নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগারেরা আসেন, থাকেন, চলে যান, আবোরো আসেন।

২৮ শে জুন, ২০২৩ রাত ১২:০২



আমি কি ধরণের ব্লগার হলাম কে জানে, আমি এসেছি তো এসেছি, কখনো আর যাইনি; তাই, ফিরে আসতেও হয়নি! কিন্তু আমাকে বারবার ব্যান করা হয়েছে; আমি নিক টিক বদলায়ে কোনভাবে থেকে গেছি, এখনো আছি! অবশ্য সম্প্রতি আমার মনে প্রশ্ন আসে, আমি এখানে কি করছি? কত ব্লগারকে ডেকেও আনা যাচ্ছে না, আমাকে ধাক্কা দিয়ে সামনের দরজা দিয়ে বের করে দিলে, আমি পেছনের দরজা দিয়ে চলে আসি; পেছনের দরজা বন্ধ করলে জানালা দিয়ে চলে আসি; আগামীবার হয়তো ছাদের ফাঁক টাঁক দিয়ে চলে আসবো।

আমাকে কিছু বলতে দেয়া হয় না, আমার মাইক্রোফোন অফ করে দেয়া হয়, আমি সামান্য লিখে চিরকুটের মতো ছেড়ে দিই, নিজের কথা বলতে চাই; বলার মতো খুব একটা কিছু আমার নেইও, তবুও নীচু স্বরে এটাসেটা বলি। লোকজন কতো ইন্টারেষ্টিং পোষ্ট লেখেন, আমি পড়ি, তারপর চুপচাপ, কিছু বলতে পারি না।

আমি আজকাল ভাবি, আমি এমন কি শিখছি এখানে যে, আমাকে আসতে হবে, থাকতে হবে? ব্লগার ঢাবিয়ান বলেছিলেন যে, কিছু "সুলেখক" চলে গেছেন, তাঁদেরকে ফিরায়ে আনার দরকার! কিভাবে এঁদের ফিরায়ে আনা সম্ভব? কি করলে উনারা ফিরে আসবেন? সুলেখক বলার পরও উনারা ফিরে আসেননি। ঢাবিয়ান আমার সুনাম করেন না, সম্প্রতিও আমাকে বকে দিয়েছেন; কিন্তু আমি গায়ে মাখিনি।

আমার মনে হয়, কেহ আমাকে খারাপ কিছু বললে, আমি মোটেও গায়ে মাখি না; সেইদিন ব্লগার জটিল ভাই আমাকে "বুইড্ডা" ডেকেছিলেন; এরপর থেকে উনাকে দেখছি না; মনে হয়, হতাশ হয়ে গেছেন! আমার সব সময় মনে হয়, যারা আমাকে খারাপ কথা বলেন, তারা নিজের থেকে নিজেই হতাশ হয়ে যান। কেহ আমাকে বুইড্ডা মুইড্ডা ডাকবেন না; আমাকে এসব ডেকে মেকে যদি একে একে সবাই চলে যান, আমি কার লেখা পড়বো এখানে?


মন্তব্য ৪৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২৩ রাত ১২:৪৩

আমি সাজিদ বলেছেন: ঈদের শুভেচ্ছা। মিলে মিশে থাকুন।

২৮ শে জুন, ২০২৩ রাত ১:০৩

সোনাগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা।
আমি অনেকের সাথে সহজেই মিশতে পারি।

২| ২৮ শে জুন, ২০২৩ রাত ১২:৫২

গ্যাব্রিয়ল বলেছেন: আজকের আগে সর্বশেষ এসেছিলাম মার্চ,২০১৮। এই পাঁচ বছর পর এসে প্রথম পো্ষ্টটাই পেলাম- হারিয়ে যাওয়া এবং ফিরে আসার।

২৮ শে জুন, ২০২৩ রাত ১:০৩

সোনাগাজী বলেছেন:



জাষ্ট টেলিপ্যাথী

২৮ শে জুন, ২০২৩ রাত ১:০৭

সোনাগাজী বলেছেন:




আপনার সর্বশেষ পোষ্টের ১ম কমেন্টাই আমার। এখন আমি কমেন্ট ব্যানে আছি।

৩| ২৮ শে জুন, ২০২৩ রাত ১:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মাঝে মাঝে ব্রেক নেওয়া ভালো। এটা আমার কথা নয়, রুমীর কথা।

আশা করি ভালো আছেন।

২৮ শে জুন, ২০২৩ রাত ১:১০

সোনাগাজী বলেছেন:




আমি ব্লগিং'এর ব্রেক নিইনি; আমাকে দেয়ার পরও নিইনি; মনে হয়, ঠিক করিনি। আপনি অবশ্যই রুমির অনুসারী

৪| ২৮ শে জুন, ২০২৩ রাত ১:০৬

রানার ব্লগ বলেছেন: আপনার সাথে এই পোস্ট মানায় না। এখানে যথেষ্ট হতাশার কথা বলা হচ্ছে ।

২৮ শে জুন, ২০২৩ রাত ১:০৮

সোনাগাজী বলেছেন:



তাই? তা'হলে ইহাকে অন্যভাবে লিখবো; কারণ, আমি মোটেই হতাশ নই

৫| ২৮ শে জুন, ২০২৩ রাত ১:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি ২ দিন কোন পোস্ট দেন নাই।

এটা আমার মতো অনেকের জন্যেই অনেক দীর্ঘ মনে হয়েছে।

২৮ শে জুন, ২০২৩ রাত ১:১২

সোনাগাজী বলেছেন:




আমি অন্য শহরে এসেছিলাম, এখন ফেরার পথে; এটাসেটা বলে উপষ্হিতি জানাচ্ছি।

৬| ২৮ শে জুন, ২০২৩ রাত ১:২০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অনেকদিন পর আপনার এখানে এলাম। চমৎকার লিখলেন। ভালো লাগলো। ঈদ মোবারক

২৮ শে জুন, ২০২৩ রাত ১:৪৬

সোনাগাজী বলেছেন:



আমি ভাবছি, মানুষ সংগ্রাম করে চাকুরীতে টিকে থাকতে, ব্যবসায় টিকে থাকতে; আমি কত রকম কায়দা করছি ব্লগে টিকে থাকতে, অবাক কান্ড!!

৭| ২৮ শে জুন, ২০২৩ রাত ২:০৭

চারাগাছ বলেছেন:
আপনাকে কিঞ্চিত হতাশ মনে হলো কেন?

২৮ শে জুন, ২০২৩ ভোর ৪:২৪

সোনাগাজী বলেছেন:



১৬ মাসের মাঝে ৫ মাসই কমেন্ট ব্যান, জেনারেল, সেমিব্যান, এসব কারণে।

৮| ২৮ শে জুন, ২০২৩ রাত ২:৩০

কাছের-মানুষ বলেছেন: আপনি ব্লগের লৌহ-মানব অথচ আজ আপনাকে আমারও মনে হল হতাশগ্রস্থ হয়ে পরেছেন! যারা চলে যান এবং ফিরে আসেন তারা অধিকাংশই জীবন জীবিকার তাগিদে দৌড়ের উপর থাকেন!! আপনি অবসর সময় কাটাচ্ছেন, আপনি বিরতি নেবার দরকার কি!! কিছু নিয়ে ব্যাস্ত থাকা ভাল!

২৮ শে জুন, ২০২৩ ভোর ৪:২৭

সোনাগাজী বলেছেন:



অবসরেও থাকলেও আমি এটাসেটা করি; আমার মনে হচ্ছে, আমাকে মোটামুটি অকারণে এত দীর্ঘ সময় কমেন্ট ব্যান করে রাখাতে আমি কিছুটা হতাশ।

৯| ২৮ শে জুন, ২০২৩ রাত ২:৩৯

খায়রুল আহসান বলেছেন: আপনি ব্লগিং খুব উপভোগ করেন; করুন। সমসাময়িক বিষয়ে প্রচুর লিখেন, লিখতে থাকুন। শুধু জবান ও কলম (কীবোর্ড) টাকে আরেকটু সংযত রাখুন, তাহলেই অনেক সমস্যা কেটে যাবে।

আসা যাওয়া নিয়েই তো আমাদের জীবন। আসা যাওয়ার মাঝে এখানে আমাদের কিছুদিনের জন্য বিরতি। বিরতিসহ এ পথটাকে উপভোগ করুন, কারও প্রতি বিরক্ত না হয়ে এবং কাউকেও বিরক্ত না করে।

২৮ শে জুন, ২০২৩ ভোর ৪:৩০

সোনাগাজী বলেছেন:


আমি ভেবেছিলাম আমি গাছের বাগানে ঘুরছি, কিছু আসলে ইহা লজ্জাবতী লতার বন; একটু নিশ্বাস লাগলেই সবই অচল হয়ে যায়।

১০| ২৮ শে জুন, ২০২৩ ভোর ৫:৫৯

কামাল১৮ বলেছেন: ব্ললে কেউ শিখতে আসে কেউ শেখাতে আসে।কেউ আসে তার মতবাদ প্রচার করতে।নানা জনের নানা উদ্দেস্য থাকে।আমি আসি সময় কাটাতে।তার মাঝে ফাও কিছু যদি শিখা যায়। পোষ্টের থেকে কারো কারো মন্তব্য বেশ মান সম্মত।আপনিতো মন্তব্যই করতে পারছেন না।এটা দুঃখজনক।

২৮ শে জুন, ২০২৩ ভোর ৬:১১

সোনাগাজী বলেছেন:



সামুর লোকদের যদি কোথায়ও বিচারক হিসে কাজ করতে দেয়া হয়, এঁরা হবেন খাঁটী বাংগালী বিচারক।

১১| ২৮ শে জুন, ২০২৩ সকাল ৯:১৩

ঢাবিয়ান বলেছেন: আমি আবার কবে বকলাম? আমি সবসময়ই চাই , আপনি ব্লগে থাকুন এবং ব্লগিং উপভোগ করুন। তবে আপনার ও অন্য ব্লগারদের স্বার্থে আমার মনে হয় আপনার কমেন্টে ব্যান থাকাই মঙ্গল। তা না হলে আবারো ব্লগে ক্যচাল শুরু হবে। তবে এটাও ঠিক ক্যচাল ছাড়া ব্লগ পানসে হয়ে গেছে। ভিজিটর কমে গেছে। কাজেই ব্লগ কতৃৃপক্ষ হয়ত ভেবে দেখবেন এবার :)

২৮ শে জুন, ২০২৩ বিকাল ৪:৪৯

সোনাগাজী বলেছেন:




আমার পেছনে ১৫/১৬ ক্যাচাল লেগে থাকেন; ফলে, ব্লগ সরব থাকে; আমাকে কমেন্ট ব্যান করার পর, ৫/৬ জন ব্লগার বেকার হয়ে গেছেব; অপু, জটিল ভাই, ইত্যাদির পোষ্ট কেহ আজকাল পড়ছে না।

১২| ২৮ শে জুন, ২০২৩ সকাল ৯:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: তরুণ ব্লগাররা অনেকেই আসেন আবার চলে যান। এদের ব্লগের নেশাটা সাময়িক। কিন্তু তারচেয়ে বেশী বয়সের ব্লগারদের একবার নেশা ধরলে তারা ব্লগ ছাড়তে চান না। ফেইসবুকের মত ব্লগের নেশা কিভাবে ধরানো যায় এটা নিয়ে ব্লগ কর্তৃপক্ষকে ভাবতে হবে।

২৮ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫১

সোনাগাজী বলেছেন:



ফেইসবুক অন্য বিষয়, সেখানে বেকুবদের আড্ডা

১৩| ২৮ শে জুন, ২০২৩ সকাল ১১:৩১

নীলসাধু বলেছেন: আপনি ব্লগের নেশায় পরেছেন। আর ছাড়তে পারবেন না। ব্লগে আলাপ সালাপ কিছু লাইন ঘাট মেনে করেন। যথাযথ সম্মান দ্যান সহ ব্লগারদের; আশা করি এতে আস্তে আস্তে ব্লগ টিমের সাথে আপনার যে দুরত্ব সৃষ্টি হয়েছে এবং সহ ব্লগার যারা আপনার উপর বিরক্ত তারা নতুন করে আপনাকে নিয়ে ভাববেন। আর উপদেশ দেয়া বন্ধ করেন, নিজেই সব জানেন এই ভাবও কিছু কমান।
বহু পরামর্শ দিলাম, যদিও এইগুলান আপ্নে কানে তুলবেন এই আশা আমি করি না কারণ আমরা বাঙালি

২৮ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৬

সোনাগাজী বলেছেন:




ফিডব্যাকের জন্য ধন্যবাদ। আপনি জাপান ভ্রমণ করেছিলেন; হয়তো, আরো অন্য দেশেও গেছেন। ওসব দেশে আপনি থাকলে, কাজ করলে, আপনার কাছে বেশীরভাগ বাংগালীকে লিলিপুটিয়ান মনে হতো, এমন কি তাজউদ্দিন সাহেবকেও অনেকটা বেকুব লোক মনে হতো যেখানে ভুয়া মফিজদের কথা কি বলবো! এই কারণেই, অনেক ব্লগারকে আমার কাছে লিলিপুটিয়ান বলে মনে হয়।

১৪| ২৮ শে জুন, ২০২৩ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: আগামীকাল ঈদ। ঈদের শুভেচ্ছা জানবেন।

শুধু একটা কথা বলি- আপনাকে অন্যায় ভাবে ব্যান করা হয়েছে।

২৮ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৭

সোনাগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা।
সামু চালানার জন্য নরওয়ের লোক দরকার।

১৫| ২৮ শে জুন, ২০২৩ দুপুর ১:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


অবসর বাদে জীবনের কর্মক্ষেত্রে থাকলে কি ব্লগিং এত সহজ হতো আপনার জন্য,কি মনে হয়?

২৮ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৮

সোনাগাজী বলেছেন:



আমার ব্লগিং'এর মুল অংশে আমি ফুলটাইম কাজে ছিলাম।

১৬| ২৮ শে জুন, ২০২৩ বিকাল ৫:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: জটিল গং এর কাজ হচ্ছে সারাক্ষণ আপনার পেছনে লাগা। প্লিজ ওদের পাত্তা দিয়েন না।
কে একজন নাকি কমেন্ট করছে আপনাকে সারাজীবন কমেন্ট ব্যান করে রাখতে। যেই কথা সেই কাজ। এখন অবধি আপনি কমেন্ট ব্যান।

২৮ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:



জটিল গং, ভুয়া মফিক, অপু, এরা সামুর ক্ষতি করছে; ওরা হাউকাউ, আমার সাথে ওদের কিছু নেই

১৭| ২৮ শে জুন, ২০২৩ বিকাল ৫:১৭

বিজন রয় বলেছেন: হা হা হা হা ..;..... যাওয়া-আসাই তো দুনিয়োর নিয়ম।

২৮ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

সোনাগাজী বলেছেন:



আমি এসেছি তো এসেছি, যাওয়ার কোন সম্ভাবনা নেই

১৮| ২৮ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০২

নিমো বলেছেন: কিছু কিছু মন্তব্য পড়ে হাসি থামাতে পারছি না। এরাই আবার সরকারের সমালোচক, বাক স্বাধীনতার বাক বাকুম পায়রা।

২৮ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা বুঝতে পেরেছে যে, এই দেশের ৬০/৭০ ভাগ লোকজন ভালো লিলিপুটিয়ান; সে সেজন্য কিছু না'করেই দেশ চালাতে পারছে।

১৯| ২৮ শে জুন, ২০২৩ রাত ৯:৪৯

জ্যাকেল বলেছেন: বাংলায় ব্লগিংটা ভাল। এ কারণে অনেকে সামুতে আসেন। আপনেও আসেন। এইটা ভাল। তবে আপনার গুন্ডামি কমেন্টগুলোর কারণে সামুর পরিবেশ খারাপ হয়ে যায়।

২৯ শে জুন, ২০২৩ রাত ১:০৮

সোনাগাজী বলেছেন:




আমি যদি গুন্ডামী করতাম, ভালো ব্লগারেরা আমার পোষ্ট পড়তেন? আপনার পোষ্ট ২/১টা ক্রিমিনাল ব্যতিত বাকী কেহ পড়েন?

আপনার ব্লগিং:

পোস্ট করেছি: ২৯টি
মন্তব্য করেছি: ১৯৬৭টি
মন্তব্য পেয়েছি: ৯০১টি
ব্লগ লিখেছি: ১ বছর ৯ মাস

আমার ব্লগিং:

পোস্ট করেছি: ৪৩৪টি
মন্তব্য করেছি: ১৩৭৫৪টি
মন্তব্য পেয়েছি: ১৫৪০৮টি
ব্লগ লিখেছি: ১ বছর ৪ মাস

২০| ২৮ শে জুন, ২০২৩ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: দুষ্টলোকেরা সামুতে দীর্ঘদিন থাকে না। ব্যর্থ হয়ে ফিরে যায়।

২৯ শে জুন, ২০২৩ রাত ১:০৯

সোনাগাজী বলেছেন:


ওগুলো প্রশ্নফাঁস লিলিপুটিয়ান

২১| ২৯ শে জুন, ২০২৩ রাত ১২:১৯

নিমো বলেছেন: জ্যাকেল বলেছেন: তবে আপনার গুন্ডামি কমেন্টগুলোর কারণে সামুর পরিবেশ খারাপ হয়ে যায়।
আপনার মত ছুপা জা-শি'র মত ভন্ডামীতো সবাই করতে পারে না। আপনার মত কিছু অখাদ্য ব্যান হলে দেশ, জাতি ও ব্লগ উভয়ের জন্যই মঙ্গল।

২৯ শে জুন, ২০২৩ রাত ১:১০

সোনাগাজী বলেছেন:


এরা জাতির জন্য বোঝা

২২| ২৯ শে জুন, ২০২৩ সকাল ১১:০২

জ্যাকেল বলেছেন: @মিঃ নিমো

আপনের কোন প্রসংগ এখানে ছিল না। ভিন্নমত সহ্য না করার এক নিম্নমাত্রার উদাহরণ ইলেন আপনে। আমার পোস্ট না পড়েই জামাত শিবির ট্যাগ দিয়ে ফেলেছেন, এটা হচ্ছে বালপাকনামী। জামাতি ভন্ডদের আমি জা-শি ইত্যাদি না বলে সরাসরি-ই বলি, কারণ আমি স্ট্রেইট ফরোয়ার্ড, আপনার মত ভন্ড না।

২৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:৪৬

সোনাগাজী বলেছেন:



আপনার মতো লোকদের জোর করে আরব, কিংবা নৌকায় করে ইউরোপ পাঠিয়ে দিয়ে, দেশের অক্সিজেন রক্ষা করার দরকার।

২৩| ৩০ শে জুন, ২০২৩ রাত ১২:০৪

জ্যাক স্মিথ বলেছেন: আমি মাঝে মাঝে ভাবি ব্লগিং করে আসলে লাভটা কি? বার বার একটাই উত্তর পাই আর তা হচ্ছে- সময় নাষ্ট।

৩০ শে জুন, ২০২৩ রাত ১২:৫২

সোনাগাজী বলেছেন:


বর্তমান পরিস্হিতে সামু থেকে শেখার তেমন কিছু নেই। আমি বিদেশে আছি, ব্লগারদের থেকে দেশ সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.