![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
গাজীপুর একটি শিল্প এলাকা, এখানে মেয়র হওয়ার দরকার, যেজন অর্থনীতিতে ভালো, শিল্পকারখানার ব্যাপারে দক্ষ, শ্রম-আইন জানে, শ্রমিক ও মালিকদের মাঝে সমন্ময়ে দক্ষ, বেকার সমস্যা ও শ্রমিকদের জীবন সম্পর্কে বুঝে; জায়েদা খাতুনকে যারা ভোট দিয়েছেন, তারা এসব ভেবে ভোট দিয়েছেন কিনা? জায়েদা খাতুন গাজীপুর চালানোর মতো যোগ্যতা রাখেন কিনা? ছবি দেখে উনার স্বাস্হ্য ভালো বলে মনে হচ্ছে না।
গাজীপুরে ১১ লাখ ৮০ হাজার ভোটার ছিলো, এদের শতকরা ৪৯ ভাগ ভোট দিয়েছে মাত্র; বড় অংশ কেন ভোট দেয়নি? জায়েদা খাতুন ঘুরেফিরে আওয়ামী পরিবারের মানুষ; কিন্তু শেখ হাসিনার প্রার্থী নন; শেখ হাসিনার প্রার্থী হচ্ছে, অ্যাডভোকেট আজমত উল্লা; ইনি জায়েদা খাতুন থেকে অপেক্ষাকৃতভাবে উপযুক্ত প্রার্থী কিনা? ভোটারেরা কি শেখ হাসিনার প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করেছে, নাকি ১ জন উপযুক্ত মেয়ের নির্বাচন করার চেষ্টা করেছে?
আওয়ামী লীগের ভোট ২ ভাগে বিভক্ত হয়েছে। বিএনপি-জামাত কি ভোটে অনুপস্হিত ছিলো, নাকি তারা শেখ হাসিনাকে অপদস্ত করার জন্য জায়েদা খাতুনকে ভোট দিয়েছে?
জায়েদা খাতুন, সাধারণ গৃহিণী, বয়স ৬১ বছর, স্বাস্হ্য ভালো নয়, নতুন মেয়ের; দেখা যাবে তিনি কিভাবে গাজীপুর চালান। শেখ হাসিনাকে জব্দ করার জন্য যদি আওয়ামী লীগের লোকেরা এই ধরণের একজন অযোগ্যকে ভোট দেয়, দেশ কিভাবে চলবে? আমরা দেখছি, শেখ হাসিনাও দেখছেন; তিনি সঠিকভাবে এনালাইসিস করলে, ব্যাপারটা উনার কাছে পরিস্কার হবে, তাঁর দলের এই অবস্হা কেন? ইহা এমপি ভোট সম্পর্কে কি ধারণা দেবে উনাকে ও জাতীকে?
অবস্হা দেখে মনে হচ্ছে যে, আওয়ামী লীগ তাদের প্রাক্তন মেয়র জাহাংগীরকে পছন্দ করেনি; সেজন্যই নিশ্চয়ই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ তাকে প্রার্থী হতে দেয়নি। যদি তাকে প্রার্থী হতে না'দেয়া হয়, তাকে নির্বাচন চালাতে দেয়া হলো কেন ও তার মায়ের মতো ১জন গৃহিনীকে কেন এমন গুরুত্বপুর্ণ শিল্পান্চলে প্রার্থী হতে দেয়া হলো?
অ্যাডভোকেট আজমত উল্লা যদি সামান্য ১জন গৃহিনীর বিপক্ষে জয়ী হওয়ার ক্ষমতা না'রাখে, শেখ হাসিনা কি করে এই লোককে নমিনেশন দিচ্ছেন? একদিক থেকে ভালো হলো, আগামী নির্বাচনের আগেই তিনি কিছু ফিডব্যাক পেলেন; ইহা যদি উনার কোন চাল না'হয়ে থাকে উনি এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন; আর ইহা যদি উনার কোন চালের অংশ হয়, তিনি নিশ্চয় খুশী হয়েছেন; কিন্তু গাজীপুরের লোকেরা তাদের মতো একজন অজ্ঞ মানুষকে মেয়র বানায়েছেন।
২৬ শে মে, ২০২৩ সকাল ১০:৩৬
সোনাগাজী বলেছেন:
এটা যদি চাল হয়ে থাকে, সেটা নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ খুশী; তবে, গাজীপুরের মানুষ নিজের পায়ে কুড়াল মেরেছে। ইহা যদি চাল হয়ে থাকে, শেখ হাসিনাকে এসব নীচু মানের চালের থেকে আরো ভালো চালের কথা ভাবার দরকার; ইহাতে বুদ্ধিমত্তার কিছু নেই।
২| ২৬ শে মে, ২০২৩ সকাল ১০:৩৩
নতুন বলেছেন: সাধারন মানুষ দলীয় সন্ত্রাসের কারনে আয়ামীলীগের উপরে অসন্তুস্ট।
তারই প্রতিফলন এটা।
সারা দেশে সুস্ঠ ভোট হলে মানুষ আয়ামীলীগকে বাদ দিয়ে কলাগাছকেও ভোট দেবে অনেক স্থানে।
১ নং কারন দেশের মানুষকে সন্তুস্ট করা অসম্ভব। আরেকটা মানুষকেএলাকার কিছু্ আয়ামীনেতার দূনিতি, অপকর্ম এবং তাদের ঐধ্যত্বকে আয়ামীলীগের বিরুদ্ধে নিয়ে গেছে।
আরেকটা বিষয় হইলো দেশ যতই উন্নতি হউকনা কেন শেখ হাসিনার নৌকা তার দলীয় নেতাদের কারনেই ভরাডুবি হবে।
তিনি তার দলের নেতাদের নিয়ন্ত্রনে পুরোপুরি ব্যর্থ্
২৬ শে মে, ২০২৩ সকাল ১০:৪০
সোনাগাজী বলেছেন:
দল গঠনে তিনি কোন সময় দেন বলে মনে হয় না; পুরোদলে কোন রাজনীতিবিদ নেই, সবকিছুই তিনি একাই করেন; দল লাঠিয়াল ও দখলদার বাহিনীতে পরিণত হয়েছে।
তিনি অযোগ্য ও অদক্ষদেরকে দলের নেতৃত্বে রেখেছেন।
৩| ২৬ শে মে, ২০২৩ সকাল ১০:৩৫
নতুন বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার তো মনে হয় এটা একটা কৌশল আওয়ামীলীগের। তারা এই নির্বাচন দেখিয়ে বলে বেড়াবে দেশে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ আছে। এই নির্বাচন আসলেই নিরপেক্ষ হয়েছে কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে। ফলে বিএনপি সমর্থকরা ভোট দিলেও কোন কাজ হয়নি সম্ভবত।
এটা অবশ্যই একটা কারন। এখন দেখানো দরকার আয়ামীলীগ সুস্ঠ নিবাচন করতে পারবে।
আর এই নিবার্চনে আমাদের হাসান ভাইয়ের প্রচারনাই তার প্রমান করবে
কিন্তু জনগনেও যদি সুস্ঠ নিবাচর্নের সুযোগ পায় তবে আয়ামীলীগকে ভোট দেবে না।
২৬ শে মে, ২০২৩ সকাল ১০:৪২
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনার ৪০ বছরের রাজনীতির ফলাফল এটি? উনার দলের গৃহিনী উনার মতের বিপক্ষে জয়ী হয়ে উনাকে সাহায্য করছে!
২৬ শে মে, ২০২৩ সকাল ১০:৪৩
সোনাগাজী বলেছেন:
হাসান কাল বৈশাখী মনে করেন যে, ব্লগের সবাই গরু চরায়, আর উনি আমেরিকা চালান।
৪| ২৬ শে মে, ২০২৩ সকাল ১১:২৪
নাহল তরকারি বলেছেন: আবেগে ভোট দেওয়া উচিত না। বিচার বিশ্রেষণ করে ভোট দেওয়া উচিত।
২৬ শে মে, ২০২৩ সকাল ১১:৩২
সোনাগাজী বলেছেন:
আপনি কি গাজীপুরের ( মেয়রীয় এলাকা ) ভোটার?
৫| ২৬ শে মে, ২০২৩ সকাল ১১:৪২
শাহ আজিজ বলেছেন: এটি একটি টেস্ট কেস আওয়ামী লীগের জন্য । দেখা যাক বাকি সিটি গুলোতে কি দাঁড়ায় । তবে এই ফলাফল মানুষের বিরক্তির বহিঃপ্রকাশ মাত্র ।
২৬ শে মে, ২০২৩ বিকাল ৩:৫৯
সোনাগাজী বলেছেন:
মানুষ আওয়ামী লীগের উপর ক্ষেপেছে; আওয়ামী লীগ যেভাবে আচরণ করছে, ইহা কলোনীর থেকেও খারাপ আচরণ। শেখ হাসিনার প্রতি মানুষের আস্হা কেমন?
৬| ২৬ শে মে, ২০২৩ দুপুর ১২:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
জাহাঙ্গীর নিজের মা'কে ভোটে দাড়া করিয়ে দিয়েছে নাকি?
২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:০২
সোনাগাজী বলেছেন:
সেটাই করেছে, সে আরেক শেখ হাসিনা; তবে, সে যেভাবে V দেখাাচ্ছে, ইহার ফলাফল ভালো হবে না।
৭| ২৬ শে মে, ২০২৩ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: মূলত গাজীপুরে যা হয়েছে শেখ হাসিনার ইচ্ছায় হয়েছে।
২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:০৪
সোনাগাজী বলেছেন:
এভাবে কি ডেশ চালানো সম্ভব, দেশকে আফ্রিকার মতো, কিংবা কলোনীর মতো চালানো কি উচিত? উনি কিভাবে নমিনেশন দিচ্ছেন যে, উনার প্রার্থীর বিপরিতে অজ্ঞ ১ মহিলা শিল্প শহরে জয়ী হচ্ছে?
৮| ২৬ শে মে, ২০২৩ দুপুর ১:২৮
শাহ আজিজ বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার তো মনে হয় এটা একটা কৌশল আওয়ামীলীগের
কৌশল কাল না হয়ে দাঁড়ায় ।
২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:০৬
সোনাগাজী বলেছেন:
এই রকম শিল্প শহরে এই ধরণের অপ্রয়োজনীয় মানুষকে মেয়র বানানো কি ধরণের কৌশল?
৯| ২৬ শে মে, ২০২৩ দুপুর ২:১৩
মোহাম্মদ গোফরান বলেছেন: বিম্পি জামাত তো নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তারা বলছে এগুলো ভোটের নামে আই ওয়াশ। কে বিজয়ী হবে তা আগে থেকে নির্ধারণ হয়ে যায়। নারী নেতৃত্ব হারাম ফতুয়া দেয়া জামাত একজন নারী প্রার্থীর বিজয়ে উল্লাস করছে শুধু আওয়ামীলীগ হেরেছে বলে। এদের ইথিক্সই ঠিক নেই।
২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:০৯
সোনাগাজী বলেছেন:
এটা কি আওয়ামী লীগ থেকে "উপযুক্ত" প্রার্থী দেয়ার নমুনা? শেখ হাসিনার প্রার্থী জয়ী না'হওয়া খুবই খারাপ শুরু।
১০| ২৬ শে মে, ২০২৩ দুপুর ২:২৮
তানভির জুমার বলেছেন: আওয়ামীলিগের কিছু ইডিয়েট মনে করে এটা শেখ হাসিনার চাল আসলে শেখ হাসিনা থেকে শুরু করে সবাই মনে প্রাণে চাইছে আওয়ামীলিগের প্রার্থী কে মেয়র বানাতে সেই জন্য আজমত উল্লার মত হেভীয়েট নেতা কে নমিনেশন দিয়েছে, সামনে নির্বাচন, সবদিক দিয়ে গাজীপুর খুবই গুরুত্বূর্ণ এলাকা। আজমত উল্লাকে ভোট চুরি করে হলেও আওয়ামীলিগ জিতাইতো এটা করতে পারে নাই, কারণ আগের দিন আমেরিকা ভোটে কারচুপি হলে স্যাংশন দিবে এই কথা বলেছে। মোটামুটি ভালো নেতা আর সরকারী আমলারা চাইবে না, তারা আমেরিকার স্যাংশনে পড়ুক। তারাসহ বউ-বাচ্ছারাও স্যাংশনে পড়বে।
আওয়ামীলিগের সমর্থিত প্রার্থীর বিরোদ্ধে যে হিরো আলম জিতে যায় তাপরও তাদের লজ্জা হয় না? আমরা দেশে থাকি সব পরিস্থিতির সাক্ষী, দেশের বর্তমানে যে অবস্থা আওয়ামীলিগের প্রার্থীর বিরোদ্ধে যদি কন দৈনছা গাছকে দাড় করানো হয় তাহলে মানুষ দৈনছা গাছ কে ভোট দিবে। আওয়ামীলিগের সুবিধা ভোগী ছাড়া, বাকি সবার জন্য আওয়ামীলিগ একটি ঘৃনাবাচক শব্দ এখন।
২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:১১
সোনাগাজী বলেছেন:
আমেরিকার সাথে শেখ হাসিনার কি কথা হচ্ছে, সেটা জানতে হলে, আপনাকে সেসব মিটিং'এ উপস্হিত থাকতে হবে। ভিসার সম্পর্কে যা শুনছেন, এগুলো বাতাস।
১১| ২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:১১
ঢাবিয়ান বলেছেন: যুক্তরাস্ট্র যুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা বলেছে। না করলে ভিসা না দেবার কথা ঘোষনা করেছে। সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় বিবিসির ইয়ালদা হাকিমের সাথে একটি একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতায় দেখতে চায় না। সব কিছু মিলিয়েই হয়ত গাজীপুরে নির্বাচন সুষ্ঠু করতে বাধ্য হয়েছে সরকার। তবে একজন প্রার্থী হিসেবে জায়েদা খাতুন মোটেই যোগ্য কোন প্রার্থী নন। একজন গৃহীনি ছিলেন এবং তার ছেলে জাহাঙ্গীর সাবেক মেয়র ( প্রচুর দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে ) ও একজন ক্ষনখেলাপি। আওয়ামিলীগের টিকেট না পাওয়াতেই মাকে নির্বাচনে দাড় করিয়ে দিয়েছে। তারপরেও বিষয়টা ইতিবাচক বলতেই হবে। সামনের নির্বাচনে মানুষ আরো সচেতন হবে। মিডিয়া সঠিক ভুমিকা পালন করলে কোন দুর্নীতিবাজ বা তার পরিবারের সদস্যরা নির্বাচনে দাড়ানোরই সুযোগ পাবে না।
২৬ শে মে, ২০২৩ বিকাল ৪:১৬
সোনাগাজী বলেছেন:
ভিসার ব্যাপারটা ও সাক্ষাৎকারে শেখ হাসিনা যা বলেছেন এগুলো হলো মানুষের জন্য; শেখ হাসিনার সাথে আমেরিকার সাথে যেসব কথা হয়, সেগুলো সাধারণ মানুষ কখনো জানবে না।
শেখ হাসিনা কি "কৌশল" করেছেন, নাকি বেকুবী করছেন, উহা বেরিয়ে আসবে; তবে, বুদ্ধিমত্তার পরিচয় দেননি।
১২| ২৬ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭
রানার ব্লগ বলেছেন: ইহা শ্রেফ কৌশল । আগামী নির্বাচন সহি করার রাজনীতি ।
২৬ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:২৯
সোনাগাজী বলেছেন:
কোন দলে রাজনীতিবিদ নেই, ২ দলেই অপরাজনীতি করছে।
১৩| ২৬ শে মে, ২০২৩ রাত ৮:২৮
ইফতেখার ভূইয়া বলেছেন: যতদিন যোগ্য ব্যক্তি দেশের নেতৃত্বে না আসবে, ততদিন বাঙালী তার মূল্য দিয়েই যাবে।
২৬ শে মে, ২০২৩ রাত ৯:৪১
সোনাগাজী বলেছেন:
আমাদের নেতা মোটামুটি ১ জন ছিলো, মিলিটারী ও কিছু স্বাধীনতাবিরোধীরা মিলে উনাকে হত্যা করে আজকের এই অবস্হায় এনেছে।
১৪| ২৬ শে মে, ২০২৩ রাত ৮:৪৭
কামাল১৮ বলেছেন: জাতিয় নির্বাচনের আগে প্রতিটা নিরবাচন সুষ্ঠু হবে।এটাই আওয়ামী লীগের বিজয়।কে কাকে ভোটদিলো এটা সরকার বা আওয়ামী লীগের দেখার বিষয় না।আমাদের দেশ চালায় প্রশাসন।জনপ্রতিনিধিদের গুরুত্ব খুব কম।জাহাঙ্গীর মা কেন তার দাদি হলেও কোন সমস্যা নাই।
২৬ শে মে, ২০২৩ রাত ৯:৪৫
সোনাগাজী বলেছেন:
আমি দেখছি, জেনারেল জিয়া যতটুকু ক্ষতি করেছে, শেখ হাসিনা আরো বেশী ক্ষতি করছে।
১৫| ২৬ শে মে, ২০২৩ রাত ১০:৫০
কামাল১৮ বলেছেন: মৌলবাদের যে অবস্থা এখান থেকে দেশকে সঠিক পথে আনা এক কঠিন কাজ।আর যাই হোক আওয়ামী লীগের পক্ষে সম্ভব না।শেখ হাসিনা যে কয়দিন আছে কোন রকমে ঠেকিয়ে রাখবে।চোখ বুঝলেই শুরুহয়ে যাবে তালেবানি খেল।
২৬ শে মে, ২০২৩ রাত ১১:৩১
সোনাগাজী বলেছেন:
বাংগালীদের বড় অংশ বাংগালী হিসেবে সুখী নন।
১৬| ২৬ শে মে, ২০২৩ রাত ১১:১৫
নূর আলম হিরণ বলেছেন: নৌকা হারাতে শেখ হাসিনার জন্য ভালো হয়েছে। উনার কাছে পরিষ্কার হওয়ার কথা নৌকা কেন হেরেছে। সমস্যা হচ্ছে উহা থেকে উনি সামনে কি সিদ্ধান্ত নেবে সেটাই বুঝা মুশকিল। উনারা আশেপাশে ভালো রাজনীতিবি ও দক্ষ আমলা নেই!
২৬ শে মে, ২০২৩ রাত ১১:৩৩
সোনাগাজী বলেছেন:
আমলারা উনাকে বুঝতে পেরেছে, ওরা এখন উনাকে চালাচ্ছে। উনি দলকে ম্যানেজ করলে ভালো করতেন, দলের লোকেরা দেশ চালাতো; পিএম হিসেবে ভালো করছেন না।
১৭| ২৭ শে মে, ২০২৩ রাত ১২:৫৩
হাসান কালবৈশাখী বলেছেন:
দুজনেই আওয়ামী লীগের প্রার্থী।
আওয়ামী লীগের ভোটার আই আওয়ামী লীগকে ভোট দিয়েছে।
বিএনপির ভোটারদের জন্য ছিল ইসলামপন্থী দল হাতপাখা।
আওয়ামী লীগ প্রমাণ করল বিএনপি নির্বাচন বর্জন করলেও বিপুল ভোটার সমাগম করে লাঠিয়াল বিহীন কারচুপি বিহীন নির্বাচন করতে পারে।
আওয়ামী লীগ প্রমাণ করল বিএনপি জামাত বাদ দিয়েও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উৎসবমুখর নির্বাচন সম্ভব।
২৭ শে মে, ২০২৩ রাত ৩:০১
সোনাগাজী বলেছেন:
ইন্দিরা গান্ধী উনাকে অনেক কিছু শিখায়েছেন, যাতে উনি মিলিটারী ও দেশবিরোধীদের মাঝে কৌশলে টিকে থাকতে পারেন; কিন্তু রাজনীতিটা শিখাননি।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০২৩ সকাল ১০:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার তো মনে হয় এটা একটা কৌশল আওয়ামীলীগের। তারা এই নির্বাচন দেখিয়ে বলে বেড়াবে দেশে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ আছে। এই নির্বাচন আসলেই নিরপেক্ষ হয়েছে কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে। ফলে বিএনপি সমর্থকরা ভোট দিলেও কোন কাজ হয়নি সম্ভবত।