নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

যারা কমেন্ট করেন না, তারা ব্লগে কতদিন টিকেন?

২৯ শে মে, ২০২৩ দুপুর ২:২০



কিছু কিছু ব্লগার ছিলেন, যাঁরা পোষ্ট দিয়ে নিখোঁজ হয়ে যেতেন, কে কি কমেন্ট করলেন, কারো কোন প্রশ্ন আছে কিনা উহার কোন খোঁজ খবর নিতেন না; আমি উনাদেরকে কচ্ছপ ব্লগার নাম দিয়েছিলাম; এখন কচ্ছপ ব্লগার নেই বললেই চলে; মনে হয়, উনারা ব্লগিং থেকে মুক্তি পেয়েছেন।

যাঁরা অন্যদের পোষ্টে কমেন্ট করেন না, তাঁরা কতদিন ব্লগিং করতে পারেন? আমি জোর দিয়ে বলতে পারি, কমপক্ষে ৩ মাস টিকে থাকা সম্ভব। এবার আমি ২ মাস টিকে আছি, এর আগেরবার ( বর্তমান নিকেই ) ৩ মাস টিকে ছিলাম। ব্লগার রেজা ঘটক বোধ হয়, ইহাতে রেকর্ড সৃষ্টি করেছেন, উনি পুরো সময়টাই টিকে আছেন; তিনি সম্প্রতি শুধু লগিন করে থাকেন, পোষ্ট টোষ্ট দেন না; আমার ব্লগিং এলাকায় উনি গত ২/৩ বছরে আসেননি। তবে, উনি বর্তমানে আমার জন্য প্রেরণা, উনি যদি টিকে থাকেন, আমিও পারবো।

আমি আগে মনে করতাম, কমেন্ট মাইনিং না'করলে পোষ্ট খালি থেকে যায়, এখন মনে হচ্ছে, মাইনিং না'করলেও কোনভাবে টিকে থাকা সম্ভব; তবে, গলাটা নরম করতে হয় ও লাইক দিয়ে ব্লগ ভরায়ে ফেলতে হয়। গত ২দিন আমি ১ ব্লগারের সাথে সামান্য কড়াকথা বিনিময় করেছি: তবে,আমার গলায় অনেক মধু ছিলো। এখনো এই পোষ্ট লেখার সময় মধু দিয়ে চা খাচ্ছি।

এখন কমেন্ট না'করতে পারলে মন খুব একটা খারাপ হয় না; অবশ্য এখন সব পোষ্ট পড়ছি না; কিন্তু আমাকে নিয়ে লেখা ক্যাচালগুলো পুরো না'পড়লে শান্তি পাই না। আমার কমেন্ট করার ক্ষমতা থাকলে, ক্যাচাল দিয়ে কেহ সুখী হওয়ার সম্ভাবনা মাত্র শতকরা ৫ ভাগ, ১০ ভাগ; এখন অনেকে ১০০ ভাগ সুখী হচ্ছেন।

মনে হচ্ছে, আগামী ১ মাসও মোটামুটি চলে যাবে; এই মহুর্তে তেমন চিন্তিত হচ্ছি না, জুন মাসের শেষের দিকে ভেবেচিন্তে কিছু একটা বের করতে হবে; আমি তো আমার গুরু রেজা ঘটকের মতো হলে চলবে না।




মন্তব্য ৫৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২৩ দুপুর ২:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: কমেন্ট করা ,না করার কি যায় এসে
লেখা পড়লেই হলো ----------

২৯ শে মে, ২০২৩ দুপুর ২:৫৪

সোনাগাজী বলেছেন:



এটা মনে হয়, সাহিত্যিকদের বেলায় সঠিক; আমি সমসাময়িক ঘটনাপ্রবাহকে নিয়ে লিখি ও অন্যদের লেখা একই জাতীয় পোষ্ট পড়ি, যেখানে আলাপের দরকার হয়।

২| ২৯ শে মে, ২০২৩ দুপুর ২:৫১

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: যেদিন ব্লগে ঢুকি মোটামুটি সব পোষ্টই পড়ি। আমি কমেন্ট কম করি।

২৯ শে মে, ২০২৩ দুপুর ২:৫৬

সোনাগাজী বলেছেন:




আপনি নীরব পাঠক, আমি একটু আলাপী মানুষ।

৩| ২৯ শে মে, ২০২৩ বিকাল ৩:৫৪

নজসু বলেছেন:



আমি শুধু পাঠ করে যাই। এখন কমেন্ট করতে আলসেমি লাগে।
তবে, মাঝে মাঝে প্রিয় ব্লগারদের পোস্টে দুই এক লাইন লিখে যাই।

২৯ শে মে, ২০২৩ বিকাল ৫:০৩

সোনাগাজী বলেছেন:



আপনি এক সময় খুবই এ্যাকটিভ ব্লগার ছিলেন ( প্রথম আলোর ব্লগে? ); এখন নীরব হয়ে গেছেন। ব্লগিং ক্রমেই থেমে যাচ্ছে; কারণ, যারা সাম্প্রতিক বিষয়গুলো বুঝেন, তারা বেশ হতাশায় ভুগছেন।

৪| ২৯ শে মে, ২০২৩ বিকাল ৪:১০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই, আমি তো সময়-সুযোগ পেলে মাঝে-মধ্যে লগইন করে ২/১টা পোস্ট পড়ে যাই।
পোস্ট তেমন করিও না মন্তব্যও তেমন করি না।

আমার কি হবে?

২৯ শে মে, ২০২৩ বিকাল ৫:০৪

সোনাগাজী বলেছেন:



আপনার কিছু হবে না, আপনার মনের কথাগুলো মনে থেকে যাবে, কেহ জানতে পারবে না।

৫| ২৯ শে মে, ২০২৩ বিকাল ৪:৪৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: বস ব্লগে তিন শ্রেণীর ব্লগার রয়েছেন। ১ম শ্রেণী 'নিজে লিখেন, মন্তব্যের জবাব দেন, অপর ব্লগারদের পোষ্টে মন্তব্য করেন ' ২য় শ্রেণীর উনারা শুধু লিখেন। ৩য় শ্রেনীর গুলান শুধু পড়েন। সেদিন ব্লগার 'আয়না পুলুল ' মন্তব্য করেছেন - ' অধিকাংশ পোষ্টে কিছুই বলার থাকেনা।'





ব্লগিং বলতে শুধু পোষ্ট লেখা, পড়া, মন্তব্য করা নয়। যিনি পোস্ট পড়ার জন্য ব্লগে নিক রেজিষ্ট্রেশন করেছেন তিনিও ব্লগার।

২৯ শে মে, ২০২৩ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:


সেদিন আপনি ব্লাগের স্বাস্হ্য পরীক্ষা করে রিপোর্ট দিয়েছিলেন যে, "ব্লগে ব্যক্তি আক্রমণ বন্ধ হয়ে গেছে"; ইহার সহজেই বের করতে পেরেছেন; কারণ আমাকে কমেন্ট ব্যানে রাখা হয়েছে। সেই সপ্তাহে ব্লগে একটা বিশাল ক্যাচাল ছিলো, আপনার চেোখে পড়েনি।

আপনি হয়তো ভিন্ন গ্রহের ব্লগার।

৬| ২৯ শে মে, ২০২৩ বিকাল ৫:০৩

ঘুটুরি বলেছেন: প্রথমদিকে আপনার লেখাগুলো পড়ে কমেন্ট করতে একধরনের ভীতি কাজ করত। কি না কি লিখি। টিকে থাকতে চাই, তাই কমেন্টস এ অংশগ্রহন করে গেলাম।

২৯ শে মে, ২০২৩ বিকাল ৫:১৩

সোনাগাজী বলেছেন:



প্রাণ বাঁচানো ফরজ।

আমার লেখায় যাঁরা কমেন্ট করেছেন, তাঁদের লেখার বিষয়, বিষয়ের উপর ধারণা ও লেখার মান বেড়েছে, এতে কোন সন্দেহ নেই।

৭| ২৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


এই রংচঙা কচ্ছপ কেন পছন্দ হলো?

২৯ শে মে, ২০২৩ রাত ১০:২০

সোনাগাজী বলেছেন:


ইহা কচ্ছপ ব্লগারদের প্রতীক।

৮| ২৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

আমি সাজিদ বলেছেন: আমিও কচ্ছপ নিয়ে সারমর্মের মতো প্রশ্ন করতে চাচ্ছিলাম।

২৯ শে মে, ২০২৩ রাত ১০:২১

সোনাগাজী বলেছেন:



কিছু ব্লগার আছেন, উনারা পোষ্ট দিয়ে চলে যান; ইহা কচ্ছপের ডিম দেয়ার মতো।

৯| ২৯ শে মে, ২০২৩ রাত ৮:১৬

ডার্ক ম্যান বলেছেন: ব্লগে টিকে থাকা কি জরুরি?

২৯ শে মে, ২০২৩ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:



আমার জন্য জরুরী; কারণ, কিছু লোকজন আজীবন চেষ্টা করছেন আমাকে উৎখাত করার জন্য।

১০| ২৯ শে মে, ২০২৩ রাত ৮:২৫

মিরোরডডল বলেছেন:




আগের কথা বলতে পারছি না কিন্তু গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখেছি রেজা ঘটক রেগুলার লগিন থাকলেও সেইভাবে একটিভ না। আমার মনে হয়েছে উনি মূলত পড়তে ভালোবাসেন। পাঠকের ভুমিকায় আছেন।

২৯ শে মে, ২০২৩ রাত ১০:২৪

সোনাগাজী বলেছেন:



উনাকে কমেন্ট করতে আমি দেখিনি; এই দু:সময়ে উনি লগিন করে থাকাতে অনেকে উৎসাহ পেয়ে থাকেন।

১১| ২৯ শে মে, ২০২৩ রাত ৮:২৭

ঢাবিয়ান বলেছেন: আপনি অন্যের ব্লগে কমেন্ট না করতে পারলেই বরং খুব ভাল ভাবে টিকে থাকবেন। জেনারেল হবেন না, ব্যান হবেন না, সব ব্লগারদের সাথে সুন্দর সম্পর্ক থাকবে এবং একজন বয়োজোষ্ঠ ব্লগার হিসেবে সবার শ্রদ্ধাও পাবেন।
হ্যপী ব্লগিং ।

২৯ শে মে, ২০২৩ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



আপনার সাজেসশানটা এডমিন সাহেবের পছন্দ হয়েছে।

১২| ২৯ শে মে, ২০২৩ রাত ৮:৪৩

মিরোরডডল বলেছেন:




অন্যদিকে আমাদের খেলাঘর অনেক বেশি ইন্টার‍্যাকটিভ।
সরাসরি প্রশংসা করতে চাইনি বিষয়টা অস্বস্তিকর কিন্তু ফ্যাক্ট হচ্ছে খেলাঘর পোষ্টের সকল মন্তব্যের উত্তর দেয়,
তাও ইনস্ট্যান্ট যেটা একটা ভালো গুণ।

অনেক ব্লগার লগিন থাকা সত্ত্বেও মন্তব্যের উত্তর দেয়না, দিনের পর দিন।
এতে কি হয়, পরবর্তীতে তাদের পোষ্টে আর কমেন্ট করতে ইচ্ছে হয়না।

২৯ শে মে, ২০২৩ রাত ১০:২৬

সোনাগাজী বলেছেন:



আমার পোষ্টে কমেন্ট আসছে কিনা, আমি অপেক্ষায় থাকি।

১৩| ২৯ শে মে, ২০২৩ রাত ৮:৪৮

মিরোরডডল বলেছেন:




প্রতিমন্তব্য করতেই হবে নট দ্যাট কিন্তু এটলিস্ট থ্যাংকস লিখলেও জানা যায় সে মন্তব্যটা পড়েছে।
আদারওয়াইজ একজন সময় নিয়ে মন্তব্য করলো কিন্তু সেই সময়ের কোন মূল্যায়নই হলো না।
স্বাভাবিকভাবেই তার পোষ্টে আর যাওয়া হয়না।
ইভেন তাদের পোষ্ট পড়লেও মন্তব্য করা থেকে বিরত থাকি।

২৯ শে মে, ২০২৩ রাত ১০:২৯

সোনাগাজী বলেছেন:



যাঁরা কমেন্টের উত্তর দেন না, তাঁদের পfহক থাকে না; আবার, অন্যদের পোষ্ট না পড়লে, নিজের পোষ্টে পা ঠাক পাওয়ার সম্ভাবনা কমে যায়। এডমিন সাহেব আমাকে ঝুলাায়ে এক্সপেরিমেন্ট করছেন, মনে হয়।

১৪| ২৯ শে মে, ২০২৩ রাত ৯:৪০

রানার ব্লগ বলেছেন: কিছু লোক কেবল কমেন্ট করেই টিকে আছে ।

২৯ শে মে, ২০২৩ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:



কামাল১৮ হচ্ছেন ডেডিকেইটেড মন্তব্যকারী।
কয়েকটা খারাপ মালটি নিক আছে, এরা ক্যাচালের সময় এসে উপস্হিত হয়; সেই রকম একটা জিকো ব্লগিং।

১৫| ২৯ শে মে, ২০২৩ রাত ১০:২১

কামাল১৮ বলেছেন: মন্তব্যটা করতে জানি।পোষ্ট কোথায় লিখতে হয় কেমন করে পোষ্ট করতে হয় সেসব কিছুই জানি না।জানার ইচ্ছাও নাই।মেয়ে কতো বার দেখিয়ে দিছে,মন্তব্যের সাথে ছবি এই ভাবে দিতে হয়।সাথে সাথেই ভুলে যাই।কেন ভুলে যাই সেটা অবশ্য জানি।কেন জানি না সেটাও জানি।
৭৫ পার হলে কি মানুষ তার সৃজনশীল ক্ষমতা হারিয়ে ফেলে।বিজ্ঞান কি বলে? জ্ঞানকে বিকশিত করার প্রধান উপায় ডায়ালগ।যেটা সক্রেটিস শিখিয়েছে।মন্তব্য প্রতি মন্তব্যের মাধ্যমেই আমরা সত্যের কাছাকাছি যেতে পারি।অন্য কোন পথ আপাতত জানা নাই।

২৯ শে মে, ২০২৩ রাত ১০:৪৫

সোনাগাজী বলেছেন:




আপনার যদি মনে হয় যে, আপনি অনেক কিছু ভুলে যান, লাইব্রেরী থেকে অংকের বই এনে, সকালে ও বিকালে অংক করবেন।

পোষ্ট লেখা সোজা; ব্লগের ১ম পেইজের উপরে লেখা আছে "নতুন ব্লগ লিখুন", উহাতে ক্লিক করলে লেখার এডিটর আসবে। লেখার জন্য এডিটর থেকে ফনেটিক নামে ফন্টে ক্লিক করলে বাংলায় লিখতে পারবেন এডিটরে। লেখা হয়ে গেলে, রিভিউ ও প্রকাশের জন্য নীচে বাটন আছে।
[native code]
}

১৬| ২৯ শে মে, ২০২৩ রাত ১০:৪৯

কাছের-মানুষ বলেছেন: একটি পোষ্ট লেখতে বেশ সময় খরচ করতে হয়, অনেকে দেখি অনেক বড় এবং ভাল পোষ্ট লেখে তবে কমেন্টের উত্তর দেয় না আর! হয়ত কমেন্টের উত্তর দেয়ার জন্য সময় নেই তাদের আর! আমি মনে করি খেটেখুটে একটি পোষ্ট লেখলে কমেন্টের উত্তর দেবার জন্য কিছু সময় বরাদ্ধ থাকা উচিৎ, আসলে ব্যাস্ততা কোন অজুহাত হতে পারে না !

এক এক জন এক একভাবে ব্লগে টিকে আছে, লেখে বা কমেন্ট করে বা শুধু পাঠ করেই হোক একভাবে টিকে থাকলেই হল।



২৯ শে মে, ২০২৩ রাত ১১:১৫

সোনাগাজী বলেছেন:



ব্লগিং মানে লেখার উপর আলোচনা, ফিডব্যাক, বিষয়টির উপর সম্যক ধারণা অর্জন; সেটা মন্তব্য ও মন্তব্যের উত্তর ছাড়া সম্ভব হয় না; বিশেষ করে, সমসসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে বিভিন্ন ব্যাখ্যা থাকে, ভিন্ন মতামত থাকে, ধারণার লেভেল সমান স্তরে থাকে না।

কমেন্ট না'করলে অন্যদের কমেন্ট পাওয়া খুবই কষ্টকর।

১৭| ২৯ শে মে, ২০২৩ রাত ১১:১০

খায়রুল আহসান বলেছেন: নিজের পোস্টে পাঠকের মন্তব্যের উত্তর 'সময় মত' দেয়াটা একটা ভালো গুণ। প্রাসঙ্গিক মন্তব্য ও প্রতিমন্তব্যের মাধ্যমে মূল পোস্টের বাইরেও অনেক কিছু জানা যায়, আলোচনায় অনেক কিছু পরিষ্কার হয়।
আমার মাঝে মাঝে নানা কারণে 'সময় মত' মন্তব্যের উত্তর দিতে বিলম্ব হয়ে যায়। তবে খানিক দেরিতে হলেও, আমি সব মন্তব্যের উত্তর দিয়ে থাকি।

২৯ শে মে, ২০২৩ রাত ১১:১৮

সোনাগাজী বলেছেন:



মন্তব্যের ব্যাপারে আপনি বেশ সজাগ; কোন কারণে দেরী হলেও আপনি পাঠকদের সাথে থাকেন।

১৮| ২৯ শে মে, ২০২৩ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে টিকে থাকার জন্য কমেন্ট পোস্ট দুটোই দরকার।

২৯ শে মে, ২০২৩ রাত ১১:১৯

সোনাগাজী বলেছেন:


সঠিক পোষ্ট ও অর্থবহ কমেন্টই আসল ব্লগিং।

১৯| ২৯ শে মে, ২০২৩ রাত ১১:২২

জ্যাক স্মিথ বলেছেন: ইদানিং আমি কমেন্ট করাও কমিয়ে দিয়েছি কারণ কমেন্ট করতে গেলে পোস্ট করতেও মন চায়।
আসলে এক্টিভ ব্লগিং করতে গেলে প্রচুর সময়ের দরকার যেমন- রেগুলার পোস্ট করা, কমেন্ট করা, কমেন্টের উত্তর দেয়া, নতুন নতুন বিষয়ে রিসার্চ করা ইত্যাদি এসব করতে গেলে একজন মানুষকে পুরো দিনই কাটাতে হবে এই ব্লগে।

৩০ শে মে, ২০২৩ রাত ১২:১৩

সোনাগাজী বলেছেন:



ব্লগিং'এ প্রচুর সময় নেয়।

আমারও প্রচুর সময় যাচ্ছে; আমি অনেকটা জোর করে টিকে থাকার চেষ্টা করছি; কারণ কিছু ব্লগার আমাকে থামানোর চেষ্টা করেছিলো।

২০| ২৯ শে মে, ২০২৩ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: কামাল১৮ আমাদের শেখ হাসিনার কিন্তু ৭৫ বছর। উনি কিন্তু বিনদাস আছেন। আপনি বুড়িয়ে যাবেন না।

২১| ২৯ শে মে, ২০২৩ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: রেজা ঘটক ভাইকে আমি চিনি।
একসময় দেখা সাক্ষাৎ হতো। আমি যে অফিসে কাজ করতাম, সেখানে তিনি মাঝে মাঝে আসতেন।
তিনি একটু অন্যরকম।

৩০ শে মে, ২০২৩ রাত ১২:১৫

সোনাগাজী বলেছেন:



আমার ধারণা, কোন কারণে উনি কেমন যেন বেদিশা জীবন যাপন করছেন।

২২| ৩০ শে মে, ২০২৩ রাত ১২:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: নিজের পোস্টে মন্তব্য বাড়াতে হলে অন্যের পোস্টে মন্তব্য করতে হবে। পোস্ট পড়ার পরে মন্তব্য করার সুযোগ থাকা সত্ত্বেও যারা মন্তব্য করে না তারা মনের ভাব প্রকাশে অনাগ্রহী। ব্লগটা আগের দিনের সংবাদপত্র বা বই না যে মনের ভাবের এক পাক্ষিক যোগাযোগ চলবে। বরং এই মাধ্যমটা অনেক আধুনিক যার সাহায্যে লেখকের সাথে ভাব বিনিময় করার সুযোগ আছে। তাই এই সুযোগ কাজে লাগানো উচিত। মন্তব্যের উত্তর দেয়া সাধারণ সৌজন্যতার মধ্যে পড়ে। মন্তব্যের অবশ্যই উত্তর দেয়া উচিত। এই ব্লগে অনেকে ভালো লেখেন কিন্তু মন্তব্যের উত্তর কখনওই দেন না। এরা অহংকারী। নিজেকে অনেক বড় লেখক ভাবেন। এই ধরণের পোস্টে আমি সাধারণত মন্তব্য করি না। লাইক দেয়ার ব্যাপারে আমি বেশ উদার। পোস্ট মোটামুটি পছন্দ হলে লাইক দেই উৎসাহ দেয়ার জন্য। আমি যথেষ্ট পরিমানে মন্তব্য করি বলে মনে করি। অপরিচিত ব্লগারের পোস্টেও মন্তব্য করি। পোস্ট পড়লে সাধারণত মন্তব্য করি। প্রতি মন্তব্যের উত্তর দিতে বেশী দেরী করি না। তবে আমি অনেক সময় লগ ইন অবস্থায় ল্যাপটপ থেকে দীর্ঘ সময়ের জন্য দূরে চলে যাই বা ঘুমিয়ে যাই। অনেকে ভাবে আমি উপস্থিত আছি। এটা ভালো কি খারাপ জানি না। সামান্য দুই চার জন ব্লগারের লেখা আমি পড়লেও মন্তব্য করি না তার সাথে অতীতের কোন তিক্ত অভিজ্ঞতার কারণে।

৩০ শে মে, ২০২৩ রাত ১২:২০

সোনাগাজী বলেছেন:



লেখা যদি সঠিক হয়, মন্তব্যের উত্তর না'পেলে আমি তেমন হতাশ হই না; যাদের পোষ্ট ভুল ধারণার উপর লেখা, এবং সেই কারণে প্রশন থাকে; কিন্ত লেখক উত্তর দেন না; ইহা খারাপ ব্লগিং।

আমি সব সময় সব পোষ্টে কমেন্ট করে আসছি; আমাকে কমেন্ট ব্যান না'করলে আমি কমেন্ট করি।

২৩| ৩০ শে মে, ২০২৩ রাত ১২:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: একেকজন এর ব্লগিং স্টাইল একেকরকম। যে যেভাবে শান্তি পায় ব্লগে থাকুক। ক্যাচাল ও ব্যাক্তি আক্রমণ না করলেই হইল।

৩০ শে মে, ২০২৩ রাত ১২:২৩

সোনাগাজী বলেছেন:



সেটা ঠিক আছে।

যদি আমার কমেন্ট ক্ষমতা থাকে, আমাকে নিয়ে ক্যচাল লিখলেও আমি মাইন্ড করি না; আমি জানি যে, আমি হ্যান্ডলিং করতে পারবো।

২৪| ৩১ শে মে, ২০২৩ বিকাল ৩:৪৪

সোনাগাজী বলেছেন:


টেষ্ট

২৫| ৩১ শে মে, ২০২৩ বিকাল ৩:৪৪

সোনাগাজী বলেছেন:


টেষ্ট

২৬| ৩১ শে মে, ২০২৩ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক দিন আবার কিছুদিন আবার কয়েকদিন

০৩ রা জুন, ২০২৩ সকাল ৭:৩২

সোনাগাজী বলেছেন:



বর্তমান নিকে আমাকে ৫ মাস কমেন্ট করতে দেয়া হয়নি; ২ দি কমেন্ট করতে না'পেরে সবাই হতাশ হয়ে গিয়েছিলেন।

২৭| ০৩ রা জুন, ২০২৩ ভোর ৪:৫৪

চারাগাছ বলেছেন:
কামাল১৮, মন্তব্যেই টিকে থাকবেন। উনি একটা জিনিস প্রতিষ্ঠিত করেছেন ব্লগার মানেই পোষ্ট করা হয়।
উনার মন্তব্যে জোড় আছে।

আমি ব্লগে আসি বেড়াতে। খুঁজতে।

০৩ রা জুন, ২০২৩ সকাল ৭:৩৪

সোনাগাজী বলেছেন:



আপনি কি খোঁজেন?

২৮| ০৫ ই জুন, ২০২৩ রাত ১২:৩৮

চারাগাছ বলেছেন:
স্মূতি, ভালো লেখা, ব্লগের হারানো সময়, হারিয়ে যাওয়া ব্লগার.....
ম্যাভারিক, ফিফা, চাঁদগাজী, শায়েরী

০৫ ই জুন, ২০২৩ রাত ২:০৬

সোনাগাজী বলেছেন:



আগের থেকে ব্লগের লেখার মান কমে গেছে, সন্দেহ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.