নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বাজেট করার জন্য সুইডেন, কানাডা ও ফ্রান্স থেকে অর্থনীতিবিদ আনার দরকার।

০৩ রা জুন, ২০২৩ রাত ২:২৫



বাংগালীরা কয়েকটি বিষয়ে কোনকালেই ভালো করেনি: অর্থনীতি, রাজনীতি, সায়েন্স ও টেকনোলোজী, অংক ও ফিলোসফি; বাংগালীরা অর্থনীতি কিছুতেই বুঝতে পারে না, মানুষের জীবনযাত্রা উন্নয়নের পথ জানে না, সাধারণ মানুষের জন্য কোন দয়ামায়া নেই, এরা একমাত্র নিজের পরিবারের ভালো ব্যতিত অন্যের ভালো চাহে না, সব নাগরিকের জন্য শিক্ষা, সবার জন্য সুযোগ সৃষ্টি, চাকুরী সৃষ্টি করার মতো দক্ষতা এদের নেই; উন্নত দেশগুলোর অর্থনীতিবিদেরা যা জানে, আমাদের অর্থনীতিবিদরা এসব শুনেওনি; এরা বাজেট করার দুরের কথা, আজীবন চেষ্টা করে মুদ্রার মান ও বাজার দরও ঠিক রাখতে পারেনি; এদের দ্বারা কোন কিছুই হবে না; বাজেট বিশাল ব্যাপার, এজন্য সুইডেন, কানাডা, ফ্রান্স ও সিংগাপুর থেকে কয়েকজন অর্থনীতিবিদ আনার দরকার, যারা দেশের আসল জিডিপি, আসল বেকার সমস্যা, শিক্ষার মান, মানুষের আয়ব্যয় সঠিকভাবে নির্ণয় করতে পারবে ও টাকাকে সঠিভাবে খরচ করে জাতির উন্নয়নের ব্যবস্হা করতে পারবে।

এতদিন সাইফুর রহমান সাহেব, মুহিত সাহেব যা করে গেছেন, এগুলো গ্রামের নিরক্ষর চাষীর নিজের পরিবার চালানোর মতো বাজেট ছিলো, যিনি নিজের ছেলেমেয়েকে পড়ালেখা না'করায়ে গরুছাগল কিনেছে; এসব লিলিপুটিয়ান কাজ কারবার। আপনাদের খেয়াল আছে, সাইফুর রহমান সাহেব ও মুহিত সাহেব বাজেট ঘোষণা করার ২ সপ্তাহ আগের থেকে বাজারদর বাড়তে থাকতো ও উহা কখনো আর কমেনি? কারণ কি? ব্যবসায়ীরা গুজব রটায়ে দিতো যে, সরকার ট্যাক্স বাড়িয়ে দিবে; কারণ সরকার "বিশাল বড় বাজেট" করছে । ট্যাক্স বাড়ানোর গুজব কেন আসতো? কারণ, সরকারের যত টাকা আয়ের সম্ভাবনা আছে, বাজেট ঘোষণা করতো ২ গুণ বড়, মানে ট্যাক্স বাড়ছে; গত বছরও তা করেছে। বড় অংকের টাকা তারা যোগাড় করেনি কখনো, খরচও করেনি; কিন্তু বিশাল পরিমান টাকার বাজেটের ভুয়া ঘোষনা দিয়ে আসছে , যা বাজারদর বাড়তে সাহায্য করে মাত্র।

গত ৫২ বছর এসব লিলিপুটিয়ান অর্থনীতিবিদরা অকারণে বড় বড় অংকের বাজেট ঘোষণা করে বাজারদর বাড়িয়ে দিয়ে মানুষের ক্ষতি করেছে; জাতির গরীব অংশ, চাষী পরিবারের ৯ কোটী মানুষ কিছু পাননি; এই লিলিপুটিয়ানরা বাজেট করার মতো দক্ষ নয়, জাতির ভালোর জন্য বিদেশী ৪/৫ জন অর্থনীতিবিদকে এনে ৪/৫টা বাজেট করার দরকার; এতে যদি ডোডোরা শিখতে পারে।







মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২৩ রাত ২:৩০

নূর আলম হিরণ বলেছেন: আপনি কি জানেন শুধু বাজেটকে বড় করে দেখানোর জন্য এমন কিছু খাত দেখানো হয় আদৌতে সেসব খাতে ব্যয় করা হয়না। নতুন বাজেট দেওয়ার আগে পূর্বের বাজেটের হিসেব দেওয়া বাধ্যতামূলক করা দরকার।

০৩ রা জুন, ২০২৩ রাত ৩:২৭

সোনাগাজী বলেছেন:



বাজেটের জন্য শেহ হাসিনা কখনো জ্ঞানী মানুষকে আনেননি, উনি বাজার করার লোক নিযুক্ত করেছিলেন মাত্র।

২| ০৩ রা জুন, ২০২৩ রাত ২:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: সাইফুর রহমান সাহেব মনে হয় তুলনামূলক ভাবে ভালো ছিলেন।

০৩ রা জুন, ২০২৩ রাত ৩:২৭

সোনাগাজী বলেছেন:



ডোডো ছিলেন।

৩| ০৩ রা জুন, ২০২৩ রাত ২:৪৫

কামাল১৮ বলেছেন: আমাদের বাজেট আমাদেরই করতে হবে।আস্তে আস্তে আমরাই যোগ্যহয়ে উঠবো।অন্যদেশ থেকে লোক এনে আর যাই হোক বাজেট করা সম্ভব না।বাংগালীরাই বিদেশে নির্বাচিত হয়ে অনেক ভালো কাজ করছে।আপনার আশেপাশেও পাওয়া যাবে,যুক্তরাজ্যে ও আছে।

০৩ রা জুন, ২০২৩ রাত ৩:৩০

সোনাগাজী বলেছেন:



চলেন, আমাদের স্যাটেলাইট আমরা বানাই। আগে শিখতে হয়। ১২ বছর স্কুলে ইংরেজী পড়ে, ৫ লাইন বাংলাও লিখতে পারে না অর্ধেক বাংগালী।

বাংগালীরা বিদেশে গেলে শেখে, দেশে ফিরলে বানরে পরিণত হয়।

৪| ০৩ রা জুন, ২০২৩ ভোর ৪:২১

চারাগাছ বলেছেন:
উন্নতির চরম শিখরে যাওয়ার জন্য এই জাতির নিকট কি আছে?

০৩ রা জুন, ২০২৩ ভোর ৪:৩৪

সোনাগাজী বলেছেন:


বর্তমান বিশ্বে উন্নতির শিখরে যাবার জন্য দরকার শুধুমাত্র আধুনিক শিক্ষা; আমাদের সবই আছে ,শুধু শিক্ষাটা নেই।

৫| ০৩ রা জুন, ২০২৩ ভোর ৪:৪৮

চারাগাছ বলেছেন:
সব কিকি আছে?
যদিও আসল জিনিসটাই নেই।
এইযে কোটি ডলার দেশের বাইরে পাচার হচ্ছে এই গুলোকি আধুনিক শিক্ষার অভাবে?

০৩ রা জুন, ২০২৩ সকাল ৭:০১

সোনাগাজী বলেছেন:



উর্বর জমি আছে, পানি আছে, গ্যাস আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, মানুষ আছে।

টাকা পাচার হচ্ছে, কারণ মানুষ শুধু নিজ ও নিজ পরিবারের জন্য ভাবে।

৬| ০৩ রা জুন, ২০২৩ ভোর ৫:২৯

মিরোরডডল বলেছেন:



সব নাগরিকের জন্য শিক্ষা, সবার জন্য সুযোগ সৃষ্টি, চাকুরী সৃষ্টি করার মতো দক্ষতা এদের নেই; উন্নত দেশগুলোর অর্থনীতিবিদেরা যা জানে, আমাদের অর্থনীতিবিদরা এসব শুনেওনি; এরা বাজেট করার দুরের কথা, আজীবন চেষ্টা করে মুদ্রার মান ও বাজার দরও ঠিক রাখতে পারেনি;

সম্পূর্ণ সহমত। প্রপার প্ল্যানিং এর ঘাটতি আছে।
সঠিক শিক্ষার অভাব, যেটা প্রভাব সবকিছুর ওপর।
মূল সমস্যার ওপর আলোকপাত করাটা জরুরী।

বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত সেগমেন্টে।
বাজেটে তাদের কথা কতটুকু ভাবা হয় আই ডাউট।

০৩ রা জুন, ২০২৩ সকাল ৯:৩৭

সোনাগাজী বলেছেন:



অর্থমন্ত্রীরা সরকারী কর্মচারীদের বেতন, ভাতা দেয়ার কেরানী মাত্র।

বাংলাদেশ থেকে কেন আরব, কোরিয়া, সিংগাপুর, মালয়েশিয়া সস্তা শ্রমিক নেয়, এদের মগজে ঢুকে না।

৭| ০৩ রা জুন, ২০২৩ ভোর ৬:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:

বাহির থেকে সাদা বান্দর আনতে হবে কেন?
দেশে কি বুদ্ধিমান শিক্ষিত দক্ষ লোকের অভাব পড়েছে? মুক্তিযুদ্ধ অরগানাইজ করতে মুক্তিযুদ্ধে বিজয় লাভ করতে কোন সাদা লোক দরকার হয়নি। এবং স্বাধীন বাংলাদেশ গড়তে কোন বিদেশী বান্দর দরকার হয়নি।

বিএনপি জামাতের বাজেট ছিল মাত্র ৬০ হাজার কোটি টাকা। মাত্র।
আওয়ামী লীগ ক্ষমতায় এসে এক বছরে সেটাকে দেড় লাখ কোটি টাকা বাজেটে পরিণত করেছিল। বর্তমান বছরে বাজেটের ভলিয়ম প্রায় ৭ লাখ কোটি টাকার কাছাকাছি। বাঙ্গালীদের দক্ষতা না থাকলে এত দ্রুত উন্নতি কি সম্ভব ছিল?

০৩ রা জুন, ২০২৩ সকাল ৭:০৬

সোনাগাজী বলেছেন:



আপনার মগজে বিএনপি জামাত ঢুকে গেছে, উহা বের না'হলে আপনি অর্থনীতির বই পড়লে কিছুই বুঝবেন না।

৮| ০৩ রা জুন, ২০২৩ ভোর ৬:৫৭

হাসান জামাল গোলাপ বলেছেন: Bank of Canda, Govornor, Mark Carney ছিল, এরপর Bank of England তাঁকে hire করে। Englandএ নিশ্চয় তাঁর মতো যোগ্যতা সম্পন্ন লোক ছিল, তারপরেও কিছু কারণে তাঁকে hire করে। ক্ষেত্রবিশেষে বাইরের special talent নেয়া যায়। তবে দেশে তা কাজ করবে না, কারণ policy আর মাঠের কাজের মাঠে বিস্তর ফারাক।

০৩ রা জুন, ২০২৩ সকাল ৭:১০

সোনাগাজী বলেছেন:



বিশ্ব এখন আধুনিক অর্থনীতি ও ফাইন্যান্স প্রয়োগ করে, প্রতিটি নাগরিকের জন্য সুযোেগের সৃষ্টি করছে; আমাদের বাজেটে সরকারী কর্মচারী ও ধনীক শ্রেনীর জন্য সব করা হয়; প্রতিটি নাগরিক যাতে রা্ষ্ট্রের দেয়া সুযোগ পায়, সেটা করা হয় না।

৯| ০৩ রা জুন, ২০২৩ সকাল ৮:২৯

আমি সাজিদ বলেছেন: ঢাকা আর ঢাকার বাইরের সব স্কুল ও কলেজকে একই মানের আনার জন্য বাজেটে কোন বরাদ্দ আছে?

০৩ রা জুন, ২০২৩ সকাল ৯:২৪

সোনাগাজী বলেছেন:



বাজেট আসলে বিল হিসেবে উপস্হাপন করা হয়, সেখানে কি ঘোড়ার ডিম থাকে বলা মুশকিল।
প্রাইভেট ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা করে, পড়ালেখাকে মাদ্রাসার লেভেলে নিয়ে এসেছে।

১০| ০৩ রা জুন, ২০২৩ সকাল ৯:০৮

কাছের-মানুষ বলেছেন: প্রপার প্ল্যানিং এবং শিক্ষার গুনগত মানের দিকে নজর দিতে হবে! শিক্ষায় বাজেট অনেক কম রাখা হয়, এটা সব বাজেটেই দেখে আসছি, এটাতে নজর দেয়া উচিৎ! দেশে রাজনীতি বিদ থেকে ব্যাবসায়ি বেশী সমস্যা হল তাই! সংসদে যদি অধিকাংশই ব্যাবসায়ি হয় তাহলেতো বিপদ!

০৩ রা জুন, ২০২৩ সকাল ৯:২৫

সোনাগাজী বলেছেন:



সংসদে শুধুমাত্র চোরাকারবারী ও ব্যাংক ডাকাত ব্যবসায়ীরাই আছে।

১১| ০৩ রা জুন, ২০২৩ সকাল ১০:২১

ধুলো মেঘ বলেছেন: হাসান কালবৈশাখীর মতে, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাঙালিরা সাদা বান্দরদের ছাড়িয়ে বাংলাদেশকে আমেরিকা বানিয়ে দেব। যে দেশের রেভিনিউ অথরিটির ক্ষমতা নেই ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ৩ লাখ বের করে দেওয়ার, তারা সাড়ে ৭ লাখের বাজেট ঘোষণা করে নিজেদেরকে শেখ বাহাদুর মনে করে ফেলেছে।

০৩ রা জুন, ২০২৩ সকাল ১০:৪৮

সোনাগাজী বলেছেন:



আয়ের থেকে ২ গুণ বড় বাজেট ঘোষণা করে বসে থাকে লিলিপুটিয়ানগুলো। বছরের শেষ কেহ জানে না, কত আয় হয়েছিলো, কত ব্যয় হয়েছে, কি করার কথা বলেছিলো, কি করা হয়েছে।

১২| ০৩ রা জুন, ২০২৩ সকাল ১০:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলেই দরকার আছে।

০৩ রা জুন, ২০২৩ সকাল ১১:০১

সোনাগাজী বলেছেন:



আমি বাংলাদেশের নামকরা অর্থনিতিবিদদের লেখা পড়েছি, কর্মকান্ড দেখছি; আমাদের মতো সীমিত সম্পদের দেশের জন্য এগলো অচল মুদ্রা।

১৩| ০৩ রা জুন, ২০২৩ দুপুর ১:২১

রানার ব্লগ বলেছেন: কোন দিন দেখবো বেঁচে থাকার জন্য যে ফ্রী অক্সিজেন পাচ্ছি বাতাসে তার জন্য সরকার ট্যাক্স ধার্জ করছে। কারন সরকার প্রাকৃতিক ভাবে উৎপাদিত সকল গাছ কেটে নিজেদের মতমতো গাছ লাগিয়ে অক্সিজেন চার্জ নিতেই পারে।

০৩ রা জুন, ২০২৩ বিকাল ৪:২০

সোনাগাজী বলেছেন:



যেমন সরকার, তেমন আমাদের নাগরিকেরা; সরকারের লোকদের কাজ হলো ডাকাতী করা, মানুষের কাজ হলো আইনকে অমান্য করা।

১৪| ০৩ রা জুন, ২০২৩ দুপুর ১:৩০

নাহল তরকারি বলেছেন: কোটিপতিদের দিয়েছে কর ছাড়। আর ২০ টাকা বার্ষরিক আয়ের টিনধারী মানুষের উপর ট্যাক্স বসিয়েছে ২০০০ টাকা। কার মাথায় যে এমন বুদ্ধি আসে, আমি বুঝি না। বিসিএস ক্যাডারদের এমন বুদ্ধি মাথায় থাকলে, আমি বিসিএস ক্যাডার হতে চাই না।

০৩ রা জুন, ২০২৩ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:




আজকের ইউনিভার্সিটির যেসব ছেলেমেয়ে বিসিএস দিচ্ছে, এরা বিসিএস পাশ করার পরদিন থেকে জাতির ক্ষতি করার কাজ শুরু করবে।

১৫| ০৩ রা জুন, ২০২৩ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: মনে মনে আপনার এই বাজেট নিয়ে একটা পোষ্টের অপেক্ষায় ছিলাম।

০৩ রা জুন, ২০২৩ বিকাল ৪:২৩

সোনাগাজী বলেছেন:



সাইফুর রহমান বাজেট করতেন বিদেশে ভিক্ষা করার জন্য, এখন বাজেট করা হয় নিজেদের টাকা ডাকাতী করার জন্য।

১৬| ০৩ রা জুন, ২০২৩ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: বাজেট ঘোষনার আগেই বাজারে জিনিসপত্রের দাম আরেক দফা বেড়ে গেছে। আজিব দেশ।

০৩ রা জুন, ২০২৩ বিকাল ৪:৫৭

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে মানুষ যখন ব্যবসায়ী হয়, ডাব-বিক্রেতা থেকে ফার্মসিউটিক্যাল, সবাই ক্রিমিনালে পরিণত হয়। আমাদের অর্থমন্ত্রীকে ক্রিকের বোর্ড থেকেই পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিলো।

১৭| ০৩ রা জুন, ২০২৩ বিকাল ৪:৫৮

লিংকন বাবু০০৭ বলেছেন: জনগনের জন্য কাজের জিনিস ভাবা দরকার। দেশে ভাল চিন্তার যারা আছেন সবাইকে কাজে লাগাতে হবে।

০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:১৯

সোনাগাজী বলেছেন:




সস্তা শ্রমে হার্ড কারেন্সী আয় করতে গিয়ে সরকারের লোকেরা ও আদম ব্যাপারীরা দাস ব্যবসা করছে ৪৫ বছর; ইতিমধ্যে ৩/৪ জেনারেশনের দাসেরা আরব/মালয়েশিয়ায় কাজ করে এসেছে; যৌবনকালে বউয়ের সাথে ঘুমাতেও পারেনি।

এরশাদের বউকে বড় চাকুরী দিলে, মুহিতের মতো বলদকে অর্থমন্ত্রী বানালে দাস ব্যবসাই করতে হবে।

১৮| ০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:২৬

মিরোরডডল বলেছেন:



সাময়িক পোষ্টের কমেন্টে কি কোন রিপ্লাই ছিলো?
আমি ছিলাম না তাই ফলো করতে পারিনি।

০৩ রা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

সোনাগাজী বলেছেন:



উত্তর দেয়ার আগে উহাকে সরায়ে ফেলেছি ( ঘুম থেকে উঠে ); এডমিন দেখলে ক্ষেপে যেতে পারে; যদিও উনি সঠিক নন।

১৯| ০৩ রা জুন, ২০২৩ বিকাল ৫:৩৩

মিরোরডডল বলেছেন:




খেলাঘর বলেছিলো আমি নেক্সট ঢাকা গেলে আমার নেফিউ নানু বাসায় আর আসতে চাইবে না।
জানি ফান করেই বলা।
দুমাস আগে আমি একমাস ঢাকা থেকে আসলাম।
নেফিউ আমার বোনকে আবদার করে নানু বাসায় থাকার জন্য।
প্রতিদিনতো আসেই, খালামনির কাছে রাতেও থেকে গেছে কিছুদিন।
খেলাঘরের প্রেডিকশন ঠিক হয়নি :)

অপ্রাসঙ্গিক মন্তব্য, ডিলিট করে দিতে পারে, নো প্রব।

০৩ রা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

সোনাগাজী বলেছেন:



আমার মনে আছে।
একটা ভালো ব্যাপার হলো, এসব ব্যাপারে আমার প্রেডিশান মোটেই কাজ করে না।

২০| ০৩ রা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

মিরোরডডল বলেছেন:

সরিয়ে ফেলে ভালো করেছে, থ্যাংক ইউ।


০৩ রা জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

সোনাগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ, আপনি সরাতে বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.