩ রাত ১০:০৬
সোনাগাজী বলেছেন:
আমার লেখার বিষয়, বিষয়ের উপর ধারণা ও লেখার মান ভালো।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০২৩ রাত ১০:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ওয়াও!
ফাইনালি প্রথম পাতায়। অভিনন্দন।
থ্যাংকস মডারেটর কে।