নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা ভিসার ভয় দেখায়, এদিকে লোকজন গ্রীনকার্ড নিয়ে বসে আছে।

২৫ শে মে, ২০২৩ বিকাল ৩:৫২



আমেরিকা চলে ডালে ডালে, বাংগালীরা চলে পাতায় পাতায়; রাজনীতিবিদ ও সরকারী চাকুরেদের অনেকের কাছে গ্রীনকার্ড আছে; ওরা ভিসার জন্য বসে নেই।

বাংগালীদের জন্য ভোটের রাজনৈতিক খবর হচ্ছে, বাংলাদেশের নির্বাচনে যেসব অনিয়ম হচ্ছে, আমেরিকা ইহাতে সন্তুষ্ট নয়, এবং ইহার বিরুদ্ধে ব্যবস্হা নেয়ার কথা ঘোষণা করেছে: যারা নির্বাচনে অনিয়ম করবে, তারা আমেরিকা আসার ভিসা পাবে না। সরকারি ও বেসরকারী কর্মচারী, নির্বাচন কমিশনের লোকজন, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন, রাজনৈতিক দলের লোকজন যদি ভোট প্রক্রিয়ার কোন ধরণের অনিয়মের সাথে যুক্ত থাকে, তারা ও তাদের পরিবার আমেরিকা আসার ভিসা পাবে না।

বাংলাদেশের নির্বাচনে সব সময় অনিয়ম হয়ে এসেছে; তখন আমেরিকা কিছু বলেনি। জিয়া ও এরশাদের ক্ষমতা দখল নিয়ে কিছু বলেনি; তাদেরকে ও তাদের বড় বড় মিলিটারী অসিসারদের আমেরিকা আসাতে বাধা দেয়নি। বাংলাদেশের ২টি দলের জন্ম হয়েছে ঢাকা ক্যান্টনমেন্টে, আমেরিকা তাদের বিপক্ষে আজো কিছু বলেনি। হঠাৎ করে এবারের নির্বাচন নিয়ে কেন এই ধরণের নীতির কথা বলছে?

মনে হয়, এবার বাংলাদেশ থেকে কোন গোষ্টী "লবিং" করাচ্ছে। ওয়াশিংটনে শতশত রেজিষ্টার্ড লবিং কোম্পানী আছে, এরা সরকারের বিবিধ সংস্হা, সিনেটর, কংগ্রেসম্যান, ইত্যাদির কাছ থেকে কারো হয়ে কাজ আদায় করে, বিনিময়ে বিশাল অংকের ফি নেয়। বাংলাদেশের ভোট নিয়ে সেক্রেটারী অব ষ্টেইট যে নিয়মের কথা বলছে, ইহা করিয়ে নেয়ার জন্য ২০/৩০ মিলিয়ন ডলার ফি অবশ্যই নেবে।

লবিং ব্যতিতও বাংলাদেশে অবস্হিত আমেরিকান দুতাবাসের রিপোর্টের কারণেও আমেরিকান সরকার এই ধরণের ব্যবস্হার কথা বলতে পারে।

আমেরিকা যা বলেছে ইহা আসলে বাতাস। ভোটে যারা অনিয়ম করে থাকে, তারা আমেরিকা আসার জন্য বসে নেই; ওরা বাংলাদেশে আমেরিকার চেয়ে ভালো থাকে; উল্টো, আমেরিকা তারা যায় টাকা খরচ করতে, বাড়ী কিনতে, ছুটি কাটাতে, বাচ্চাদের পড়াতে। এখনই হাজার হাজার পরিবারের লোকেরা আমেরিাকয় আছে, এদের গ্রীনকার্ড আছে। বেগম জিয়ার আমল থেকে RAB কয়েক'হাজার মানুষকে হত্যা করেছে; নিষেধাজ্ঞার অধীনে পড়েছে ২/১ জন।

শেখ হাসিনা এবার লন্ডনে সাক্ষাৎকারে বলেছিলেন যে, আমেরিকার সরকার উনাকে ক্ষমতায় দেখতে চাহে না; শুনে আমি হতভম্ব, আমেরিকা কাকে ক্ষমায় দেখতে চায়, বিএনপি-জামাতকে? এখন বুঝা যাচ্ছে যে, শেখ হাসিনার সরকারকে আমেরিকা নির্বাচনে এই নীতির কথা জানায়েছিলো; তিনি তিলকে তাল করেছেন; উনার কথার অর্থ হচ্ছে, অনিয়মের বিপক্ষে কথা বলা মানে, উনাকে ক্ষমতায় যেতে বাধা দেয়া।

শেখ হাসিনা আমেরিকান পন্হি রাজনীতি করেন; উনার সরকার "শতকরা হারে" চীন থেকেও বেশী মিলিওনিয়ার প্রসব করেছে; আমেরিকা কি উনাকে সরাবার জন্য ব্যস্ত হয়েছে?

শেখ হাসিনা কোনভাবে কোন অনিয়ম ছাড়া অনেক বেশী সীটে জয়ী হতে পারেন সহজেই, উনি যদি মানুষের সাথে আলাপ আলোচনা করে, জাতির উন্নয়নের জন্য সঠিক পদক্ষেপের পরিকল্পনা নিয়ে ভোটে নামেন ও দল থেকে দক্ষ ও সতলোকদের প্রার্থী করেন, সহজেই জয়ী হবেন; নির্বাচন উনার হাতে রাখতে হবে, সরকারী কর্মচারীদেরকে ইহার কন্ট্রোল দেয়া ঠিক হবে না; সরকারী কর্মচারীরা সৎ নয়।


মন্তব্য ৪৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৩ বিকাল ৪:২০

ধুলো মেঘ বলেছেন: বাংলাদেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এতদিন মার্কিন রাষ্ট্রদূতের পা ধরে বসে থাকত। তাদের করুণা সামান্য বঞ্চিত হলেও ক্ষমতা থেকে ছিটকে যাবার আশংকা ছিল। শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তার মধ্যে এই আত্মবিশ্বাস জোরদার হয়েছে যে মার্কিন সুনজর ছাড়াও তার টিকে থাকতে তেমন কোন অসুবিধা হবেনা। এইজন্য মার্কিন দূতদেরকে নানাভাবে অবহেলা আর অবজ্ঞা করা শুরু করে দিয়েছিলেন।

মার্কিনীরা অবশ্য বাংলাদেশের মত একটা দেশকে লেজ দিয়েও পোছেনা, কিন্তু আওয়ামী নেতৃবৃন্দের লাগাতার অবজ্ঞামূলক উক্তি তাদেরকে বিশ্ব দরবারেও কিছুটা অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছে। এই অবস্থায় নিজেদের অস্তিত্ব জানান দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে একটা সার্কুলার জারি করতে হল।

তারা ভালো করেই জানে যে নির্বাচন যতই সুষ্ঠু হোক, আওয়ামী লীগ ছাড়া আর কারো জিতে আসার কোন চান্স নাই। তাই তারা সময় মত একটা বোগাস মারল।

২০১৪ ও ১৮ সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কুৎসিত নির্বাচন হয়েছে। তখন মার্কিনীরা একটা স্টেটমেন্ট দেবারও প্রয়োজন মনে করেনি।এখন তাদের আঁতে ঘা লাগায় একটু লবণের ছিটা দিল আর কি!

২৫ শে মে, ২০২৩ বিকাল ৪:২৬

সোনাগাজী বলেছেন:



২০১৪ সালের নির্বাচনে কুৎসিতের কি দেখেছেন আপনি? বিএনপি'র লিলিপুটিয়ানেরা মনে করেছিলো যে, ১৯৯৬ সালে আওয়ামী লীগ যা করেছিলো, তারাও তা করবে; কিন্তু তারা তো আওয়ামী লীগ ছিলো না, তারা বিএনপি, মিলিটারী ব্যতিত তাদের কোন মুল্য নেই; তাদের আন্দোলন ঈদের পরে হওয়ার কথা।

২| ২৫ শে মে, ২০২৩ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: আমেরিকা মূলত একটা প্রতিবাদ করেছে।
এই প্রতিবাদের দরকার আছে।

২৫ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৩

সোনাগাজী বলেছেন:



সিআইএ ১৯৭৫ সালে শেখকে হত্যা করানোতে আজকে আমরা আরেক পাকিস্তান, বিএনপ ও জাপাও রাজনৈতিক দল, পিন্টুও ভোটে জয়ী হয়ে আমাদেরএমপি হয়েছিলো; এরশাদের স্ত্রী দেশের বিরোধীদলের নেত্রী!

৩| ২৫ শে মে, ২০২৩ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: এই ছবিটা আপনার জন্য।

২৫ শে মে, ২০২৩ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, প্যাঁচা আমার পছন্দের পাখী; আমাদের গরু-ছাগল একটা ছোট খামারে রাখা হতো; মানুষজনের যাওয়া আসা কম ছিলো, সেখানে অনেক প্যাঁচা বাস করতো।

৪| ২৫ শে মে, ২০২৩ বিকাল ৫:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: যেই ক্ষমতায় আসুক না কেন দেশের সব সাধারন মানুষই চাই একটা সুষ্ঠ নির্বাচন হোক।

২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:০১

সোনাগাজী বলেছেন:



এমপি হওয়ার মতো ১ জন লোকও কোন দলে নেই, সবই গার্বেজ।

৫| ২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশে সরকার পরিবর্তন হলে , জামাতিরা এবার বাংলাদেশকে আরেকটা পাকিস্তান বানাবে নিশ্চিত করে বলে যায়। একবার ক্ষমতাচ্যুত হলে আওয়ামিলীগ আবার ক্ষমতায় আসতে কষ্ট হবে। এই সুযোগে জামাত বিএনপির কাঁধে একে ৪৭ রেখে আফঘান বানাবে দেশকে।

২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা একটু নড়বড়ে হলে, ১০ হাজার আওয়ামী লীগ নেতা পালিয়ে যাবে; এদের কাছে বস্তায় বস্তায় টাকা আছে। শেখ হাসিনা স্বাধীনতার পক্ষের মানুষদের হায়েনার মুখে রেখে যাবেন।

৬| ২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমেরিকা মনে করেছে এমতাবস্থায় তাদের কিছু করা দরকার, সেজন্য তারা একটা পদক্ষেপ গ্রহণের কথা বলেছে। যাদের এটা কেয়ার করার কথা তারা এটা কতটা কেয়ার করে এখন সেটাই দেখার বিষয়।

২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

সোনাগাজী বলেছেন:




আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনা ব্যতিত কাউকে ভয় পায় না; নেত্রীর চোখে পড়লে শেষ! তবে, নেত্রী তাদের কথা ভুলে গেছেন, নেত্রী ব্যুরোক্রেটদের নিয়ে চলেন।

৭| ২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

কামাল১৮ বলেছেন: ভোট ফোঁট কিছু না।সমস্যার মূল আছে অন্য কোথাও।

২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:


শেখ হাসিনার সরকার "শতকরা হারে সবচেয়ে বেশী মিলিওনার প্রসব করছে", আরো কিছু করার দরকার আছে? সরকারের অর্ধেক লোকের "গ্রীনকার্ড" আছে; ভিসার জন্য বসে নেই!

৮| ২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


আমেরিকা আসলে চাচ্ছে কি?

২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

সোনাগাজী বলেছেন:



আমেরিকা চাচ্ছে, বিএনপি-জামাতের মতো মৌবাদীরা যেন ক্ষমতায় আসতে না'পারে; নির্বাচনের পর, আমেরিকা বলবে, "আমরা শক্ত নীতি নেয়ায়, ইলেকশান সুষ্ঠু হয়েছে"।

৯| ২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:


লবিং বা দুতাবাস থেকে কীভাবে আমেরিকার সরকার হয়ে পুরোপুরি নিষেধাজ্ঞা আসলো, তা জানা যাবে সঠিকভাবে?

২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগ বলবে যে, ড: ইউনুসের কাজ; বিএনপি বলবে যে, দুতাবাস বাংলাদেশে ক্যান্টনমেন্টের গণতন্ত্র চায়, ইহাই সঠিক।

১০| ২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- গুরুজী এই ঘোষণা আপনাদের মতো যারা আছে তাদেরকি কোনো প্যারা আছে?

২৫ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

সোনাগাজী বলেছেন:



আমার কোন প্যারা নেই, শামীম ওসমানের প্যারা নেই, জয়নাল হাজারীরও প্যারা নেই। নির্বাচনের পর আমেরিকা ক্রেডিট নিবে, বলবে যে, আমেরিকা "শক্ত নীতি" নেয়াতে নির্বাচন সুষ্টু হয়েছে।

১১| ২৫ শে মে, ২০২৩ রাত ৮:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: এমপি হওয়ার মতো ১ জন লোকও কোন দলে নেই, সবই গার্বেজ।
কথা সত্য বলে মনে করি।

বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন প্রয়োজন। এইসব অকেজো আর অযোগ্য লোকজনদের দিয়ে দেশ চালানো আর কত? তবে মূল সমস্যা দেশের জনগণ, এরা মূলত দুর্নীতিপরায়ণ এবং অসৎ। এরা অন্যায় নিজে করে কিংবা অন্যায় প্রশ্রয় দেয়। যে কোন দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক বাস্তবতার জন্য তার জনগণ-ই দায়ী।

২৫ শে মে, ২০২৩ রাত ৮:৫৬

সোনাগাজী বলেছেন:




ইনিনিভার্সিটির সব টেন্ডারবাজ, সব হল ব্যবসায়ী, বাহিরের সব ডাকাত ব্যবসায়ী ও প্রাক্তন অসৎ সরকারী কর্মচারীরা এমপি হয়; কোন দল সৎমানুষকে নমিনেশন দেয় না।

১২| ২৫ শে মে, ২০২৩ রাত ৮:২০

শাহ আজিজ বলেছেন: পরিস্থিতি বলছে লীগ ৬০% ভোট নিয়ে জিতবে । বাকি দল ও খুচরা পার্টির কপালে ৪০% থাকছে । গত ৫২ বছরে আওয়ামী লীগ যে অসাধারন উন্নতি করেছে তা অন্যান্য দল গুলোর জন্য স্বপ্ন মাত্র । তবে এটা ঠিক লীগের জনপ্রিয়তা কমেছে , অর্থনৈতিক দুর্নীতিতে লীগের রেকর্ড মহাকাশ ছাড়িয়ে গেছে । চাই কি না চাই লীগ আসছে । আমেরিকা অন্য কিছু ভাবছে মনে হয় ।

২৫ শে মে, ২০২৩ রাত ৯:০০

সোনাগাজী বলেছেন:


কলোনীর সময়, ধনী লোকজন ইংরেজদের থেকে "জমিদারী কিনে" ধনী হতো; বাংলাদেশে স্বাধীন হওয়ার পর, আওয়ামী লীগ একই ব্যবসা করছে, শুধু পুঁজিটা লাগছে না।

১৩| ২৫ শে মে, ২০২৩ রাত ৮:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:


বিএনপি-জামাত দীর্ঘদিন যাবত টাকা পয়সা খরচ করে একজন প্রভাবশালী সিনেটরকে দিয়ে বাইডেন প্রশাসনকে চাপ দিচ্ছিল কিছু একটা করার জন্য। তাদের মূল দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার বা তার কাছাকাছি কিছু একটা করতে বাধ্য করা। নইলে বাণিজ্য নিষেধাজ্ঞা বা অনুরূপ কঠিন কিছু।
কিন্তু বিএনপি-জামাত পাইলো একটা 'অশ্ব ডিম্ব'।

ভালো একটা মাইনকা চিপায় পরল বিএনপি-জামাত। হাসিনার অধীনে নির্বাচনে যাওয়া ছাড়া বিএনপির সামনে আর কোন গতি নাই।
আমেরিকান হুমকির মুখে আগের মত নির্বাচন প্রতিহত করার নৈতিক বলও থাকবে না।

২৫ শে মে, ২০২৩ রাত ৮:৫৮

সোনাগাজী বলেছেন:



বিএনপি-জামাতকে বাদ দেয়া হলেও, আওয়ামী লীগ থেকে এমপি হওয়ার মতো কাউকে শেখ হাসিনা খুঁজে পাবেন?

১৪| ২৫ শে মে, ২০২৩ রাত ৯:২৮

তানভির জুমার বলেছেন: চিনির কেজি কত জানেন? দেওলিয়া দেশ পাকিস্তানেও চিনির কেজি বাংলা টাকা ৮৬ টাকা। গ্রামে গড়-পরতা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকে, এসলি বন্ধ করে গার্মেন্টস ব্যবসা লাটে উঠছে, প্রতিটা এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের জালায় মানুষ অতিষ্ট। সঠিক নির্বাচন হলে গোপালগঞ্চের সিটও পাবে না। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে বেগমদের ফিরিয়ে এনে বিচার করা হবে, দেশে তাদের সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে নেওয়া হবে। আওয়ামীলিগ কোন রাজনৈতিক দল নয় ইহা ভবিষৎ নিষিদ্ধ হবে।

২৫ শে মে, ২০২৩ রাত ৯:৪৩

সোনাগাজী বলেছেন:




ধরলাম, সঠিক নির্বাচনে বিএনপি-জামাত জয়ী হলো, চিনির দাম কমবে? আওয়ামী লীগ বন্ধ হলে, কোন দল থাকছে?

১৫| ২৫ শে মে, ২০২৩ রাত ৯:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:


বিএনপি-জামাতকে বাদ দিলে, আওয়ামী লীগ থেকে এমপি হওয়ার মতো কাউকে শেখ হাসিনা খুঁজে পাবেন?

না পাবে না, তখন হাসিনা তারেকের পায়ে ধরবে কিছু নেতা ধার দেয়ার জন্য।

২৫ শে মে, ২০২৩ রাত ১০:১৪

সোনাগাজী বলেছেন:



এটাই দেশের মুল সমস্যা, এমপি হওয়ার জন্য মানুষ নেই দলে; শেখ হাসিনা আওয়ামী লীগকে লাঠিয়াল বাহিনী বানায়েছে।

১৬| ২৫ শে মে, ২০২৩ রাত ১০:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: নিরপেক্ষ নির্বাচনে জেতার মত আত্মবিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাই। তাই ভয় পাচ্ছেন।

২৫ শে মে, ২০২৩ রাত ১০:১৬

সোনাগাজী বলেছেন:



কারণ, মানুষের সাথে উনার কোন বন্ধন নেই এখন; মানুষ যদিও বেকুবের মতো উনার পেছনে দৌঁড়াচ্ছে।

১৭| ২৬ শে মে, ২০২৩ রাত ১২:১১

তানভির জুমার বলেছেন: উপরে একজন লিখছে আওয়ামীলিগ নাকি ৬০% ভোট পাবে। এই দলকানারা কি কিছুই দেখে না।

আজকের গাজীপুরের সিটি নির্বাচন। আজমত উল্লা, আওয়ামীলিগের বিশাল নেতা, নায়ক-নায়িকা নিয়া প্রচারনা করাইছে, শেখ হাসিনা ছাড়া সবাই গিয়ে নৌকার প্রচারণা চালাইছে।

অপরদিকে বহিস্কৃত নেতা জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন, পিউর সাধারণ গৃহিণী, কোথাও কোন নাম গন্ধ নাই, এক পা কবরে, ভালো করে সাইনও করতে পারবে না, এক জায়গায় দেখালে আরেক জায়গায় সাইন দিবে। এই মহিলার কাছে বিশাল নেতা আজমত উল্লা গো হাড়া হাড়ছে। এখন বুঝেন আওয়ামীলিগের প্রতি মানুষের ঘৃনা কি পরিমাণ।

২৬ শে মে, ২০২৩ রাত ১২:৩০

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা যদি মানুষের সাথে বসে ভোট নিয়ে আলাপ করেন ও দক্ষ মানুষ এমপি পদে নমিনেশন দেন, এখনো সরকার গঠন করার মতো ভোট পাবেন; অন্যদের দলও নেই, সেটা বড় সমস্যা

২৬ শে মে, ২০২৩ রাত ৩:০৯

সোনাগাজী বলেছেন:



ভোট জায়েদা খাতুন পেয়েছেন; উনি উহা চালাতে পারবেন?

১৮| ২৬ শে মে, ২০২৩ রাত ১২:৪৬

তানভির জুমার বলেছেন: লেখক বলেছে; শেখ হাসিনা যদি মানুষের সাথে বসে ভোট নিয়ে আলাপ করেন ও দক্ষ মানুষ এমপি পদে নমিনেশন দেন, এখনো সরকার গঠন করার মতো ভোট পাবেন; অন্যদের দলও নেই, সেটা বড় সমস্যা।

আওয়ামীলিগের দিন শেষ, ১০ বছর ধরে বুক বরাবর গুলি করে, গুম-খুন, লুটপাট করে ক্ষমতায় থাকা মানুষ পছন্দ করেনি। বর্তমানে যে কোন নির্বাচনে বিএনপির কোন পাতি নেতার সাথেও শেখ হাসিনা ভোটাভোটিতে পারবে না।

আওয়ামীগের মিথ্যা প্রোপাগান্ডা মানুষ ধরে ফেলেছে। আওয়ামীগের দাম্ভিকতা, ভোট চুরি, সন্ত্রাসী কার্যক্রম আর লুটপাট মানুষ নিজ চোখে দেখেছে।

২৬ শে মে, ২০২৩ রাত ২:৪৭

সোনাগাজী বলেছেন:




বিএনপি গঠিত হয়েছে ক্যান্টনমেন্টে, শেখের কবরের উপর; উহা তো বেআই্নী দল। জামাত জাতির বিপক্ষে যুদ্ধ করেছে।

১৯| ২৬ শে মে, ২০২৩ রাত ১:০০

কাছের-মানুষ বলেছেন: দেশে একটি সুষ্ট নির্বাচন দরকার সেটা যে দলই আসুক, যেই ক্ষমতায় আসুক জনগনের ভোটে আসুক!

আমেরিকায় এই হুংকারে মনে কাজ হয়েছে, বিএনপি এবং লীগ দুই দলই দেখলাম দুতাবাসে মিটিং এ বসেছে! ২০১৪ সালে দেশে ছিলাম, ভোট দেবার জন্য ছুটি নিয়েছিলাম, পরে শুনলাম আমার ভোট নাকি কে দিয়ে দিয়েছে! আমার এক বন্ধুও ভোট দিতে গিয়ে দেখে কে যেন কষ্ট করে তার ভোটটি দিয়ে দিছে!

২৬ শে মে, ২০২৩ রাত ২:৫১

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার সাথে মিটিং হবে, কথা হবে; তবে, যেই দলের প্রতিষ্ঠাতা উনার বাবাকে হত্যা করেছে, উনি তাদেরকে ক্ষমতায় আসতে দিবেন বলে মনে হয় না; তদুপরি, আমেরিকা ও ইউরোপ বিএনপি-জামাতের মতো মৌলবাদীদের চাহে না।

২০| ২৬ শে মে, ২০২৩ ভোর ৬:৫৫

ডঃ এম এ আলী বলেছেন:



আমিরিকা বিবিধ কলাকৌশলে দেখতে চায়
তাকে কে কত বড় তাজিমের কোসেস করে ।
তার দিক লয় তাল ঠিক রেখে নীজকে বলি দিয়ে
যে বা যারা যত বড় মাপের কোশেষ করবে সে
তার দিকেই ঝোলে পড়বে।এটাও ঠিক কাঙিত
প্রতিযোগীতায় কেও পিছনে পড়তে চাইবেনা ।
সবাই চাইবে এগিয়ে থাকতে । সকলেই বলতে
গেলে জিএম টি টি মানে জাতে মাতাল
তালে ঠিক ।

২৬ শে মে, ২০২৩ সকাল ৯:১৩

সোনাগাজী বলেছেন:




দেশ ভয়ংকর সমস্যায় আছে: আওয়ামী লীগে রাজনীতিবিদ নেই, যারা এমপি হয়েছিলো অতীতে এদের মাঝে উপযুক্ত কেহ ছিলো না।

২১| ২৬ শে মে, ২০২৩ সকাল ৭:১০

বুনোগান বলেছেন: আমেরিকা বাংলাদেশকে ইন্দো-পেসিফিক ব্লকে পেতে চায়। হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ পর্যন্ত আন্তর্জাতিক ভূ-রাজনিতির কোন না কোন ব্লকের সাথে আপোষ করবেই। গণতন্ত্র ও জনগণ এখানে নিমিত্ত মাত্র। এখন প্রশ্ন হোল দেশের জন্য খারাপের মধ্য থেকে কোন খারাপটি তুলনা মূলক কম খারাপ সেটির জন্য দোয়া করা। কারণ দোয়া করা ছাড়া জনগণের করার আর কিছু নেই।

২৬ শে মে, ২০২৩ সকাল ৯:১৫

সোনাগাজী বলেছেন:



জাতীয় দোয়া দিবস পালন করার দরকার।

আন্তর্জাতিক ভূ-রাজনিতীতে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন, সুদান, বা্মার ভুমিকাা কি ?

২২| ২৬ শে মে, ২০২৩ সকাল ৭:৩০

কাছের-মানুষ বলেছেন: শেখ হাসিনার সাথে মিটিং হবে, কথা হবে; তবে, যেই দলের প্রতিষ্ঠাতা উনার বাবাকে হত্যা করেছে, উনি তাদেরকে ক্ষমতায় আসতে দিবেন বলে মনে হয় না;

আমারো সেটা মনে হয়! এই ঘটনা আর গ্রেনেট হামলা ইতিহাসের একটি কালো অধ্যায়।

২৬ শে মে, ২০২৩ সকাল ৯:১৮

সোনাগাজী বলেছেন:



শেখকে হত্যা করে মিলিটারী দেশকে মগের মুল্লুক বানায়েছে, শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করে বিএনপি-জামাত অপরাধীদের দলে পরিণত হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.