নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

গাজীপুরের এক্সপেরিমেন্ট

২৭ শে মে, ২০২৩ রাত ১:২৮



ইহা একটি দুর্বল কনস্পিেরেসি থিওরী, ফানের জন্য পড়তে পারেন; না'পড়লেও চলবে: গাজীপুরে বেশ বন্ধুত্বপুর্ণ পরিবেশে, একটি সুষ্টু নির্বাচন হয়েছে; বিএনপি-জামাত, ইসলামী দল, সবাই নিজের মতো করে খুশী। বিএনপি-জামাত একটু বেশী খুশী যে, তারা এখানে বিদ্রোহী আওয়ামীদের সাথে বন্ধুত্ব করে শেখের বেটীর বিদ্রোহী গ্রুপকে ভোট দিয়েছে; আওয়ামী লীগ বিভক্ত হয়েছে, এবং শেখের বেটির প্রার্থী পরাজিত হয়েছে , শেখের বেটী জব্ধ হয়েছেন। কিন্তু দিনের শেষে ভোট চলে গেছে আওয়ামী ঘরানার কাছে। ২/৪ দিন পর, জায়েদা খাতুন নেত্রীর সাথে দেখা করতে যাবেন; নেত্রী ফুল দিয়ে বরণ করে নেবেন। তারপর, এমপি ভোটের পর, কোন একদিন উনার ছেলের মতো উনাকেও বিদায় করে দেবেন।

আওয়ামী লীগ বড় দল, দলের উপর শেখ হাসিনার কন্ট্রোল কমে এসেছে; এমপি ভোটে মোটামুটি প্রতিটি সীটে বিদ্রোহী প্রার্থী থাকবে; শেখ হাসিনা কোন অবস্হায় "তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন" দিবেন না; তখন বিএনপি'র একটা কাজ করতে পারে, সব সীটে শেখ হাসিনার বিদ্রোহীকে প্রার্থীকে ভোট দিয়ে, বিদ্রোহী প্রার্থীকে জয়ী করে, শেখ হাসিনাকে অপদস্হ করতে পারে।

বিএনপি যদি আওয়ামী লীগে বিদ্রোহীদের সাথে হাত মিলায়, নির্বাচন অনেক বন্ধুত্বপুর্ণ হবে; বিএনপি'র লোকেরা আওয়ামী বন্ধু পাবে; কিছু আওয়ামী তৃমুলের প্রান যাবে, যা ভোটের সময়ের জন্য খুবই স্বাভাবিক ব্যাপার; শেখ হাসিনার দর্পচুর্ণ হবে।

ইহা মাত্র কয়েক লাইনের একটা ছোট থিওরী; ইহা গাজীপুরে কাজ করেছে; এমপি ভোটে কাজ করলে সবাই খুশী হবে; এমন কি শেখের বেশী অপদস্হ হলেও, সবার পরে উনিও সামান্য খুশী হতে পারবেন।

মন্তব্য ৩৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২৩ ভোর ৪:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:

আগে স্বীকার করেন বিএনপি একটা অথর্ব দল।
বিএনপির নেতৃত্ব কে দিচ্ছে কেউ জানে না। অস্থায়ীভাবে বিএনপি প্রধান এখন পিটার হাঁস।

আওয়ামী লীগ এই অথর্ব বিএনপিকে ছাড়াই একটা ভালো নির্বাচন করে দেখিয়ে দিল।

২৭ শে মে, ২০২৩ ভোর ৪:২৮

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার এমন বদনাম হবে, যা জিয়া ও এরশাদকেও ছাড়িয়ে যাবে।

২| ২৭ শে মে, ২০২৩ সকাল ৮:৩৮

কামাল১৮ বলেছেন: ঠিকই বলেছেন খুবই দুর্বল থিউরী।এভাবে হয়তো ৫/১০ জন এমপি পাশকরে আসতে পারে।বেশির ভাগ বিদ্রোহী পাশ করে আসার সম্ভাবনা নাই।মনে রাখতে হবে সরকারের হাত অনেক লম্বা।

২৭ শে মে, ২০২৩ সকাল ৮:৪৯

সোনাগাজী বলেছেন:


সভ্যতার ঐ যুগে শেখ হাসিনা কি দেশ চালাচ্ছেন, নাকি হবু রাজ্য গড়ে তুলেছেন, বলা মুশকিল।

৩| ২৭ শে মে, ২০২৩ সকাল ৮:৪৬

কামাল১৮ বলেছেন: আপনি কি কমেন্ট করতে পারছেন না।

২৭ শে মে, ২০২৩ সকাল ৮:৫২

সোনাগাজী বলেছেন:



না, ২ মাস সেমি ব্যানে আছি; আজকে ২ দিন শুধু পোষ্ট দিতে পারছি, কমেন্ট করতে পারছি না; মনে হয়, এডমিন সাহেব আমাকে জাতির ১ নং শত্রু হিসেবে প্রমাণ করার জন্য বদ্ধপরিকার।

৪| ২৭ শে মে, ২০২৩ সকাল ৯:২৩

ধুলো মেঘ বলেছেন: আমেরিকার ধমক খেয়ে একটু চুপ করেছে, কিন্তু সময় মত আবার ঘেউ ঘেউ ঠিকই শুরু করবে। সংসদ নির্বাচনের কিছুটা সময় হাতে আছে। এক্সপেরিমেন্টের জন্য যথেষ্ট সময় পেয়েছে - তাই কাজে লাগাচ্ছে। আলটিমেটলি আমেরিকা নিজে এসেও যদি ইলেকশন করে দিয়ে যায়, তারপরেও বিএনপি ক্ষমতায় আসবে - এটা পাগলেও বিশ্বাস করেনা।

আওয়ামী লীগ এবং আমেরিকা মিলে নির্বাচনী ফাঁদ তৈরির কাজ বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছে।

২৭ শে মে, ২০২৩ সকাল ৯:৫৭

সোনাগাজী বলেছেন:


বিএনপি গঠন করেছিলো মিলিটারী জেনারেলরা ও ব্যুরোক্রেটরা মিলে; এখন ওরা তাদের সাথে নেই; বেগম জিয়ার বুদ্ধিমত্তা ছিলো ১জন গার্মেন্টস কর্মীর চেয়ে অনেক কম।

২৭ শে মে, ২০২৩ সকাল ১০:০৫

সোনাগাজী বলেছেন:




আমেরিকা পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন, সুদান নিয়ে অনেক সমস্যায় আছে; ওরা বিএনপি-জামাতে বিশ্বাস করে না।

৫| ২৭ শে মে, ২০২৩ সকাল ১০:২১

শূন্য সারমর্ম বলেছেন:


বাঙালীর রাজনৈতিক জ্ঞান নিয়ন্ত্রণ করা কি আদৌ কঠিন কিছু নয়।

২৭ শে মে, ২০২৩ সকাল ১০:৩১

সোনাগাজী বলেছেন:



প্রশ্নফাঁস করার পরও কাউয়ার পা, বকের ঠ্যাং'এর কবিতা ও মুসা নবীর লোহিত সাগর পার হওয়া নিয়ে ম্যাঁওপ্যাঁও কিছু লেখা যায়, কিন্তু রাজনীতি শেখা সম্ভব নয়।

৬| ২৭ শে মে, ২০২৩ সকাল ১১:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


রাজনীতি শিখতে কোথায় ভর্তি হতে হবে?

২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:০৬

সোনাগাজী বলেছেন:




অনলাইনে পলিটিক্যাল সায়েন্স, সমাজ বিজ্ঞান, ফিলোসফি, অর্থনীতি, ফািন্যান্স, লজিক, টেকনোলোজী, সায়েন্স, অংক, ইত্যাদি ব্যাচেলর ডিগ্রি লেভেলে সমপর্য়ায়ে রপ্ত করতে হবে; এরপর, আমেরিকান, ইসরায়েলী, সুইডেন, কানাডা ও ভারতের সরকার গঠন, তাদের কর্ম প্রণালী, ইলেকাশান ও বাজেট বুঝতে হবে।

৭| ২৭ শে মে, ২০২৩ সকাল ১১:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ধারণা আওয়ামীলীগ নির্বাচন নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছে। অ্যামেরিকার কঠোর নজরদারি এবং নিষেধাজ্ঞার ভয় এটাকে আরও জটিল করে তুলেছে। আগামী সংসদ নির্বাচনে 'নির্বাচন ইঞ্জিনিয়ারিং' কি রকম হবে এটা নিয়ে আওয়ামীলীগ দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে। কারণ নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামীলীগ জিতবে এই আত্মবিশ্বাস দলের নেতা-কর্মীদের মধ্যে নাই। কিন্তু তারা জনপ্রিয়তা অর্জনের অনেক সময় এবং সুযোগ পেয়েছে তবে কাজে লাগাতে পারে নাই। আবার এমনও হতে পারে 'ওস্তাদের মাইর শেষ রাইতে' এই নীতিতে বিশ্বাস করে আওয়ামীলীগ।

২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:১৩

সোনাগাজী বলেছেন:




ভিসার চাপটা বাতাস থেকেও কম হালকা।

সরকারের সাথে এটা নিয়ে আলাপ শেষ হওয়ার বেশ পরে তারা ইহাকে প্রকাশ করেছে। আমেরিকান সরকারের উঁচু পর্যায়ের লোকদের সাথে শেখ হাসিনার কি কথা হয়, সেটা কেহ কোনদিনও জানার কথা নয়। উনাকে ভিসার বাতাসের কথা বলার পর, সেটাকে তিনি "তিলকে তাল" করে বৃটেনে সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে, আমেরিকা উনাকে সরায়ে দিতে চাচ্ছে।

আমেরিকা শেখ হাসিনার দেশ চালনা দেখে অবশ্যই পুরো জাতিকে লিলিপুটিয়ান ভাবে, সেভাবে ওরা পুরো আফ্রিকা নিয়ে হাসাহাসি করে; তবে, বিএনপি-জামাত, হেফাজত ইত্যাদিকে আমেরিকা দেখতে পারে না।

৮| ২৭ শে মে, ২০২৩ দুপুর ১:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সারাদেশে গাজীপুরের মত সুষ্ঠ নির্বাচন হলে আওয়ামী লীগের অনেক মনোনয়ন বঞ্চিত জয়ী হওয়ার সুযোগ লাভ করবে।

২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:১৬

সোনাগাজী বলেছেন:



অনেক ক্ষেত্রে সেটাই ঘটতে পারে, বিএনপি ভোটারেরা আওয়ামী এমপি বানাবে।

৯| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৫:৫২

শাহ আজিজ বলেছেন: কিন্তু এই খুশিতে দেশ ও জনতার কোন উন্নতি হবে না । গাজীপুর ক্যালামিটি একটা মডেল হয়ে দেশের দুর্দশা বয়ে আনবে । এরপর বড় দলের কাঙ্খিত প্রার্থী স্বতন্ত্র টুপি পরে নেতা নেত্রীদের ল্যাং মারবে । দেশের কোন উন্নতি হবে না তবে পারভারসন বাড়বে । আমি আতংকিত ।

২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:০০

সোনাগাজী বলেছেন:



মানুষ আশা করেছিলো যে, শেখ হাসিনা মিলিটারীকে ও রাজাকারদের সরায়ে দিয়ে, দেশটাকে সঠিক পথ আনবেন; উনি মিলিটারীকে সরায়ে দিয়ে, দেশকে ব্যুরোক্রেট, মাফিয়া, লাঠিয়াল ও সিন্ডিকেটদের হাতে তুলে দিয়ে কয়েক লাখ মিলিওনিয়ার ( ডলারে ) তৈরি করে, সব বিনষ্ট করে যাচ্ছেন।

১০| ২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

তানভির জুমার বলেছেন: লুটতন্ত্র আর ফ্যাসিবাদ কি ভোটের মাধ্যমে পরাজিত করা যায়? পৃথিবীর কোথাও কি এই ইতিহাস আছে? তাহলে কেন বিনপি ভোটে যাবে?

২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

সোনাগাজী বলেছেন:


এগুলোর জন্য বিপ্লব দরকার।

বিএনপি'র বিপ্লব তো ঈদের পরে শুরু হওয়ার কথা আছে।

আপনি কমেন্ট করে হয়রাণ হয়ে যাচ্ছেন; আপনার জন্য আমি বলি যে, বিএনপি-জামাত ছিলো মিলিটারীর সািনবোর্ড, এরা রাজনীতি শিখতে পারবে না; দেশের কোন দলে রাজনীতিবিদ নেই। দেশে যা হচ্ছে, ইহা রাজনৈতিক সমস্যা।

১১| ২৭ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: গাজীপুরে যা হয়েছে শেখ হাসিনার ইচ্ছাতেই হয়েছে।
দাবার ঘুটি তার হাতে থাকে সব সময়। উনি আমৃত্যু বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন।

২৭ শে মে, ২০২৩ রাত ৮:০৮

সোনাগাজী বলেছেন:



উনি অনেক কৌশল করছেন; কিন্তু এগুলো স্বাধীনতার পক্ষের লোকদের ক্ষতি করছে: এসব করতে গিয়ে তিনি খারাপ লোকদের সুযোগ দিচ্ছেন; ৯ কোটী কৃষকদের কিছুই নেই; দলের লোকজন, ব্যুরোক্রেটরা, খারাপ ব্যবসায়ীরা, জাহাংগীরের মতো লোকেরা, সিন্ডিকেটের লোকেরা উনার কৌশলের বেনেফিসিয়ারী।

১২| ২৭ শে মে, ২০২৩ রাত ৯:৫১

মিরোরডডল বলেছেন:



যাদের পোষ্ট থাকে না, কিন্তু বড় বড় মন্তব্য লেখে, আমি তাদের পছন্দ করি না।

অনেক ব্লগার আছেন যারা অরিজিনাল নিক থেকে পোষ্ট করেন। পরিচিত মুখ সেই ইমেজটা ঠিক রাখে।
ইচ্ছে করেই নতুন নিক থেকে কোন পোষ্ট করে না, শুধু কমেন্ট করার জন্যই সেই নিক।

তাই তাদের পরিসংখ্যান দেখে বা ওটা নিয়ে বলার মানে নেই, as we know its on purpose.

২৭ শে মে, ২০২৩ রাত ১০:২৬

সোনাগাজী বলেছেন:




একই সাথে ২ নিক কেন ব্যবহার করে এরা? যাদের অনেক নিক আছে, এদের মাঝে সততার অভাব আছে

১৩| ২৭ শে মে, ২০২৩ রাত ১০:০৩

মিরোরডডল বলেছেন:



যাদের পোষ্ট থাকে না, কিন্তু বড় বড় মন্তব্য লেখে, আমি তাদের পছন্দ করি না।

খেলাঘরের কাউকে অপছন্দ করার রাইট অবশ্যই আছে।
ভালো না লাগলে কমিউনিকেইট করবে না, ইটস ওকে।

সিমিলারলি, অন্যদেরও রাইট আছে আমাদের কাউকে অপছন্দ করার।
সেটাও আমরা সহজভাবে নিবো এবং তাদের এভয়েড করবো।

তাহলেই ডিসপিউট হয় না। ভালো থাকবে খেলাঘর।

২৭ শে মে, ২০২৩ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:



যারা লিখতে পারে না, যেমন জিকো ব্লগ, ব্লগে সমস্যার সৃষ্টি করে মাত্র।

১৪| ২৭ শে মে, ২০২৩ রাত ১০:৪৮

রানার ব্লগ বলেছেন: স্থানীয় মেয়র ভোট আর এম পি নির্বাচন এক না । রাজনীতিতে বোবা ভোট আছে অনেক এরা বোবার মতো বসে থাকে সময় মতো গিয়ে ভোট নিজের প্রার্থী কে দিয়ে দেয় তা সে কলাগাছ দাঁড়াক আর তালগাছ দাঁড়াক । এমপি ইলেকশান এলে সব তৃনমূল এক হয়ে যাবে । পারিবারিক ভাবে ভোট কার্যক্রমের সাথে জড়িত সেই অভিজ্ঞতা থেকে বলছি ।

২৮ শে মে, ২০২৩ রাত ৩:৩৭

সোনাগাজী বলেছেন:


সবই ঠিক আছে, এমপি হওয়ার মতো ১ জন লোকও কোন দলে নেই।

১৫| ২৮ শে মে, ২০২৩ রাত ২:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:

অনেকে বলছে বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে কলাগাছ দাড় করালেও পাস করে যাবে।
তাদের কাছে জিজ্ঞাসা

এই নির্বাচনে যদি জাহাঙ্গীর আওয়ামী লীগের হয়ে নিজে দাঁড়াতো তাহলে কি মানুষ কলা গাছকে ভোট দিত?

২৮ শে মে, ২০২৩ রাত ৩:৪০

সোনাগাজী বলেছেন:




আসলে, শেখ হাসিনা উনার বাবার দলটাকে মাফিয়া, সিন্ডিকেটবাজ, চাঁদাবাজ, ভুমিদস্যু ও লাঠিয়ালে পরিণত করেছে; এরা ইুনিভার্সিটিগুলোকে ধ্ংস করেছে, কাজ না করে, বড় ব্যবসায়ীর সমান আয় করছে।

১৬| ২৮ শে মে, ২০২৩ সকাল ৯:০৯

আমি সাজিদ বলেছেন: এক্সপেরিমেন্ট নাকি ম্যানিপুলেশন ?

২৮ শে মে, ২০২৩ বিকাল ৫:০৮

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা এক্সপেরিমেন্ট করেছেন, বিরুপ পরিবেশে কিভাবে সুষ্টু ভোট করে আওয়ামীরা জয়ী হতে পারে; যদিও অপদার্থকে জয়ী করায়ে দলকে জয়ী করায়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.