নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্রুকলীনে ঈদের জামাত: ইব্রাহিম হুজুরের আধুনিক মনোভাব

২৮ শে জুন, ২০২৩ রাত ৯:০৭



ব্রুকলীনে ঈদের নামাজ ৪ মসজিদের অধীনে হয়; বড় মসজিদের জামাত হয় রাস্তার উপর, ওখানে বড় বড় মাওলানারা আসে, বাকী মসজিদগুলো বাহিরে জামাত করে না। আমি যাই সবচেয়ে ছোট মসজিদে, ইহার ইমাম হচ্ছেন ইব্রাহিম হুজুর, তরুণ বয়সে বিএনপি'র ক্যাডার ছিলেন; নিজ দলের আরেক ক্যাডারকে হত্যা করার পর উনার সুমতি হয়েছে, ( কিংবা বিপদে পড়ে ) সুরা, কালাম শিখে ইমাম হয়েছে গেছেন। বিএনপি'র মওদুদ আহমেদ দয়া দেখায়ে ইব্রাহিম হুজুরকে আমেরিকা পাঠায়ে দিয়েছিলো; এখন হুজুর ২ বউ (একজন গায়েনীজ ও অন্যজন বাংগালী ) নিয়ে সুখে শান্তিতে আছেন।

অনেক আগে, আমাদের এলাকার লোকজন একবার উনাকে ইফতারের দাওয়াতে এনেছিলো; উনি সুরা ইত্যাদি পড়ে অপ্রয়োজনীয়ে কিসব আলোচনা করছিলেন, লোকজন কিছু শুনছিলো না; আমি উনার পাশে বসাছিলাম, কানে কানে বললাম নোয়াখলীর মানুষ নিয়ে কিছু বলেন; আমেরিকা, ইহুদী ও খৃষ্টানদের বিপক্ষে কিছু বলবেন না। উনি খুশী হয়ে নোয়াখালীর মানুষের জীবনযাত্রা নিয়ে গল্প করলেন, চট্টগ্রামের মানুষ সব সময় নোয়াখালী নিয়ে উৎসুক, সবাই মনোযোগ দিয়ে শোনায় উনি খুবই খুশী হলেন। এখন উনি আমেরিকা বাংলাদেশ, বিশ্বের উপর বক্তব্য রাখেন। জামাতী টামাতী উনার ওখানে যায় না, নোয়াখালী ও চট্টগ্রামের লোকজন উনার ওখানে যান।

উনার মসজিদ উনি একা চালান, কোন কমিটি টমিটি নেই; অনেক উনার সমালোচনা করতেন; উনি জানায়ে দিয়েছেন যে, উনি এখান থেকে আয় করে পরিবার চালান, উনি একাই যথেষ্ট।

উইকডেগুলোতে ঈদ হলে, উনি সুর্য উঠার পরপরই শুরু করে, ৩০/৪০ মিনিটের মাঝে ৩/৪টা জামাত শেষ করে দেন; যাদের কাজে যাবার দরকার, তারা কাজে চলে যেতে পারে। আজকেও আমি ওখানে জামাতে গিয়েছিলাম; সবকিছু পরিস্কার, সুন্দর কথাবার্তা, সবকিছু বাংলায়। ঘরে ফেরার সময় দেখলাম ম্যাকডোনাল্ড এভেনিউতে বিপুল পরিমাণ মানুষের বিশাল জামাত শুরু হয়েছে; এবার মাইকের আওয়াজ খুব কম, অনেক পুলিশ; ওয়াজ চলছে।




মন্তব্য ৫২ টি রেটিং +২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২৩ রাত ৯:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ঈদ মোবারক।

আগামীকাল আমাদের এখানে ঈদ। অপেক্ষায় আছি।

আপনাদের ঐখানে কোরবানি কিভাবে দেওয়া হয়? স্লটার হাইজে?

২৮ শে জুন, ২০২৩ রাত ৯:২১

সোনাগাজী বলেছেন:



ঈদ মোবারক।

এখানে সবকিছুই স্লটার হাইজে; ইহা ভালো পদ্ধতি।

২| ২৮ শে জুন, ২০২৩ রাত ৯:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: রসূলের (সা) জমানায় ইমাম নামের কোন পদ মসজিদে ছিল না। ইসলামী রাষ্ট্রের অধিনায়ক অথবা মুসল্লিদের মধ্যে থেকেই একজন ইমাম হতেন। ঐ নিয়মটাই চালু রাখা উচিত ছিল।

২৮ শে জুন, ২০২৩ রাত ৯:২৪

সোনাগাজী বলেছেন:



সময়ের সাথে সবকিছু বদলে যায়, যদিও ইসলামে পরিবর্তন খুবই শ্লো। মুসলিম দেশে এতবেশী মাদ্রাসা, এসব গ্রেজুয়েটদের আয়ের পথ তো বের করতে হবে।

৩| ২৮ শে জুন, ২০২৩ রাত ৯:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




@সাড়ে চুয়াত্তর,

আমার মনে হয় রাসূল (সা) তাঁর জীবদ্দশায় কখনই 'ইসলামী রাষ্ট্র' কথাটি উল্লেখ করেন নাই। এটা আমাদের বানানো একটি শব্দ।

২৮ শে জুন, ২০২৩ রাত ৯:২৫

সোনাগাজী বলেছেন:



তবে নবী (স: ) ও উনার সাথীরা রোমানদের ও পারসিকদের রাজ্য দেখেছেন; ফলে, আরবদের জন্য কিছু ভালো করার চেষ্টা হয়তো ছিলো

৪| ২৮ শে জুন, ২০২৩ রাত ৯:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




@সাড়ে চুয়াত্তর,

রাসূল (সা) ভ্রাতৃত্বের বন্ধনের কথা বলেছেন।

'রাষ্ট্র' শব্দটি সেখানে ছিলো না।

২৮ শে জুন, ২০২৩ রাত ৯:২৭

সোনাগাজী বলেছেন:


মক্কা ও মদিনার বাহিরে সবাই ছিলো বিবিধ গোত্রের বেদুইন, যারা ছিলো ভয়ংকর যোদ্ধা ধরণের লোকজন।

৫| ২৮ শে জুন, ২০২৩ রাত ৯:২৯

ঢাবিয়ান বলেছেন: ঈদ মুবারক । পড়ে খুশি হলাম যে আপনি ইদের জামাতে গেছেন ।

২৮ শে জুন, ২০২৩ রাত ৯:৩২

সোনাগাজী বলেছেন:




ঈদ মুবারক।

আমেরিকায় ইহা বড় ধরণের অনুষ্ঠান।

৬| ২৮ শে জুন, ২০২৩ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: নোয়াখালির মানুষ চিটাগাং যায়। কিন্তু চিটাগাঙ্গের মানুষ নোয়াখালি আসে না।
ঈদের শুভেচ্ছা জানবেন।

২৮ শে জুন, ২০২৩ রাত ১০:০০

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের মাঝে ইহা একটি বড় রহস্য: চট্টগ্রামের মানুষ কাজের খোঁজে, পড়ালেখার জন্য, বিয়ের জন্য নোয়াখালী যায় না। তবে, নোয়াখালীর মানুষ এদের কাছে একটি রহস্যের মতো

৭| ২৮ শে জুন, ২০২৩ রাত ১০:০৬

শাহ আজিজ বলেছেন: ঈদের শুভেচ্ছা ।

২৯ শে জুন, ২০২৩ রাত ১২:৫৮

সোনাগাজী বলেছেন:




ঈদের শুভেচ্ছা, ভালো থাকুন।

৮| ২৮ শে জুন, ২০২৩ রাত ১০:১৪

হাসান জামাল গোলাপ বলেছেন: ঈদ মুবারক। ঈদের নামাজ পড়ে বাসায় আসলাম, স্ত্রী বাসায় থেকে কাজ করছেন, ছুটি নেই। বিকালে মেজভাইয়ের বাসায় গেটটুগেদার, মাঝরাত পর্যন্ত পারিবারিক আড্ডা হবে, আমরা তিন ভাইবোন এ শহরে থাকি, আর এক শহরে ভাগ্নে, ভাগ্নি থাকে। এখানে জামাত বড় ইনডোর স্টেডিয়ামে হলো, মূলত পাকিস্তান আর ভারতের লোকেরা মসজিদ কমিটিতে, এক দুইজন বাংলাদেশি স্বেচ্ছাসেবক। গতবার ইংলিশের পাশাপাশি উর্দুতে ডিরেকশন দেখেছিলাম, দেশী স্বেচ্ছাসেবক ভাইদের বলেছিলাম এরপর বাংলাতেও ডিরেকশন দিতে, এবারে দেখলাম শুধু ইংলিশে। ভালো থাকুন।

২৯ শে জুন, ২০২৩ রাত ১২:৫৯

সোনাগাজী বলেছেন:



ভালো, সবাই মিলে ভালো থাকুন।

৯| ২৮ শে জুন, ২০২৩ রাত ১০:৩৫

কামাল১৮ বলেছেন: আমি যেহেতু কোন নামাজই পড়ি না তাই এই সবের খবর রাখি না।তবে দুই বউ নিয়া সুখে আছেন মনে হয় না।এই ঈদটা আমার কাছে একটা নিষ্ঠুর ঈদ মনে হয়।সবাই কি নিষ্ঠুরতায় মাতে।কানাডায় কেউ জবাই খেখে না ,কিন্তু কুরবানী অনেকেই দেয়।

২৯ শে জুন, ২০২৩ রাত ১:০০

সোনাগাজী বলেছেন:



আমেরিকায়ও বেশীরভাগ স্লটার হাউজে কোরবাণী দেয়।

১০| ২৮ শে জুন, ২০২৩ রাত ১০:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:

রাস্তায় নামাজ পারমিশন দেয় কেন সিটি?
অন্যান্ন সিটির মত দরকার হলে মসজিদে দুই দফায় জামাত করতে পারে।

২৯ শে জুন, ২০২৩ রাত ১:০১

সোনাগাজী বলেছেন:



বেশ পরিমণ বাংগালী সিটির সাথে যুক্ত, ওরা পারমিশন নিয়ে নেয়।

১১| ২৮ শে জুন, ২০২৩ রাত ১১:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


বিএনপি ক্ষমতায় এলে সুমতির জোরে দেশে এসে আবার ধর্মমন্ত্রী হয়ে যাবে।

২৯ শে জুন, ২০২৩ রাত ১:০২

সোনাগাজী বলেছেন:



হলে খারাপ হতো না, আমেরিকা থেকে গেলে, দেশের ক্ষতি কেহ করবে না।

১২| ২৮ শে জুন, ২০২৩ রাত ১১:১৯

আমি সাজিদ বলেছেন: ঈদ মোবারক

২৯ শে জুন, ২০২৩ রাত ১:০৩

সোনাগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা।

১৩| ২৯ শে জুন, ২০২৩ রাত ২:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ইব্রাহিম হুজুর একজন মানুষকে হত্যা করে বিদেশে পালিয়ে ঠিক কাজ করেছেন কি?

আমেরিকান লো কি বলে?

২৯ শে জুন, ২০২৩ রাত ২:২৭

সোনাগাজী বলেছেন:




বিএনপি ও অন্যান্য অনেক দলের ক্যাডারেরা পালিয়ে গেছে আমেরিকা, কানাডা, ইউরোপে। ইব্রাহিমের আসল নাম তো আমিও জানি না; যেই নামে ভিসা পেয়েছে, সেই নামে সে ইমাম মানুষ।

১৪| ২৯ শে জুন, ২০২৩ রাত ৩:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঈদের শুভেচ্ছা।

‘আল্লাহু আকবার আল্লাহু আকবার,লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল্ হামদ। ’

২৯ শে জুন, ২০২৩ সকাল ৯:০১

সোনাগাজী বলেছেন:



ধর্মীয় রিসার্চ সেন্টারের মতো কিছু একটা খোলেন।

১৫| ২৯ শে জুন, ২০২৩ সকাল ১০:৩০

মৌফড়িং বলেছেন: আরেকজন ইব্রাহিম হুজুর আছেন উনি বৈজ্ঞানিক বিষয় আলাপ সালাপ করেন। করোনার সময় উনি ভালো মার্কেট পেয়েছেন। কিছুদিন জেল খেটে এখন অনেকটাই সতর্ক হয়েছেন।

২৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:৩৮

সোনাগাজী বলেছেন:



আমেরিকায়, নাকি বাংলাদেশে?

১৬| ২৯ শে জুন, ২০২৩ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: আজ ঈদের দিন।
মডারেটর সাহেব কি আপনাকে কমেন্ট ব্যান করে ভুলে গেছেন?

২৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:৩৯

সোনাগাজী বলেছেন:


আমাদের মডারেটর টেকনিক্যাল মানুষ, উনার ব্লগিংটা দুর্বল টাইপের।

১৭| ২৯ শে জুন, ২০২৩ দুপুর ১২:৫৯

নতুন নকিব বলেছেন:



ঈদের শুভেচ্ছা।

২৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:৪০

সোনাগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা

১৮| ২৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

লেখক বলেছেন:
ধর্মীয় রিসার্চ সেন্টারের মতো কিছু একটা খোলেন।


আগে ফরজ আদায় শুরু করি তারপর নিজে অনেক পড়াশোনা করবো। পড়াশোনা কিছু জানা যায়। রিসার্চ করতে অনেক পড়াশোনা করতে হয়।

২৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:৪২

সোনাগাজী বলেছেন:



অতটুকু যদি কষ্ট কতে চান, তা'হলে নতুন ধর্ম চালুর চেষ্টা করেন।

১৯| ২৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:৪৯

হাবিব ইমরান বলেছেন:
ইদ মোবারক।
আপনি মসজিদে গিয়েছেন, ইদের নামাজ আদায় করেছেন। আশ্চর্য হয়েছি।

২৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৯

সোনাগাজী বলেছেন:


ঈহা কি আশ্চর্য হওয়ার মতোই বিষয়!

২০| ২৯ শে জুন, ২০২৩ রাত ৯:৫১

রানার ব্লগ বলেছেন: এইটা কি সেই ঈব্রাহীম হুজুর যে মাকড়শার জাল থেকে করনার ঔষাধ অবিষ্কারের ফর্মুলা দিয়েছিলো ?

২৯ শে জুন, ২০২৩ রাত ৯:৫৫

সোনাগাজী বলেছেন:



না, এটা তরুণ বয়সে বিএনপি'র ক্যাডার ছিলো; এখন আধুনিক ইমাম।

২১| ২৯ শে জুন, ২০২৩ রাত ১০:০১

রানার ব্লগ বলেছেন: ওই ব্যাটার ইমামোতিতে আপনারা নামাজ পড়েই তো তাকে জাতে তুলে দিলেন । এরে তো আইনের হাতে তুলে দেয়া উচিৎ ছিলো ।

২৯ শে জুন, ২০২৩ রাত ১০:২৭

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে তার নাম নিশ্চয় অন্য কিছু ছিলো; এই দেশে তো কেহ তার বিচার চাহেনী

২২| ৩০ শে জুন, ২০২৩ রাত ১২:০৩

জ্যাক স্মিথ বলেছেন: মুফতি ইব্রাহিম নামে বাংলাদেশে আরেকটা হুজুর আছে, করোনা হুজুর নামে পরিচিত। ইউটিউবে সার্স করেন তাহলে উনার গার্বেজ পেয়ে যাবেন। উনার বক্তব্য শুনে আপনি বমি করলে আমি দায়ী না।

৩০ শে জুন, ২০২৩ রাত ১২:৪৯

সোনাগাজী বলেছেন:



করোনার সময় আমি দেখেছিলাম; ওই ধরণের লোকদের ১০ হাজার ডলার পকেটে দিয়ে পাকিস্তানে রেখে আসার দরকার।

২৩| ৩০ শে জুন, ২০২৩ ভোর ৬:৫৫

তানভির জুমার বলেছেন: সত্যপথিক শাইয়্যান বলেছেন:
@সাড়ে চুয়াত্তর,
আমার মনে হয় রাসূল (সা) তাঁর জীবদ্দশায় কখনই 'ইসলামী রাষ্ট্র' কথাটি উল্লেখ করেন নাই। এটা আমাদের বানানো একটি শব্দ।

আপনারা এত জ্ঞানহীন কেন? ইসলাম নিজেদের মনমত বানানো ধর্ম? কোরআন- হাদীসের কোন অংশও কি পড়েছেন?

০৫ ই জুলাই, ২০২৩ রাত ২:৫৭

সোনাগাজী বলেছেন:



আপনার থেকে যারা কম জানতো, তাদের রচিত রূপকথা হচ্ছে, কোরান হাদিস

২৪| ৩০ শে জুন, ২০২৩ সকাল ৭:১৩

তানভির জুমার বলেছেন: ঈদ মোবারক। আপনার পরিবারের সকলের জন্য দোয়া রইল।

মসজিদ কে ইমাম সাহেব নিজের ইনকাম সোর্স বানাতে পারবেন না, ইহা ইসলামে নেই। রাষ্ট্রকেই ইমামের বেতন-ভাতার সব ব্যবস্থা করিতে হবে। বড় পরিতাপের বিষয় হচ্ছে আমাদের দেশে ১% মসজিদের দায়িত্বও রাষ্ট্র নেয় না, সাধারণ মানুষের অনুদানে চলে মসজিদগুলো। মধ্যপ্রাচ্যেসহ অনেক মুসলিম দেশে ইমামের বেতন-ভাতা ফাস্ট অফিসারের সমান।

৩০ শে জুন, ২০২৩ সকাল ৯:৪২

সোনাগাজী বলেছেন:




আমেরিকায় কোন ধর্মীয় প্রতিষ্ঠানের কোন ব্যক্তিকে বেতন দেয় না; তবে, মসজিদ, মন্দির, সবাই কিছু পরিমাণ অনুদান পায়।

২৫| ০১ লা জুলাই, ২০২৩ সকাল ৯:৫৪

ধুলো মেঘ বলেছেন: খুন হচ্ছে ইসলামের দৃষ্টিতে দ্বিতীয় সর্বোচ্চ পাপ। একজন খুনীর পেছনে আপনারা জেনে শুনে কিভাবে নামাজ আদায় করতে পারেন? উনি কি খুনের জন্য কোন শাস্তি পেয়েছেন? আপনাদের নামাজ কি হয়?

০১ লা জুলাই, ২০২৩ সকাল ৯:৫৭

সোনাগাজী বলেছেন:



নামাজ হচ্ছে মুসলিম সমাজের একটা ট্রেডিশন, ইহা চলছে; নামাজ হচ্ছে, হবে না কেন? যারা নামাজ পরছে, তাদের বেশীরভাগই অন্যায় বা অপরাধ করছে।

২৬| ০২ রা জুলাই, ২০২৩ সকাল ৯:০৮

ধুলো মেঘ বলেছেন: বুঝেছি, নামাজ একটা ট্রেডিশন হিসেবে পড়া, ইবাদত হিসেবে নয়। তাই খুনী, ধর্ষক, সুদখোর মহাজন, মদ্যপ, জারজ - কারও পেছনে নামাজ পড়তেই আপনাদের কোন অসুবিধা নেই। ভালো। খুব ভালো।

০২ রা জুলাই, ২০২৩ বিকাল ৩:০৬

সোনাগাজী বলেছেন:



যেজন নামাজ পড়াতে জানে সেইজন ইমাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.