নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা ভাড়াটিয়া সৈন্য ব্যবহার করছে দীর্ঘ সময় ধরে।

২৫ শে জুন, ২০২৩ বিকাল ৫:১৪



আমেরিকার যুদ্ধগুলোতে আমেরিকা ভাড়া টিয়া সৈন্য ব্যবহার করে আসছে দীর্ঘদিন থেকে, আফগান ও ইরাকের যুদ্ধের সময় থেকে; ইহার আগেও তারা ব্যবহার করেছে স্পেশাল অপারেশনসমুহে; এগুলো আমেরিকান সরকারের নিয়মিত সৈন্য বাহিনীর লোকজন নয়, আমেরিকা এসব বাহিনীগুলোকে কাজে লাগায় কন্ট্রাক্টর হিসেবে। এই ধরণের একটি বড় কোম্পানী হচ্ছে, 'ব্ল্যাক ওয়াটার'; এই বাহিনীর লোকেরা যুদ্ধ করে, যুদ্ধযান চালায়, খাদ্য, গোলাবারুদ ও ভারী অস্ত্রশত্রের সরবারাহ লাইন ঠিক রাখে, যুদ্ধে আহত সৈন্যদের নিরাপদ স্হানে আনে, প্রাথমিক চিকিৎসা দেয়।

১৯৯৭ সালে এই কোম্পানীটি প্রতিষ্টিত হয়েছে আমেরিকার নর্থ ক্যারোলিনায়। আমেরিকান সরকার এদেরকে আরব, আফ্রিকায় জংগী দমনে ব্যবহার করেছিলো, এখনো করছে; কিন্তু এরা এখন আমেরিকান রেগুলার বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলায়ে যুদ্ধ করছে। যেখানে ১জন আমেরিকান সরকারী সৈন্য গড়ে ৩/৪ হাজার ডলার আয় করে মাসে, 'ব্ল্যাক ওয়াটার'এর সৈন্যরা গড়ে ১০ থেকে ২৩ হাজার ডলার আয় করে।

রাশিয়ার ওয়াগনার বাহিনীর মতো বাহিনী আমেরিকায় কোম্পানী হিসেবে আছে; এগুলো চলে আসছে দীর্ঘ সময় ধরে। ওয়াগনার বাহিনীকে নিয়ে পুটিন কি বিপদে পড়বে? পুটিনকে কি ইউক্রেন ও ওয়াগনার বাহিনীর সাথে ২ ফ্রান্টে যুদ্ধ করতে হবে? না, ওয়াগনার বাহিনী প্রধান হয় পুটিনের কথা শুনবে, না'হয় বাহিনী ফেলে পালিয়ে যাবে; কিন্তু সে পুটিনের বাহিনীর বিপক্ষে যুদ্ধে নামবে না।



মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২৩ বিকাল ৫:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ওয়াগনার বাহিনীর তৎপরতা ভালো বলে মনে হচ্ছে না।

যারা টাকা নিয়ে যুদ্ধ করে, জীবন বাজি রাখে, তারা বড় ভয়ংকর।

২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

সোনাগাজী বলেছেন:


এই ধরণের বাহিনী ব্যবহার করা নিশ্চয় বড় ধরণের অপরাধ।

২| ২৫ শে জুন, ২০২৩ বিকাল ৫:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


ভাগনার প্রধানকে বেলারুশের বদলে বাংলাদেশে এনে হাসিনার সাথে মিটিং বসিয়ে যদি বলা হয় 'কালই দেশ থেকে সব দুর্নীতি দূর করতে হবে, কাজ হবে?

২৫ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:



কোথায় আমেরিকা ও রাশিয়া, কোথায় বাংলাদেশ!

৩| ২৫ শে জুন, ২০২৩ রাত ৮:০৩

কামাল১৮ বলেছেন: নিয়মিত সৈন্যরাও ভাড়াটিয়া সৈন্যদের মতোই তারা যদি স্বদেশী হয়।দেশ প্রেম দুই জনেরই সমান।বিদেশি হলে অন্য কখা।এই প্রথা অনেক আগে থেকেই চালু ছিলো।রাজারাও যখন অন্য রাজ্য জয়ের জন্য বের হতেন তখন অস্থায়ী অনেক সৈন্য সংগ্রহ করতেন।

২৫ শে জুন, ২০২৩ রাত ৮:২৬

সোনাগাজী বলেছেন:


যুদ্ধ মানে দখল, হত্যা ও অন্যায়; সেখানে কার নিয়ম কে মানে?

৪| ২৫ শে জুন, ২০২৩ রাত ১১:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশে বিএনপিদের বসাতে আমেরিকা ভাড়াটিয়া সৈন্যদল কবে পাঠাবে

২৫ শে জুন, ২০২৩ রাত ১১:৩৯

সোনাগাজী বলেছেন:


রাজাকার ও আল-বদর বাহিনী ১৯৭১ সালে ভাড়া টিয়া বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছিলো; পাকিস্তানীরা মগহীন জামাতী, ইসলামী ছাত্র সংঘ ও দরিদ্রদের বাংগালীদেরকে বাংগালী নিধনের কাজে লাগিয়েছিলো।

৫| ২৬ শে জুন, ২০২৩ রাত ১:১৩

জ্যাক স্মিথ বলেছেন: আমি কিন্তু আপনাদের আমেরিকা এবং বাইডেন সাপোর্টারদের খুব ভালা পাই। কিন্তু তবুও NYtimes আমার বিরুদ্ধে ফেক নিউজ পাবলিশ করছে। ওই লোকের সাথে আমার কোন সম্পর্কই নাই, ভুঁয়া নিউজ। =p~

https://www.nytimes.com/2023/06/08/us/politics/jack-smith-special-counsel-trump-indictment.html?fbclid=IwAR1CHk2trZQPzrQCpsdJdjBLa7JgFqRbeyZi8iFn7viIjoeYfY3b3tgi5MQ



আপনি যেহেতু NY তে থাকেন তাই আপনার কাছে বিচার দিয়ে গেলাম। :`>

২৬ শে জুন, ২০২৩ ভোর ৫:১৯

সোনাগাজী বলেছেন:



জ্যাক ফেডারেল প্রসিকইউটর, এটা মোটামুটি সহজ কিছু নয়, ট্রাম্পের চাপের মাঝে পড়বে।

৬| ২৬ শে জুন, ২০২৩ রাত ১:১৫

জ্যাক স্মিথ বলেছেন: Who Is Jack Smith, the Special Counsel Who Indicted Trump?

আগের লিংকটি কাজ করছে না, তাই আবার দিলাম।

২৬ শে জুন, ২০২৩ ভোর ৫:২১

সোনাগাজী বলেছেন:



আমি ইতিমধ্যেই ট্রাম্পের উপর স্পেশাল রিপোর্ট পড়েছি, জ্যাক সম্পর্কেও জেনেছি।

৭| ২৬ শে জুন, ২০২৩ রাত ১:৩২

বিষাদ সময় বলেছেন: ভাড়া করা সৈনিক ব্যবহার করছে। ভাড়া করা শ্রমিক ব্যবহার করছে। সফ্টওয়ার বানাতে ফ্রিল্যান্সার ভাড়া করছে....আমেরিকা তো দেখি চলছেই ভাড়ার উপর.... :)
আপনি আবার বইলেন না "মগজহীন, ইকনোমিক্স এর কিছুই বুঝেন না..........." :(

২৬ শে জুন, ২০২৩ ভোর ৫:২৩

সোনাগাজী বলেছেন:



কনট্টাক্টর ব্যবহারের মুল কারণ, কম খরচে কোন কার্য সম্পাদন করা; ইহা আধুনিক ক্যাপিটেলিজমের একটি টুলস।

৮| ২৬ শে জুন, ২০২৩ রাত ২:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: নতুন বিষয় জানলাম। আমার কাছে মনে হয় যোদ্ধাদের মূল অনুপ্রেরণা হওয়া উচিত অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে ন্যায় প্রতিষ্ঠা করার প্রচেষ্টা। যদিও বাস্তবতা হোল সৈনিকেরা হুকুম পেলেই যুদ্ধ করে। ন্যায় বা অন্যায় চিন্তা করে না।

২৬ শে জুন, ২০২৩ ভোর ৫:২৬

সোনাগাজী বলেছেন:



আমেরিকার সরকারী সৈনিকদের দ্বারা অন্য্যায় কিছু করালে, উহা পরে বিচারের সন্মুখীন হতে পারে; ভাড়াটিয়ারা কাজ করে দেয় টাকার বিনিময়ে, এখানে দেশ প্রেম ইতয়াদি নেই, ব্যবসা মাত্র।

৯| ২৬ শে জুন, ২০২৩ রাত ২:৪২

কাছের-মানুষ বলেছেন: রাশিয়া সাময়িক বিপদে আছে এই ভাড়াটিয়া বাহিনী নিয়ে! তবে অনেক সময় ভাড়াটিয়া বাহিনী বুমেরাও হিসেবে দাঁড়ায় প্রতিকল্পিত ভাবে এদের নিয়ন্ত্রন করা না গেলে! রাশিয়ার আফগান আক্রমনের সময় আমেরিকা পাকিস্তানকে দিয়ে যেই বাহিনী তৈরি করেছিল রাশিয়ার সাথে ফ্রন্ট লাইনে যুদ্ধের জন্য সেগুলোর জন্য দ্বীর্ঘ মেয়াদে পাকিস্তান, আফগান আমেরিকা সহ বাংলাদেশও ক্ষতিগ্রস্থ হয়েছে কিছুটা, বাংলাদেশ থেকে অনেকে সেখানে যোগদান করে এবং ফিরে এসে বাংলাদেশের জন্যও কাল হয়ে দাঁড়ায়!

২৬ শে জুন, ২০২৩ ভোর ৫:২৯

সোনাগাজী বলেছেন:




আফগানিস্তানে আমেরিকান ভাড়াটিয়া সৈন্য ছিলো; ইহাতে প্রচুর বাংগালী জংগিও ছিলো; উহারা বাংলাদেশের বড় ধরণের ক্ষতি করবে ভবিষ্যতে।

unction at() {
[native code]
}

১০| ২৬ শে জুন, ২০২৩ রাত ৩:১৩

জগতারন বলেছেন:
আমিও কিছুদিন আমেরিকার ভাড়াটে বাহিনীতে কাজ করেছিলেম আফগানিস্থানের চারটি
(সিন্দান, তারিনকোর্ট, বাগরাম, ও কান্দাহারে) শহরে।
আমি ও আমাদের বাহিনী সেই সময়ে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে অনেক সঙ্গিন অবস্থা আপর্তিত হয়েছিলেম।
কিন্তু আমাদের মূল বাহিনীর কর্নধার কক্ষনও মূল বাহিনী (ইউ, এস, আর্মি)
ও সরকারের বিরুদ্ধে বিদ্রহ করার সাহস ও চিন্তাও করেনি।
আমার মনে হয় তার মূল কারনঃ
প্রশিক্ষণ এবং নিয়মের ব্যাত্যয় করলে তার চরম পরিনতি সমন্ধে সম্যক ওয়াকিবহাল করা।
যুদ্ধক্ষের পরিকল্পনা, ব্যাবস্থাপন, সময় মতো রসদ সরবরাহ করা আর সেই সাথে অর্থের যোগান অন্যতম ভূমিকা রাখে।
এ সমস্ত দিক থেকে অ্যামেরিকা প্রশাসন জগত সেরা।

২৬ শে জুন, ২০২৩ ভোর ৫:৩৩

সোনাগাজী বলেছেন:



আপনি তো ঐতিহাসিক মানুষ; আমি তো আপনাদের মতো মানুষের কথাই বলার চেষ্টা করছি। আমেরিকার ভাড়াটিয়াদের মেইন কমান্ডের অধীনে থাকতে হয়, ইহার ব্যাত্যয় নেই।
}

১১| ২৬ শে জুন, ২০২৩ সকাল ৯:৪৭

ধুলো মেঘ বলেছেন: রাশিয়ার প্রবল পরাক্রমশালী বাহিনী যেখানে দেড় বছরেরও বেশি চেষ্টা করেও এখনও ইউক্রেনের সীমান্ত সংলগ্ন এলাকাও দখল করতে পারেনি, আমেরিকান বাহিনী যেখানে হাজার হাজার মেইল দূরের ইরাক সিরিয়া লিবিয়া তিন মাসের মধ্যেই নাস্তানাবুদ করে ফেলে কিভাবে?

২৬ শে জুন, ২০২৩ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:



রাশিয়া ও ইউক্রেনীরা মোটামুটি কাছাকাছি জাতি; আরবরা ভালো সৈন্য নয়।

১২| ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: সৈন্য যে ভাড়ায় পাওয়া যেতে পারে এটা আমার ধারনার বাইরে ছিলো।

২৬ শে জুন, ২০২৩ রাত ১১:৫৪

সোনাগাজী বলেছেন:



আমেরিকার বেলায়, এরা মোটামুটি আমেরিকার সেনাবাহিনী থেকে রিটায়ার করা সৈন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.